ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৩৪-৩৫ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৩৪. সরকারি সিটি কলেজ, চট্টগ্রামবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
১. আশা লি. খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জনাব হাসান ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন তিনটি বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিত করেছেন, সেগুলো হলো বারবিডল, টমক্যাট ও মিকিমাউস। প্রকল্পে বিনিয়োগের জন্য জনাব হাসান ১৩% চক্রবৃদ্ধি সুদে ১০ বছরের জন্য ৩০ লক্ষ টাকা ‘ক’ ব্যাংক হতে ঋণ করেন। তিনি ঋণকৃত সম্পূর্ণ টাকা টমক্যাট প্রকল্পে বিনিয়োগের জন্য পরিচালনা পর্ষদে প্রস্তাব উপস্থাপন করেন। পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনটি প্রকল্পেই বিনিয়োগের সুপারিশ করেন।
ক. তারল্য কী? ১
খ. ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত জনাব হাসান অর্থায়নের কোন উৎস হতে অর্থ সংগ্রহ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে অর্থায়নের যে নীতি গ্রহণের সুপারিশ করেছে তা বিশ্লেষণ করো। ৪
২. উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়ন ব্যবস্থার ব্যাপক প্রসার ও বিকাশ ঘটে। সরকার নিজ উদ্যোগেই-এ খাতের শৃঙ্খলা রক্ষা ও গ্রহণযোগ্য প্রবৃদ্ধি অর্জনার্থে আইন প্রণয়ন ও আইন প্রয়োগকারী সংস্থা গঠন করেছে।
ক. কল মানি রেট কী? ১
খ. মানি লন্ডারিং বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে যে ধরনের অর্থায়ন ব্যবস্থার কথা বলা হয়েছে, তা নিয়ন্ত্রণে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত শৃঙ্খলা রক্ষায় গঠিত প্রতিষ্ঠানের ভ‚মিকা বিশ্লেষণ করো। ৪
৩. দিপুর কাছে ১,০০,০০০ টাকা আছে। তিনি উক্ত অর্থ ১০% সুদের হার ৫ বছর-এর জন্য মিডল্যান্ড ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। দিপুর ভাই তাকে মৎস্য চাষ করতে বললেন। যেখান থেকে আগামী ৫ বছর যথাক্রমে ২৫,০০০, ২৮,০০০, ২২,০০০, ২৫,০০০ এবং ৫০,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে তার বন্ধু পোলট্রি ফার্ম দিতে বলনে। যেখান থেকে আগামী ৫ বছর প্রতিবছর শেষে ৩০,০০০ টাকা করে পাওয়া যাবে। উভয় ক্ষেত্রে দিপুর প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. কার্যকরী সুদের হার কী? ১
খ. সময়ের পরিবর্তন বর্তমান মূল্যকে কীভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। ২
গ. মিডল্যান্ড ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করো। ৩
ঘ. দিপুর কোন ব্যবসায়টি নির্বাচন করা উচিত? বিশ্লেষণ করো। ৪
৪. জয়া লি.-এর ২টি বিনিয়োগ প্রস্তাব আছে প্রতিটি প্রকল্পে ব্যয় ৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটির সুযোগ ব্যয় হলো ১০%। প্রকল্প ২টির নিট নগদ আন্তঃপ্রবাহ নিæে দেওয়া হলে:
বছর প্রকল্প-ক টাকা প্রকল্প-খ টাকা
১ ৩০,০০০ ২০,০০০
২ ২০,০০ ২০,০০০
৩ ২০,০০ ২০,০০০
৪ ১০,০০ ২০,০০০
ক. মূলধন বাজেটিং কী? ১
খ. নিট বর্তমান মূল্য কী? বুঝিয়ে লেখো। ২
গ. উলিখিত ২টি প্রকল্পে পে-ব্যাক সময় নির্ণয় করো। ৩
ঘ. নিট বর্তমান মূল্য বা ঘচঠ নির্ণয় করে জয়া লি.-কে প্রকল্পের গ্রহণযোগ্যতার বিষয়ে পরামর্শ দাও। ৪
৫. পুস্প চাকমা লি.-এর ২০১৫ সালের ১ জানুয়ারিতে নগদ জমা ছিল ১৫,০০০ টাকা। ২০১৫ সালে তার আর্থিক তথ্যাবলি নিæরূপ:
২০১৫ সালের নিট মুনাফা ৪৫,০০০
অবচবয়- যন্ত্রপাতি ৩০,০০০
প্রাপ্য হিসাব বৃদ্ধি ২০,০০০
মজুদ পণ্য হ্রাস ২৫,০০০
চলতি দায় হ্রাস ২০,০০০
যন্ত্রপাতি ক্রয় ১,৫০,০০০
সাধারণ শেয়ার ইস্যু (২০,০০০ টাকা অধিহারসহ) ১,৭০,০০০
নগদ লভ্যাংশ ৩০,০০০
ক. নদ প্রবাহ বিবরণী কী? ১
খ. সমচ্ছেদ বিন্দু ধারণা বিশ্লেষণ করো। ২
গ. পরোক্ষ পদ্ধতিতে পুস্প চাকমা লি.-এর ২০১৫ সালের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৩
ঘ. একটি নগদ প্রবাহ বিবরণী তৈরি করে ২০১৫ সালে সমাপনী নগদ নির্ণয় করো এবং সমাপনী নগদ হ্রাস-বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। ৪
৬. যমুনা লি.-এর মূলধন কাঠামো নিæরূপ:
সাধারণ শেয়ার মূলধন প্রতিটির অভিহিত মূল্য ১০০ টাকা ১০,০০,০০০
১০% অগ্রাধিকার শেয়ার মূলধন ৬,০০,০০০
১৬% ঋণ মূলধন ৪,০০,০০০
মোট = ২০,০০,০০০
যমুনা লি. প্রতি শেয়ারে ১০ টাকা করে নগদ লভ্যাংশ প্রদান করে এবং তা প্রতিবছর ৫% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। বর্তমানে কোম্পানির প্রতিটি শেয়ার ১২০ টাকা করে
বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটির গড় মূলধন ব্যয় ১১.৮%। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক গড় মূলধন ব্যয়-হ্রাসের কথা ভাবছেন। তাই তিনি ঋণ মূলধনের ৫০% সাধারণ শেয়ারের রূপান্তরের জন্য কোম্পানিকে পরামর্শ দেন। প্রতিষ্ঠানটির কর হার ৪০%।
ক. মূলধন ব্যয় কী? ১
খ. ‘সাধারণ শেয়ারের কোনো ব্যয় নাই’। তুমি কি একমত? ২
গ. যমুনা লি.-এর সাধারণ শেয়ারের ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. ব্যবস্থাপকের পরামর্শ অনুযায়ী বড় মূলধন ব্যয় নির্ণয় করো। এবং গড় মূলধন ব্যয় হ্রাস/বৃদ্ধির কারণ আলোচনা করো। ৪
৭. ‘ক’ সুগার মিলস লি. মূলধন বৃদ্ধিকল্পে নতুন সাধারণ শেয়ার ইস্যুর কথা চিন্তা করছে। বর্তমানে কোম্পানির শেয়ারবাজারে ২৭ টাকা করে বিক্রি হচ্ছে। কোম্পানিটি গত বছর শেয়ারপ্রতি ৩ টাকা করে লভ্যাংশ প্রদান করেছে এবং তারা প্রত্যাশা করছে ভবিষ্যতে এই লভ্যাংশ বৃদ্ধির হার সবসময় ৬% হবে। সাধারণ শেয়ার ইস্যু করতে বাজারমূল্যের ৬% উত্তরণ ব্যয় হবে।
ক. সুযোগ ব্যয় কী? ১
খ. সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বলতে কী বোঝ? ২
গ. ‘ক’ সুগার মিলস লি.-এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উত্তরণ ব্যয় যদি ৩% হয় তবে সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের উপর কী প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। ৪
৮. মনে করো কে এ পি কলেজ-এর দু’টি প্রকল্পে বিনিয়োগের সুযোগ আছে। প্রকল্প দু’টি হলো গ ও ঘ। প্রকল্প দু’টির অন্যান্য তথ্যাবলি নিæরূপ:
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
নগদ আন্তঃপ্রবাহ সম্ভাবনা বিন্যাস নগদ আন্তঃপ্রবাহ সম্ভাবনা বিন্যাস
৬০,০০০ ০.৬০ ৫০,০০০ ০.৫০
১০,০০০ ০.১০ ২০,০০০ ০.৩০
১০,০০০ ০.২০ ১০,০০০ ০.১০
২০,০০০ ০.১০ ২০,০০০ ০.১০
ক. ঝুঁকি কী? ১
খ. প্রত্যাশিত মুনাফা বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের তথ্যাবলি অবলম্বন প্রকল্প গ-এর পরিমিত ব্যবধান নির্ণয় করো। ৩
ঘ. প্রকল্প গ ও ঘ-এর মধ্যে কোন প্রকল্পটি ঝুঁকিপূর্ণ। মন্তব্য করো। ৪
৯. বিটা ফোন লি. ৫ বছর মেয়াদি ১,০০০ টাকা অভিহিত মূল্যের ১০% কুপন বন্ড ইস্যু করে। মি. নাহিন প্রাথমিক গণপ্রস্তাবের (ওচঙ) মাধ্যমে বিটা ফোন লি.-এর বন্ডে আবেদন করেন এবং তিনি ৫টি বন্ড পেয়ে যান। উলেখ্য বর্তমানে বাজার সুদের হার ১৫%। অন্যদিকে নীলু লি. ৭ বছর মেয়াদি ১০,০০০ টাকা অভিহিত মূল্যের ৯% কুপন বন্ড ইস্যু করে। আবার, আতিয়া লি. ৮ বছর মেয়াদি ১,০০০ টাকা অভিহিত মূল্যের ২০% কুপন বন্ড ইস্যু করে।
ক. অগ্রাধিকার শেয়ার কী? ১
খ. ট্রেজারি বন্ডের আয়ের হারকে কোন ঝুঁকি আয়ের হার বলা হয়? ২
গ. উদ্দীপকে উলিখিত বিটা ফোন লি.-এর বন্ডটি যদি জিরো কুপন বন্ড হয় তাহলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত? ৩
ঘ. উদ্দীপকে উলিখিত নীলু ও আতিয়া লি.-এর বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো এবং কোনটি অধিহারে ও অবহারে বিক্রি হবে তার কারণ বিশ্লেষণ করো। ৪
১০. নিæে মর্ডান ফুড কোম্পানি লিমিটেডের কিছু তথ্য দেয়া হলো:
বার্ষিক মোট বিক্রয় ৬০,০০০ একক
গোডাউন ভাড়া (বাৎসরিক) ৬০,০০০ টাকা
কারখানা বিল্ডিং ভাড়া (বাৎসরিক) ৮০,০০০ টাকা
অফিস ভাড়া (মাসিক) ৫,০০০ টাকা
প্রতি এককের বিক্রয়মূল্য ৪০ টাকা
প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় ২৪ টাকা
ক. সমচ্ছেদ বিন্দু বলতে কী বোঝ? ১
খ. সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় কেন নির্ণয় করো। ২
গ. উদ্দীপকটির আলোকে কোম্পানির ব্যবস্থাপক ৪০,০০০ টাকা মুনাফা করতে চাইলে কত একক বিক্রয় করতে হবে? ৩
ঘ. উদ্দীপকটিতে যদি প্রতি এককের বিক্রয়মূল্য ১০% বৃদ্ধি করা হয় তবে সমচ্ছেদ বিন্দুর ওপর কি প্রভাব পড়বে, বিশ্লেষণ করো। ৪
১১. তিথিনা ফুডস লি. প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী বাজারজাত করে। বাজারে বার্ষিক চাহিদা ১,২০,০০০ প্যাকেট এবং প্রতি প্যাকেটের ক্রয়মূল্য ২২ টাকা। প্রতিটি ক্রয়াদেশের খরচ ৮০ টাকা, প্রতি একক পণ্যের বার্ষিক সংরক্ষণ ব্যয় ২ টাকা। ক্রয়াদেশ প্রদানের পর গুদামের জন্য পৌঁছাতে ৪ দিন সময় লাগে। কোম্পানি তাৎক্ষণিক ক্রেতা চাহিদা মেটাতে ৫০০ প্যাকেট পণ্য সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কী? ১
খ. অতিরিক্ত মজুদ সংরক্ষণের ফলে কি সমস্যার সৃষ্টি হয়? ২
গ. তিথিনা ফুডস লি.-এর বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকের মজুদ ব্যবস্থাপক ২,০০০ প্যাকেট পণ্য মজুদ থাকা অবস্থায় পুনঃফরমায়েশ প্রদান করেন। তার সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করো। ৪
৩৫. চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
১.‘ইস্ট ওয়েস্ট’ হলো একটি আন্তর্জাতিক শিপিং কর্পোরেশন। কোম্পানিটি বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। যথাযথ বিধিবিধান মেনে চলেই এটি তার যাত্রা শুরু করেছে। কিন্তু পরিকল্পনাটি বাস্তবায়ন করতে গিয়ে এটি মূলধন সমস্যার সম্মুখীন হয়েছে। সে জন্য কোম্পানিটি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
ক. ব্যবসায় অর্থায়ন কী? ১
খ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনটি? ব্যাখ্যা করো। ২
গ. শেয়ার ইস্যুর সিদ্ধান্ত ‘ইস্ট ওয়েস্ট’ কোম্পানির জন্য কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. শেয়ার ইস্যুর সিদ্ধান্ত ইস্ট ওয়েস্ট কোম্পানির জন্য কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? ৪
২.মি. রাজু একজন ব্যবসায়ী। তিনি ২/১০, নিট ৬০ এই শর্তে চছজ লি. হতে ৪ লাখ টাকার পণ্য ক্রয় করে। তিনি চিন্তা করছেন ব্যাংক থেকে ৬ মাসের ঋণ নিয়ে ১০ দিনের মধ্যে টাকা পরিশোধ করবেন। তাহলে তিনি ২% নগদ বাট্টার সুযোগ গ্রহণ করতে পারবেন।
ক. স্বতঃস্ফ‚র্ত অর্থায়ন কী? ১
খ. ‘মজুদ ব্যবস্থাপনা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোন কোন ধরনের স্বল্পমেয়াদি ঋণের কথা উলেখ করা হয়েছে? তাদের মধ্যে পার্থক্য দেখাও। ৩
ঘ. নিæের কোন বিকল্পটি রাজু গ্রহণ করবে? (র) ব্যাংক থেকে ঋণ নিয়ে নগদ বাট্টার সুযোগ গ্রহণ করবে? (রর) ব্যাংক থেকে ঋণ না নিয়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ করবে? ৪
৩. অইঈ প্রতিষ্ঠানের কিছু তথ্য নিæে উলেখ করা হলো :
প্রতি একক বিক্রয়মূল্য ২০ টাকা
প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ১৬ টাকা
মোট স্থির ব্যয় ২০,০০০ টাকা
বার্ষিক মোট বিক্রয় ৩০০ একক
ক. পরিবর্তনশীল ব্যয় কী? ১
খ. অবচয়কে কোন জাতীয় খরচ হিসেবে বিবেচনা করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপক অনুসারে অইঈ কোম্পানিটির সমচ্ছেদ বিন্দু নিরূপণ করো। ৩
ঘ. কোম্পানিটির নিরাপত্তা প্রান্ত চিত্র এঁকে চিহ্নিত করো এবং মন্তব্য করো। ৪
৪.মি. নিধি সিমেন্টের ব্যবসায়ী। ইক্যুইটি আর্শি একটি রিয়েল স্টেট প্রোপার্টি ব্যবসা। যেখানে তিনি কিছুদিন আগে তাদের কনস্ট্রাকশন এর জন্য সিমেন্ট সরবরাহের সুযোগ পেয়েছেন। তার বন্ধুর পরামর্শে তিনি ওচঙ এর জন্য আবেদন করেন এবং সৌভাগ্যক্রমে কিছু শেয়ার পেয়ে যান। কিন্তু শেয়ার বাজার সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান নেই।
ক. ওচঙ কী? ১
খ. ইঝঊঈ কোন ধরনের সংগঠন ব্যাখ্যা করো। ২
গ. কেন মি. নিধি শেয়ারবাজারে বিনিয়োগ করেন? ৩
ঘ. মি. নিধির শেয়ারবাজারে বিনিয়োগ করার সিদ্ধান্ত কি যুক্তিযুক্ত? ব্যাখ্যা করো। ৪
৫.উবংয লি. এর মূলধন কাঠামো দেওয়া হলো :
টাকা
ইক্যুইটি শেয়ার (১০০ টাকা প্রতিটি শেয়ার) ১০,০০,০০০
১১% অগ্রাধিকার শেয়ার ৬,০০,০০০
১৫% ঋণ মূলধন ৪,০০,০০০
মোট ২০,০০,০০০
উবংয লি. শেয়ার প্রতি ১০ টাকা লভ্যাংশ দেন এবং আশা করছেন এই হার প্রতিবছর ৫% করে বৃদ্ধি পাবে। বর্তমানে প্রতিটি শেয়ার ১২০ টাকায় বিক্রি হচ্ছে এবং গড় মূলধন ব্যয় ১২%। কোম্পানির ব্যবস্থাপক ব্যয় কমানোর কথা চিন্তা করছেন। তাই তিনি ৫০% ইক্যুইটি শেয়ারে রূপান্তরের নির্দেশ দেন। কোম্পানির কর হার ৫০%।
ক. সংরক্ষিত আয়ের ব্যয় কী? ১
খ. কেন প্রকল্প মূল্যায়নে মূলধন ব্যয় বিবেচনা করা হয়? ২
গ. ইক্যুইটি মূলধন ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় নিরূপণ করো। ৩
ঘ. ব্যবস্থাপকের সিদ্ধান্ত অনুযায়ী গড় মূলধন ব্যয় নিরূপণ করো এবং এর বৃদ্ধি/হ্রাস এর কারণ বর্ণনা করো। ৪
৬. আফরিন ১৮ লাখ টাকা দিয়ে ১০ বছর পর একটি গাড়ি কেনার পরিকল্পনা করছেন। বর্তমানে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করেন। বেতন পেয়ে তিনি মাসের প্রথমেই কিছু টাকা ব্যাংকে জমা করবেন। তিনি দেখেছেন জমার ওপর ব্যাংক তাকে ১২% সুদ দেবে। অন্যদিকে, তিনি তার নিয়োগকর্তার নিকট হতে গাড়িটি কিনতে পারেন, যদি তার কোম্পানি ৫,০০০ টাকা করে প্রতি মাসের শুরুতে তার বেতন থেকে কর্তন করে রাখে।
ক. কার্যকরী সুদের হার কী? ১
খ. সময়ের পরিবর্তন বর্তমান মূল্যকে কীভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো। ২
গ. পরিকল্পনা অনুসারে, তাকে কত টাকা প্রতি মাসের শুরুতে জমা করতে হবে? ৩
ঘ. মূল্য যদি ২ লাখ টাকা কমে যায় তাহলে কী আফরিন গাড়িটি ক্রয় করবেন? বিশ্লেষণ করো। ৪
৭. মি. ইয়ামিন এর বিনিয়োগযোগ্য তহবিল ৬০,০০০ টাকা। তার দুটো প্রকল্পে তহবিল বিনিয়োগ করার সুযোগ রয়েছে। এ সম্পর্কিত তথ্য নিæে দেয়া হলো :
বছর ০ ১ ২ ৩ ৪
পণ্ঠকগু অ (৩০,০০০) ৫,০০০ ৫,০০০ ৫,০০০ ৫,০০০
পণ্ঠকগু ঈ (৩০,০০০) ৫,০০০ ৬,০০০ ৯,০০০ ১০,০০০
প্রত্যাশিত আয়ের হার ১২% এবং ভগ্নাবশেষ মূল্য দুটো প্রকল্পের ক্ষেত্রেই ৬,০০০ টাকা।
ক. মূলধন বরাদ্দকরণ কী? ১
খ. একটি প্রকল্পের জন্য মূলধন বাজেটিং এত গুরুত্বপূর্ণ কেন? ২
গ. প্রকল্প ঈ এর পে-ব্যাক সময় নিরূপণ করো। ৩
ঘ. নিট বর্তমান মূল্যের ওপর ভিত্তি করে মি. ইয়ামিন কোন প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন? ৪
৮. সম্ভাবনা বিন্যাস ও আয়ের হার কেয়া ও মেরিল কোম্পানির জন্য নিচে দেয়া হলো :
সম্ভাবনা বিন্যাস .৪০ .৩০ .০৩
কেয়া কোং ০.১৬ ০.১৬ ০.২০
মেরিল কোং ০.১৫ ০.২৫ ০.০৮
ক. ব্যবসায় ঝুঁকি কী? ১
খ. পোর্টফোলিও কেন গঠন করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. কেয়া ও মেরিল কোম্পানির জন্য প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. সহ-ভেদাংকের ভিত্তিতে কোন কোম্পানিটি ভালো এবং কেন? তোমার যুক্তির পক্ষে কারণ দেখাও। ৪
৯. পলি বন্ড মার্কেটে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি নিæের দুটো কোম্পানিতে বিনিয়োগ করার কথা ভাবছেন :
ঈড়সঢ়ধহু লিখিত মলঞ্ঝ কুপনএরট পরিপন্ডকাল বাজারমলঞ্ঝ
খএ ঞশ ২০০০ ১৫% ১০ বছর ২,০০০ টাকা
জঋখ ঞশ ২০০০ – ৭ বছর ১,০০০ টাকা
ক. বন্ড কী? ১
খ. বন্ডের লিখিত মূল্য থেকে তুমি বাজারমূল্যকে কীভাবে আলাদা করবে? ২
গ. জঋখ কোম্পানির ইস্যুকৃত বন্ডের মূল্য নির্ণয় করো। ৩
ঘ. পলি কোন কোম্পানিতে বিনিয়োগ করবেন? বন্ডের মূল্যের ওপর ভিত্তি করে তোমার মতামত দাও। ৪
১০. নোকিয়া কোম্পানি মোবাইল ব্যবসায় শুরু করেছে। প্রতি মাসে এটি ১,০০০ মোবাইল সেট বিক্রয় করে। বহন ও বিমা খরচ মাসে ২ টাকা। প্রতি সেটের মূল্য ১,৫০০ টাকা এবং একটি ফরমায়েশ দেওয়ার পর ৩০ দিন অপেক্ষা করতে হয়। কোম্পানির চলতি সম্পত্তি, দেয় মজুরি, ভাড়া ও প্রদেয় লভ্যাংশ যথাক্রমে ১,০০,০০০ টাকা, ১২,০০০ টাকা, ১৫,০০০ টাকা এবং ২০,০০০ টাকা। বহন ও বিমা খরচ আগামী বছর দ্বিগুণ হবে। কোম্পানির মোট মজুদ ব্যয় ৭০০ টাকা। ব্যবস্থাপক এই খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
ক. ঊঙছ কী? ১
খ. যদি গড় পরিশোধ সময় বৃদ্ধি পায় তবে নগদ রূপান্তর চক্রের ওপর কী প্রভাব পড়বে? উদাহরণ দিয়ে বর্ণনা করো। ২
গ. নোকিয়া কোম্পানির নিট চলতি মূলধন নির্ণয় করো। ৩
ঘ. আগামী বছরে পরিবর্তিত অবস্থার কথা বিবেচনা করে ব্যবস্থাপকের সিদ্ধান্ত নেওয়াটা নোকিয়া কোম্পানির জন্য কতটা সম্ভবপর হবে তা মূল্যায়ন করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১১. জুহি চাওলা তার ফ্যাক্টরির জন্য একটি ভারি যন্ত্রাংশ ক্রয় করতে আগ্রহী। যন্ত্রটির মূল্য ১০,০০,০০০ টাকা হবে। তাই সে ৫,০০,০০০ টাকা একটি ব্যাংকে জমা রাখতে চায়, যাতে সে ৫ বছর পর সেটি কিনতে পারে। বাজারে সুদের হার ১৪%।
ক. সম্পদ সর্বোচ্চকরণ কী? ১
খ. অর্থের সময় মূল্য কেন গুরুত্বপূর্ণ? ২
গ. জুহির টাকার ভবিষ্যৎ মূল্য কত? ৩
ঘ. জুহি কি মেশিনটি ক্রয় করতে সক্ষম হবে যদি সে ৫,০০,০০০ টাকা ব্যাংকে জমা রাখে? যদি তা না হয় তবে তাকে কত টাকা এখন জমা রাখতে হবে? ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।