ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৩ | সৃজনশীল প্রশ্ন ৩১-৩৬ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
প্রশ্ন ৩১: রূপসা ব্যাংক লি. দেশের শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠান। ব্যবসায়ী রাজিব আহমেদের এই ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। সম্প্রতি সে ব্যবসায় সম্প্রারণের জন্য রূপসা ব্যাংক থেকে নিয়মানুযায়ী আর একটি নতুন হিসাব খোলে এবং ২০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। উক্ত অর্থ বাবদ ব্যাংক রাজিবকে একটি চেক প্রদান করে। রাজিব সূত্রাপুরে একটি নতুন গুদাম ভাড়া নেয় এবং ভাড়া বাবদ উক্ত চেকটি গুদাম মালিক হাসানকে দেয়। হাসান সানশাইন ব্যাংকে চেকটি জমা দেয়। [শেরপুর সরকারি মহিলা কলেজ]
ক.তারল্য নীতি কী?১
খ.বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলা হয় কেন?২
গ.উদ্দীপকে কোন ধরনের ব্যাংকের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে?৩
ঘ.ব্যাংক ব্যবস্থার উলিখিত কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থবাজারে কোনো ইতিবাচক প্রভাব পড়বে কী?৪
৩১ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বাণিজ্যিক ব্যাংকের তারল্য সংরক্ষণে যে নীতি নুসরণ করা হয় তাকে তারল্য নীতি বলে।
খ উত্তর:বাণিজ্যিক ব্যাংককে অর্থ বাজারের মধ্যমণি বলা হয়।
অর্থবাজারে এ ব্যাংক স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত। উদাহরণস্বরূপ ঋণগ্রহণ, চেক, বিনিময় বিল এবং প্রত্যয়পত্র ইত্যাদি দলিলের মাধ্যমে যে কেউ স্বল্পমেয়াদি ঋণের চাহিদা পূরণ করতে পারে। এসব কাজ সম্পাদনে বাণিজ্যিক ব্যাংক মুখ্য ভ‚মিকা পালন করে থাকে। আর এ কারণেই বাণিজ্যিক ব্যাংককে অর্থবাজারের মধ্যমণি বলা হয়।
গ উত্তর: উদ্দীপক বাণিজ্যিক ব্যাংকের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
মুনাফা র্জনের লক্ষ্যে যে আঅর্থিক প্রতিষ্ঠান অর্থ আমানত গ্রহণ ও ঋণদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক দেশের ভ্যন্তরে চেক, বিল, পে-র্ডার ইত্যাদির মাধ্যমে ব্যবসায়ীদের অর্থ আদান-প্রদান করে থাকে।
উদ্দীপকে জনাব রাজিব আহমেদ রূপসা ব্যাংক লি.-এর একজন গ্রাহক। তার একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। রূপসা ব্যাংক লি.-এর প্রধান কাজ হলো আমানত সংগ্রহ ও ঋণদান করে মুনাফা র্জন করা। এছাড়া লেনদেনকে সহজ করার লক্ষ্যে রূপসা ব্যাংক লি. বিনিময়ের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে।
এতে জনাব রাজিবের মতো ব্যবসায়ীরা সহজেই লেনদেন করতে পারেন, যা ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। সুতরাং বলা যায়, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের ন্যতম প্রধান কাজ হওয়ায় উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংকের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
ঘ উত্তর: উদ্দীপকের ব্যাংক ব্যবস্থার উলিখিত কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি।
ব্যাংক অর্থনৈতিক লেনদেনে গতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে চেকসহ বিভিন্ন বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে।
উদ্দীপকের জনাব রাজিব রূপসা ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব পরিচালনা করেন। ব্যবসায় সম্প্রসারণে ঋণের প্রয়োজনে তিনি রূপসা ব্যাংক থেকে ঋণ নেন, যা ব্যাংক একটি নতুন হিসাবের মাধ্যমে প্রদান করে। তবে ঋণের অর্থ ব্যাংক রাজিবকে চেকের মাধ্যমে প্রদান করে।
জনাব রাজিব গুদাম ভাড়া দেয়ার জন্য রূপসা ব্যাংকের চেকটি গুদাম মালিক হাসানকে দেন, যা অর্থনীতিতে একই মূলধন বারবার আবর্তনের মাধ্যমে জিডিপি বৃদ্ধিতে বদান রাখছে। পরবর্তীতে গুদাম মালিক হাসান ঐ চেকটি সানশাইন ব্যাংকে জমা দেন।
এক্ষেত্রে ব্যাংক ঋণ থেকে গুদাম ভাড়া এবং সর্বশেষে তা ন্য ব্যাংকে জমাদানের মাধ্যমে এ ঋণ অর্থনীতির প্রতিটি পর্যায়ে ইতিবাচক প্রভাব বিস্তার করছে। এভাবে অর্থের গতিশীলতা বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি ও ঋণদান ক্ষমতা বৃদ্ধি করছে।
এ বাণিজ্যিক ব্যাংক মুদ্রা বাজারের গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। তাই বাণিজ্যিক ব্যাংকের ঋণদান বস্থার ইতিবাচক পরিবর্তন অর্থবাজারের ইতিবাচক পরিবর্তনের নামান্তর।
প্রশ্ন ৩২: মণিষা তিস্তা ব্যাংকে ২৪,০০০ টাকা আমানত হিসাবে জমা রাখল। এ ব্যাংকটি জনগণের নিকট হতে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে এবং পেক্ষাকৃত ধিক সুদে ঋণ প্রদান করে। ব্যাংকটি ১২% নগদ জমার হার স্থির করে। সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটি গুরুত্বপূর্ণ বদান রাখে। [সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর]
ক.ব্যাংক তারল্য কী?১
খ.বিনিময়ের মাধ্যম সৃষ্টি বলতে কী বোঝায়?২
গ.উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে কোন ব্যাংক? বর্ণনা করো।৩
ঘ.ব্যাংকটি কত টাকার ঋণ আমানত সৃষ্টি করতে পারবে নির্ণয় পূর্বক আমানত হতে ঋণের সৃষ্টি এবং ঋণ হতে আমানত সৃষ্টি বিশ্লেষণ করো।৪
৩২ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিবামাত্র তাদেরকে ফেরত দানের ক্ষমতাকে ব্যাংকের তারল্য বলে।
খ উত্তর:দেনা-পাওনা নিষ্পত্তিতে অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য প্রক্রিয়া সৃষ্টি করাকে বিনিময়ের মাধ্যম সৃষ্টি বলে।
ব্যাংক মূলত অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য দলিল দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট, পে-র্ডার ইত্যাদি হলো ব্যাংক সৃষ্ট বিনিময় মাধ্যম। এসব দলিল ও উপকরণ দ্বারা সহজে অর্থ লেনদেন করা যায়।
গ উত্তর: উদ্দীপকে বর্ণিত তিস্তা ব্যাংক কার্যাবলির ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের কাছ থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে। অর্থের গতিশীলতা বৃদ্ধিতে তা ধিক সুদে ঋণ হিসেবে বিনিয়োগ করে। আর এসব কাজের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক মুনাফা র্জন করে থাকে।
উদ্দীপকের মণিষা তিস্তা ব্যাংকে ২৪,০০০ টাকা আমানত হিসেবে জমা রাখলো। অর্থাৎ মণিষা তিস্তা ব্যাংকের একজন আমানতকারী। আমানতকৃত অর্থের বিপরীতে তিনি তিস্তা ব্যাংক থেকে স্বল্প সুদ পাবেন। তবে ব্যাংকটি মণিষার অর্থকে বিনিয়োগ করে ধিক হারে মুনাফা করবে, যা মূলত বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। তাই বলা যায়, তিস্তা ব্যাংকটি তাদের কাজের ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক।
ঘ উত্তর: আমরা জানি,
গুণিত আমানত, উউস = টাকার পরিমাণ ওপ্রয়োজনীয় তারল্য জমা নুপাত জৎ
এখানে, ও = ২৪,০০০ টাকা; জৎ = ১২%
উউস = ২৪০০০০.১২ = ২,০০,০০০ টাকা
তিস্তা ব্যাংক মণিষার জমাকৃত অর্থ থেকে সর্বোচ্চ ২,০০,০০০ টাকার ঋণ আমানত সৃষ্টি করতে পারবে।
তিস্তা ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির এ প্রক্রিয়ায় ব্যাংকটি প্রাথমিকভাবে মণিষার আমানতকে ব্যবহার করেছে। পরবর্তীতে এ আমানতের ১২% (২,৮৮০ টাকা) ব্যাংকটি বিধিবদ্ধ তারল্য হিসেবে জমা রেখে বাকি (২১,১২০) টাকা ঋণ হিসেবে বিনিয়োগ করবে। তবে ঋণের অর্থ নগদে পরিশোধ করবে না। চেকের মাধ্যমে পরিশোধ করায় তা ঋণগ্রহীতা নগদায়ন করতে চেকটি তিস্তা ব্যাংকে জমা দিবে। যার ফলে ঋণের অর্থ পুনরায় ব্যাংকটিতে নতুন আমানতের সৃষ্টি করবে। বারবার এ প্রক্রিয়া চালিয়ে তিস্তা ব্যাংকটি আমানত থেকে ঋণ এবং ঋণ থেকে আমানত সৃষ্টি করবে।
প্রশ্ন ৩৩: সঞ্চয় ব্যাংক লি. গ্রাহকদের সঞ্চয় সংগ্রহ, ঋণদানসহ বিভিন্ন বিনিময়মূলক কর্ক উত্তর:াণ্ড সম্পাদনের মাধ্যমে মুনাফা র্জন করে। বিদেশ ফেরত জনাব শাকিল মুন্সিগঞ্জ শাখায় একটি হিসাব খুলে প্রচুর অর্থ জমা রাখেন, যা ব্যাংকের মাধ্যমে তার এক বন্ধু জেনে যান এবং তার নিকট টাকা ধার চান। এতে জনাব শাকিল ব্যাংকটির ওপর ক্ষুব্ধ হন এবং তার হিসাবের সব টাকা উত্তোলন করে নেন। [চাঁদপুর সরকারি কলেজ]
ক.চেইন ব্যাংকিং কী?১
খ.ব্যাংক পরের ধনে পোদ্দারি করে বলতে কী বোঝায়?২
গ.উদ্দীপকের সঞ্চয় ব্যাংক কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকের ব্যাংকটি জনাব শাকিলের জমাকৃত অর্থের তথ্য প্রকাশ করে কোন নীতিটি ভঙ্গ করেছে? এ বস্থায় ব্যাংকটির করণীয় বিশ্লেষণ করো।৪
৩৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: একই ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে কতগুলো ব্যাংক নিজেদের সত্তা বজায় রেখে ব্যাংকিং কাজ পরিচালনা করলে তাকে চেইন ব্যাংকিং বলে।
খ উত্তর:ব্যাংক গ্রাহকের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে উক্ত অর্থ থেকে ঋণদানের মাধ্যমে মুনাফা র্জন করে।
ব্যাংক গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে। উক্ত আমানত থেকে কিছু অর্থ ঋণ হিসেবে দিয়ে থাকে। তাই বলা হয় যে, ব্যাংক পরের ধনে পোদ্দারি করে।
গ উত্তর: উদ্দীপকের সঞ্চয় ব্যাংক লি. কার্যাবলির ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক।
যে ব্যাংক জনগণের আমানত সংগ্রহ এবং ঋণদানের মাধ্যমে মুনাফা র্জন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এ ব্যাংক বিনিময়ের মাধ্যমে চেক, বিনিময় বিল, পে-র্ডার ইত্যাদি সৃষ্টি করে লেনদেনেকে সহজ করে।
উদ্দীপকের সঞ্চয় ব্যাংক লি. গ্রাহকদের সঞ্চয় সংগ্রহ ও ঋণদানের মাধ্যমে ব্যবসায়িক কাজ সম্পাদন করে থাকে। এছাড়াও ব্যাংকটি বিভিন্ন বিনিময়মূলক কর্ক উত্তর:াণ্ডও সম্পাদন করে।
উক্ত কাজগুলো সম্পাদনের মাধ্যমে ব্যাংকটি মুনাফা র্জন করে। অর্থাৎ মুনাফা র্জনের উদ্দেশ্যে ব্যাংকটি ব্যবসায় পরিচালনা করছে। বাণিজ্যিক ব্যাংক মূলত মুনাফা র্জনের উদ্দেশ্যেই গঠিত হয়ে থাকে।
অর্থাৎ সঞ্চয় ব্যাংক লি. এর কার্যাবলি বাণিজ্যিক ব্যাংকের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সঞ্চয় ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক।
ঘ উত্তর: উদ্দীপকের ব্যাংকটি জনাব শাকিলের জমাকৃত অর্থের তথ্য প্রকাশ করে বাণিজ্যিক ব্যাংকের গোপনীয়তার নীতি ভঙ্গ করেছে।
ব্যাংকের গোপনীয়তার নীতি নুযায়ী ব্যাংক গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য গোপন রাখে। অর্থ-সম্পদের গোপনীয়তা বজায় রাখতে সমঅর্থ হলে ব্যাংক গ্রাহকের আস্থা হারায়।
উদ্দীপকের বিদেশফেরত জনাব শাকিল সঞ্চয় ব্যাংক লি.-এর মুন্সিগঞ্জ শাখায় একটি হিসাব খোলেন। উক্ত হিসাবে প্রচুর অর্থ জমা রাখেন। তবে ব্যাংকের মাধ্যমে তার এক বন্ধু এ তথ্য জানতে পারেন। পরবর্তীতে জনাব শাকিলের কাছে তার বন্ধু টাকা ধার চান। ফলে ব্যাংকের ওপর জনাব শাকিল ক্ষুব্ধ হন এবং হিসাবের সব টাকা তুলে নেন।
উলিখিত পরিস্থিতিতে সঞ্চয় ব্যাংক জনাব শাকিলের হিসাবের গোপনীয়তা রক্ষায় ব্যঅর্থ হয়েছে। এতে ব্যাংকটি গ্রাহকের আস্থা হারিয়েছে। ফলে সঞ্চয় ব্যাংকের সুনাম ক্ষুণœ হয়েছে। অর্থাৎ সঞ্চয় ব্যাংক গোপনীয়তার নীতি নুসরণে ব্যঅর্থ হয়েছে।
এক্ষেত্রে গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে ব্যাংকটিকে গ্রাহকের হিসাবের তথ্য নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া ন্য কাউকে সরবরাহ করা থেকে বিরত থাকতে হবে। এভাবে সঞ্চয় ব্যাংকটি গ্রাহকের আস্থা ফিরে পাবে বলে আমি মনে করি।
প্রশ্ন ৩৪: মিস্টার শফিউজ্জামান খান পূবালী ব্যাংক লিমিটেডের এমডি। তিনি প্রধানত তার গ্রাহকের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করেন এবং বিভিন্ন ব্যবসায়িক খাতে বিনিয়োগ করে মুনাফা র্জনের চেষ্টা করেন। তিনি শুধু ব্যাংকের নিজস্ব তহবিল থেকে মূলধন গঠন করেন না, বরং বিভিন্ন বাহ্যিক উৎস থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে তহবিল গঠন করেন। [ল²ীপুর সরকারি কলেজ]
ক.তহবিল কি?১
খ.বাণিজ্যিক ব্যাংকের তহবিল বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।২
গ.মিস্টার শফিউজ্জামান খান সর্বপ্রথম কোন খাতের মাধ্যমে তহবিল গঠন করেন? আলোচনা করো।৩
ঘ.ব্যাংক হলো ধার করা অর্থের ধারক, উক্তিটি মিস্টার শফিউজ্জামান খানের প্রতিষ্ঠান বলম্বনে মূল্যায়ন করো।৪
৩৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: সাধারণত বিভিন্ন উৎস (নিজস্ব তহবিল, ধার করা তহবিল) থেকে সংগৃহীত মোট অর্থের পরিমাণকে তহবিল বলে।
খ উত্তর:বাণিজ্যিক ব্যাংক ভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তার সমষ্টিকে ব্যাংকের তহবিল বলে।
বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে। উক্ত আমানতের অর্থ ব্যাংক লাভজনক খাতে বিনিয়োগ করে। সাধারণত জনগণের কাছে থাকা লস অর্থ সংগ্রহ করে বাণিজ্যিক ব্যাংক তহবিল গঠন করে।
গ উত্তর: মিস্টার শফিউজ্জামান খান সর্বপ্রথম আমানত সংগ্রহ করে তহবিল গঠন করেন।
গ্রাহকের জমাকৃত অর্থ ব্যাংকের জন্য আমানত। এই ব্যাংক গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে। উক্ত আমানতের অর্থ সংগ্রহের মাধ্যমে ধার করা তহবিল গঠন করে। অর্থ গ্রাহক চাওয়া মাত্র ফেরত দিতে হয়। আমানতের অর্থ ব্যাংকের জন্য এক ধরনের ধার করা তহবিল।
উদ্দীপকের আলোকে মিস্টার শফিউজ্জামান খান পূবালী ব্যাংক লিমিটেডের এমডি। তিনি ব্যাংক প্রতিষ্ঠান পরিচালনার জন্য গ্রাহকের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করেন। উক্ত আমানত সংগ্রহের মাধ্যমে তহবিল গঠন করেন।
তিনি এই অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। এভাবে তিনি বিনিয়োগের মাধ্যমে মুনাফা র্জনের চেষ্টা করেন। সুতরাং বলা যায়, মিস্টার শফিউজ্জামান খান সর্বপ্রথম গ্রাহকের আমানতি অর্থ সংগ্রহ করে তহবিল গঠন করেন।
ঘ উত্তর: উদ্দীপকে বর্ণিত মিস্টার শফিউজ্জামান খানের পূবালী ব্যাংক ধার করা অর্থের ধারক।
ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এছাড়া ব্যাংক ন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল গঠন করে। মূলত ব্যাংক তহবিলের ওপরই ব্যাংকের আঅর্থিক বস্থা নির্ভর করে।
উদ্দীপকে মিস্টার শফিউজ্জামান খানের পূবালী ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি পরিচালনার জন্য তিনি গ্রাহকের কাছ থেকে আমানত নেন। তিনি এই অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা র্জনের চেষ্টা করেন। তিনি বাহ্যিক উৎস যেমন: কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রাবাজার থেকেও তহবিল সংগ্রহ করেন। ব্যাংকটি নিজস্ব তহবিল থেকেও মূলধন গঠন করে।
তাই বলা যায় যে, উপরিউক্ত ব্যাংকটি মূলধন গঠনে ধার করা অর্থ ও নিজস্ব তহবিলের ওপর নির্ভর করে। তবে ব্যাংকটি ধার করা অর্থের ওপর বেশি নির্ভরশীল। সুতরাং, যৌক্তিকভাবেই বলা যায় যে ব্যাংক হলো ধার করা অর্থের ধারক।
প্রশ্ন ৩৫: ‘চিত্রা ব্যাংক’ কালীগঞ্জ শাখার মাধ্যমে নেক দিন যাবৎ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। কালীগঞ্জের পাশেই মধুগঞ্জ মডেল টাউন নামে নতুন আবাসিক এলাকা গড়ে উঠেছে। এলাকার লোকজনের সুবিধার কথা চিন্তা করে ‘চিত্রা ব্যাংক’ মধুগঞ্জ মডেল টাউনের মধ্যে একটি নতুন শাখা স্থাপনের সিদ্ধান্ত নেয়। কপোতাক্ষ ব্যাংক নামে এখানে একটি ব্যাংক আছে। এ ব্যাংক ন্য কোনো স্থানে শাখা খুলতে পারে না। [বান্দরবান সরকারি কলেজ]
ক.বাণিজ্যিক ব্যাংক কী?১
খ.বাণিজ্যিক ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া উচিত নয় কেন?২
গ.উদ্দীপকে উলিখিত ‘চিত্রা ব্যাংক’ সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? তা আলোচনা করো।৩
ঘ.কপোতাক্ষ ব্যাংকের নতুন শাখা স্থাপনের ব্যঅর্থতার যৌক্তিকতা বিশ্লেষণ করো।৪
৩৫ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বাণিজ্যিক ব্যাংক হলো একটি আঅর্থিক প্রতিষ্ঠান।
বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে ল্প সুদে আমানত সংগ্রহ করে এবং পেক্ষাকৃত ধিক সুদে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়।
খ উত্তর:বাণিজ্যিক ব্যাংক আমানতকারীদের অর্থ ঋণ হিসেবে প্রদান করায় তা দীর্ঘমেয়াদে বিতরণ করা উচিত নয়।
বাণিজ্যিক ব্যাংক মুনাফা র্জনের উদ্দেশ্যে সংগৃহীত আমানত ঋণ হিসেবে দিয়ে থাকে। এ ব্যাংকের তহবিলের মুখ্য উৎস হলো আমানত। যার ধিকাঅংশই চাহিবামাত্র ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। তাই ব্যাংক দীর্ঘমেয়াদে এ অর্থ ঋণ দিতে পারে না। যে কারণে এ ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলে।
গ উত্তর: উদ্দীপকের উলিখিত চিত্রা ব্যাংক সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে একটি শাখা ব্যাংক।
শাখা ব্যাংক বলতে এমন ব্যাংককে বোঝায় যা নেকগুলো শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চালু রাখে। এসব ব্যাংকের কার্যক্রম মূলত একটি প্রধান কার্যালয়ের তত্ত¡াবধানে পরিচালিত হয়ে থাকে।
উদ্দীপকের চিত্রা ব্যাংক কালীগঞ্জ শাখার মাধ্যমে নেক দিন যাবৎ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে কালীগঞ্জের পাশেই মধুগঞ্জ মডেল টাউন নামে নতুন আবাসিক এলাকা গড়ে উঠেছে। এলাকাবাসীর কথা বিবেচনা করে চিত্রা ব্যাংক মধুগঞ্জ মডেল টাউনের মধ্যে নতুন শাখা স্থাপনের সিদ্ধান্ত নেয়।
মূলত শাখা ব্যাংকই একাধিক শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে। চিত্রা ব্যাংক একটি প্রধান কার্যালয়ের তত্ত¡াবধানে এবং একাধিক শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এসব বিষয় বিবেচনায় বলা যায়, সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে চিত্রা ব্যাংক হলো একটি শাখা ব্যাংক।
ঘ উত্তর: উদ্দীপকের কপোতাক্ষ ব্যাংকটি একটি একক ব্যাংক। তাই একক ব্যাংকের বৈশিষ্ট্য বিবেচনায় এ ব্যাংক নতুন শাখা স্থাপনে ব্যঅর্থ হয়েছে।
একক ব্যাংক ব্যবস্থায় শুধু একটি ফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। এর ফলে ব্যাংকটির কার্য পরিসর সীমিত হয়।
উদ্দীপকে কপোতাক্ষ ব্যাংক নামে একটি ব্যাংকের উলেখ রয়েছে। তবে এ ব্যাংকটি একক ব্যাংক হওয়ায় ন্য কোথাও নতুন শাখা খুলতে পারে না।
উলেখ্য কপোতাক্ষ ব্যাংকটি নতুন শাখা স্থাপনের ধিকার রাখে না।
কারণ এ ব্যাংকটি একক ব্যাংকের বৈশিষ্ট্যের আলোকে কেবল একটি ফিসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। সুতরাং, একক ব্যাংকের সাংগঠনিক কাঠামো নুসারে কপোতাক্ষ ব্যাংক এর নতুন শাখা স্থাপনে পরিলক্ষিত ব্যঅর্থতা যুক্তিযুক্ত হয়েছে।
প্রশ্ন ৩৬: মুনস্টার ব্যাংক লি. ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই গ্রাহকদের ব্যাপক পরিমাণ ঋণ দিয়ে সবার নজরে চলে আসে। কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা সত্তে¡ও পোশাক শিল্পে ১,০০০ কোটি টাকা ঋণ দিয়ে এখন গ্রাহকদের চেকের টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ব্যাংকটিকে ১০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে। [সিলেট সরকারি কলেজ]
ক.ঞগ কী?১
খ.‘বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে’ ব্যাখ্যা করো।২
গ.বাণিজ্যিক ব্যাংকের কোন নীতি ভঙ্গ করার কারণে মুনস্টার ব্যাংক গ্রাহকদের চেকের টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে? ব্যাখ্যা করো।৩
ঘ.তুমি কী মনে কর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক মুনস্টার ব্যাংক লি. কে ১০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা যৌক্তিক হয়েছে? তোমার মতামত যুক্তিসহ ব্যাখ্যা করো।৪
৩৬ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: মানুষবিহীন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হিসাব ব্যবস্থাকে সংক্ষেপে ঞগ বলে।
খ উত্তর:ঋণগ্রহীতাকে দেয়া অর্থ থেকে বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে।
ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ মঞ্জুর করে। তখন সরাসরি নগদ অর্থ প্রদান করে না। ঋণগ্রহীতাকে ব্যাংকে একটি আমানত হিসাব খুলতে হয়। ব্যাংক উক্ত হিসাবে ঋণের অর্থ প্রদান করে।
এই অর্থ ব্যাংকের কাছে ঋণ আমানত হিসেবে বিবেচিত হয়। চেকের মাধ্যমে এ হিসাব থেকে ঋণগ্রহীতা অর্থ উত্তোলন করতে পারেন। এভাবে প্রদত্ত ঋণ থেকে ব্যাংকগুলো আমানত সৃষ্টি করতে পারে।
গ উত্তর: ব্যাংকের তারল্য নীতি ভঙ্গের কারণে উদ্দীপকের ব্যাংকটি গ্রাহকের চেকের টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে।
এ নীতি নুযায়ী ব্যাংক সবসময়ই আমানতকারীদের আমানতকৃত অর্থের কিছু অংশ তরল সম্পদ হিসেবে রেখে দেয়। ফলে আমানতকারীরা চাহিবামাত্র ব্যাংক থেকে টাকা ওঠাতে পারে। আবার বেশি তারল্য সংরক্ষণে যেন ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে না যায়, সে দিকেও লক্ষ্য রাখে।
উদ্দীপকের মুনস্টার ব্যাংক লি. ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটি গ্রাহকদের ব্যাপক পরিমাণ ঋণ দিয়ে সবার নজরে পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা সত্তে¡ও পোশাক শিল্পে ১,০০০ কোটি টাকা ঋণ দেয়। ফলে ব্যাংকের তারল্য কমে যায়।
ব্যাংকটি গ্রাহকদের উত্থাপিত চেকের টাকা পরিশোধ করতে ব্যঅর্থ হয়। অর্থাৎ ব্যাংকটি তারল্য সংরক্ষণ করতে ব্যঅর্থ হওয়ায় ব্যাংকের তারল্য নীতি ভঙ্গ হয়েছে।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
ঘ উত্তর: কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক মুনস্টার ব্যাংকে ১০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা যৌক্তিক হয়েছে আমি এ বক্তব্যের সাথে একমত।
কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির মধ্যে ন্যতম হলো ন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করা। এজন্য কেন্দ্রীয় ব্যাংক তার ধীনে তালিকাভুক্ত ব্যাংকসমূহকে তাদের আঅর্থিক সংকটে ঋণ দেয়।
উদ্দীপকের মুনস্টার ব্যাংক লি. গ্রাহকদের ব্যাপক পরিমাণ ঋণ দেয়। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা সত্তে¡ও পোশাক শিল্পে ১,০০০ কোটি টাকা ঋণ দেয়। ফলে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। বর্তমানে ব্যাংকটি গ্রাহকদের উত্থাপিত চেকের টাকা পরিশোধে হিমশিম খাচ্ছে।
মুনস্টার ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে সাহায্য চাইলে কেন্দ্রীয় ব্যাংক ১০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন ন্য উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যঅর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসে।
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর সংকটের সময়ে ঋণের শেষ আশ্রয় হিসেবে সহায়তা প্রদান করে। তাই মুনস্টার ব্যাংককে ঋণ মঞ্জুর করা যৌক্তিক হয়েছে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।