পঞ্চম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৫ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ৫ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৫ পদার্থ ও শক্তি সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) নিচের কোনটি যান্ত্রিক শক্তি?
ক. বায়ুপ্রবাহ
খ. জ্বালানি তেল
গ. চুলার আগুন
ঘ. খাবার
আরো দেখুন
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ ॥ গেস্ট ব্লগিং॥ নিজের পরিচিতি নয়, যার কাজ শুধু সামাজিক কাজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখা।...
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ নজরে ‘রেলের পথ
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম...
২) উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে?
ক. শব্দ খ. আলো গ. তাপ ঘ. বিদ্যুৎ
৩) খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে?
ক. আলোক শক্তি
খ. তাপ শক্তি
গ. যান্ত্রিক শক্তি
ঘ. রাসায়নিক শক্তি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. নিচের কোনটি শক্তির অপচয় রোধে ভূমিকা পালন করে?
ক. ঘরের আসবাবপত্র গুছিয়ে রাখা
খ. নিয়মিত থালাবাসন ধৌত করা
গ. অপ্রয়োজনে বাতির সুইচ বন্ধ করা
ঘ. বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করা
২. রান্নার চুলা থেকে উৎপন্ন কোন গ্যাসটি বেশ বিষাক্ত?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন মনোক্সাইড
ঘ. কার্বন ডাইঅক্সাইড
৩. “গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় শুকানো হচ্ছে” এখানে শক্তি ব্যবহারের ক্ষেত্রে কোন মন্তব্যটি সঠিক?
ক. নবায়ন হবে
খ. শেষ হবে
গ. অপচয় হবে
ঘ. যথাযথ ব্যবহার হবে
৪. নিচের কোন বৈশিষ্ট্যের কারণে লোহা একটি কঠিন পদার্থ?
ক. পরমাণুগুলোর মধ্যে বন্ধন দৃঢ় থাকে
খ. পরমাণুগুলোর মধ্যে বন্ধন শিথিল থাকে
গ. পরমাণুগুলোর মধ্যে বন্ধন থাকে না
ঘ. সহজে এর আকার পরিবর্তন করা যায়
৫. কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত করার পর এটিকে আবার কীভাবে কঠিন পদার্থে পরিণত করবে?
ক. শীতল করে
খ. উত্তপ্ত করে
গ. ফুটানোর মাধ্যমে
ঘ. সূর্যের তাপে রেখে দিয়ে
৬. একটি মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে। এতে কোন ধরনের শক্তি উৎপন্ন হচ্ছে?
ক. বিদ্যুৎ শক্তি
খ. শব্দ শক্তি
গ. তাপ শক্তি
ঘ. রাসায়নিক শক্তি
৭. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে কীভাবে শক্তির রূপান্তর ঘটেছে?
ক. তাপ শক্তি বিদ্যুৎ শক্তি
খ. বিদ্যুৎ শক্তি গতিশক্তিতে
গ. গতিশক্তি বিদ্যুৎ শক্তিকে
ঘ. বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে
৮. এক গ্যাস পানি থেকে যদি পর্যাপ্ত পরিমাণ তাপ সরিয়ে নেওয়া হয়, তাহলে পানি
ক. ফুটতে শুরু করবে
খ. কঠিন বস্তুতে পরিণত হবে
গ. গ্যাসে পরিণত হবে
ঘ. পানির ওজন বৃদ্ধি পাবে
৯. একটি কাঁসার বাটি হাত থেকে নিচে পড়ে গেলে কোন শক্তি উৎপন্ন হয়? [২০১৩]
ক. আলো খ. তাপ গ. শব্দ ঘ. বিদ্যুৎ
১০. মেঘলা আকাশ। অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। এর পেছনে কোন শক্তি কাজ করছে?
ক. তড়িৎ শক্তি খ. আলোক শক্তি গ. শব্দ শক্তি ঘ. পেশি শক্তি
১১. আমরা প্রতিনিয়ত অনেক কিছুর পরিবর্তন লক্ষ করি। এই পরিবর্তনের আড়ালে কোনটি দায়ী?
ক. ক্ষমতা খ. কাজ গ. শক্তি ঘ. অবস্থা
১২. শক্তিকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। একে আমরা সহজভাবে অনুভব করি কিরূপে?
ক. তাপ ও শব্দ
খ. তাপ ও আলো
গ. আলো ও শব্দ
ঘ. তাপ, আলো ও শব্দ
১৩. তুমি সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছ। এখানে সাইকেল চালানোর সময় তোমার কোন শক্তি ব্যবহৃত হচ্ছে?
ক. পেশি শক্তি
খ. তাপ শক্তি
গ. বিদ্যুৎ শক্তি
ঘ. সৌর শক্তি
১৪. শক্তি আমাদের এ জগৎকে কী করে রেখেছে?
ক. অচল খ. সচল গ. স্থির ঘ. নীরব
১৫. তুমি শক্তি কীভাবে চিনতে পারবে?
ক. পরিবর্তন দেখে
খ. পরিবর্তনের ধরণ দেখে
গ. পরিবর্তিত অবস্থা দেখে
ঘ. পরিবর্তনের উৎস দেখে
১৬. অমিত একটি বস্তুত পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন করল। বস্তুটি কী হতে পারে?
ক. পানি
খ. বায়ু
গ. লোহার দণ্ড
ঘ. তেল
১৭. লাবন্য একটি বস্তুকে পরিচলন পদ্ধতিতে তাপ দিতে থাকল। বস্তুটি কী হতে পারে?
ক. লোহার দণ্ড
খ. পানি
গ. বায়ু
ঘ. সিসা
১৮. নন্দিনী নবায়নগুযোগ্য শক্তি ব্যবহারের প্রতি আগ্রহী। সে কীভাবে এ ধরনের উৎসের শক্তি ব্যবহার করতে পারে?
ক. বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে
খ. দিনের আলো ব্যবহার করে
গ. রেফ্রিজারেটরের দরজা খোলা রেখে
ঘ. গাছপালা কেটে ফেলে
১৯. শোভন প্রতিদিন ছাদে গিয়ে ঘুড়ি উড়ায়। এতে কোন শক্তি ব্যবহৃত হয়?
ক. আলোক শক্তি
খ. সৌরশক্তি
গ. বিদ্যুৎ শক্তি
ঘ. বায়ু শক্তি
২০. অপূর্ব ভাত ও মাছ খেয়ে দেহে শক্তি যোগায়। খাদ্য হতে কোন শক্তি উৎপন্ন হয়?
ক. আলোক শক্তি
খ. রাসায়নিক শক্তি
গ. তাপ শক্তি
ঘ. তড়িৎ শক্তি
২১. রনি বাজার থেকে একটি পদার্থ কিনে আনল যার আয়তন আছে কিন্তু আকার নেই। পদার্থটি কী হতে পারে?
ক. জলীয় বাষ্প
খ. বায়বীয়
গ. তরল
ঘ. কঠিন পদার্থ
২২. লাবন্য দিনের বেলা পড়তে বসে বাতি নিভিয়ে জানালা খুলে দেয়। সে কেন এ কাজ করে?
ক. জানালা দিয়ে উত্তম আলো আসে বলে
খ. বাতির আলো ক্ষতিকর বলে
গ. বিদ্যুৎ বিল কমাতে
ঘ. শক্তি সংরক্ষণ করতে
২৩. ঐশি একটি প্যাঁচানো তারকে টেনে লম্বা করতে চায়। এক্ষেত্রে ঐশিকে কী প্রয়োগ করতে হবে?
ক. শক্তি খ. তাপ গ. শব্দ ঘ. আলো
২৪. সূর্যের আলো শোষণ করে গাছ ও জমির ফসল বড় হয়। এখানে কোন রূপান্তর ঘটে?
ক. আলো শক্তি—–রাসায়নিক শক্তি
খ. তাপ শক্তি—–আলোক শক্তি
গ. রাসায়নিক শক্তি—–তাপ শক্তি
ঘ. বিদ্যুৎ শক্তি—–রাসায়নিক শক্তি
২৫. বিজ্ঞানীরা সূর্যকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করছে। এতে কোন শক্তিকে কাজে লাগানো হচ্ছে?
ক. তাপ খ. আলো গ. গ্যাস ঘ. শব্দ
২৬. কয়লা, তেল বা গ্যাসের মধ্যে যে রাসায়নিক শক্তি জমা আছে তা থেকে আমরা কোন শক্তি উৎপন্ন করি?
ক. শব্দ শক্তি খ. চুম্বক শক্তি গ. তাপ শক্তি ঘ. নিউক্লিয়ার শক্তি
২৭. উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপ সঞ্চালিত হয়। কয়টি পদ্ধতিতে এটি হয়ে থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৮. একটি লোহার দণ্ডের এক প্রান্ত আগুনের উপরে ধরলে তাপ ধীরে ধীরে অন্য প্রান্তে চলে আসবে। কোন প্রক্রিয়ায় এটি হবে?
ক. পরিবহন খ. পরিচলন গ. বিকিরণ ঘ. সঞ্চালন
২৯. তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি প্রতিরোধের ব্যবস্থা রয়েছে কোথায়?
ক. থার্মোমিটারে
খ. থার্মোফ্লাস্কে
গ. জেনারেটরে
ঘ. গাড়ির ইঞ্জিনে
৩০. ঘরের একপ্রান্তে হিটার জ্বালালে অন্য প্রান্তের বাতাস কোন পদ্ধতিতে গরম হয়?
ক. পরিবহন
খ. পরিচলন
গ. বিকিরণ
ঘ. বিক্ষেপণ
৩১. আমরা যে খাবার খাই তার মধ্যে কী থাকে?
ক. শক্তি
খ. ক্ষমতা
গ. তাপ
ঘ. ভর
৩২. সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই। এগুলোর কোন পদ্ধতিতে আসে?
ক. পরিবহন
খ. পরিচলন
গ. বিকিরণ
ঘ. পরিবহন ও পরিচলন
৩৩. কয়লা ও তেল এর মধ্যে রাসায়নিক শক্তি জমা আছে। এ থেকে আমরা কোন শক্তি উৎপন্ন করতে পারি।
ক. তাপ
খ. আলো
গ. বিদ্যুৎ
ঘ. শব্দ
৩৪. বিদ্যুৎ শক্তি তাপ ও আলোক শক্তি। এ প্রক্রিয়ার উদাহরণ কোনটি?
ক. বৈদ্যুতিক বাতি
খ. বৈদ্যুতিক ইস্ত্রি
গ. বৈদ্যুতিক মোটর
ঘ. জেনারেটর
৩৫. জেনারেটরে তেল পুড়িয়ে তাপ শক্তি উৎপন্ন করা হয়। এতে কোন শক্তি উৎপন্ন হয়?
ক. স্থিতি শক্তিতে
খ. আলোক শক্তিতে
গ. বিদ্যুৎ শক্তিতে
ঘ. চুম্বক শক্তিতে
সাধারণ প্রশ্ন :
৩৬. জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. নিয়ন
৩৭. বিদ্যুৎ চমকানোর পেছনে কোনটি কাজ করছে?
ক. শব্দ শক্তি খ. তড়িৎ শক্তি গ. বায়ু শক্তি ঘ. রাসায়নিক শক্তি
৩৮. তাপ সঞ্চালনের পদ্ধতি কয়টি?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৩৯. কাঠ পুড়িয়ে রান্নার সময় শক্তির কোন রূপান্তরটি ঘটে?
ক. রাসায়নিক শক্তি—–তাপ শক্তি
খ. আলোক শক্তি—–রাসায়নিক শক্তি
গ. তাপ শক্তি—–গতি শক্তি
ঘ. গতি শক্তি—–বিদ্যুৎ শক্তি
৪০. পদার্থের পরমাণুগুলো নির্দিষ্ট অবস্থানে সাজানো থাকলে পদার্থের যে দশা হয় তার নাম
ক. তরল খ. বায়বীয় গ. কঠিন ঘ. তাপীয়
৪১. তাপ শক্তি ব্যবহার করে নিচের কোন কাজটি করা যায়?
ক. ফ্যান চালানো
খ. ফ্রিজ চালানো
গ. কাপড় শুকানো
ঘ. টেলিভিশন চালানো
৪২. সূর্য থেকে আমরা যে প্রক্রিয়ায় তাপ পাই, তা হলো তাপেরÑ
ক. পরিচলন
খ. বিকিরণ
গ. পরিবহন
ঘ. পরিবহন ও পরিচলন
৪৩. তিন দশায় থাকতে পারে এমন একটি পদার্থ হলোÑ
ক. বায়ু খ. পানি গ. লোহা ঘ. পারদ
৪৪. নিচের কোনটিতে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়?
ক. সূর্য থেকে প্রাপ্ত তাপ
খ. পানিতে প্রবাহিত তাপ
গ. কেটলির হাতলের তাপ
ঘ. জ্বলন্ত চুল্লির উপরের তাপ
৪৫. যার ওজন আছে, জায়গা দখল করে তাকে কী বলে?
ক. শক্তি খ. পদার্থ গ. তাপ ঘ. আলো
৪৬. কঠিন দশায় পদার্থের পরমাণুগুলোর বন্ধন কেমন থাকে?
ক. ঢিলা খ. নরম গ. দৃঢ় ঘ. শিথিল
৪৭. কোন পদ্ধতিতে আলো সঞ্চালিত হয়?
ক. পরিবহন
খ. পরিচলন
গ. বিকিরণ
ঘ. পরিচলন ও বিকিরণ
৪৮. কোনো বস্তুর কাজ করার সামর্থকে কী বলে?
ক. বল খ. শক্তি গ. ক্ষমতা ঘ. তাপ
৪৯. ক্যামেরায় ছবি তুলতে ব্যবহার করা হয় কোন শক্তি?
ক. বিদ্যুৎ শক্তি
খ. আলোক শক্তি
গ. তাপ শক্তি
ঘ. সৌর শক্তি
৫০. বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন শক্তির রূপান্তর ঘটে?
ক. বিদ্যুৎ থেকে আলোক শক্তিতে
খ. আলো থেকে বিদ্যুৎ শক্তিতে
গ. তাপ থেকে যান্ত্রিক শক্তিতে
ঘ. বিদ্যুৎ থেকে তাপ শক্তিতে
৫১. গাছ খাবার তৈরি করে কিসের সাহায্যে?
ক. অক্সিজেনের সাহায্যে
খ. তাপ শক্তির সাহায্যে
গ. আলোক শক্তির সাহায্যে
ঘ. পানির সাহায্যে
৫২. সকল শক্তির উৎস কোনটি?
ক. সূর্য খ. বিদ্যুৎ গ. আলো ঘ. পানি
৫৩. কাজ করার সামর্থ্যকে কী বলা হয়?
ক. শক্তি
খ. বল
গ. ক্ষমতা
ঘ. দশা
৫৪. কঠিন পদার্থের অণুগুলোর বন্ধন শিথিল হলে পদার্থটি কোন দশা লাভ করে?
ক. গ্যাসীয়
খ. তরল
গ. অর্ধতরল
ঘ. তরল-গ্যাসীয়
৫৫. তরল পদার্থের অণুগুলোর মধ্যে কোনো না থাকলে পদার্থটি কোন দশা প্রাপ্ত হয়?
ক. গ্যাসীয়
খ. তরল
গ. অর্ধতরল
ঘ. তরল-গ্যাসীয়
৫৬. বরফ থেকে বাষ্প তৈরির সঠিক ক্রম কোনটি?
ক. তরল—–কঠিন—–বায়বীয়
খ. কঠিন—–তরল—–বায়বীয়
গ. তরল—–বায়বীয়—–কঠিন
ঘ. বায়বীয়—–তরল—–কঠিন
৫৭. কোন শক্তির প্রভাবে পদার্থের দশা পরিবর্তন হয়?
ক. আলো
খ. তাপ
গ. চুম্বক
ঘ. রাসায়নিক
৫৮. পদার্থের ক্ষুদ্র বস্তুকণাকে কী বলে?
ক. অণু
খ. পরমাণু
গ. কার্বন
ঘ. নিউক্লিয়াস
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৫৯. কোনটিতে পরমাণু নির্দিষ্ট অবস্থানে থাকে?
ক. জলীয় বাষ্প
খ. তেল
গ. পানি
ঘ. বরফ
৬০. বাতাস বা পানির প্রবাহ থেকে কোনটি পাওয়া যায়?
ক. রাসায়নিক শক্তি
খ. তাপ
গ. শক্তি
ঘ. পদার্থ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।