শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ২ – উদ্ভিদ ও প্রাণী বহুনির্বাচনি : চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির দ্বিতীয় অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য
সাধারণ
১. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কোনটি?
ক.উদ্ভিদ
খ.প্রাণী
গ.অকোষীয় জীব
ঘ.অণুজীব
২. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না কোনটি?
ক.উদ্ভিদ
খ.প্রাণী
গ.মস
ঘ.ফার্ন
৩. উদ্ভিদ মাটি আঁকড়ে থাকতে কোনটি ব্যবহার করে? ছ
ক.কাণ্ড
খ.মূল
গ.গর্ভদণ্ড
ঘ.বাকল
৪. মূল, কাণ্ড ও পাতা থাকে নিচের কোনটির?
ক.মস
খ.ছত্রাক
গ.আমগাছ
ঘ.শৈবাল
৫. নিচের কোন প্রাণীটির আঁইশ থাকে?
ক.শিংমাছ
খ.রুই মাছ
গ.বনবিড়াল
ঘ.মেছোবাঘ
যোগ্যতাভিত্তিক
শিখনফল: উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব।
৬. তোমার বাগানের আমগাছ কীভাবে চলাফেরা করে?
ক.মূলের সাহায্যে
খ.কান্ডের সাহায্যে
গ.পাতার সাহায্যে
ঘ.চলাফেরা করতে পারে না
৭. শফিকদের স্কুলের বড় বটগাছটি খাদ্যের জন্য কোনটির উপর নির্ভর করে? জ
ক.ছোট উদ্ভিদের উপর
খ.বড় উদ্ভিদের উপর
গ.সূর্যের উপর
ঘ.উদ্ভিদ ও প্রাণীর উপর
৮. তুমি খাদ্যের জন্য কোনটির উপর নির্ভরশীল? জ
ক.শুধু উদ্ভিদ
খ.শুধু প্রাণী
গ.উদ্ভিদ ও প্রাণী উভয়ই
ঘ.নিজের উপর
পরিবেশে জীব
সাধারণ
৯. কোন উদ্ভিদটি প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে?
ক.মস
খ.ফার্ন
গ.কলমি
ঘ.আমগাছ
১০. নিচের কোন উদ্ভিদটি স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়?
ক.শাপলা
খ.মস
গ.কলমি
ঘ.জাম
১১. নিচের কোন উদ্ভিদটি মাটি ও পানি উভয় স্থানেই জন্মাতে পরে?
ক.শাপলা
খ.মস
গ.ফার্ন
ঘ.কলমি
১২. হেলেঞ্চা উদ্ভিদ জন্মাতে পারে কোন স্থানে?
ক.প্রখর সূর্যালোকে
খ.স্যাঁতস্যাঁতে মাটিতে
গ.মাটি ও পানিতে
ঘ.পানিতে
১৩. লবণাক্ত মাটির উদ্ভিদ কোনটি?
ক.গরান
খ.আম
গ.জাম
ঘ.মেহগনি
১৪. কোন মাটিতে সুন্দরী গাছ জন্মাতে পারে?
ক.এসিডিক
খ.ক্ষারীয়
গ.লবণাক্ত
ঘ.পাহাড়ি
১৫. নিচের কোন উদ্ভিদের শ্বাসমূল থাকে?
ক.মেহগনি
খ.গোলাপ
গ.জামরুল
ঘ.কেওড়া
১৬. পুরনো দেয়ালে জন্মানো উদ্ভিদ কোনটি?
ক.মস
খ.খেজুর
গ.মেহগনি
ঘ.নিম
১৭. কোনটি বড় কোনো উদ্ভিদের উপর জন্মাতে পারে?
ক.সফেদা
খ.স্বর্ণলতা
গ.সুন্দরী
ঘ.কেওড়া
১৮. কোন প্রাণীটি মাটিতে গর্ত করে বাস করে?
কব্যাঙ
খপ্রজাপতি
গকাঠবিড়ালি
ঘখরগোশ
১৯. সজারুর বসবাসের স্থান কোনটি?
ক.ঝোপঝাড়
খ.মাটির গর্ত
গ.পানি
ঘ.গাছের কোটর
২০. গাছের কোটরে বাসা তৈরি করে?
ক.কাঠবিড়ালি
খ.কচ্ছপ
গ.সজারু
ঘ.বেজি
২১. মাটি ও পানি উভয় স্থানেই থাকতে পারে কোনটি?
ক.সজারু
খ.কচ্ছপ
গ.ইঁদুর
ঘ.বেজি
২২. মরুভূমির উদ্ভিদ কোনটি?
ক.ক্যাকটাস
খ.পাইন
গ.ঘাস
ঘ.শাল
২৩. মরুভূমির প্রাণী কোনটি?
ক.গিরগিটি
খ.সজারু
গ.ক্যাঙ্গারু
ঘ.মেছোবাঘ
২৪. উট তার পিঠের কুঁজে কী জমিয়ে রাখে?
ক.শর্করা
খ.আমিষ
গ.চর্বি
ঘ.ভিটামিন
২৫. সমুদ্রের পানিতে কী মিশ্রিত থাকে?
ক.লবণ
খ.এসিড
গ.ক্ষার
ঘ.ধাতু
২৬. সামুদ্রিক প্রাণী কোনটি?
ক.ডলফিন
খ.সিল
গ.ভালুক
ঘ.পেঙ্গুইন
২৭. সিল কোন পরিবেশের প্রাণী?
ক.মরু
খ.মেরু
গ.বনজ
ঘ.সামুদ্রিক
যোগ্যতাভিত্তিক
শিখনফল: বাসস্থানের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা সম্পর্কে জানতে পারব।
২৮. আসিফদের বাড়ির পুরনো স্যাঁতস্যাঁতে দেয়াল এক ধরনের ক্ষুদ্র উদ্ভিদে ছেয়ে গেছে। উদ্ভিদটির নাম কী? ছ
ক.ফার্ন
খ.মস
গ.ক্যাকটাস
ঘ.অর্কিড
২৯. চাচার সাথে সুন্দরবনে বেড়াতে গিয়ে রাজু দেখল, গাছের একটি বিশেষ অংশ মাটির উপরে উঠেছে। এগুলো আসলে কী? ছ
ক.ঠেসমূল
খ.শ্বাসমূল
গ.রাইজয়েড
ঘ.কাণ্ড
৩০. স্কুল থেকে আসার সময় তুহিন একটি বড় গাছের উপর এক ধরনের রঙিন লতানো উদ্ভিদ দেখতে পেল। উদ্ভিদটির নাম কী?
ক.মস
খ.ফার্ন
গ.স্বর্ণলতা
ঘ.ক্যাকটাস
৩১. তুমি গাছে একটি কাঠবিড়ালি দেখলে। এটি কোথায় বাসা তৈরি করে?
ক.ঝোপঝাড়ে
খ.মাটির নিচে
গ.গাছের কোটরে
ঘ.গাছের ডালে
৩২. তুমি “ন্যাশনাল জিওগ্রাফিক” চ্যানেলে পেঙ্গুইনের উপর একটি প্রতিবেদন দেখলে। উক্ত প্রাণীটি কোন পরিবেশে বসবাস করে?
ক.মেরু অঞ্চলে
খ.মরুভূমিতে
গ.উষ্ণ সমুদ্রে
ঘ.বনভূমিতে
৩৩. বর্তমান পৃথিবীর বৃহত্তম প্রাণী কোথায় পাওয়া যায়?
ক.মেরু অঞ্চলে
খ.সামুদ্রিক পরিবেশে
গ.মরু অঞ্চলে
ঘ.যেকোনো জলজ পরিবেশ
আরো পড়ুনঃ
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | তৃতীয় অধ্যায় – আখলাক বহুনির্বাচনি | PDF
- ৪র্থ শ্রেণির ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় – ইবাদত প্রশ্ন উত্তর | PDF
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় পঞ্চম | প্রশ্ন ও উত্তর | PDF
জীবের উপর পরিবেশের প্রভাব
সাধারণ
৩৪. পরিবেশ পরিবর্তনের প্রাকৃতিক কারণ কোনটি?
ক.ইটভাটা
খ.জীবাশ্ম জ্বালানি
গ.যানবাহন
ঘ.খরা
৩৫. বিলুপ্ত প্রাণী কোনটি?
ক.ইমু পাখি
খ.উট পাখি
গ.ডোডো পাখি
ঘ.চড়ুই পাখি
৩৬. বাংলাদেশে থেকে বিলুপ্ত প্রাণী কোনটি?
ক.শূকর
খ.জাভা
গ.ণ্ডারগময়ূর
ঘ.ময়না
৩৭. বাংলাদেশের বিপন্ন প্রায় প্রাণী কোনটি?
ক.হরিণ
খ.রয়েল বেঙ্গল টাইগার
গ.হনুমান
ঘ.টিয়া
যোগ্যতাভিত্তিক
শিখনফল: প্রাণীর উপর পরিবেশের নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে পারব।
৩৮. হাসিব তার বাবার সাথে চিড়িয়াখানা গিয়ে হরিণ, বানর, সাপ, সিংহ, বাঘসহ আরো অনেক প্রাণী দেখল। হাসিবের দেখা প্রাণীগুলোর মধ্যে বিপন্ন প্রায় প্রাণী কোনটি? জ
ক.হরিণ
খ.বানর
গ.বাঘ
ঘ.সাপ
৩৯. শফিক আজ সকালে তার পাঠ্যবই পড়ে বাঘ, সিংহ, ময়ূর, রাজশকুনসহ বিভিন্ন প্রাণী সম্পর্কে জানতে পারল। উল্লেখিত প্রাণীগুলোর মধ্যে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে এমন প্রাণী কেনাটি? ছ
ক.বাঘ
খ.রাজশকুন
গ.সিংহ
ঘ.ময়ূর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।