বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর (MCQ) > প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য এই পোস্টে আপনারা পাচ্ছেন বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বহু জানা-অজানা গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া আমাদের কাছে আপনি পাবেন সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে, আরো পাবেন সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, সরকারী চাকরির সাধারণ জ্ঞান,বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর,
বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ব্যাংকে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান, হ্যান্ডবুক আন্তর্জাতিক বিষয়াবলি,
বঙ্গবন্ধুর জীবনী সাধারণ জ্ঞান: বঙ্গবন্ধু বিষয়ক সাধারণ জ্ঞান এর বিগত সময়ে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু সম্পর্কে কুইজ প্রশ্ন ও উত্তর (mcq প্রশ্ন) এবং বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্নত্তর পাবেন এই পোস্টে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জন্ম: ১৭ই মার্চ ১৯২০ খ্রিষ্টাব্দে
মৃত্যু: ১৫ আগস্ট ১৯৭৫
বঙ্গবন্ধু / Bongobondhu:
শেখ মুজিবুর রহমান কে বঙ্গবন্ধু বলা হয়। তিনি ২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে “বঙ্গবন্ধু” উপাধি লাভ করেন। তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহ্রাওয়ার্দীর উদ্যান) এক জনসভার শেখ মুজিবকে “বঙ্গবন্ধু” উপাধি প্রদান করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনী:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ই মার্চ ১৯২০ খ্রিষ্টাব্দে (১৩২৭ বঙ্গাব্দে ৩রা চৈত্র ) ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। শেখ লুৎফর রহমান ও মোসাম্মৎ সাহারা খাতুনের ৪ কন্যা ও ২ পুত্রের মধ্যে ৩য় সন্তান শেখ মুজিব। বাবা-মা আদর করে খোকা বলে ডাকতেন।
বঙ্গবন্ধুর শৈশবকাল কাটে টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধুর নানা শেখ আবদুল মজিদ তার নামকরন করেন শেখ মুজিবুর রহমান। ছেলেবেলা থেকে এই বঙ্গবন্ধু মানুষের প্রতি মমতাময়ী স্বভাবের ছিলেন। “দুর্ভিক্ষের সময়” বঙ্গবন্ধু নিজের গোলার ধান বিতরন করতেন এবং সমিতি করে অন্যদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করে গরিব ছাত্রদের মাঝে দান করতেন। শেখ মুজিব “শেখ বংশের” গোড়াপত্তনকারী শেখ বোরহানউদ্দিনের বংশধর।
বঙ্গবন্ধু সম্পর্কে mcq প্রশ্ন
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কতো তারিখে? (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর, সড়ক ও জনপদ অধিদপ্তর)
৯ জানুয়ারী ১৯৭২
১৬ ডিসেম্বর ১৯৭২
৮ জানুয়ারি ১৯৭২
১০ জানুয়ারি ১৯৭২
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? (৩৪ তম বিসিএস -২৪/০৫/২০১৩, একটি বাড়ি একটি খামার- ১৭/১১/২০১৭, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী -২০.০৫.২০১৬, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর জুনিয়র অডিটর -২০.০৩.২০১৪)
১ মার্চ ১৯১৯ খৃঃ
১৭ মার্চ ১৯২০ খৃঃ
১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
২১ জুন ১৯৪১ খৃঃ
৩. শেখ মুজিবুর রহমানকে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে? (কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় (ওসিএজি) – অডিটর – ২২/১০/২০২১)
১২ বছর
১৪ বছর
১০ বছর
৮ বছর
৪. জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিনে পালিত হয় কোন দিবস? (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার 20-09-2012)
শিশু দিবস
নারী দিবস
শিক্ষা দিবস
স্বাস্থ্য দিবস
৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম–(প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, পরীক্ষা প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-27-06-2015)
সংগ্রাম
অসমাপ্ত আত্মজীবনী
বাংলাদেশ ও আমি
আমার জীবনী
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “হত্যা মামলার” বিচারকার্য শুরু হয়? (পরিকল্পনা মন্ত্রণালয় -১৮.১১.২০০২)
১২ মার্চ ‘৯৭
১৩ মার্চ’৯৭
১৪ মার্চ ‘ ৯৭
১৫ মার্চ’৯৭
৭. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরে -২৪.০৬.২০১১)
২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
২৫ জানুয়ারি, ১৯৭০
৭ মার্চ, ১৯৭১
২ ফেব্রুয়ারি, ১৯৬৯
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ৭মার্চ কোথায় ঐতিহাসিক ভাষন দেন? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শক ০২৪.০৬.২০১১)
মানিক মিয়া এভিনিউ
রেসকোর্স ময়দান
পল্টন ময়দান
কোনটিই নয়
৯. বঙ্গবন্ধু কতৃক ৬দফা ঘোষনা করা হয়-? (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার-১৪.০২.২০১৪)
ঢাকা
দিল্লীতে
লাহোর
করাচি
১০. বঙ্গবন্ধু “অসমাপ্ত আত্মজীবনী” কত সালে লেখা আরম্ভ করেন?
১৯৬৬ সালে
১৯৫২ সালে
১৯৫৫ সালে
১৯৬৭ সালে
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের কোন মাসে ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেন –
জানুয়ারি মাসে
ফেব্রুয়ারি মাসে
জুলাই মাসে
আগস্ট মাসে
১২. ১৭ মার্চ, ১৯২০ কি কারণে স্মরণীয়? (জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-০৩.০৮.২০১২, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার -০৪.০১.২০১৩)
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
শেরে বাংলা এ.কে ফজলুল হকের জন্মদিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যু দিবস
১৩. Which of the foreign journalist, who died recently, had taken interviews of both Bangabandhu Shiekh Mujibur Rahman and prime minister Sheik Hasina? (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার – ০৭/০৩/২০১৪)
Saint petersberg
Chiristine Amanpor
Carl Bernistein
David frost
সাধারণ জ্ঞান: সংবিধান নিয়ে ১০০ টি প্রশ্নত্তোর
১৪. স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট — (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- 08-01-2010)
সৈয়দ নজরুল ইসলাম
মুহম্মদ উল্লাহ
আবু সাঈদ চৌধুরী
শেখ মুজিবুর রহমান
১৫. Which international weekly recognized Sheikh Mujibur Rahman as a “poet of politics”?
Time
The Newsweek
Outlook
The Week UK
১৬. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -22-04-2022)
শঙ্খ ঘোষ
শেখ মুজিবুর রহমান
শওকত আলী
মমতাজউদ্দিন আহমেদ
১৭. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কত সাল পর্যন্ত লিখা হয়? (বিভিন্ন মন্ত্রনালয়ের সহঃ প্রো-গ্রামার, উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা -১৫.০৬.২০১৬)
১৯৫৫ সাল
১৯৫২ সাল
১৯৬৬ সাল
১৯৬৯ সাল
১৮. মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী” সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়?
রুশ
ডাচ
চীনা
ফ্রেঞ্চ
১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি?
সত্য মামলা আগরতলা
অবরুদ্ধ নয় মাস
অসমাপ্ত আত্মজীবনী
বাংলাদেশ কথা কয়
২০. ”অসমাপ্ত আত্মজীবনী” এর রচয়িতা কে? (গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী – 18.08.2017)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কবি কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক
২১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনীর” কোন সালে প্রথম প্রকাশিত হয়? (রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী – 25.07.2017)
২০১৪
২০১৩
২০১১
২০১২
২২. কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ উপাধি দিয়েছিলেন? (৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট -06-03-2015, ৩৯ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (স্বাস্থ্য ক্যাডার) -03-08-2018)
নিউজ উইরুল (উইকস)
দি ইকনমিস্ট
টাইম
গার্ডিয়ান
২৩. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন- (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিভিলিয়ান স্টাফ অফিসার এবং সহকারী পরিচালক -১৮.০৩.২০১৬)
ফ্রিডম পদক
ম্যাগসেসে পদক
জুলিও কুরি পদক
জওহরলাল নেহেরু পদক
২৪. জাতির পিতা বঙ্গবন্ধু “জাতিসংঘের” কোথায় বাংলা ভাষায় ভাষণ দেন? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা-২৫.০৫.২০১২, ২২ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 02-02-2001)
স্বস্তি পরিষদে
সাধারণ পরিষদের অধিবেশনে
ইউনেস্কোতে
ইকোসোকে
২৫. নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধুর জন্মদিন এর সাথে সম্পর্কযুক্ত? (মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর -২০.০৬.২০১৪)
বিশ্ব নারী দিবস
জাতীয় শিশু দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বিশ্ব পরিবেশ দিবস
২৬. ২০১৪ সালে বঙ্গবন্ধুর কততম জন্মবার্ষিকী পালিত হয়? (মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর -২০.০৬.২০১৪)
৯২তম
৯৪তম
৯০তম
৮৮তম
২৭. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায়? (সমাজসেবা অধিদপ্তরের সহকারী শিক্ষক – 16.06.2017)
ফরিদপুর
শরীয়তপুর
মাদারীপুর
গোপালগঞ্জ
২৮. দেশ স্বাধীন হওয়ার পর “শেখ মুজিবুর রহমান” দেশে প্রত্যাবর্তন করেন কোন তারিখে? (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-১৮.০৩.২০১৬, সহকারী শিক্ষা অফিসার মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা -21-08-2015, গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও জনস্বাস্থ্য অধিদপ্তরের – 18.08.2017, পরিবার পরিকল্পনা অধিদপ্তর -২৪.০৬.২০১১, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কমিউনিটি মেডিকেল অফিসার-১২.১২.২০১৪)
১২ ফেরুয়ারি ১৯৭২
২৫ জানুয়ারি ১৯৭২
১০ জানুয়ারি ১৯৭২
২৫ মার্চ১৯৭২
২৯. বঙ্গবন্ধুকে “জাতির জনক” ঘোষণা করা হয় কবে? (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক-২৫.০৩.২০১৬, পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী-৫.১১.২০১০)
১০ জানুয়ারি ১৯৭২
১৬ ডিসেম্বর ১৯৭১
৭ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
২৯. “কারাগারের রোচনামচা”— গল্পটির রচয়িতা কে? (বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) – 19.06.2017)
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
শেরে-বাংলা এ. কে. ফজলুল হক
৩০. ‘কারাগারের রোজনামচা’ কত সালে প্রকাশিত? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ উপ-সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল-27.12.2021)
২০১২
২০১৭
২০২০
২০২১
৩১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে ছয়-দফা পেশ করেন? (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী(সিভিল)-২৪.০৪.২০১৫, ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 1991-1992)
১৯৬৫ সালে
১৯৬৬ সালে
১৯৬৮ সালে
১৯৬৯ সালে
৩২. তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় হয়েছিল? (১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট -02-05-1997)
ঢাকায়
নারায়ণগঞ্জে
লাহোরে
করাচীতে
৩৩. ঐতিহাসিক ৬ দফা কবে ঘোষণা করা হয়? (ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তর -০১.০১.২০১০)
১ ফেব্রুয়ারি
৫ ফেব্রুয়ারি
৭ ফেব্রুয়ারি
৭ মার্চ
৩৪. ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? (২২ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট -02-02-2001, ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট -30-07-2010)
ঢাকায়
লাহোরে
করাচিতে
নারায়ণগঞ্জে
৩৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন _ (১২ তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা 29-06-2018)
কারাগারের রোজনামচা
থালা বাটি কম্বল জেলখানার সম্বল
অসমাপ্ত আত্মজীবী
কারাগারের রাতদিন
৩৬. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের রচয়িতা কে? (বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর – ৩১.০১.২০১৮)
সেলিনা হোসেন
রশিদ করিম
মাযহারুল ইসলাম
সৈয়দ শামসুল হক
৩৭. মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ “আমার কিছু কথা” এর লেখক কে? (শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনালয়ের সহঃ প্রধান পরিদর্শক -১১/০৯/২০০৯)
নীলিমা ইব্রাহীম
জহির রায়হান
শেখ মুজিবুর রহমান
আব্দুল গাফফার চৌধুরী
৩৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী মূলক গ্রন্থের নাম- (স্বাস্থ্য অধিদপ্তর কম্পাউন্ডার – 19-08-2022)
সংগ্রাম
অসমাপ্ত আত্মজীবনী
বাংলাদেশ ও আমি
আমার জীবনী
৩৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর মায়ের নাম কী?
সাহেরা খাতুন
সায়েরা খাতুন
সাহারা খাতুন
সায়রা খাতুন
৪০.আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) – ওয়াচার কনস্টেবল (ফিল্ড স্টাফ) 17.09.2021)
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
৪১. বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল? (বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)- সিনিয়র ইন্সট্রাক্টর(TTC) -17.09.2021)
৬টি
৪টি
৭টি
৫টি
৪২. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে মন্ত্রিসভায় সদস্য হন? (বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ: এরোড্রাম কর্মকর্তা/ইন্সপেক্ট/অন্যান্য -24.09.2021)
৩৪
৩৫
৩৬
৩৭
৪৩. Presidents of how many countries physically attended the golden jubilee of Bangladesh’s independence and the birth centenary of Sheikh Mujibur Rahman? (সিলেট গ্যাস ফিল্ড লি.-সহকারী ব্যবস্থাপক – 01.10.2021)
2
3
4
5
৪৪. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থ ‘অসমাপ্তজীবনী’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভক্ত হয়েছে? (বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ – উপ-সহকারী প্রকৌশলীী-02.10.2021)
বাংলা
ইংরেজি
সমাজ বিজ্ঞান
রাষ্ট্রবিজ্ঞান
৪৫. বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? (সোনালী ও জনতা ব্যাংক – অফিসার – 02.10.2021)
মধুমতি
কুমার
ভৈরব
বাইগার
৪৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোট কত বছর কারাগারে ছিলেন? (কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় – অডিটর – 22.10.2021)
১২ বছর
১৪ বছর
১০ বছর
৮ বছর
৪৭. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরা রহমান রচিত ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ গ্রন্থের ব্রেইল সংস্করণ প্রকাশ করা হয়েছে কোন মন্ত্রণালয় হতে? (বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ -23-10-2021)
সমাজ কল্যাণ মন্ত্রণালয়
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর কার্যালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়
৪৮. জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষির্কী পালিত হচ্ছে- (খাদ্য অধিদপ্তর – 05-11-2021)
১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
২৬ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১
২৬ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১
৪৯. ১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? (খাদ্য অধিদপ্তর – 05-11-2021)
শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়
কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
কৃষি ও খাদ্য মন্ত্রণালয়
৫০. ’অসমাপ্ত আত্মজীবনী-তে উল্লেখিত আন্দামান বলতে কী বুঝায়? (খাদ্য অধিদপ্তর- উপ খাদ্য পরিদর্শক – 19.10.2021)
পাকিস্তান আমলের সরকারি অফিস
ইংরেজ আমলের জেলখানা
একটি সাগরের নাম
একটি জেলার নাম
৫১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? (খাদ্য অধিদপ্তর- উপ খাদ্য পরিদর্শক – 19.10.2021, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 11-01-2020)
২২ সেপ্টেম্বর, ১৯৭৪
২৩ সেপ্টেম্বর, ১৯৭৩
২৩ সেপ্টেম্বর . ১৯৭২
২৫ সেপ্টেম্বর, ১৯৭৪
৫২. Secret Intelligence File on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Volume 01 concludes with the document –
1948
1949
1950
1951
৫৩. During the Mujibnagar regime, ____ was one of the members of the ‘Sarbadliya Upodeshta Parishad’.
Manaranjan Dhar
M. Mnsur Ali
Yousuf Ali
M A G Osmani
৫৪. Where is “Bangabandhu Sheikh Mujib Indudtrial City” located? (বাংলাদেশ গ্যাস ফিল্ড – 03-12-2021)
Dhaka
Chattogram
Khulna
Sylet
৫৫. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনিকে কোন নামে অভিহিত করা হয়। (স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল টেকনোলজিস্ট -08-01-2022)
রঙ্গজননী
বঙ্গমাতা
বঙ্গজায়া
বঙ্গমায়া
৫৬. বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত? (পররাষ্ট্র মন্ত্রণালয় -24-02-2022)
রাজশাহী
গাজীপুর
চট্টগ্রাম
খুলনা
৫৭. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলি ও কুরি পুরস্কার লাভ করেন? (সিজিডিএফ জুনিয়র অডিটর- 01-04-2022)
১০ অক্টোবর, ১৯৭২
৭ নভেম্বর, ১৯৭২
১৬ নভেম্বর, ১৯৭২
২৫ ডিসেম্বর, ১৯৭২
৫৮. বঙ্গবন্ধু স্মৃতি বিজাড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত? (বিমান_বাংলাদেশ এয়ারলাইনস – 23-04-2022)
টুঙ্গিপাড়া
মেহেরপুর
কোলকাতা
সাভার
৫৯. বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবনকে কত সালে যাদুঘরে রূপান্তর করা হয়? (বিমান_বাংলাদেশ এয়ারলাইনস – 23-04-2022)
১৯৯৬ সালে
১৯৯৭ সালে
১৯৯৮ সালে
১৯৯৪ সালে
৬০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন আনুষ্ঠানিকভোবে 6 দফা ঘোষনা করেন?
1966 সালের 23 মার্চ
1965 সালের 3 মার্চ
1967 সালের 23 মার্চ
1964 সালের 2 ফেব্রুয়ারী
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর
৬১. ২০১৬ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর কততম জন্মবার্ষিকী পালন করা হলো? (জনপ্রশাসন মন্ত্রণালয়ের -২৭.০৬.২০১৬)
৯৭ তম
৯৬ তম
৯৫ তম
৯৪ তম
৬২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তাঁর পাঠ শুরু করেন? (পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী – 23.02.2017)
গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়
শ্রীরামকান্দি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়
গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
৬৩. শেখ মুজিবুর রহমানের লেখা “অসমাপ্ত আত্মজীবনী” বইটি প্রকাশক-
বঙ্গবন্ধু ফাউন্ডেশন
বাংলা একাডেমি
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
জাতীয় সাহিত্য প্রকাশনী
৬৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? (কারিগরি শিক্ষা অধিদপ্তর -05-03-2021)
প্রেসিডেন্সি কলেজ
ইসলামিয়া কলেজ
ফোর্ট উইলিয়াম কলেজ
রিপন কলেজ
৬৫. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
১৯ তম
২৯ তম
৩৬ তম
৩৯ তম
৬৬. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয় দফা ঘোষণা করেন? (পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী -৫.১১.২০১০)
১০ জানুয়ারি, ১৯৬৬
৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
২৩ মার্চ, ১৯৬৬
১৩ ফেব্রুয়ারি, ১৯৬৬
৬৭. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন? (ঔষধ প্রশাসন অধিদপ্তরে ঔষধ তত্ত্বধায়ক – 23-02-2022)
৫ ফেব্রুয়ারি , ১৯৬৬
২৩ ফেব্রুয়ারি, ১৯৬৬
২৩ এপ্রিল, ১৯৬৬
২৩ মার্চ, ১৯৬৬
৬৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোন শহরের একটি সড়কের নাম রাখা হয়েছে?
কোলকাতা
দিল্লি
লন্ডন
কলম্বো
৬৯.OIC – এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? (৪০ তম বিসিএস, দুর্নীতি দমন কমিশন)
২য় শীর্ষ সম্মেলনে
৫ ম শীর্ষ সম্মেলনে
৪ র্থ শীর্ষ সম্মেলনে
৭ম শীর্ষ সম্মেলনে
৭০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম গ্রেফতার হন কত সালে ?
১৯৩৮
১৯৪৬
১৯৪০
১৯৩৬
৭১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কোথায় অবস্থিত? (রেলপথ মন্ত্রণালয়ের গার্ড গ্রেড-২ – 17-06-2022)
আগারগাঁও, শেরে বাংলা নগর
বিজয় সরণী, তেজগাঁও
মিরপুর
শাহবাগ
৭২. বাংলাদেশের বেসামরিক প্রশাসন চালুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৫ টি বিধি জারি করেন করে? (বাংলাদেশ লোক প্রশাসন -১০/০৫/২০১৯)
৭ মার্চ , ১৯৭১
১২ মার্চ, ১৯৭১
১৫ মার্চ , ১৯৭১
১৯ মার্চ, ১৯৭১
৭৩. কোন নদীর নিচ দিয়ে মিলিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- ?
শঙ্খ
কর্ণফুলী
হালদা
বাক্ষালি
৭৪. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষনের মূল বক্তব্য কি ছিল?
স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
পুনরায় নির্বাচন দাবি
সামরিক আইন জারি করা
অনশন ধর্মঘট আহবান
৭৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কোন কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর ৮ জানুয়ারি, ১৯৭২ সালে লন্ডন হয়ে ১০ জানুয়ারি, ১৯৭২ সালে বাংলাদেশে আসেন ?
সামরিক কারাগারে
মিয়ানওয়ালি কারাগারে
নীল কেন্দ্রীয় কারাগার
নয়নপুর কারাগার
৭৬. আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন? (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সহকারী-০১.০১.২০১০)
যুগ্ম সম্পাদক
সম্পাদক
সহ-সভাপতি
সভাপতি
৭৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন তফসিলে অন্তর্ভূক্ত আছে? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উপ-সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল – 27.12.2021)
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম
৭৮. জাতির পিতা শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষনা সংবিধানের কত নং তফসিলে রয়েছে? (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সরকারী ইঞ্জিনিয়ার – 24-01-2022)
৪র্থ
৫ম
৬ষ্ঠ
৭ম
৭৯. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? (৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট -03-05-2019)
চতুর্থ
পঞ্চম
ষষ্ঠ
সপ্তম
৮০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হবে কত সালে? (বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন -২৯. ০৩. ২০১৯)
২০২০ সালে
২০২২ সালে
২০২৪ সালে
২০২৫ সালে
৮১. বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষন দিয়েছিলেন তাকে “ইউনেসকো” স্বীকৃতি দিয়েছেন কি হিসেবে?
ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ
ওয়ার্ল্ড ওয়ার হেরিটেজ
ওয়ার্ল্ড হিসট্রিক্যাল হেরিটেজ
ওয়ার্ল্ড মেমোরি হেরিটেজ
৮২. শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর—
২৫ মার্চ রাতে
২৬ মার্চ রাতে
২৭ মার্চ রাতে
২৮ মার্চ রাতে
৮৩. জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন কে? (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক-১৯.০৩.২০১০)
জিয়াউর রহমান
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
সৈয়দ নজরুল ইসলাম
হোসাইন মোহাম্মদ এরশাদ
৮৪. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সৈয়দ নজরুল ইসলাম
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
তাজউদ্দীন আহমেদ
৮৫. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কয় দফা দাবি পেশ করেন? (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
৬ দফা
৪ দফা
১১ দফা
৭ দফা
৮৬. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম _ (গণপূর্ত অধিদপ্তর, উপ-সহকারী প্রকৌশলী)
ভয়েস অব লিবার্টি
দ্যা স্পিচ
ওরা ১১ জন
স্টপ জেনোসাইড
৮৭. ‘শেখ মুজিব আমার পিতা’ বইটি প্রথম প্রকাশিত হয়- (বাংলাদেশ বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষ, মেডিকেল অফিসার)
১৯৯৯ সালে
১৯৬৬ সালে
২০০৯ সালে
২০০৭ সালে
৮৮. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? (একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী)
শেখ মুজিবুর রহমান
সৈয়দ নজরুল ইসলাম
মোহাম্মদ উল্লাহ
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
৮৯. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? (বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উপ-সহকারী প্রকৌশলী)
০৩ জানুয়ারি, ১৯৬৮
১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
২০ জানুয়ারি, ১৯৬৯
২২ জানুয়ারি, ১৯৬৯
৯০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বধীনতা ঘোষণা করেছিলেন? (সুপারিনটেনডেন্ট ১৯.০৮.২০১৯)
পূর্ব পাকিস্তান সেনাবাহিনী
পূর্ব পাকিস্তান নৌবাহিনী
পূর্ব পাকিস্তান বিমান বাহিনী
ইস্ট পাকিস্তান রাইফেল্স
সাধারণ জ্ঞান বিশ্বের ৩০টি দীর্ঘতম নদীর তালিকা
৯১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? (৩৫ তম বিসিএস)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কর্নেল শফিউল্লাহ
জেনারেল এম. এ. জি ওসমানী
মেজর জিয়াউর রহমান
৯২. `কারাগারের রোজনামচা’ গ্রন্থটির ‘ বন্দুক দফা’ বলতে কোন ধরনের কায়েদিদের বোঝানো হয়েছে? (সিজিডিএফ অডিটর 21-01-2022)
যারা নাইটগার্ডের কাজ করেন
যারা ঝাড়ু দেন
যারা পানি টানেন ও ওয়ার্ডে পানি দেন
মেথর
৯৩. মুজিবুর রহমান কর্তৃক রচিত “বায়ান্নর দিনগুলো” তে কারাগারে অনশনরত “বঙ্গবন্ধুর” সঙ্গী কে ছিলেন?
আবদুর রশিদ তর্কবাগীশ
মহিউদ্দিন আহমদ
মওলানা ভাসানী
খান সাহেব ওসমনা আলী
৯৪. বঙ্গবন্ধু কোন শহরে এবং কত সালে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহন করেন? (৪২ তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)-26-02-2021)
১৯৭২, কায়রো
১৯৭৪, নয়া দিল্লী
১৯৭৫, বেলগ্রেড
১৯৭৩, আলজিয়ার্স
৯৫. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম? (রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী – 25.07.2017)
উপগ্রহের
নৌজাহাজের
মহাকাশ যানের
যুদ্ধ জাহাজের
৯৬. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর- ২৩.১১.২০১৮)
৪.৫ কিমি.
৪.৮ কিমি .
৫.০ কিমি.
৫.৮ কিমি.
৯৭. বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?
আগারগাঁও ,ঢাকা
ঢাকা সেনানিবাস
যশোর সেনানিবাস
বিজয় সরণি ,ঢাকা
৯৮. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ঢাকার শাহবাগে
ঢাকার গুলিস্থান
ঢাকার মালিবাক
ঢাকার পল্টন
৯৯. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়-
১৯৯৬ সালের ৩০ এপ্রিল
১৯৯৭ সালের ৩০ এপ্রিল
১৯৯৮ সালের ৩০ এপ্রিল
১৯৯৯ সালের ৩০ এপ্রিল
১০০. বঙ্গবন্ধুর মৃত্যু তারিখ কত?
১৫ই আগস্ট ১৯৭৫
১৫ই আগস্ট ১৯৭২
১৫ই আগস্ট ১৯৮৫
১৫ই আগস্ট ১৯৬৯
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।