বাক্যের সাহায্যে মানুয়ের কথা বলার বিভিন্ন ভঙ্গিকে বাচ্য বলা হয় । বাংলা ২য় | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | বাচ্য | নবম ও দশম শ্রেণীর বাচ্য নিয়ে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)ফাইল ডাউনলোড করতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন ।বাচ্য নিয়ে যেকোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাচ্য হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
নবম ও দশম শ্রেণীর বাংলা ২য় পত্রের বাচ্য নিয়ে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
০১। বাচ্য কত প্রকার?
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
০২। “যে বাক্যে কর্তা প্রধানরূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে” তাকেÑ
ক. কর্তৃবাচ্য বলে
খ. কর্মবাচ্য বলে
গ. ভাববাচ্য বলে
ঘ. কর্ম-কর্তৃবাচ্য বলে
০৩। “দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে” এটিÑ
ক. কর্মবাচ্য
খ. কর্তৃবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য
০৪। ‘সে যেন আসে’ এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য
০৫। কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়?
ক. প্রথমা
খ. দ্বিতীয়া
গ. তৃতীয়া
ঘ. চতুর্থী
০৬। কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়?
ক. প্রথমা
খ. দ্বিতীয়া
গ. তৃতীয়া
ঘ. পঞ্চমী
০৭। “এ পথে চলা যায় না” বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মবাচ্য
খ. কর্মকর্তৃবাচ্য
গ. কর্তৃবাচ্য
ঘ. ভাববাচ্য
০৮। “এবার ট্রেনে উঠা যাক” বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্যের
খ. ভাববাচ্যের
গ. কর্মকর্তৃবাচ্যের
ঘ. কর্মবাচ্যের
০৯। কোন বাক্যটি ভাববাচ্যের প্রকৃত উদাহরণ?
ক. তুমিই সিলেট যাবে
খ. তোমাকেই সিলেট যেতে হবে
গ. তোমরা কখন এলে
ঘ. দস্যুদল ট্রলার লুট করেছে
১০। “কোথায় থাকা হয়?” এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মবাচ্যের
খ. কর্তৃবাচ্যের
গ. ভাববাচ্যের
ঘ. কর্তৃকর্মবাচ্যের
১১। ‘তার যেন আসা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য
১২। “বিদ্বানকে সকলেই সম্মান করে” বাক্যটির কর্মবাচ্যে কী হবে?
ক. সকল কর্তৃক বিদ্বান সম্মান হন
খ. বিদ্বান সকলের দ্বারা সম্মানিত হন
গ. সকলের দ্বারা বিদ্বান সম্মান প্রাপ্ত হন
ঘ. বিদ্বান সকলের দ্বারা সম্মান হন
১৩। “বিদ্বানকে সকলেই আদর করে” এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মকর্তৃবাচ্য
খ. ভাববাচ্যের
গ. কর্তৃবাচ্যের
ঘ. কর্মবাচ্যের
১৪। “বিদ্বানকে সকলেই আদর করে।” বাক্যটি কর্মবাচ্যে কী হবে?
ক. বিদ্বান সকলের দ্বারা সমর্থিত
খ. বিদ্বান সকলের দ্বারা আদৃত হন
গ. বিদ্বান সকল কর্তৃক সমর্থিত
ঘ. বিদ্বানকে সকলেই ভালোবাসে
১৫। “বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন” এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. ভাববাচ্য
খ. কর্মকর্তৃবাচ্য
গ. কর্তৃবাচ্য
ঘ. কর্মবাচ্য
১৬। কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
ক. কর্মে ৬ষ্ঠী ও ক্রিয়ার মধ্যম পুরুষ হয়
খ. করণে ৭মী ও ক্রিয়ার উত্তম পুরুষ হয়
গ. শুধুমাত্র কর্তায় ৬ষ্ঠী বিভক্তি হয়
ঘ. কর্তায় ৬ষ্ঠী বা ২য়া বিভক্তি এবং ক্রিয়া নামপুরুষ হয়
১৭। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
ক. কর্তায় ১মা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী হয়
খ. কর্মে ১মা এবং ক্রিয়া উত্তম পুরুষ
গ. কর্তায় ৬ষ্ঠী বিভক্তির প্রয়োজন হয়
ঘ. কর্তার ক্রিয়া অকর্মক হতে হয়
১৮। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?
ক. দ্বিতীয়া
খ. তৃতীয়া
গ. প্রথমা
ঘ. সপ্তমী
১৯। যে বাক্যে কর্মপদই কর্তা স্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে বলেÑ
ক. কর্মবাচ্য
খ. ভাববাচ্য
গ. কর্মপ্রবচনীয় অব্যয়
ঘ. কর্মকর্তৃবাচ্য
২০। “কাজটা ভালো দেখায় না।” বাক্যটি কোন বাচ্য?
ক. কর্মবাচ্য
খ. ভাববাচ্য
গ. কর্তৃবাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য
২১। “বাঁশি বাজে ঐ মধুর লগনে।” এটা কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মকর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. কর্তৃবাচ্য
ঘ. ভাববাচ্য
২২। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?
ক. ঝড় বয় ভয় হয়
খ. সকালে সূর্য ওঠে
গ. বাঁশি বাজে
ঘ. গগনে গরজে মেঘ
২৩। “সগতি কাপড় অনেক দিন টিকে” এ বাক্যটি কিসের উদাহরণ?
ক. ভাববাচ্য
খ. কর্মকর্তৃবাচ্য
গ. কর্মবাচ্য
ঘ. কোনোটিই নয়
২৪। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ?
ক. মেলা বসেছে
খ. আমার যাওয়া হবে না
গ. তুমি কবে আসছ
ঘ. সে বই পড়ে
২৫। “সাইকেলটি দ্রুত যাচ্ছে” এটি কোন বাচ্য?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য
উত্তর মালা:
১ | খ | ২ | ক | ৩ | খ | ৪ | ক | ৫ | ক |
৬ | গ | ৭ | ঘ | ৮ | খ | ৯ | খ | ১০ | গ |
১১ | গ | ১২ | খ | ১৩ | গ | ১৪ | খ | ১৫ | ঘ |
১৬ | ঘ | ১৭ | ক | ১৮ | গ | ১৯ | ঘ | ২০ | ঘ |
২১ | ক | ২২ | গ | ২৩ | খ | ২৪ | ক | ২৫ | ঘ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।