পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ২য় অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ২ – ব্রিটিশ শাসন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
অল্পকথায় উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ সিপাহি বিদ্রোহের পাঁচটি কারণ লেখ।
উত্তর : সিপাহি বিদ্রোহের পাঁচটি কারণ :
১. সৈন্যবাহিনীতে সিপাহি পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিলেন। ভারতীয় সেনাবাহিনীতে ৫০,০০০ ব্রিটিশ এবং ৩,০০,০০০ ভারতীয় সিপাহি ছিল।
২. ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।
৩. ১৮৫৬ সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
৪. কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শুকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল।
৫. সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রæতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
প্রশ্ন \ ২ \ ব্রিটিশ শাসনের দুইটি ভালো ও দুইটি খারাপ দিক উল্লেখ কর।
উত্তর : ব্রিটিশ শাসনের দুইটি ভালো দিক :
১. নতুন নতুন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়।
২. উন্নত রাস্তাঘাট, রেলপথ, টেলিগ্রাফ, প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়।
ব্রিটিশ শাসনের দুইটি খারাপ দিক :
১. ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে এদেশে ধর্ম, বর্ণ এবং জাতিগত বিভেদ সৃষ্টি হয়।
২. অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়।
প্রশ্ন \ ৩ \ বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন?
উত্তর : উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। নবজাগরণের প্রধান ব্যক্তিরা হলেন- রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী।
এই বিভাগে আরো পড়ুন
প্রশ্নগুলোর উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ পলাশির যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখ।
উত্তর : পলাশির যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয় ঘটে। বাংলার শাসন ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। ইংরেজদের শাসনের নামে শোষণের সূচনা হয়। ইংরেজদের শাসনকালে প্রচুর অর্থসম্পদও এদেশ থেকে পাচার হয়ে যায়। বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও তাঁত শিল্প ধ্বংস হয়ে পড়ে। সাধারণ মানুষ দুঃখ ও দুর্দশার মাঝে নিপতিত হয়।
প্রশ্ন \ ২ \ সিপাহি বিদ্রোহে বাংলার ভ‚মিকা কী ছিল?
উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা। প্রথম বিদ্রোহ শুরু হয় পশ্চিম বাংলার ব্যারাকপুরে সিপাহি মঙ্গল পান্ডের নেতৃত্বে। বাংলার জনগণ এই আন্দোলনকে সমর্থন জানায় এবং বিদ্রোহের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে।
প্রশ্ন \ ৩ \ সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভ‚মিকা পালন করতে পারেন?
উত্তর : সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে তাদের লেখনীর মাধ্যমে ভ‚মিকা রাখতে পারেন। নবজাগরণের তৃতীয় ধাপে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমূখ লেখকদের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনার প্রসার ঘটে।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারী শিক্ষা প্রসারে লেখনীর মাধ্যমে রাজনৈতিক আন্দোলনের ভ‚মিকা পালন করেন। পরবর্তী বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্যিকগণ কবিতা, গান ও লেখার মাধ্যমে রাজনৈতিক আন্দোলন করে যাচ্ছেন।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
প্রশ্ন \ ১ \ ১৬০১ সালে বাণিজ্য পরিচালনার জন্য ভারতে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। কোম্পানির নাম কী?
উত্তর : কোম্পানিটির নাম ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি।
প্রশ্ন \ ২ \ বাংলার শেষ স্বাধীন নবাব মাত্র ২২ বছর বয়সে সিংহাসনে বসেন। এ নবাবের নাম কী?
উত্তর : নবাবের নাম হলো নবাব সিরাজ-উদ-দৌলা।
প্রশ্ন \ ৩ \ ‘ক’ নামক দেশে প্রায় দুইশত বছর বিদেশি শাসন অব্যাহত ছিল। ‘ক’ দেশের মতো আমাদের উপমহাদেশে কোন শাসন অব্যাহত ছিল?
উত্তর : ‘ক’ দেশের মতো আমাদের উপমহাদেশে ইংরেজ শাসন অব্যাহত ছিল।
প্রশ্ন \ ৪ \ ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত এ দেশে একটি বিদেশি কোম্পানির শাসন চলে। কোম্পানিটির নাম কী ছিল?
উত্তর : কোম্পানিটির নাম ছিল ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি।
প্রশ্ন \ ৫ \ ব্রিটিশ সরকার প্রচলিত একটি নীতির কারণে এ দেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়। এখানে কোন নীতির কথা বলা হয়েছে?
উত্তর : এখানে ‘ভাগ কর শাসন কর’ নীতির কথা বলা হয়েছে।
প্রশ্ন \ ৬ \ পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ১৮৫৭ সালে একটি বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহটির নাম কী?
উত্তর : বিদ্রোহটির নাম হলো সিপাহি বিদ্রোহ।
প্রশ্ন \ ৭ \ ইংরেজ শাসনামলের একজন নারীকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। উক্ত নারীর নাম কী?
উত্তর : উক্ত নারীর নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
প্রশ্ন \ ৮ \ ১৮৮৫ সালে ভারতীয়দের একটি রাজনৈতিক দল গঠিত হওয়ার ফলে ব্রিটিশরা ভীত হয়ে পড়ে। রাজনৈতিক দলটির নাম কী?
উত্তর : রাজনৈতিক দলটির নাম হলো ভারতীয় জাতীয় কংগ্রেস।
প্রশ্ন \ ৯ \ বাংলা অঞ্চলের ওপর ইংরেজদের আগ্রহ ছিল। এ আগ্রহের কারণ কী?
উত্তর : ইংরেজদের আগ্রহের কারণ ছিল বাংলার সম্পদ।
প্রশ্ন \ ১০ \ নবাব সিরাজ-উদ-দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ?
উত্তর : মীরজাফরের বিশ্বাসঘাতকতা ছিল নবাব সিরাজ-উদ-দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার অন্যতম কারণ।
শাসনামল নামে পরিচিতি লাভ করে।
প্রশ্ন \ ১১ \ ইংরেজরা প্রায় দুশো’ বছর এদেশ শাসন করেছিল। তাদের শাসনের একটি নেতিবাচক ফলাফল লিখ।
উত্তর : তাদের শাসনের নেতিবাচক একটি ফল হলো ছিয়াত্তরের মন্বন্তর।
প্রশ্ন \ ১২ \ ইংরেজরা প্রায় দুশো’ বছর এদেশ শাসন করেছিল। এ শাসনের অন্যতম বৈশিষ্ট্য কেনটি?
উত্তর : ইংরেজদের শাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো ভাগ কর শাসন কর নীতি।
প্রশ্ন \ ১৩\ প্রায় দুশো বছর ইংরেজরা এদেশ শাসন করেছিল। উক্ত সময়ে তাদের শাসনের ভালো দিক কোনটি?
উত্তর : ইংরেজদের দুশো বছর শাসনের ভালো দিক হলো এদেশে জ্ঞান-বিজ্ঞানের প্রসার।
সাধারণ
প্রশ্ন-১৪ : ইংরেজরা এদেশে প্রায় কত বছর রাজত্ব করে?
উত্তর : ইংরেজরা এদেশে প্রায় দুশ বছর রাজত্ব করে।
প্রশ্ন-১৫ : বাংলায় কোন সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল?
উত্তর : ১৭৭০ (বাংলা ১১৭৬) সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল।
প্রশ্ন-১৬ : কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন?
উত্তর : রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমীর আলী।
প্রশ্ন-১৭ : কত সালে সিপাহি বিদ্রোহ হয়?
উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ হয়।
প্রশ্ন-১৮ : কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
উত্তর : ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয়।
প্রশ্ন-১৯ : বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর : সিরাজ-উদ-দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব।
প্রশ্ন-২০ : কার কার মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল?
উত্তর : নবাব সিরাজ-উদ-দৌলা ও ইংরেজদের মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল?
প্রশ্ন-২১ : নবজাগরণের দুইজন ব্যক্তির নাম লেখ।
উত্তর : নবজাগরণের দুইজন ব্যক্তির নাম হলো রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন-২২ : ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।
প্রশ্ন-২৩ : সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর : সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা।
প্রশ্ন-২৪ : বঙ্গভঙ্গ কী?
উত্তর : ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে ব্রিটিশ সরকার ১৯০৫ সালে তৎকালীন বাংলা প্রদেশকে ভাগ করার যে সিদ্ধান্ত নেয়, তাকেই বঙ্গভঙ্গ বলে।
প্রশ্ন-২৫ : কোন বিদ্রোহকে স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা হয়?
উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহকে স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা হয়।
প্রশ্ন-২৬ : বাংলায় নবজাগরণের ফলাফল কী ছিল?
উত্তর : নবজাগরণের ফলে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে।
প্রশ্ন-২৭ : ‘ভাগ কর শাসন কর’-নীতি কোন শাসনের বৈশিষ্ট্য ছিল?
উত্তর : ‘ভাগ কর শাসন কর’-নীতি ইংরেজ শাসনের বৈশিষ্ট্য ছিল।
প্রশ্ন-২৮ : মুসলমান সমাজের দাবি-দাওয়া তুলে ধরতে কোন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে?
উত্তর : মুসলমান সমাজের দাবি-দাওয়া তুলে ধরতে ভারতীয় মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে।
প্রশ্ন-২৯ : কোম্পানি শাসন কী?
উত্তর : ১৭৫৭ সালে পলাশি যুদ্ধের পরবর্তী সময় থেকে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পরবর্তী সময়ে ব্রিটিশ সরকারের ভারতবর্ষের শাসন ব্যবস্থার উপর সরাসরি নিয়ন্ত্রণ আরোপের পূর্ব পর্যন্ত, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালিত শাসনই হচ্ছে কোম্পানি শাসন।
প্রশ্ন-৩০ : সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে?
উত্তর : সিরাজ-উদ-দৌলা সিংহাসনে আরোহণের পর তাঁর বড় খালা ঘসেটি বেগম, সেনাপতি মীরজাফর আলী খান নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। একই সাথে রায় দুর্লভ, জগৎশেঠসহ প্রভাবশালী বণিকশ্রেণি ষড়যন্ত্রে যুক্ত হয়।
প্রশ্ন-৩১ : ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত কোন সময়কাল?
উত্তর : ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত এই একশ বছর ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত।
প্রশ্ন-৩২ : সিপাহি বিদ্রোহের সময় সেনাবাহিনীতে কতজন ভারতীয় সিপাহি ছিল?
উত্তর : সিপাহি বিদ্রোহের সময় সেনাবাহিনীতে ৩,০০,০০০ ভারতীয় সিপাহি ছিল।
প্রশ্ন-৩৩ : ব্রিটিশ শাসনের প্রভাবে কারা বেকার হয়ে পড়েছিল?
উত্তর : ব্রিটিশ শাসনের প্রভাবে অসংখ্য কারিগরশ্রেণি বেকার হয়ে পড়েছিল।
প্রশ্ন-৩৪ : ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে সূর্যসেন ও প্রীতিলতা কী অবদান রেখেছিলেন?
উত্তর : ব্রিটিশ বিরোধী আন্দোলনে সূর্যসেন ও প্রীতিলতা সশস্ত্র যুব বিদ্রোহের সূচনা করেন এবং নিজেদের জীবন উৎসর্গ করেন।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
প্রশ্ন-৩৫ : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল কোনটি?
উত্তর : ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল।
প্রশ্ন-৩৬ : তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
উত্তর : তিতুমীর বারাসতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন।
প্রশ্ন-৩৭ : ইংরেজ শাসন কী নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল?
উত্তর : ভারতবর্ষে ইংরেজ শাসন ‘ভাগ কর শাসন কর’ এ নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল।
প্রশ্ন-৩৮ : কখন পলাশি যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়।
প্রশ্ন-৩৯ : সিরাজ-উদ-দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন?
উত্তর : সিরাজ-উদ-দৌলা ২২ বছর বয়সে বাংলার নবাব হন।
প্রশ্ন-৪০ : ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল কত সালে গঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল গঠিত হয়।
প্রশ্ন-৪১ : বাংলায় নবজাগরনের ফলাফল কোন ক্ষেত্রে প্রভাব রাখে?
উত্তর : বাংলায় নবজাগরনের ফলাফলের প্রভাব ছিল সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসারের ক্ষেত্রে।
প্রশ্ন-৪২ : বাংলার নবজাগরণের অগ্রদূত কাদের বলা হয়?
উত্তর : উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। নবজাগরণের অগ্রদূত হলেন- রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আবদুল লতিফ, সৈয়দ আমীর আলী প্রমুখ।
প্রশ্ন-৪৩ : বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কী কী আন্দোলনের বিস্তার ঘটে?
উত্তর : বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলায় স্বদেশি চেতনার ব্যাপক বিস্তার ঘটে। যার ফলে স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন, সশস্ত্র যুব বিদ্রোহ ঘটে।
প্রশ্ন-৪৪ : ইংরেজ শাসন কত বছর স্থায়ী হয়েছিল?
উত্তর : ইংরেজ শাসন ২০০ বছর স্থায়ী হয়েছিল।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।