ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | অধ্যায় ১ | বহুনির্বাচনি সাজেশন | PDF : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের স১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
১. অর্থসংক্রান্ত সকল কার্যক্রমের সমষ্টিকে কী বলে?
(জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. পরিকল্পনা
খ. অর্থায়ন
গ. মূলধন বাজেটিং
ঘ. তহবিল বঞ্ঝবর্’াপনা উত্তর: খ
২. ব্যবসায়ের জীবনীশক্তি কোনটি? (জ্ঞান)
[খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খুলনা]
ক. অর্থ
খ. পণ্য
গ. বাজার
ঘ. লেনদেন
উত্তর: ক
৩. সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কী বলা হয়? (জ্ঞান)
[কুমিলা কমার্স কলেজ]
ক. মিউনিসিপ্যাল বন্ড
খ. ট্রেজারি বন্ড
গ. কর্পোরেট বন্ড
ঘ. জাঙ্ক বন্ড
উত্তর: খ
৪. ফিন্যান্স বিষয়ের প্রথম বই ‘কর্পোরেশন ফিন্যান্স’ বইটি কখন প্রকাশিত হয়? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. ১৮৯০
খ. ১৮৯৭
গ. ১৯৫২
ঘ. ১৯৬০
উত্তর: খ
৫. ব্যবসায়ের মৌলিক উপকরণ কী? (জ্ঞান)
[সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
ক. পুঁজি
খ. পরিকল্পনা
গ. বাজার
ঘ. পরিবহন
উত্তর: ক
৬. অর্থায়নের সনাতন ধারা অনুযায়ী অর্থায়ন বলতে কী বোঝায়? (জ্ঞান) [ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
ক. তহবিল সংগ্রহ
খ. তহবিল বণ্টন
গ. তহবিল সংগ্রহ বণ্টন
ঘ. অর্থের লেনদেন
উত্তর: ক
৭. কোথায়, কীভাবে বিনিয়োগ করতে হবে তা নির্ধারণ করে কোনটি? (অনুধাবন)
[বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
ক. ব্যবস্থাপনা
খ. হিসাববিজ্ঞান
গ. অর্থনীতিতে
ঘ. অর্থায়ন
উত্তর: ঘ
৮. কে ঙঢ়ঃরড়হ ঞযবড়ৎু আবিষ্কার করেন? (জ্ঞান)
[সরকারি জিলুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক. গধৎশড়রিঃু
খ. ঝযধৎঢ়ব
গ. ইষধপশ ধহফ ঝপযড়ষবং
ঘ. খরহঃবৎ
উত্তর: গ
৯. মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল উদ্ভাবন করেন কে? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, যশোর]
ক. মিলারখ. ব্লাক
গ. শার্প
ঘ. ইট ম্যান
উত্তর: গ
১০. কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়? (জ্ঞান)
[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম]
ক. ১৯৪০-৫০
খ. ১৯৫০-৬০
গ. ১৯৬০-৭০
ঘ. ১৯৭০-৮০
উত্তর: খ
১১. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনার কাজ কোনটি? (জ্ঞান)
ক. যন্ত্রপাতি ক্রয়খ. আসবাবপত্র ক্রয়
গ. ব্যবসায় সম্প্রসারণ
ঘ. প্রশাসনিক খরচ সম্পাদন
উত্তর: ঘ
১২. জনাব শফিক একজন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের মালিক। তিনি শ্রমিক কর্মীদের মজুরি প্রদানের জন্য আলাদা একটি তহবিল গঠন করেন। জনাব শফিকের কাজটিকে কোন ধরনের ব্যবস্থাপনা বলা যায়? (প্রয়োগ)
ক. মধ্যমেয়াদি তহবিল
খ. দীর্ঘমেয়াদি তহবিল
গ. স্বল্পমেয়াদি তহবিল
ঘ. পরিশোধিত মূলধন
উত্তর: গ
১৩. নিচের কোনটি সর্বাধিক তরল সম্পদ রূপে বিবেচনা করা হয়? (জ্ঞান)
ক. প্রাপ্য বিল
খ. ঋণপত্র
গ. নগদ অর্থ
ঘ. স্বর্ণউত্তর: গ
১৪. অর্থনীতি একটি দেশের চালিকাশক্তি। এ শক্তির মূল উৎস কী? (জ্ঞান) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. ব্যবসায় বাণিজ্য
খ. আমদানি বাণিজ্য
গ. রপ্তানি বাণিজ্য
ঘ. শন্ঠিশালী ব´বাজার
উত্তর: ক
১৫. রাষ্ট্রের সামগ্রিক চাহিদা কীসের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ঢাকা কমার্স কলেজ]
ক. ব্যষ্টিক অর্থনীতি
খ. সামষ্টিক অর্থনীতি
গ. যোগান
ঘ. চাহিদা
উত্তর: খ
১৬. একটি জাপানি কোম্পানি বাংলাদেশের সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশে একটি প্রকল্প তৈরি করে। এটি কোন ধরনের অর্থায়ন? (প্রয়োগ)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. অভ্যন্তরীণ অর্থায়ন
খ. বাহ্যিক অর্থায়ন
গ. ব্যক্তিগত অর্থায়ন
ঘ. আ¯¦জট্টাতিক অ^ট্টায়ন
উত্তর: ঘ
১৭. একটি কোম্পানির মূল লক্ষ্য কী? (জ্ঞান)
ক. মুনাফা সর্বাধিকরণ
খ. সম্পদ সর্বাধিকরণ
গ. সামাজিক মর্যাদা অর্জন
ঘ. ব্যবসায়ের সুনাম বৃদ্ধি
উত্তর: খ
১৮. ব্যাংক তৎক্ষণাৎ অর্থ পরিশোধে অপারগ হয় কেন? (অনুধাবন) [ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিলা]
ক. কর্মকর্তাদের ব্যস্ততা থাকায়
খ. দীর্ঘ আনুষ্ঠানিকতা থাকায়
গ. ব্যাংক কর্তৃপক্ষ অনীহ থাকায়
ঘ. তারল্যসংকট থাকায়
উত্তর: ঘ
১৯. প্রতিবেদন অবশ্যই সহজ, সুন্দর ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হতে হবে কোন নীতি অনুযায়ী? (অনুধাবন)
[চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
ক. সমন্বয় সাধন নীতি
খ. স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি
গ. লভ্যাংশ বন্টন নীতি
ঘ. উপযুক্ততার নীতি
উত্তর: খ
২০. ব্যবস্থাপকীয় অর্থনীতির প্রধান বিষয়সমূহ কয়টি?
(জ্ঞান) [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তর: ক
২১. মুনাফা বৃদ্ধিকরণের সীমাবদ্ধতা দূর হয় কোনটি দ্বারা? (অনুধাবন) [কক্সবাজার সরকারি কলেজ]
ক. মুনাফা অর্জন দ্বারা
খ. সম্পদ সর্বাধিকরণ দ্বারা
গ. লেনদেন বৃদ্ধিকরণ দ্বারা
ঘ. ক্রেতার আস্থা অর্জন দ্বারা
উত্তর: খ
২২. সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে নিচের কোনটি হ্রাস পেলে ফার্মের শেয়ারের বর্তমান মূল্য বৃদ্ধি পাবে?
(অনুধাবন) [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. নগদ পণ্ঠবাএহর পরিমাণ
খ. বাট্টার হার
গ. বিক্রয়ের পরিমাণ
ঘ. সুদের পরিমাণ
উত্তর: খ
২৩. সম্পদ সর্বাধিকরণে সম্পদের নির্দেশক কোনটি?
(অনুধাবন) [ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
ক. বন্ডের বর্তমান বাজারমূল
খ. শেয়ারের গত বছরের মূল্য
গ. বন্ডের গত বছরের বাজারমূল্য
ঘ. শেয়ারের বর্তমান বাজারমূল্য
উত্তর: ঘ
২৪. সমাজের প্রতি মানুষের যেসব দায়-দায়িত্ব আছে তাকে কী বলা হয়? (জ্ঞান)
ক. সামাজিক মূল্যবোধখ. নৈতিক দায়িত্ববোধ
গ. সামাজিক দায়বদ্ধতাঘ. অবশ্যপালনীয় কর্তব্য
উত্তর: গ
২৫. ব্যবসায় অর্থায়ন হলো (অনুধাবন)
[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
i.মুনাফা অর্জনii.তারল্য বৃদ্ধি
iii.মূলধন সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
২৬. তারল্য বৃদ্ধি পেলে (অনুধাবন)
[সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ, পিরোজপুর]
i.মুনাফা হ্রাস পায়ii.মুনাফা বৃদ্ধি পায়
iii.ব্যয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
২৭. অর্থায়নের অন্তর্ভুক্ত বিষয় হলো (অনুধাবন)
[সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
i.অর্থের প্রয়োজনীয়তা নির্ধারণ
ii.অর্থের যথাযথ ব্যবহার
iii.অর্থপ্রবাহ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
২৮. সম্পত্তির মূল্যায়ন মডেলের উন্নতির ফলে উদ্ভব ঘটে যেসব বিষয়ের, তা হলো (অনুধাবন)
i.মূলধন বাজেটিং-এর
ii.লভ্যাংশ নীতির
iii.মূলধন কাঠামো বিশ্লেষণের
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: গ
২৯. অর্থায়নকে বাহ্যিক সংযোগ রক্ষা করতে হয়
(অনুধাবন) [হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
i.সরকারি সংস্থাসমূহের সাথে
ii.আর্থিক প্রতিষ্ঠানের সাথে
iii.মূলধন বাজারের সাথে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
৩০. প্রাতিষ্ঠানিক অর্থায়নের উৎস হলো (অনুধাবন)
[আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
i.বাণিজ্যিক ব্যাংক. ii.বিমা কোম্পানি
iii.অবচয় তহবিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
৩১. ব্যাংকে তারল্য সংকট থাকলে (অনুধাবন)
[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i.সুনাম হ্রাস পায়
ii.গ্রাহকের আস্থা বৃদ্ধি পায়
iii.আমানত সংগ্রহের হার কম হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
৩২. সামাজিক দায়িত্ব হিসেবে আর্থিক ব্যবস্থাপক করেন(অনুধাবন) [সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম]
i.মানসম্পন্ন পণ্য উৎপাদন
ii.নিরাপদ কর্মক্ষেত্র তৈরি
iii.ন্যায্য মজুরি কাঠামো
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. ii ও iii
গ. i ও iiরঘ. i, ii ও iii
উত্তর: ঘ
৩৩. মুনাফা সর্বাধিকরণের উপায় হচ্ছে (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i.বিক্রয় বৃদ্ধি করা
ii.শেয়ারমূল্য বৃদ্ধি করা
iii.পণ্যমূল্য বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।
ডাচ-বাংলা ব্যাংক প্রতিবছর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে। এর ফলে উক্ত প্রতিষ্ঠানটির দেশব্যাপী সুনাম বৃদ্ধি পাচ্ছে। [সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা]
৩৪. ডাচ্-বাংলা কী ধরনের প্রতিষ্ঠান? (প্রয়োগ)
ক. সরকারি
খ. বেসরকারি
গ. আধাসরকারি
ঘ. স্বায়ত্তশাসিত
উত্তর: খ
৩৫. ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃক গৃহীত উদ্যোগ কোনটির সাথে সম্পর্কযুক্ত? (উচ্চতর দক্ষতা)
ক. সামাজিক দায়ব্র¬তার
খ. নৈতিকতার
গ. মূল্যবোধের
ঘ. সজ্ঞক্সদ সবট্টাধিকরএণর
উত্তর: ক
উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
আলফা কোম্পানি গত দশ বছর যাবৎ সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানির শেয়ারের বাজারমূল্য দিন দিন বৃদ্ধি পেয়েছে। কোম্পানির আর্থিক ব্যবস্থাপক চিন্তা করছেন কোম্পানির শেয়ার প্রতি আয় কীভাবে বাড়ানো যায়। [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]
৩৬. উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপক কোন বিষয়টির কথা ভাবছেন? (প্রয়োগ)
ক. সম্পদ সর্বাধিকরণ
খ. মুনাফা সর্বাধিকরণ
গ. শৈয়াএরর মƒলঞ্ঝ বি্র¬েকরণ
ঘ. ব্যয় হ্রাসকরণ
উত্তর: খ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৩৭. উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপক যে উদ্দেশ্য নিয়ে চিন্তাভাবনা করছেন তার সীমাবদ্ধতা হলো
(উচ্চতর দক্ষতা)
i.নগদ প্রবাহ বিবেচনা করা হয় না
ii.মুনাফা বিবেচনা করা হয় না
iii.ঝুঁকি বিবেচনা করা হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।