ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | অধ্যায় ৯ | বহুনির্বাচনি সাজেশন | PDF : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ৯ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ৯ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-৯ : ঝুঁকি এবং মুনাফার হার
২৭৭. ঝুঁকি ও আয়ের সম্পর্কের স্বরূপ কোনটি? (জ্ঞান)
ক. ধনাÍক.
খ. ঋণাÍক
গ. সম্পর্কহীন
ঘ. অনির্ণয়যোগ্য
উত্তর: ক
২৭৮. কে ট্রেজারি বিল ইস্যু করেন? (জ্ঞান)
ক. বাণিজ্যমন্ত্রী
খ. বঞ্ঝবর্’াপনা পরিচালক
গ. সরকার
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তর: গ
২৭৯. বৈচিত্র্যায়ন/বহুবিধকরণের মাধ্যমে কোন ঝুঁকি হ্রাস করা যায়? (জ্ঞান) [শেখ বোরহানুদ্দীন কলেজ, ঢাকা]
ক. একক.
খ. বাজার
গ. সুদহার
ঘ. আর্থিক.
উত্তর: ক
২৮০. যদি প্রকৃত আয় প্রত্যাশিত আয় অপেক্ষা কম হয় তবে তাকে কী বলে? (প্রয়োগ) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
ক. বিনিয়োগ.
খ. মুনাফা
গ. ঝুঁকি
ঘ. ক্ষতি
উত্তর: গ
২৮১. কোন ঝুঁকির কারণে কোম্পানির দ্রুত বিলোপসাধন হয়? (জ্ঞান) [সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা]
ক. ব্যবসায়িক. খ. আর্থিক
গ. সুদের হারেরঘ. তারল্য
উত্তর: খ
২৮২. করহার বৃদ্ধি পেলে কোন ঝুঁকি বৃদ্ধি পায়?
(জ্ঞান) [তেজগাঁও কলেজ, ঢাকা]
ক. ব্যবসায়িক. খ. বাজার
গ. রাজনৈতিক. ঘ. আর্থিক.
উত্তর: ঘ
২৮৩. নিচের কোন নীতির ওপর ব্যবসায়িক ঝুঁকি নির্ভর করে? (অনুধাবন) [তেজগাঁও কলেজ, ঢাকা]
ক. মƒলধন কাঠাএমা নীতি
খ. বিনিয়োগ নীতি
গ. ক্রয় ও বিক্রয় নীতি
ঘ. উপার্জন নীতি
উত্তর: খ
২৮৪. অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদির পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? (অনুধাবন)
[ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
ক. তারল্য ঝুঁকি
খ. আর্থিক ঝুঁকি
গ. ব্যবসায়িক ঝুঁকি
ঘ. অর্থায়ন ঝুঁকি
উত্তর: গ
২৮৫. কোন ধরনের ঝুঁকিকে বিটা দ্বারা প্রকাশ করা হয়?
(অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. প্রকৃত ঝুঁকি
খ. আর্থিক ঝুঁকি
গ. অপরিহারযোগ্য ঝুঁকি
ঘ. পরিহারযোগ্য ঝুঁকি
উত্তর: গ
২৮৬. বাজার ঝুঁকি সম্পর্কিত নিচের কোনটি সত্য?
(অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
ক. পরিহার করা যায়
খ. অতিরিক্ত ঋণের কারণে সৃষ্টি হয়
গ. অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়
ঘ. পরিহার করা যায় না
উত্তর: ঘ
২৮৭. মুদ্রাস্ফীতি ও বিনিয়োগ নীতির পরিবর্তনের কারণে কী সৃষ্টি হয়? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক. মুদ্রা ঝুঁকি
খ. বাজার ঝুঁকি
গ. কোম্পানি ঝুঁকি
ঘ. স্ফীতি ঝুঁকি
উত্তর: খ
২৮৮. মোট ঝুঁকি হতে সামগ্রিক বাজার ঝুঁকি বাদ দিলে যে ঝুঁকি পাওয়া যায় তাকে কী বলে? (জ্ঞান)
[তেজগাঁও কলেজ, ঢাকা]
ক. বাজার ঝুঁকি
খ. পরিহারযোগ্য ঝুঁকি
গ. আর্থিক ঝুঁকি
ঘ. ব্যবসায়িক ঝুঁকি
উত্তর: খ
২৮৯. রিন লিমিটেডের গত ৫ বছরের অর্জিত আয় থেকে গড় আয়ের ব্যবধানের বর্গের যোগফল ৫৩২। রিন লিমিটেডের আদর্শ বিচ্যুতি কত?
(প্রয়োগ) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. ১০%
খ. ১০,৩১%
গ. ১১.৫৩%
ঘ. ২০.০৬%
উত্তর: গ
২৯০. ২০১২ সালে আলম ট্রেডার্সের গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৯১.৪৮। আলম ট্রেডার্সের আদর্শ বিচ্যুতি কত হবে? (প্রয়োগ)
[কক্সবাজার সরকারি কলেজ]
ক. ১১.৩২
খ. ১২.৬৭৫
গ. ১২.৭৫
ঘ. ১৩.৮৪
উত্তর: ঘ
২৯১. তাসনুভা করপোরেশনে ৫ বছরের প্রকৃত আয় ও গড় আয়ের ব্যবধানের বর্গ ৮৪০। তার ঝুঁকির পরিমাণ কত? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. ১২%খ. ১৪.৪৯%
গ. ১৫%ঘ. ১৬%
উত্তর: খ
২৯২. একটি কোম্পানির মুনাফার আদর্শ বিচ্যুতি ১৫% এবং গড় মুনাফা ৮% হলে, বিভেদাঙ্ক কত?
(প্রয়োগ) [কুমিলা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
ক. ১.৮৮%
খ. ২.২৫%
গ. ২.৫%
ঘ. ২.৮৮%
উত্তর: ক
২৯৩. একটি কোম্পানির মুনাফার গড় ২০, ভেদাঙ্ক ৩৬ হলে কোম্পানিটির বিভেদাঙ্ক কত? (প্রয়োগ)
[ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
ক. ২৫.৫৫%খ. ৩০.০০%
গ. ১৮০.০০%ঘ. ৫৫.৫৫%
উত্তর: গ
২৯৪. একাধিক খাতে বিনিয়োগ হতে সৃষ্ট ঝুঁকিকে কী বলে?
(জ্ঞান) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
ক. একাধিক ঝুঁকি খ. বিনিয়োগ ঝুঁকি
গ. অনিশ্চিত ঝুঁকিঘ. পোর্টফোলিও ঝুঁকি
উত্তর: ঘ
২৯৫. সুমনা দুটি সিকিউরিটি ঢ ও ণ তে বিনিয়োগ করতে চায়। ঢ-এ বিনিয়োগ করবে ৬০% এবং ণ-এ করবে ৪০% । যদি প্রত্যাশিত আয়ের হার ঢ-এর ১০% এবং ণ-এর ১২% হয়, তবে পোর্টফোলিও আয়ের হার কত হবে? (প্রয়োগ) [ঢাকা কমার্স কলেজ]
ক. ৮.৭%
খ. ৯.০৫%
গ. ১০.৮%
ঘ. ১১.০২%
উত্তর: গ
২৯৬. প্রত্যাশার বাইরে কিছু ঘটার সম্ভাবনাকে কী বলে? (জ্ঞান)
[সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা]
ক. নিশ্চয়তা
খ. অনিশ্চয়তা
গ. ঝুঁকি
ঘ. অস্বাভাবিকতা
উত্তর: গ
২৯৭. জভ = ১০%, ঝুঁকি প্রিমিয়াম ২% হলে জস = কত?
(প্রয়োগ) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. ২০%
খ. ১২%
গ. ৮%
ঘ. ৫%
উত্তর: খ
২৯৮. ঝগখ অনুযায়ী ঝুঁকি প্রিমিয়ামের সূত্র কোনটি?
(জ্ঞান) [ঢাকা কমার্স কলেজ]
ক. (জস@ জড়) ড়
খ. (জস@ জভ)
গ. (জস@ ) জভ
ঘ. (জভ@ ) ইস
উত্তর: খ
২৯৯. শামস লিমিটেডের বেটার (β) মান ২। ঝুঁকিমুক্ত আয়ের হার ৬% এবং বাজার ঝুঁকি অধিহার ১০%। প্রত্যাশিতব্য আয়ের হার কত? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. ২৬%
খ. ১৬%
গ. ১৪%
ঘ. ৮%
উত্তর: ক
৩০০. ঝুঁকিমুন্ঠ আএয়র হার ৮% বাজার আএয়র হার ১৫% এবং বিটা ২ হলে প্রয়োজনীয় উপার্জন হার কত? (প্রয়োগ)
[আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকতন স্কুল ও কলেজ, গাইবান্ধা]
ক. ২০%খ. ২২%
গ. ২৩%ঘ. ২৫%
উত্তর: খ
৩০১. নিরালির বাজার ঝুঁকি ১২% ও ট্রেজারি বিলের সুদের হার ৮% হলে ঝুঁকি প্রিমিয়াম কত হবে?
(প্রয়োগ) [কক্সবাজার সরকারি কলেজ]
ক. ৪% খ. ৮%
গ. ১২%ঘ. ২০%
উত্তর: ক
৩০২. বাজার আয় হতে ঝুঁকিযুক্ত আয় বাদ দেয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে কী বলে? (জ্ঞান) [হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
ক. ঝুঁকিযুক্ত আয়
খ. বাজার ঝুঁকি অবহার
গ. বিটা
ঘ. বাজার ঝুঁকি অধিহার
উত্তর: ঘ
৩০৩. আর্থিক ঝুঁকি যেসব বিষয়ের ওপর নির্ভর করে তা হলো (অনুধাবন) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
i.ঋণ মূলধনের পরিমাণ
ii.করের হার
iii.বিক্রয়ের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
৩০৪. ব্যবসায় প্রতিষ্ঠানে যেসব ব্যবসায়িক ঝুঁকি বিদ্যমান (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i.ত্র“টিপূর্ণ ব্যবস্থাপনা
ii.কর্মী অসন্তোষ
iii.নতুন ব্যবস্থাপকের আগমন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
৩০৫. বাজার ঝুঁকির বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
i.অনিয়ন্ত্রণযোগ্যii.পরিহারযোগ্য
iii.সামষ্টিক পরিবেশ দ্বারা সৃষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
৩০৬. ঝুঁকির উদ্ভব হয় (অনুধাবন) [শ্রীমঙ্গল সরকারি কলেজ]
i.প্রাকৃতিক অনিশ্চয়তা থেকে
ii.অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে
iii.মানবিক অনিশ্চয়তা থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iiiউত্তর: ঘ
৩০৭. ঝুঁকিমুক্ত বিনিয়োগ হলো (অনুধাবন)
[নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
i.ট্রেজারি বিলii.শেয়ার ও বন্ড
iii.সঞ্চয়পত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
৩০৮. ঈঅচগ-এর অনুমিত শর্তাবলি হলো (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i.বিক্রয় খরচ থাকবে না
ii.কোনো আয়কর থাকবে না
iii.কোনো মূদ্রাস্ফীতি নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
উষ্টীপকটি পএড়া বৈং ৩০৯ ও ৩১০ নং পণ্ঠএশ²র উল্ফর দাও।
রবি লিমিটেডের ঝুঁকিমুক্ত হারের হার ৭%, বাজার আয়ের হার ১১%, যার বেটা হচ্ছে ১.৫।
[ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিলা]
৩০৯. রবি লিমিটেডের প্রত্যাশিত আয়ের হার কত হবে?
(প্রয়োগ)
ক. ১৩%
খ. ১৩.৫০%
গ. ১১%
ঘ. ১২.৫০%
উত্তর: ক
৩১০. ঝুঁকির অধিহার (ঝুঁকির প্রিমিয়াম) কত? (প্রয়োগ)
ক. ৭%খ. ৪%
গ. ৬%ঘ. ১৩%
উত্তর: গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।