ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | অধ্যায় ২ | বহুনির্বাচনি সাজেশন | PDF : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ২য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ২য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-২ : আর্থিক বাজারের আইনগত দিকসমূহ
৩৮. শেয়ারবাজারে সার্কিট ব্রেকার চালু হয় কত সালে?
(জ্ঞান) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. ১৯৫০ সালেখ. ১৯৬০ সালে
গ. ১৯৯০ সালেঘ. ১৯৯৬ সালে
উত্তর: ঘ
৩৯. অর্থায়নের কোন উদ্দেশ্যটি শেয়ারের বাজার দর রক্ষা করে? (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
ক. মুনাফা সর্বোচ্চকরণ
খ. আয় বৃদ্ধি
গ. ব্যয়-হ্রাস
ঘ. সম্পদ সর্বোচ্চকরণ
উত্তর: ঘ
৪০. ওচঙ কোন বাজারের সাথে জড়িত? (জ্ঞান)
[ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. মুদ্রাবাজার
খ. বন্ড বাজার
গ. প্রাথমিক বাজার
ঘ. মাধ্যমিক বাজার
উত্তর: গ
৪১. ইঝঊঈ-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. ইধহমষধফবংয ঝবপঁৎরঃরবং ধহফ ঊীঢ়ড়ৎঃ ঈড়সসরংংরড়হ
খ. ইধহমষধফবংয ঝবপঁৎরঃু ধহফ ঊীঢ়ড়ৎঃ ঈড়সসরংংরড়হ
গ. ইধহমষধফবংয ঝবপঁৎরঃু ধহফ ঊীপযধহমব ঈড়সসরংংরড়হ
ঘ. ইধহমষধফবংয ঝবপঁৎরঃরবং ধহফ ঊীপযধহমব ঈড়সসরংংরড়হ
উত্তর: ঘ
৪২. বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য কী?
(অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. মুনাফা অর্জন
খ. বাণিজিঞ্ঝকভাএব ঋণ পণ্ঠদান
গ. নোট ও মুদ্রা সরবরাহ
ঘ. ক ও খ.
উত্তর: গ
৪৩. ইঝঊঈ কোন বাজার নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. প্রাথমিক বাজার
খ. মাধ্যমিক বাজার
গ. মুদ্রাবাজার
ঘ. শেয়ারবাজার
উত্তর: ঘ
৪৪. কোনটি মুদ্রাবাজারের উপাদান বহির্ভূত? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. বাণিজ্যিক পত্র
খ. ব্যাংকের স্বীকৃতিপত্র
গ. ট্রেজারি চালান
ঘ. ডিবেঞ্চার
উত্তর: ঘ
৪৫. মূলধন বাজারে নিচের কোনটি ক্রয়-বিক্রয় হয়ে থাকে? (জ্ঞান) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. বৈদেশিক মুদ্রা
খ. বিনিময় বিল
গ. স্থায়ী সম্পত্তি
ঘ. ডিবেঞ্চার
উত্তর: ঘ
৪৬. ইরম ইড়ধৎফ বলা হয় নিæের কোন স্টক এক্সচেঞ্জ কে? (জ্ঞান) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. নিউইয়কট্ট ’¡ক ন্সৈএচল্ক
খ. টোকিও স্টক এক্সচেঞ্জ
গ. ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঘ. চট্ট্রগাম স্টক এক্সচেঞ্জ
উত্তর: ক
৪৭. কোনটি সরকারি নোট? (জ্ঞান) [ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
ক. ২ টাকা
খ. ৫০ টাকা
গ. ১০০ টাকা
ঘ. ১,০০০ টাকা
উত্তর: ক
৪৮. ট্রেজারি বিল কোন ধরনের ঝুঁকিবহিভর্‚ত? (অনুধাবন)
[হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
ক. খেলাপি ঝুঁকি
খ. বাজার ঝুঁকি
গ. সুদের হার ঝুঁকি
ঘ. মুদ্রাস্ফীতি ঝুঁকি
উত্তর: ক
৪৯. বাণিজ্যিক পত্র কোন বাজারে লেনদেন করা হয়? (জ্ঞান)
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. পুঁজিবাজারে
খ. মুদ্রাবাজারে
গ. ইক্যুইটি বাজারে
ঘ. বন্ড বাজারে
উত্তর: খ
৫০. নতুন কোম্পানিকে শেয়ার বাজারে ছাড়তে হলে কোন সংস্থার অনুমোদন প্রয়োজন? (জ্ঞান)
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. ঝঊঈ
খ. গজঅ
গ. ওউজঅ
ঘ. উঝঊ
উত্তর: ক
৫১. কোন সংস্থাটির অনুমতি ছাড়া দেশে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা যায় না? (জ্ঞান)
[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী]
ক. ডিএসসি
খ. সিএসসি
গ. বিএসইসি
ঘ. ইনভেস্টমেন্ট কর্পোরেশন
উত্তর: গ
৫২. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কোনটি? (জ্ঞান)
ক. শরিকানা
খ. চুক্তি
গ. অর্থ
ঘ. সদ্বিশ্বাসের সম্পর্ক.
উত্তর: খ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৫৩. প্রতিটি যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রধান উৎস কোনটি? (অনুধাবন) [শ্রীমঙ্গল সরকারি কলেজ]
ক. ঋণপত্র ইস্যু
খ. অগণ্ঠাধিকার শৈয়ার ইসুঞ্ঝ
গ. রাইট শেয়ার ইস্যু
ঘ. সাধারণ শৈয়ার ইসুঞ্ঝ
উত্তর: ঘ
৫৪. কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক? (জ্ঞান)
[বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
ক. অংশীদারি
খ. একমালিকানা
গ. যৌথ মূলধনী
ঘ. ব্যবসায় জোট
উত্তর: গ
৫৫. কোম্পানির আয় ও সম্পদের ওপর কার দাবি সবার আগে? (অনুধাবন) [হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
ক. সাধারণ শেয়ারহোল্ডারের
খ. অগ্রাধিকার শেয়ার হোল্ডারের
গ. বন্ড হোল্ডারের
ঘ. ব্যবস্থাপকদের
উত্তর: গ
৫৬. বাংলাদেশে লিজিং কোম্পানি পরিচালনার জন্য কোন আইনটি প্রযোজ্য? (জ্ঞান) [ঢাকা কমার্স কলেজ]
ক. বিমা আইন ২০১০
খ. কোম্পানি আইন ১৯৯৪
গ. আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩
ঘ. ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১
উত্তর: গ
৫৭. মি. সুমন একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাদের নিকট থেকে পণ্যের মূল্য বাবদ চেক, বিনিময় বিল ইত্যাদি পেয়ে থাকেন। মি. সুমনের প্রাপ্ত দলিলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? (প্রয়োগ)
[কুমিলা কমার্স কলেজ]
ক. ব্যাংক কোম্পানি আইন ১৯৯১
খ. কোম্পানি আইন ১৯৯৪
গ. বিমা আইন ২০১০
ঘ. হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১
উত্তর: ঘ
৫৮. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠিত হয় (অনুধাবন) [আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
i.বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার জন্য
ii.পুঁজিবাজার নিয়ন্ত্রণের জন্য
iii.ব্যবসায় উন্নয়নের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
৫৯. বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ গঠনের ফলাফল হলো (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i.ক্ষুদ্র অর্থায়নে গতিশীলতা
ii.ক্ষুদ্র অর্থায়নে উন্নয়ন
iii.ক্ষুদ্র ঋণ হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
৬০. মূলধন বাজার বৃদ্ধির সাথে সাথে ঘটবে(অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i.অত্যধিক বিনিয়োগ
ii.অর্থনৈতিক উন্নতি
iii.কর্মসংস্থান বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
৬১. অংশীদারী ব্যবসায়ের বিলোপসাধন হতে পারে
(অনুধাবন) [খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খুলনা]
i.সম্মতিক্রমেii.বাধ্যতামূলকভাবে
iii.বিজ্ঞপ্তির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
৬২. কোম্পানির বিলোপসাধন হয় (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i.আদালতের নির্দেশে
ii.সকলের সম্মতিক্রমে
iii.বাধ্যতামূলকভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
৬৩. মানি লন্ডারিং আইনে স্পেশাল জজ-এর বিশেষ এখতিয়ার হলো (অনুধাবন) [প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহ্ম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
i.অধিকতর তদন্ত
ii.ক্রোক
iii.সম্পত্তি বাজেয়াপ্তকরণ আদেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
উষ্টীপকটি পএড়া বৈং ৬৪ ও ৬৫ নং পণ্ঠএশ²র উল্ফর দাও।
সাজ্জাদের কাছে ১০,০০০ টাকা মূল্যের শেয়ার ছিল। বর্তমানে আর্থিক সংকটের কারণে সে এই শেয়ার বিক্রয় করতে চাচ্ছে। সে এই শেয়ার তার বন্ধু রাশেদের কাছে বিক্রি করে দিল। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
৬৪. সাব্ধাএদর পুঁজি বাজাএরর নিয়¯্যণকারী সংর্’া কৈানটি? (প্রয়োগ)
ক. বাংলাদেশ ব্যাংক.
খ. বিএসইসি
গ. বাণিজ্যিক ব্যাংক.
ঘ. সরকার
উত্তর: খ
৬৫. রাশেদ কোন বাজার থেকে তার বন্ধুর শেয়ার কিনল? (প্রয়োগ)
ক. প্রাথমিক বাজার
খ. সরকারি বাজার
গ. মাধ্যমিক বাজার
ঘ. কাঁচা বাজার
উত্তর: গ
উদ্দীপকটি পড়ো এবং ৬৬-৬৮ নং প্রশ্নের উত্তর দাও।
মাসুমের বাবা বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করে। সে এই ব্যবসায় পরিচালনার জন্য একটি লাইসেন্স সংগ্রহ করেছে। তিনি একটি নির্ধারিত বিনিময় হার ব্যতীত বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করতে পারেন না।
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
৬৬. মাসুমের বাবা বৈদেশিক মুদ্রার কী? (প্রয়োগ)
ক. সংগ্রহকারী
খ. ব্রোকার
গ. অনুমোদিত ডিলার
ঘ. সাধারণ লৈনএদনকারী
উত্তর: গ
৬৭. কোন প্রতিষ্ঠান থেকে তিনি ব্যবসায় পরিচালনার লাইসেন্স সংগ্রহ করেছেন? (প্রয়োগ)
ক. বাংলাদেশ ব্যাংক.
খ. সিটি কর্পোরেশন
গ. পৌরসভা
ঘ. ইঝঊঈউত্তর: ক
৬৮. তিনি কোন প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বিনিময় হারে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করেন? (প্রয়োগ)
ক. ইঝঊঈ
খ. বাংলাদেশ ব্যাংক
গ. উঝঊ
ঘ. ঈঝঊ উত্তর: খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।