ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ৩৩-৩৪: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৩. জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. রাজিব, সজীব ও মুজিব মিলে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেছেন। প্রতিষ্ঠানটির স্থায়িত্বকাল তারা যে চুক্তিপত্র তৈরি করেছেন তাতে কোথাও উলেখ করা হয়নি। বেশ কিছুদিন পরিচালিত হবার পর জনাব রাজিব প্রতিষ্ঠানটি বিলুপ্ত করার আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি অপর দুই অংশীদারকে লিখিত বিজ্ঞপ্তি দ্বারা ব্যবসায় বিলোপের ইচ্ছা প্রকাশ করেন।
ক. সীমাবদ্ধ অংশীদার কাকে বলে? ১
খ. ‘অংশীদারের চুক্তি সম্পাদনের যোগ্যতা’-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত অংশীদারি ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে গৃহীত পদক্ষেপটি কতটুকু আইনসম্মত হয়েছে বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো। ৪
২. জনাব ওসমান ও ১০ জন ব্যক্তি মিলে কার্যারম্ভের অনুমতিপত্র নিয়ে যথাযথভাবে একটি কোম্পানি ব্যবসায় শুরু করেন। জনাব ওসমান কোম্পানির বার্ষিক সাধারণ সভায় পরিচালক নিযুক্ত হয়ে বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তিনি এমন শেয়ারে বিনিয়োগ করতে চান যেখানে নির্দিষ্ট হারে সর্বাগ্রে লভ্যাংশ পাওয়া যাবে এবং কোনো ধরনের লোকসানও বহন করতে হবে না।
ক. সনদপ্রাপ্ত কোম্পানি কী? ১
খ. কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়? ২
গ. জনাব ওসমান কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. পরিবর্তিত পরিস্থিতিতে মি. রহমানের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
৩. রোকেয়া খানম একজন কৃষিবিজ্ঞানী। তিনি নতুন ধরনের উচ্চ ফলনশীল এক ধরনের পাটের জাত আবিষ্কার করেন। এ ধরনের আবিষ্কার থেকে তিনি আর্থিকভাবে লাভবান হতে না পারলেও নিজ কন্যা সামান্তাকে তার স্বত্ব দিয়ে যান। বেশ কিছু প্রতিষ্ঠান ওই পাটের বীজ উৎপাদন করে কৃষকদের কাছে ওই বীজ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জন করতে লাগল। মাতার আবিষ্কারের স্বত্ব রক্ষার্থে সামান্তা যথানিয়মে তা নিবন্ধনের জন্য দরখাস্ত করলেন।
ক. কপিরাইট কী? ১
খ. ব্যবসায় আইনগত শর্ত থাকার প্রয়োজনীয়তা কী? ২
গ. কোন আইনগত পদক্ষেপের অনুপস্থিতির কারণে রোকেয়া খানমের আবিষ্কারের স্বার্থ সংরক্ষিত হয়নি? ব্যাখ্যা করো। ৩
ঘ. সামান্তা কি আবিষ্কার স্বত্ব ফিরে পাবে? উত্তরের যথার্থতা মূল্যায়ন করো। ৪
৪. কাঁচামাল সহজলভ্য হওয়ায় একটি স্বনামধন্য প্লাস্টিক সামগ্রী উৎপাদনের কোম্পানি অত্যন্ত স্বল্পমূল্যে প্লাস্টিক দ্রব্যসামগ্রী বিক্রয় করতে শুরু করেছেন। এ মূল্যে প্লাস্টিক দ্রব্যসামগ্রী বিক্রয় করায় তাদের কোনো ধরনের মুনাফা হচ্ছে না। তাদের প্রতিযোগী কোম্পানিগুলো তাদের এই আচরণে দিশেহারা। এত অল্পমূল্যে সামগ্রী বিক্রয় করা উচিত নয় বলে তারা মনে করেন। এমতাবস্থায় কোম্পানিগুলোর কোটি কোটি টাকার লগ্নি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ক. ব্যবসায়িক মূল্যবোধ কী? ১
খ. ব্যবসায় কীভাবে পরিবেশ দ্বারা প্রভাবিত? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের কোম্পানিটি কাদের প্রতি সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন করেনি? ব্যাখ্যা করো। ৩
ঘ. এ জাতীয় সমস্যা মোকাবিলায় কোম্পানিগুলোর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করো? ব্যাখ্যা করো। ৪
৫. ‘ক’ এবং ‘খ’ একই বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়ালেখা শেষ করে। উভয়ই আলাদা আলাদাভাবে দুটি ব্যবসায়ে জড়িয়ে পড়ে। ‘ক’ দেশের বিভিন্ন গ্রাম থেকে দেশীয় মোরগ ক্রয় করে সেগুলো উন্নত প্যাকেটজাত করে বিক্রয়ের একটি পয়েন্ট স্থাপন করে। গ্রাহকদের নিকট চাহিদা ব্যাপক। অন্যদিকে ‘খ’ সরকারের যথাযথ অনুমোদন না নিয়ে বিদেশ থেকে মাছ ক্রয় করে বিভিন্ন বিক্রয়কেন্দ্রে প্রেরণ করেন। কিছুদিনের মধ্যেই ‘খ’ লাইসেন্স সংক্রান্ত জটিলতায় পড়লো।
ক. বিশেষায়ণ কী? ১
খ. ব্যবসায় কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে? ব্যাখ্যা করো। ২
গ. ‘ক’ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘খ’-এর কর্মকাণ্ড ব্যবসায় নয় কেন? বিশ্লেষণ করো। ৪
৬. কৃষিক্ষেত্রে অপার সম্ভাবনার কথা বুঝতে পেরে উচ্চশিক্ষা গ্রহণ করার পরও সত্যজিৎ কর্মকার চাকরি না নিয়ে কৃষিকাজকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। নিজ পুঁজি ও দক্ষতায় গড়ে তুলেছেন আধুনিক কৃষি খামার। বীজ থেকে চারা উপাদান, ডিম থেকে হাঁস-মোরগের বাচ্চা উৎপাদন ইত্যাদির মাধ্যমে তার ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। সম্প্রতি পার্শ^বর্তী শহরে তিনি তার উৎপাদিত পণ্য বাজারজাত করার উদ্যোগ নিয়েছেন।
ক. ব্যবসায় কী? ১
খ. সার্বভৌমত্ব ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ কেন?-ব্যাখ্যা করো। ২
গ. মালিকানার ভিত্তিতে উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের?-ব্যাখ্যা করো।
ঘ. কোন ধরনের উপযোগ সৃষ্টির মাধ্যমে পার্শ্ববর্তী শহরে বাজার সৃষ্টি করা সম্ভব? বিশ্লেষণ করো। ৪
৭. কাজীরখোলা গ্রামে অধিকাংশ পরিবার কৃষিজীবী এবং তাদের কৃষি উৎপাদনের সিংহভাগই হচ্ছে বিভিন্ন জাতের সবজি। পাইকারদের দৌরাÍ্য থেকে মুক্তি এবং পণ্যের ন্যায্যমূল্য পাবার লক্ষ্যে প্রায় ১০০ জন কৃষক মিলে পরিচালনা করছেন ‘স্বনির্ভর সমবায় সমিতি’। ২০১৭-১৮ অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় ১ লক্ষ টাকা আয় করে। ব্যবস্থাপনা কমিটি ৯৫,০০০ টাকা মুনাফা আকারে সদস্যদের মধ্যে বন্টনের সিদ্ধান্ত নিয়েছেন।
ক. সমবায় উপবিধি কী? ১
খ. দরিদ্রতা দূরীকরণে সমবায় সমিতি কোন প্রকারের? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দেশ্যগত দিক বিচারে ‘স্বনির্ভর সমবায় সমিতি’ কোন প্রকারের? ব্যাখ্যা করো। ৩
ঘ. মুনাফা বণ্টনের সিদ্ধান্ত আইন অনুযায়ী হচ্ছে কি-না যুক্তিসহকারে বিশ্লেষণ করো। ৪
৮. নাবিল সাহেব নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। ঢাকার মতিঝিলে অফিস। প্রতি সপ্তাহে তিনি নিজ বাড়ি সিলেটে আসেন। যাতায়াত করেন একটি সরকারি বাস সার্ভিসে। সার্ভিস মোটামুটি ভালো তবে ভাড়াও কম। তবে টিকিটের চাহিদা বেশি হওয়ায় অনেক সময় টিকিট প্রাপ্তিতে সমস্যা হয়। কাউন্টারে লম্বা লাইন দিয়ে টিকিট কিনতে অনেক সময় ব্যয় হয়।
ক. PPP -কী? ১
খ. রাষ্ট্রীয় ব্যবসায় কীভাবে একচেটিয়া ব্যবসায় রোধ করে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোন রাষ্ট্রীয় ব্যবসায় সম্পর্কে আলোচনা করা হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. টিকিট সংগ্রহের সমস্যা এড়াতে প্রতিষ্ঠানটি কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে? বিশ্লেষণ করো। ৪
৯. নতুন একধরনের আমের জুস তৈরি করে বাজারজাত করতে চায় নিপবন ফুড লিমিটেড। পরীক্ষামূলকভাবে জুস তৈরি করে সরকারের একটি সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। প্রতিষ্ঠানটি জুসের গুণগত মান নিশ্চিত করার জন্য টেস্টিং ল্যাবে পরীক্ষা করছেন। মান নিশ্চিত হলে পণ্যটি উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি দেবেন। নিপবন ফুড লিমিটেড আশা করছেন শ্রীঘ্রই তারা অনুমোদন পাবেন। তবে বাজারজাতকরণের পূর্বেই তাঁরা জুসের বোতলের গায়ে এমন কিছু দিতে চান যাতে গ্রাহকরা সহজেই তাদের পণ্যটি চিনতে পারে।
ক. কপিরাইট কী? ১
খ. বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? ২
গ. মান পরীক্ষার দায়িত্ব কোন সরকারি প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত করা হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. পণ্যটির পরিচিতির জন্য করণীয় দিকটি বিশ্লেষণ করো। ৪
১০. অল্প পুঁজি নিয়ে তানজিনা খাতুন নিজ ঘরেই একটি বুটিক কারখানা গড়ে তুলেছেন। পাইকাররা ডিজাইন অনুসারে কাপড় নিয়ে যান। চাহিদা থাকার পরও বিদ্যুৎ সুবিধা না থাকায় ব্যবসায়কে বড় করতে পারছেন না। স্থানীয় প্রকৌশলীর সঙ্গে কথা বলে বিদ্যুৎ সংযোগের আশ্বাস পেয়েছেন। অন্যদিকে পুঁজির সংস্থানের জন্য বেসরকারি কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন। নানা ধরনের প্রতিক‚লতার মধ্যে তানজিনা নিজ ব্যবসায়কে এগিয়ে নিতে বধ্য পরিকর।
ক. বিমসটেক কী? ১
খ. ঝুঁকি গ্রহণ করার মানসিকতা উদ্যোক্তার জন্য গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্যোক্তার দৃষ্টিকোণ থেকে তানজিনার এরূপ কর্মকাণ্ডকে কী বলা হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. কোন ধরনের ব্যবসায়ীকে সেবা তানজিনার জন্য বেশি গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো। ৪
১১. একটি আধুনিক ব্যাংকের পত্রিকা বিজ্ঞাপন নিম্নরুপ : তবে যেসব গ্রাহকের ইন্টারনেট নেই তাদেরকেও ব্যাংকের বিভিন্ন তথ্য, যেমন-জমা-উত্তোলনের তথ্য, সুদের হার ইত্যাদি গ্রাহকের কাছে সহজে পৌঁছাতে চায়।
ক. B2C কী? ১
খ. বর্তমান সময়কে তথ্য প্রযুক্তির যুগ বলা হয় কেন? ২
গ. ‘ক ব্যাংক’ কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার প্রচলন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে সৃষ্ট সমস্যা নিরসনে তোমার মতামত তুলে ধরো। ৪
৩৪. সিলেট সরকারি কলেজ বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. জনাব আরিফ আমের মৌসুমে রাজশাহী থেকে আম কিনে সিলেট বিক্রি করেন। অন্যান্য ফল ব্যবসায়ীগণ ফরমালিনের কথা চিন্তা না করেই রাজশাহীর বাজার থেকে আম কিনে সিলেটের বাজারে বিক্রি করে। কিন্তু, জনাব আরিফ সরাসরি রাজশাহীর আমের বাগান থেকে ফরমালিন মুক্ত আম কিনেন। ফরমালিন মুক্ত আম পচে লাভের পরিবর্তে ক্ষতি ও হতে পারে। তা জেনেও তিনি এই কাজই করেন।
ক. ব্যবসায় কী? ১
খ. প্রাথমিক শিল্প বলতে কী বোঝায়? ২
গ. জনাব আরিফের ব্যবসায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব আরিফের কাজে উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠেছে বলে তুমি মনে করো? তোমার মতামত ব্যাখ্যা করো। ৪
২. বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রয় করে ইতোমধ্যে সিলেটের বাজারে ব্যাপক সুনাম অর্জন করেছে ফেমাস সুইটস্ হোম এর স্বত্ত¡াধিকারী শাহীন মিয়া। তিনি সরাসরি উৎপাদনকারীদের কাছ থেকে মিষ্টি সংগ্রহ করে নিজস্ব ব্যবস্থাপনায় সিলেটের বিভিন্ন ক্রেতাদের নিকট সরবরাহ করেন। ফলে খাঁটি মানের মিষ্টি যেমন: কুমিলার রসমালাই, বগুড়ার দই, নাটোরের কাঁচা গোলা, চাঁপাই নবাবগঞ্জের রসকদম, টাঙ্গাইলের চমচম প্রভৃতি বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। বৃদ্ধি পেয়েছে শাহীনের প্রতিষ্ঠানের পরিধি। তাই পণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে আঞ্চলিক প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
ক. পণ্য বিনিময় কী? ১
খ. একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো। ২
গ. ব্যবসায় পরিবেশের কোন উপাদান দ্বারা ‘ফেমাস সুইটস্ হোম’ প্রভাবিত হচ্ছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. শাহীন নিজে পণ্য উৎপাদন না করে সংগৃহীত পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? যুক্তিসহ তোমার মতামত দাও। ৪
৩. মিসেস মুনিরা ঢাকার একটি বিখ্যাত বুটিক হাউজের মালিক। তার এক বান্ধবীর সহযোগিতায় মাত্র ৫ জন শ্রমিক নিয়ে তিনি প্রথম ব্যবসায় শুরু করেছিলেন। এখন তাঁর ৬টি কারখানায় একশজন শ্রমিক কাজ করে। একজন ম্যানেজার ও নিয়োগ দিয়েছেন। কিন্তু আগের মতো প্রতিষ্ঠান চলছে না। কখনো তিনি অসুস্থ হয়ে পড়লে বা অনুপস্থিত থাকলে সমস্যার সীমা থাকে না। তাই তিনি তার ছোট বোন সোনিয়াকে সমঝোতার ভিত্তিতে ব্যবসায়ের অংশীদার করার সিদ্ধান্ত নিয়েছেন।
ক. ব্যবসায় পরিবেশ কী? ১
খ. প্রযুক্তিগত পরিবেশ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত মিসেস মুনিরার প্রথম পর্যায়ের ব্যবসায়ের ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. ছোট বোন সোনিয়াকে ব্যবসায়ের অংশীদার করা যৌক্তিক হয়েছে? যুক্তিসহ তোমার মতামত ব্যাখ্যা করো। ৪
৪. ক, খ ও গ সমঝোতার ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় গঠন করলেও তা নিবন্ধন করেনি। তিনজনের মূলধনের পরিমাণ সমান এবং মুনাফা ভোগের হারও সমাণুপাতিক, তবে ক তার মূলধনের অতিরিক্ত দায় বহন করে না। প্রতিষ্ঠানটি বর্তমানে অনেক চেষ্টা করেও একজন দেনাদারের নিকট হতে ১০,০০০ টাকা আদায় করতে পারছে না। তারা পাওনা আদায়ের জন্য আদালতের আশ্রয় নেয়ার কথা ভাবছে।
ক. অংশীদারি ব্যবসায়ের সর্বনি সদস্য সংখ্যা কতজন? ১
খ. অংশীদারি ব্যবসায়ের অসীম দায় বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে? যুক্তিসহ তোমার মতামত ব্যাখ্যা করো। ৪
৫. মি. হাসান ও তাঁর পাঁচ বন্ধু মিলে একটি টেক্সটাইল মিল স্থাপন করেন। তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ ২০ কোটি টাকা। তাদের সুদক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা তা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করে। ব্যাংক ঋণ গ্রহণের অসুবিধার কথা চিন্তা করে তারা জনসাধারণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেয়।
ক. শেয়ার কী? ১
খ. কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্ত¡া বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের উলিখিত প্রতিষ্ঠানটির জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ে করণীয় সুপারিশ করো। ৪
৬. মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ২০১৪ সালে আলমনগরের তাঁত শিল্পীরা একটি সমবায় সমিতি গঠন করল । ২০১৬ পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল নিম্নরুপ:
বছর ২০১৪ ২০১৫ ২০১৬
মুনাফা ২০,০০০ ২৫,০০০ ৩০,০০০
সমিতি বিধিবদ্ধ নিয়মানুসারে ন্যূনতম হারে সঞ্চিতি তহবিল সংরক্ষণ করে। ১৫,০০০ টাকার একটি নতুন তাঁতকল ক্রয়ের জন্য তারা সংরক্ষিত তহবিল ব্যবহার করার চিন্তা করছে।
ক. সমবায় সমিতির মূল উদ্দেশ্য কী? ১
খ. সমবায়ের ‘একতাই বল’ নীতিটি ব্যাখ্যা করো। ২
গ. সদস্য প্রকৃতি বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো সংরক্ষিত তহবিল হতে তাঁতকল ক্রয়ের সমুদয় অর্থের সংস্থান হবে? যুক্তিসহ তোমার মতামত দাও। ৪
৭. ‘ক’ একটি সদ্য স্বাধীন রাষ্ট্র। যুদ্ধ বিধ্বস্ত এ দেশ নানা দল ও উপদলে বিভক্ত। মূলধনের অভাব, পারস্পরিক হানাহানি ও বিশ্বাসের অভাবে দেশটিতে তেমন কোনো শিল্প-কারখানা গড়ে ওঠেনি। একমাত্র সুবর্ণচর পাওয়ার হাউজটি শিল্পের ধারক ও বাহক হিসেবে টিকে আছে। প্রতিষ্ঠানটি ২০১৫ সালে ১২ কোটি টাকা মুনাফা অর্জন করে। এর মধ্যে সরকারের মালিকানাধীন শেয়ার অনুপাত ৮.৪ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। বাকি অংশ অন্য শেয়ারহোল্ডারগণ নিজেদের মধ্যে বন্টন করে নেয়।
ক. BTTB এর পূর্ণরূপ কী? ১
খ. “রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য প্রায়শই ব্যর্থ হয়” ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের পাওয়ার হাউজটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘ক’ দেশের জন্য কোন ধরনের ব্যবসায় স্থাপন উত্তম হবে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
৮. জনাব জমির আলী সিলেটে ‘কবুতর মার্কা’ সরিসার তৈল উৎপাদন করে আসছেন বহুদিন থেকে। প্রাকৃতিক সরিষা হতে সরাসরি উৎপাদিত সারিষার তৈল গুণে ও মানে অতুলনীয় বলে দেশের সর্বত্র ব্যাপক গ্রাহক জনপ্রিয়তা লাভ করলেও তিনি সেটি সরকারের নথিভুক্ত করেননি। এদিকে কুষ্টিয়ার একটি কোম্পানি একই নামে বাজারে সরিষার তেল বাজারজাত করে। জমির আদালতের শরণাপন্ন হয়েও কোনো প্রতিকার পাননি।
ক. পেটেন্ট কী? ১
খ. কপিরাইট আইন বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে জমির আলীর উৎপাদিত সরিষার তৈল, ‘কবুতর মার্কা’ কে কী বলে? ব্যাখ্যা করো। ৩
ঘ. জমির আলীর আদালতের কাছে প্রতিকার প্রার্থনা কতটুকু যুক্তিসংগত বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৯. মিসেস সানজানা একটি বেসরকারি কলেজে অধ্যাপনার পাশাপশি বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে সিলেটের মদিনা মার্কেট এলাকায় একটি বুটিক হাউজ স্থাপন করলেন। প্রথম দিকে পরিচালনাগত অসুবিধা হলেও অভিজ্ঞতা অর্জনের ফলে সাফল্য পেয়ে যান। তিনি ব্যবসায় সম্প্রসারণের কথা ভেবে ও তার বন্ধু-বান্ধবদের সাথে আলোচনা করে সরকারি ব্যাংকের সহায়তার আশ্বাস পেয়েছেন।
ক. BGMEA-এর পূর্ণরূপ লেখো? ১
খ. BSCIC সম্পর্কে ধারণা দাও। ২
গ. উদ্দীপকে মিসেস সানজানা কে বিসিক প্রদত্ত সহায়তাকে কোন ধরনের সহায়তা বলে? ব্যাখ্যা করো। ৩
ঘ. সরকারি ব্যাংকের সহায়তা পেলে মিসেস সানজানা কি তার ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
১০. মিসেস মমতা ‘গ্রিন আপেল’ নামক প্রতিষ্ঠানের ৫০ শতাংশ শেয়ারের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটি বাংলাদেশের শীর্ষ স্থানীয় ফল আমদানিকারক। ২০১৬ সালে পবিত্র রমজানের ৩ মাস আগে তিনি ব্যবসায়িক কাজে সৌদি আরব সফরে গেলে দেখতে পান বাজারে নতুন খেজুর এসেছে এবং দামও খুব কম। ব্যবসায়ীরা জানালেন শিগগিরই দাম বেড়ে যাবে। চাহিদা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে তিনি ১০ মে. টন খেজুরের ফরমায়েশ দেন। খেঁজুর বিক্রি করে ঐ বছর প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা পায়।
ক. আত্মকর্মসংস্থান কী? ১
খ. ব্যবসায় উদ্যোগ গ্রহণে আÍ বিশ্লেষণ কেন গুরুত্বপূণর্ ? ২
গ. খেজুর ক্রয়ের সিদ্ধান্তটি মিসেস মমতার মধ্যে উদ্যোক্তার কোন গুণের প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. মিসেস মমতাকে কি একজন নারী উদ্যোক্তা বলা যায়? যুক্তিসহ তোমার মতামত ব্যাখ্যা করো। ৪
১১. মি. রিয়াজ একজন পেঁয়াজ আমদানিকারক। গত রমজানের একমাস আগে তিনি একলক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করলেও যথাসময়ে তা বাজারে সরবরাহ করেননি। ফলে রমজান মাসে পেঁয়াজের মূল্য বেড়ে যায় এবং রিয়াজ প্রচুর মুনাফা অর্জন করে।
ক. ই-বিজনেস কী? ১
খ. ব্যবসায় মূল্যবোধ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে রিয়াজ সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. নৈতিকতার মানদণ্ডে রিয়াজের কর্মকাণ্ড মূল্যায়ন করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।