ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ২৭-২৮ : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২৭. বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়া বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. কবির দীর্ঘদিন একটি চালের আড়তে কাজ করছিল। পরবর্তীতে সঞ্চয়কৃত অর্থ দিয়ে সে নিজেই চালের ব্যবসায় আরম্ভ করল। কাজে সহায়তা করার জন্য ছোট ভাই কাজলকে সঙ্গে নেয়। সে দিনাজপুরের উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি অত্যন্ত মানসম্পন্ন চাল ক্রয় করে নিয়ে এসে প্যাকেট করে বগুড়ায় বড় বাজারে বিক্রি করে। ফলে বাজারে দ্রুত চাহিদা বৃদ্ধি পেতে থাকে এবং বেশিকিছু সংখ্যক গ্রাহক আগে থেকেই ফরমায়েশ দিয়ে থাকে। কবির এ পর্যায়ে হোম ডেলিভারি দেওয়ার পরিকল্পনা করে।
ক. ব্যবসায় কী?
খ. ব্যবসায়কার্য সম্পাদনে ঝুঁকিগত বাধা কীভাবে দূর করা যায়? ২
গ. কবির ব্যবসায়ের আওতায় কোন পর্যায়ে অবস্থান করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. চাকরি ছেড়ে ব্যবসায় করার সিদ্ধান্তটি কবিরের জন্য সঠিক ছিল কি? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪
২. মি. রঞ্জু ইউনিক টেইলার্সের কারিগর হিসেবে কাজ করে। কিন্তু তিনি ভোক্তার ডিজাইন অনুযায়ী যেকোনো ধরনের পোশাক তৈরি করতে পারেন । এজন্য তার কারিগর হিসেবে সুনাম ও ভোক্তাদের সাথে যোগাযোগ রয়েছে। এখন তিনি ৫ জন কারিগর নিয়ে কর্তৃপক্ষের নিকট থেকে লাইসেন্স সংগ্রহ করে নিজেই টেইলার্সের ব্যবসায় করছেন।
ক. শিল্প কী? ১
খ. একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম কেন? ২
গ. উদ্দীপকে মি. রঞ্জুর ভোক্তাদের কাছে সুনাম ও যোগাযোগ একমালিকানা ব্যবসায়ের কোন ধরনের বৈশিষ্ট্য? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে মি. রঞ্জু কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কী ধরনের ব্যবসায় সংগঠন স্থাপন করতে পারে? মূল্যায়ন করো। ৪
৩. আসিয়ান কোম্পানি বাংলাদেশে একটি স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মূলধন বৃদ্ধি করা প্রয়োজন। কোম্পানিটি এমন বাজারে শেয়ার ইস্যু করলেন, যার দ্বারা মূলধন সংগ্রহ করা হলেও পরিচালনায় কোনো সমস্যা হয়নি এবং পুরাতন শেয়ারহোল্ডারদেরও মূল্যায়ন করা হয়েছে। অতিরিক্ত মূলধনের জন্য বিকল্প পদ্ধতির কথা কোম্পানিটি ভাবছে, যার দ্বারা জনগণের নিকট থেকে মূলধন সংগ্রহ করতে পারবে।
ক. অংশীদারি চুক্তিপত্র কী? ১
খ. ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলতে কী বোঝায়? ২
গ. আসিয়ান কোম্পানি কোন ধরনের শেয়ার ইস্যু করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বিকল্প উৎস থেকে মূলধন সংগ্রহের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
৪. সুবিল কো-অপরেটিভ লি.-এর সদস্য সংখ্যা ১৮ জন। অধিকাংশ সদস্যই কৃষক এবং নিরক্ষর, সমিতি পরিচালনা করার মতো যথেষ্ট জ্ঞান তাদের নেই। এ সুযোগে সমিতির পরিচালক সর্বদা সদস্যদের সাথে প্রতারণা করার চেষ্টা করে সদস্যদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। সদস্যগণ তখন নতুন পরিচালক নিয়োগ করতে চায়।
ক. বিবরণ পত্র কী? ১
খ. বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। ২
গ. সুবিল কো-অপারেটিভ লি. এ কোন নীতির ব্যত্যয় ঘটেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘সদস্যদের অজ্ঞতাই প্রতারণার মূল কারণ’- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। ৪
৫. জনাব অনিমেষ একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। সাম্প্রতিক সময়ে তার দুটি ছবি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও সিনেমা হলে ছবি মুক্তি পাওয়ার পর দেখা গেল দর্শক সংকট। তবে প্রায় প্রতিটি বাড়িতেই তার ছবি দুটির সিডি পাওয়া যায়। অথচ তার জন্য তিনি কোনো অর্থ পাননি। তাই তিনি হতাশ হয়ে সিডি প্রকাশকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করলেন।
ক. পেটেন্ট কী? ১
খ. পণ্যের মান নিয়ন্ত্রণে BSTI এর ভ‚মিকা ব্যাখ্যা করো। ২
গ. বাংলাদেশে প্রচলিত কোন ব্যবসায়িক আইনের লঙ্ঘন করে সিডি প্রকাশকরা সিডি বিক্রয় করছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব অনিমেষ দেওয়ানি আইনের মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো। ৪
৬. জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে পলিন একটি প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাকরি নিলেন। কয়েক বছর পর চাকরি করার পর তিনি নিজেই এ রকম একটি প্রতিষ্ঠান স্থাপনের চিন্তা করলেন। কিন্তু ঝুুঁকির কথা স্মরণ করে ব্যবসায় স্থাপনে তিনি ভয় পাচ্ছিলেন। এমতাবস্থায় তার এক ব্যাংকার বন্ধুর পরামর্শে এবং ঋণ ব্যবস্থার আশ্বাসে তিনি প্রসাধনী সামগ্রীর কারখানা স্থাপন করলেন।
ক. ASEAN কী? ১
খ. বিসিক কী? বুঝিয়ে লেখো। ২
গ. পলিনের কারখানা স্থাপনে বন্ধুর পরামর্শ কোন ধরনের সহায়তা প্রদান করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. পলিনের কারখানা স্থাপনে বন্ধুর ভ‚মিকা মূল্যায়ন করো।
৭. মাসান্তে পানি, বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন বিল পরিশোধ নিয়ে ব্যবসায়ী জসিমকে এখন আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। বিগত কয়েক বছর থেকে অনলাইনে এ সকল বিলের অর্থ পরিশোধ পদ্ধতি দেশে চালু হয়েছে। ফলে যেকোনো সময় কাজের ফাঁকে ব্যাংকে না উপস্থিত হয়েও সে এ সকল বিল পরিশোধ করতে পারছে। এমনকি গত বছর সে অনলাইনে আয়করও প্রদান করেছে।
ক. আকর্মসংস্থান কী? ১
খ. সৃজনশীল মানসিকতা একজন সফল উদ্যোক্তার জন্য গুরুত্বপূর্ণ কেন? ২
গ. উদ্দীপকে বর্ণিত পদ্ধতির সাথে ই-কমার্সের কোন পদ্ধতির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘প্রযুক্তির কল্যাণে জসিমের জীবন বেশ স্বস্তিদায়ক হয়ে উঠেছে তুমি কি এর সাথে একমত? যুক্তিসহ ব্যাখ্যা দাও। ৪
৮. জনাব কামাল একজন কাপড় উৎপাদনকারী। সিরাজগঞ্জের বেলকুচিতে তিনি কাপড় উৎপাদনের জন্য একটি ফ্যাক্টরি স্থাপন করেন। ঈদকে সামনে রেখে তিনি প্রায় ৫০ কোটি টাকার কাপড় উৎপাদন করে সারা দেশে সরবরাহ করেন। ব্যবসায়ে অনেক লাভ হওয়ায় তিনি এখন বিদেশে কাপড় রপ্তানি করার চিন্তাভাবনা করছেন। কিন্তু বিদেশে কাপড় রপ্তানির কিছু সরকারি বিধি নিষেধ থাকায় তিনি অপারগ হন।
ক. ব্যবসায় কোন ধরনের কাজ? ১
খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত জনাব কামাল কোন ধরনের ব্যবসায় পরিবেশের সুবিধার কারণে অনেক কাপড় উৎপাদন করেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. কোন পরিবেশের কারণে জনাব কামাল বিদেশে কাপড় রপ্তানি করতে অপারগ হন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
৯. রাজু, সাজু ও বিজু ‘টাইলস ভিউ’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। রাজু ব্যবসায়ে ১ কোটি টাকা মূলধন সরবরাহ করেন এবং পরিচালনায় অংশগ্রহণ করেন। সাজু ব্যবসায়ে ৮০ লক্ষ টাকা মূলধন সরবরাহ করেন। কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। বিজু একজন স্বনামধন্য ব্যবসায়ী; তিনি মূলধন সরবরাহ করেন না এবং পরিচালনায়ও অংশগ্রহণ করেন না। কিছুদিন পর রাজু দুর্ঘটনায় পতিত হয় এবং ব্যবসায় পরিচালনায় স্থায়ীভাবে অক্ষম হয়। সাজু ব্যবসায় বিলোপসাধনের জন্য আবেদন করেন।
ক. অংশীদারি চুক্তিপত্র কী? ১
খ. কাজে সক্রিয় অথচ মূলধন দেয় না কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত সাজু কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির জন্য কোন ধরনের বিলোপসাধন প্রযোজ্য? বিশ্লেষণ করো। ৪
১০. আদমজী জুটি মিল স্বাধীনতার পূর্ববর্তী সময়ে উপমহাদেশের বৃহত্তম পাটকল হিসেবে গড়ে ওঠে। স্বাধীনতা পরবর্তীতে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করার পর বিজেএমসির অধীনে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে। কিন্তু বিশ্বব্যাপী পাটজাত দ্রব্যের চাহিদা কমায় জুট মিলটি বন্ধ হয়ে যায়। সরকার ঐ জায়গায় সর্বোত্তম ব্যবহারের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত গার্মেন্টস শিল্প নগরী গড়ে তুলতে চাচ্ছে। কিন্তু পুঁজি ও দক্ষতার অভাবে বেসরকারি দক্ষ উদ্যোক্তাদের নিয়ে তা বাস্তবায়নের চিন্তা-ভাবনা করছে।
ক. BTTB কী? ১
খ. বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সম্পর্কে লেখো। ২
গ. স্বাধীনতা পরবর্তীকালে আদমজী জুট মিল মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় ছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. সরকার যে ধরনের নতুন ব্যবসায় গড়ে তোলার চিন্তা-ভাবনা করছে তা সফল হবে-বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। ৪
১১. নিউমার্কেটের ফল বিক্রেতা মানিক ফলমূল তাজা রাখার জন্য ফরমালিন ব্যবহার করেন এবং ওজনে কম দেয়। কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালত ফলে ফরমালিন অস্তিত্ব টের পেয়ে তাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ড প্রদান করে।
ক. সামাজিক দায়বদ্ধতা কী? ১
খ. ব্যবসায়িক মূল্যবোধ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ২
গ. ফল বিক্রেতা মানিকের করুন পরিণতির কারণ ব্যাখ্যা করো। ৩
ঘ. অন্যান্য ব্যবসায়ীরা মানিকের মতো পরিণতি এড়াতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে তুমি মনে করো? যুক্তি দেখাও। ৪
২৮. কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, রংপুর বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. সদ্য গইঅ পাস করা সাত বন্ধু কোম্পানি গঠনের জন্য আইন উপদেষ্টার নিকট কোম্পানি গঠনের আগ্রহ জানালেন ও করণীয় সম্পর্কে নির্দেশনা চাইলে উপদেষ্টা জানালেন, তারা যে কোম্পানি গঠন করতে যাচ্ছে তার জন্য কার্যারম্ভের অনুমতি সংগ্রহ করতে হবে না। তবে দু’টি গুরুত্বপূর্ণ দলিল তৈরি করতে হবে এবং কিছুটা সময় লাগবে। বন্ধুরা সব শুনে সমঝোতার ভিত্তিতে আইনের আনুষ্ঠানিকতার বাইরেই একটি প্রতিষ্ঠান গড়লেন।
ক. পাবলিক লিমিটেড কোম্পানি কী? ১
খ. ঋণপত্র বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত সাত বন্ধু মিলে কোন ধরনের কোম্পানি গঠন করতে চেয়েছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত সাত বন্ধুুর নতুন প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
২. দীর্ঘদিন ধরে মেঘনা নদীর তীরবর্তী ২০ জন প্রান্তিক চাষি নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার নিমিত্তে সংঘবদ্ধ হয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ, উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণের মাধ্যমে নিজেদের মুনাফার পরিমাণ বাড়াতে সমর্থ হয়েছেন। কিন্তু ইদানীং তারা সংগঠনটি অগ্রগতির বিষয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে একমত হয়ে না পারায় প্রতিষ্ঠানের অগ্রগতি ব্যাহত হচ্ছে।
ক. বহুমুখী সমবায় সমিতি কী? ১
খ. ‘একতাই বল’ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত চাষিগণ কোন সমবায় সমিতি গঠন করেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে কোন নীতির অভাবে চাষিদের সমিতির অগ্রগতি ব্যাহত হচ্ছে? বিশ্লেষণ করো। ৪
৩. জনগণকে মুঠোফোনের সুবিধা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রপতির আদেশবলে ও সংসদের মাধ্যমে আইন পাস করে ‘ইজিটক’ নামে একটি প্রতিষ্ঠান গঠন করা হয়। প্রতিষ্ঠানটির নীতিমালায় উলেখ করা হয় এটি একটি মন্ত্রণালয়ের অধীনে থাকবে এবং যেকোনো বিষয়ে সংসদে জবাবদিহি করবে। ‘ইজিটক’ প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিষ্ঠান হতে যে মুনাফা অর্জিত হবে তা সরকারি কোষাগারে জমা হবে।
ক. রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী? ১
খ. সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় বলতে কী বোঝায়? ২
গ. ‘ইজিটক’ প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? বর্ণনা করো। ৩
ঘ. ‘ইজিটক’ প্রতিষ্ঠানটি গঠন করার যৌক্তিকতা তুলে ধরো। ৪
৪. শফিকুল ইসলাম উচ্চ মাধ্যমিক পর্যায়ের কয়েকটি বই রচনা করে ইতোমধ্যেই বেশ সুনাম অর্জন করেছেন। কয়েক বছর যাবৎ সাফল্যের সাথে ব্যবসায় পরিচালনাও করেন। অন্য একটি প্রকাশনী তার দুটো বই প্রায় হুবহু নকল করে বাজারে ছাড়ার ফলে তার বইয়ের চাহিদা হ্রাস পায়। পূর্ব থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় শফিকুল ইসলাম কোনো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন নি।
ক. পেটেন্ট কী? ১
খ. ট্রেডমার্ক নিবন্ধনের প্রধান সুবিধা কী? ব্যাখ্যা করো। ২
গ. শফিকুল ইসলামের রচিত বইগুলো কোন ধরনের সম্পদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. নকল প্রতিরোধে শফিকুল ইসলাম কীভাবে প্রতিকার পেতে পারেন বলে তুমি মনে করো? যুক্তিসহ সুপারিশ করো। ৪
৫. মি. বাদল দেশের প্রতিষ্ঠিত একটি চামড়া শিল্পের মালিক। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে চামড়াজাত পণ্য রপ্তানি করতে চান। এ জন্য তিনি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে চামড়াজাত পণ্যের নাম ও ডিজাইন বিষয়ে সহায়তা নিয়েছেন। তবে প্রতিষ্ঠানটি সফল রপ্তানিকারকদের ‘প্রেসিডেন্ট রপ্তানি পুরস্কার ট্রফি ও সনদ’ প্রদান করে থাকে।
ক. ÒBGMEAÓ কত সালে গঠিত হয়েছিল? ১
খ. “সাপটা” বলতে কী বোঝায়? ২
গ. মি. বাদলকে কোন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি সহায়তা করেছিল? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত প্রতিষ্ঠানটির “প্রেসিডেন্ট রপ্তানি পুরস্কার” ট্রফি প্রদানের কী যৌক্তিকতা রয়েছে? ব্যাখ্যা করো। ৪
৬. ২০১৩ সালে ABC ব্যাংক লিমিটেড নামক ব্যাংকটি বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম চালু করে। গ্রাহকদের সুবিধা বিবেচনায় ব্যাংকটি নির্দিষ্ট ওয়েবসাইট দ্বারা ব্যাংকিং সুবিধা প্রদান করে। এক্ষেত্রে ব্যাংকটি গ্রাহকদের কম্পিউটার ও ইন্টারনেটের দ্বারা অর্থ লেনদেনসহ যাবতীয় আর্থিক বিষয়ে কার্যাবলি সম্পাদন করছে। সময় ও নিরাপত্তা বিবেচনায় গ্রাহকদের কাছে ব্যাংকটি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেছে। তাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে নতুন একটি ধারণা প্রবর্তন করলেন যাতে গ্রাহকরা ব্যাংকে না গিয়ে ব্যবহৃত যন্ত্রের মাধ্যমেই তাদের লেনদেন করতে পারবে।
ক. নৈতিকতা কী? ১
খ. “উদ্যোক্তাকে ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হয়”-উক্তিটি ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের ABC ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং-এর সাথে জড়িত? ব্যাখ্যা করো। ৩
ঘ. নিরাপত্তা বিবেচনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের নতুন ব্যাংকিং ধারণাটি কী? যুক্তিসহ তোমার মতামত বিশ্লেষণ করো। ৪
৭. নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে জুলেখা শহরে এসে গার্মেন্টসে কাজ নেয়, কিন্তু জুলেখার গ্রামে ব্যাংক ও পোস্ট অফিস না থাকায় টাকা পাঠানো কঠিন হয়ে পড়ে। অথচ তার কারখানার শামীম সাহেব গার্মেন্টসের নিচে অবস্থিত একটি ব্যাংকের অনুমোদিত বুথ থেকে কার্ডের মাধ্যমে মুহূর্তে তার অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা তুলতে পারেন। সম্প্রতি তার গ্রামটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। এতে জুলেখা তার সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী।
ক. অনলাইন ব্যবসায় কী? ১
খ. ব্যবসায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ২
গ. শামীম সাহেবের ব্যবহৃত কার্ডটির ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো জুলেখার গ্রামে সম্প্রসারিত মোবাইল নেটওয়ার্কের সাহায্যে সমস্যার সমাধান সম্ভব? যুক্তিসহ মতামত দাও। ৪
৮. বুড়িগঙ্গা নদী রক্ষার জন্য নদীর আশেপাশে অবস্থিত বিভিন্ন কারখানার মালিকরা একত্রিত হয়ে নদী সংরক্ষণে একটি সমিতি গঠন করেন। সমিতির নিয়ম অনুযায়ী কোনো কারখানার মালিক বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলতে পারবে না এবং ক্ষতিকারক পণ্য সামগ্রী উৎপাদন করতে পারবে না। যদি কেউ বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলে এবং ক্ষতিকারক পণ্য উৎপাদন করে তাহলে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কয়েকদিন পরে দেখা গেল অই প্রতিষ্ঠানটি সমিতির সদস্য হওয়া সত্তে¡ও ক্ষতিকর দ্রব্য উৎপাদন ও বিক্রয় করছে। তাই সমিতির নিয়ম অনুসারে ঐ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিল।
ক. মূল্যবোধ কী? ১
খ. পরিবেশ দূষণ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উলিখিত ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসায়ের কোন বিষয়টির অভাব রয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো উক্ত সমিতি বুড়িগঙ্গা রক্ষায় ভ‚মিকা রাখবে? মতামত দাও। ৪
৯. মি. সুমন হাবীব বিদেশ থেকে ফিরে ব্যবসায় করবে ভাবলেন। প্রথমে ভাবলেন কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের ওপর কিছু একটা করবেন। কিন্তু দক্ষ জনশক্তি, বাজার, মূলধন ইত্যাদি বিষয়ে অনিশ্চয়তা ভেবে পরবর্তীতে দেশের মানুষের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিলিয়ে কোনো একটা ব্যবসায় দাঁড় করানোর চিন্তা করলেন। তিনি একটা ফ্যাশন হাউজ গড়ে তুললেন। যেখানে পুরনো ঐতিহ্যের সাথে নতুন চিন্তার সমন্বয় ঘটিয়ে নিত্য-নতুন ডিজাইনের পোষাক বাজারে নিয়ে আসলেন। সবাই তার এ কাজের সমাদর করছে।
ক. পরিবেশ কী? ১
খ. প্রযুক্তিগত পরিবেশ বলতে কী বোঝায়? ২
গ. মি. সুমন কোন ধরনের পরিবেশের নেতিবাচক প্রভাব দেখে পিছিয়ে এসেছিলেন ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. সুমনের পরবর্তী চিন্তায় যে পরিবেশ প্রভাব রেখেছে তার যথার্থতা বিশ্লেষণ করো। ৪
১০. অর্থের অভাবে উচ্চ মাধ্যমিক পাস করার পর শিমুলের পড়াশুনা বন্ধ হয়ে যায়। সে অল্প কিছু জমানো টাকা নিয়ে বাজারে মৌসুমি ফলের ব্যবসায় শুরু করে। গত বছর রমজান মাসে সে ফল বিক্রি বন্ধ করে ইফতার সামগ্রী এবং ঈদের এক সপ্তাহ পূর্বে সে আবার ইফতার সামগ্রী বাদ দিয়ে পাঞ্জাবি টুপি ইত্যাদি বিক্রি করে। এতে সে আশাতীত সাফল্য পায়। শিমুল ঠিক করেছে এখন থেকে সে সময়োপযোগী পণ্যের বেচাকেনা করবে।
ক. একমালিকানা ব্যবসায় কাকে বলে? ১
খ. আচরণে অনুমতি অংশীদার বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের শিমুলের কাজের মাধ্যমে একমালিকানা ব্যবসায়ের সুবিধার প্রধান কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের শিমুলের উপলব্ধিকে তুমি কি যথার্থ মনে করো? যুক্তি দাও। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১১. মি. আবির একজন চার্টার্ড এ্যাকাউন্টেট। তিনি তার বন্ধু শিমুলসহ আরো ১৮ জন বন্ধু নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা ৫০ কোটি টাকা মূলধন সরবরাহ করে। তবে মি. আবির বলেন যে, তিনি ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারবেন না এবং বিনিয়োগের অতিরিক্ত দায় নিবেন না। তবে বছর শেষে প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করে দিবেন। সর্বসম্মতিক্রমে শিমুলকে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ৪ বৎসর পর মি. আবিরের মৃত্যু ঘটলেও শিমুল সফলতার সঙ্গে প্রতিষ্ঠানটি চালাচ্ছিলেন। পরবর্তীতে একজন প্রভাবশালী দেনাদার ৪০,০০০ টাকা না দেওয়ায় শিমুল আইনের আশ্রয় নিয়ে তা আদায় করতে সমর্থ হন।
ক. অংশীদারি ব্যবসায় কী? ১
খ. অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন করতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে কী কারণে শিমুলের পক্ষে আইনের আশ্রয় নেওয়া সম্ভব হয়েছিল? বিশ্লেষণ করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।