ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | রাজশাহী বোর্ড ২০১৭ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের রাজশাহী বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের রাজশাহী বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৪৪. রাজশাহী বোর্ড-২০১৭
সময় ৩০ মিনিট পূর্ণমান ৩০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. পাবলিক লিমিটেড কোম্পানিতে ন্যূনতম পরিচালকের সংখ্যা কত জন?
ক. ২ খ. ৩
গ. ৭ ঘ. ১০
২. কোন ব্যবসায় সংগঠন মূলত জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত?
ক. সমবায় খ. অংশীদারি
গ. একক মালিকানা ঘ. রাষ্ট্রীয়
৩. ‘সামাজিক ব্যবসায়’ ধারণার প্রবক্তা কে?
ক. ড. মোহাম্মদ ইউনূস
খ. ড. হোসনে আরা বেগম
গ. ড. অমর্ত্য সেন
ঘ. ড. আকতার হামিদ খান
৪. পেটেন্ট কোন ধরনের সম্পদ?
ক. স্থায়ী খ. চলতি
গ. অলীক. ঘ. বুদ্ধিবৃত্তিক
৫. জলিল সাহেব নিগার লি. কোম্পানির প্রতিটি ১০০ টাকা মূল্যের ১,০০০টি শেয়ার কিনে নেয়। তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ?
ক. ১,০০,০০০ খ. ২,০০,০০০
গ. ৩,০০,০০০ ঘ. ৪,০০,০০০
৬. কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম-কানুন লিপিবদ্ধ থাকে?
ক. নিবন্ধনপত্র খ. বিবরণপত্র
গ. সংঘ-বিধি ঘ. সংঘ-স্মারক
৭. যেসব উপাদান ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করে তা হচ্ছে
I. দক্ষ উদ্যোক্তা II. ভোক্তার আয়
III. বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
সম্প্রতি এম.বি.এ. পাস করে আশরাফুল গ্রামের পুকুরে মাছ চাষ করার কথা ভাবছে। পরিকল্পনা মোতাবেক সে তার পুকুরে মাছের পোনা ছাড়ে এবং তা বড় হলে স্থানীয় বাজারে বিক্রি করে সে লাভবান হচ্ছে।
৮. উদ্দীপকে বর্ণিত আশরাফুলের কাজটি কোন শিল্পের সাথে সম্পৃক্ত?
ক. নিষ্কাশন খ. প্রজনন
গ. কৃষি ঘ. উৎপাদন
৯. আশরাফুলের মাছ চাষে জড়িত হওয়ার কারণ
I. স্থানীয় বেকার যুবকদের উদ্বুদ্ধকরণ
II. মাছ চাষে আগ্রহ
III. আÍকর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
১০. ‘উদ্যোগ’ শব্দটি প্রথম কে প্রচলন করেন?
ক. রিচার্ড ক্যান্টিলন
খ. জোসেফ এ. সুমপিটার
গ. রবার্ট হিসরিচ
ঘ. এডাম স্মিথ
১১. কোনটি সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল?
ক. চুক্তিপত্র খ. উপবিধি
গ. সংঘ-বিধি ঘ. সংঘ-স্মারক
১২. কোন ব্যবসায়ের আয়কর মূলত মালিককে পরিশোধ করতে হয়?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. সমবায় সমিতি
ঘ. যৌথ মূলধনী কোম্পানি
১৩. কোন ব্যবসায়ে পণ্যদ্রব্য বা সেবা বিক্রয় সরাসরি ভোক্তার সাথে সম্পৃক্ত?
ক. ই-কমার্স খ. ই-মার্কেটিং
গ. ই-রিটেলিং ঘ. ই-বিজনেস
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব জাওয়াদ ইমারত নির্মাণের একজন ঠিকাদার। তার অফিসের পাশে তিনি নির্মাণ কাজে নিয়োজিত ব্যক্তিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন এবং তাদের দৈনিক মজুরি নিয়মিতভাবে পরিশোধ করেন। উলেখ্য যে, নির্মাণ কাজ চলাকালীন সময়ে তিনি সাইটে গিয়ে অনুমোদিত নকশা অনুসরণপূর্বক বালি, সিমেন্ট ও কংক্রীট সঠিক অনুপাতে মিশ্রণের জন্য শ্রমিকদের নিয়মিত পরামর্শ দেন।
১৪. উদ্দীপকের প্রথম পর্যায়ের কাদের প্রতি জাওয়াদ সামাজিক দায়িত্ব পালন করেন?
ক. ভোক্তা খ. শ্রমিক-কর্মী
গ. সমাজ ঘ. সরবরাহকারী
১৫. উদ্দীপকে বর্ণিত ইমারত নির্মাণের ক্ষেত্রে শ্রমিকদের প্রতি পরামর্শের ইঙ্গিত হলো
I. ভাবমূর্তি বৃদ্ধি
II. ব্যবসায় নৈতিকতা
III. ব্যক্তিক মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
১৬. ডঅঝঅ কোন মালিকানায় প্রতিষ্ঠিত?
ক. বেসরকারি খ. যৌথ উদ্যোগ
গ. সরকারি ঘ. বিদেশি
১৭. কোন ব্যবসায়ে মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য?
ক. প্রাইভেট লি. কোম্পানি
খ. পাবলিক লি. কোম্পানি
গ. একমালিকানা
ঘ. সমবায় সমিতি
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
সুহা ও আয়ানা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যথাক্রমে ৩,০০,০০০ টাকা ও ৪,০০,০০০ টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছর শেষে তারা ১,৪০,০০০ টাকা লাভ পায়।
১৮. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. সমবায় ঘ. যৌথ মূলধনী
১৯. উদ্দীপকের আলোকে সুহা কত টাকা মুনাফা পাবে?
ক. ৫০,০০০ খ. ৬০,০০০
গ. ৭০,০০০ ঘ. ৮০,০০০
২০. স্বল্প মূলধন নিয়ে সচরাচর কোন ব্যবসায় সংগঠন গঠিত হয়?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. সমবায় ঘ. যৌথ মূলধনী
২১. পুস্তক লেখকের অধিকার সুরক্ষায় কোন আইন অধিকতর কার্যকর?
ক. পেটেন্ট খ. ট্রেডমার্ক
গ. কপিরাইট ঘ. বিমা
২২. বিমা সাধারণত ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করে?
ক. স্থান খ. সময়
গ. ঝুঁকি ঘ. অর্থ
উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব মেহের উইইখ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি তার ব্যাংকে সময়ের চাহিদা মোতাবেক আধুনিক তথ্যপ্রযুক্তি সংযোজনের মাধ্যমে নতুন নতুন ব্যাংকিং সেবা পরিবেশনে দারুণ যতœশীল। ফলে গ্রাহকগণ তার ব্যাংকের যেকোনো শাখায় সহজে টাকা জমাদান ও উত্তোলনের কাজ করতে পারেন।
২৩. উদ্দীপকে বর্ণিত উইইখ কর্তৃক প্রদত্ত সেবা কোন ধরনের বিশেষ ব্যাংকিং ব্যবস্থায় সাথে সম্পৃক্ত?
ক. ই-ব্যাংকিং খ. ই-বিজনেস
গ. হোম ব্যাংকিং ঘ. মোবাইল ব্যাংকিং
২৪. উদ্দীপকে বর্ণিত উইইখ কর্তৃক যেসব সুবিধা পাওয়া যাবে তা হলো
I. বিল পরিশোধ
II. অর্থ হস্তান্তর
III. সময় সাশ্রয়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
২৫. কোন ধরনের ব্যবসায় সংগঠনে সিদ্ধান্ত গ্রহণ সচরাচর বিলম্বিত হয়?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. সমবায় ঘ. যৌথ মূলধনী
২৬. ইউরোপীয়ান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি?
ক. ২৮ খ. ৩০
গ. ৩২ ঘ. ৩৫
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব শিহান তার এলাকায় পোল্ট্রি, ডেইরি ইত্যাদি ফার্ম গড়ে ওঠায় গবাদিপশুর খাদ্যসহ বিভিন্ন ব্যবসায় গড়ে তোলেন। ইতোমধ্যে পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি ব্যবসায় আরও সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করেন। বাকিতে পণ্য সরবরাহ করতে হয় বিধায় তার বাড়তি মূলধনের প্রয়োজন।
২৭. জনাব শিহাএনর কৈান ধরএনর সহায়ক সৈবার পণ্ঠএয়াজন?
ক. সংরক্ষণমূলক. খ. সমর্থনমূলক
গ. উদ্দীপনমূলক. ঘ. উন্নয়নমূলক
২৮. জনাব শিহানের জন্য এক্ষেত্রে অর্থসংস্থানের কোন উৎস সর্বোত্তম হতে পারে?
ক. বিনিয়োগ বোর্ড
খ. বি.এস.সি.আই.সি
গ. শিল্প ব্যাংক
ঘ. বাণিজ্যিক ব্যাংক
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৯. স›দ্বীপের জেলেরা ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তির আশায় সমবায়ের ভিত্তিতে একটি সংগঠন গড়ে তোলে। বছর শেষে তারা পাঁচ লক্ষ টাকা মুনাফা অর্জন করে। সমিতির সদস্যরা অর্জিত মুনাফার কত টাকা বাধ্যতামূলকভাবে সংরক্ষিত তহবিল জমা রাখবে?
ক. ৭০,০০০ খ. ৭৫,০০০
গ. ৮০,০০০ ঘ. ৮৫,০০০
৩০. নৈতিকতা ও মূল্যবোধ কোন ব্যবসায় পরিবেশের সাথে সরাসরি সম্পৃক্ত?
ক. অর্থনৈতিক. খ. রাজনৈতিক
গ. সামাজিক. ঘ. আইনগত
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।