আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারব ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি বই তালিকা –
ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি বই তালিকাঃ
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২২ প্রবিধান এ মোট আটটি সেমিস্টার রয়েছে।
১ম পর্ব হতে ৭ত পর্ব পর্যন্ত স্ব স্ব ইনস্টিটিউটে / প্রতিষ্ঠানে পরিচালিত হবে।
এবং ৮ম পর্ব ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানে এবং স্ব স্ব ইনস্টিটিউটে / প্রতিষ্ঠানে পরিচালিত হবে।
ডিপ্লেমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মোট ক্রেডিট ১৫০-১৬০ এর মধ্যে নির্ধারিত থাকবে।
এ শিক্ষাক্রমের মোট ক্রেডিট এর ১০-১৫% স্যোসাল স্কিল, ১৫-১৭% সাইন্স ও ম্যাথ, ১০-১২% রিলেটেড ইঞ্জিনিয়ারিং এবং ৫৮-৬০% কোর ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য নির্ধারিত থাকবে।
বিশেষ ক্ষেত্রে রিলেটেড ইঞ্জিনিয়ারিং এবং কোর ইঞ্জিনিয়ারিং বিষয়ের শতকরা হার সমন্বয় করা যাবে।
- আরও পড়ুনঃ ডিপ্লোমা করতে খরচ কত ?
- আরও পড়ুনঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কত?
এ শিক্ষাক্রমের বিষয়/বিষয়াংশের তাত্বিক ও ব্যবহারিক অংশের শ্রেণীকক্ষের মোট শিখণ ঘন্টার অনুপাত হবে ৪০:৬০।
তবে ক্ষেত্রবিশেষে ৫% কম বা বেশি হতে পারে। আরো জানতে ভিজিট করুন ।
ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি বই এর নাম এবং বিষয় কোডঃ
1st Semester:
Engineering Drawing (Subject Code: 21011)
Bangla-I (Subject Code: 25711)
English-I (Subject Code: 25712)
Mathematics -I (Subject Code: 25911)
Physics -I (Subject Code: 25912)
Computer Office Application (Subject Code: 26611)
Basic Electricity (Subject Code: 26711)
2nd Semester: কম্পিউটার টেকনোলজি বই তালিকা
Bangla -II (Subject Code: 25721)
English-II (Subject Code: 25722)
Physical Education & Life skills Development (Subject Code: 25812)
Mathematics-II (Subject Code: 25921)
Physics -II (Subject Code: 25922)
Python Programming (Subject Code: 26621)
- আরও পড়ুনঃ ডিপ্লোমা করতে খরচ কত ?
- আরও পড়ুনঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কত?
Computer Graphics Design-I (Subject Code: 26622)
Basic Electronics (Subject Code: 26811)
3rd Semester: কম্পিউটার টেকনোলজি বই তালিকা
Social Science (Subject Code: 25811)
Chemistry (Subject Code: 25913)
Mathematics-III (Subject Code: 25931)
Application Development Using Python (Subject Code: 26631)
Computer Graphics Design-II (Subject Code: 26632)
IT Support Services (Subject Code: 26633)
Digital Electronics-I (Subject Code: 26831)
4th Semester: কম্পিউটার টেকনোলজি বই তালিকা
Business Communication (Subject Code: 25831)
Java Programming (Subject Code: 26641)
Data Structure & Algorithm (Subject Code: 26642)
Computer Peripherals & Interfacing (Subject Code: 26643)
Web Design & Development-I (Subject Code: 26644)
Digital Electronics-II (Subject Code: 26841)
Environmental Studies (Subject Code: 29041)
5th Semester: কম্পিউটার টেকনোলজি বই তালিকা
Accounting (Subject Code: 25841)
Application Development Using Java (Subject Code: 26651)
Web Design & Development-II (Subject Code: 26652)
Computer Architecture & Microprocessor (Subject Code: 26653)
- আরও পড়ুনঃ ডিপ্লোমা করতে খরচ কত ?
- আরও পড়ুনঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কত?
Data Communication (Subject Code: 26654)
Operating System (Subject Code: 26655)
Project Work-I (Subject Code: 26656)
6th Semester: কম্পিউটার টেকনোলজি বই তালিকা
Principles of Marketing (Subject Code: 25851)
Industrial Management (Subject Code: 25852)
Database Management System (Subject Code: 26661)
Computer Networking (Subject Code: 26662)
Sensor & IoT System (Subject Code: 26663)
Microcontroller Based System Design & Development (Subject Code: 26664)
Surveillance Security System (Subject Code: 26665)
Web Development Project (Subject Code: 26666)
7th Semester: কম্পিউটার টেকনোলজি বই তালিকা
Innovation & Entrepreneurship (Subject Code: 25853)
Digital Marketing Technique (Subject Code: 26671)
Network Administration & Services (Subject Code: 26672)
Cyber Security & Ethics (Subject Code: 26673)
- আরও পড়ুনঃ ডিপ্লোমা করতে খরচ কত ?
- আরও পড়ুনঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কত?
Apps Development Project (Subject Code: 26674)
Multimedia & Animation (Subject Code: 26675)
Project Work-II (Subject Code: 26676)
৮ম সেমিস্টারঃ
Industrial attachment এবং Industrial Training কি?
Industrial Attachment হচ্ছে internship এর অপর নাম বা দুটি বিষয় একই।
মূলতঃ ৪ বছর মেয়াদী সব ধরণের ডিপ্লোমা অথবা বি এস সি কোর্স এর উপর Practical বিষয়ে জ্ঞান অর্জন এর জন্য।
একটা নির্দিষ্ট সময় যার যার Subject বা Course এর সাথে সামঞ্জস্য রেখে কোনো অফিস এ বা Industry তে কাজ করার নাম ই internship বা Industrial Attachment.
Industrial attachment তো বুঝলাম, তাহলে Industrial Training কি?
শিক্ষা জীবনে যারা diploma engineering বা B.sc Engineering এ পড়ে থাকেন।
তাদের ৯০% ই চাকুরী ক্ষেত্রে বিভিন্ন Technical ইন্ডাস্ট্রি যেমন Software, Web Development, Networking, Electrical Industry.
- আরও পড়ুনঃ ডিপ্লোমা করতে খরচ কত ?
- আরও পড়ুনঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কত?
অথবা যেকোনো প্রতিষ্ঠানে IT Manager হিসেবে কাজ করেন বেশি, আর এই সব প্রতিষ্ঠানে কাজ করার পূর্বে তাদেরকে প্রাকটিক্যাল নলেজ অর্জনের জন্য কোনো না কোনো প্রতিষ্ঠানে Internship করতে হয়।
আর এই internship এর এই course টাকে বলা হয় Industrial Training.
কোন বিষয়ে করবেন?
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা বি এস সি ইঞ্জিনিয়ারিং এ একাডেমিক পড়ালেখা শেষ করার পর অনেকেই সিধান্তহীনতাই পরে যায় যে কোন সেক্টরে কাজ করলে বা কাজ শিখলে তারা Future-এ ভালো জবের আশা করতে পারে।
এই ব্যাপারে আমার পরামর্শ হলো, আপনি প্রথমে সিদ্ধান্ত নিন যে, আপনি নিজেকে ভবিষ্যতে কি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান?
তারপর দেখুন মার্কেট এ আপনি নিজেকে যেই পেশার উপর তৈরী করতে চান, সেই পেশায় চাকরির পাওয়ার সম্ভবনা বা চাকরির availability কেমন?
আর এতটুকু খুব সহজে ঘরে বসেই জানা যায় , আর সেটা হচ্ছে বিভিন্ন জব পোর্টাল গুলোতে নিয়মিত ভিসিট করুন।
তারপর আপনার পেশার জব গুলো কে শর্টলিস্ট করুন যে যে বিষয়ে জব বেশি? সেখান থেকে নিজের পছন্দের সাবজেক্ট টি চয়েস করুন।
তারপর আপনার ভালো লাগার Subject টির কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে তার একটা লিস্ট তৈরী করুন।
এবং আপনার List এর উপর ভিত্তি করে Industrial Attachment এর জন্য প্রস্তুতি নিন।
কোথায় Industrial Training করবেন?
এক কথায় যে প্রতিষ্ঠান আপনার চাওয়া পূরণ করতে পারবে। তাহলে প্রথমে আপনার চাওয়াটাই ঠিক করতে হবে।
ধরুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন Web Development এর উপর Industrial Training করবেন , প্রথমে জেনে নিন Web Developer হিসেবে ক্যারিয়ার গড়তে হলে কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে।
- আরও পড়ুনঃ ডিপ্লোমা করতে খরচ কত ?
- আরও পড়ুনঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কত?
আবার ধরুন আপনি Network Engineer হিসেবে ক্যারিয়ার গড়তে চান সেখানে একইভাবে জেনে নিন একজন Network Engineer হিসেবে ক্যারিয়ার গড়তে হলে কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে।
তারপর যেখানে Industrial Training করবেন তাদেরকে আপনার লিস্ট ধরায় দেন।
এবং তারা আপনাকে আপনার দেওয়া list এ এক্সপার্ট বানাতে পারবে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে নিশ্চিন্তে করতে পারেন।
আর না হলে অন্য কোনো প্রতিষ্ঠান খুজুন।
উক্ত বিষয় সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।