চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম | দ্বিতীয় অধ্যায় দেব দেবী ও পূজা প্রশ্ন ও উত্তর : চতুর্থ শ্রেণির হিন্দু ধর্ম বিষয়টির দ্বিতীয় অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
দ্বিতীয় অধ্যায়ঃ দেব-দেবী ও পূজা
অধ্যায়টি পড়ে জানতে পারব
ঈশ্বরের বিভিন্ন সাকার রূপ
ব্রহ্মা, বিষ্ণু, শিব ও দুর্গা এ চারজন দেব-দেবীর পরিচয়
এ চারজন দেব-দেবীর পূজা ও প্রণাম মন্ত্র
আমাদের আচার-আচরণে এ সকল দেব-দেবীর পূজা শিক্ষার প্রভাব
অধ্যায়ের মূলভাব জেনে নিই
দেব-দেবীর পূজা করলে তাঁরা সন্তুষ্ট হন। সেই সাথে ঈশ্বরও সন্তুষ্ট হন। ঈশ্বরের যেকোনো গুণ বা শক্তি দেব-দেবী রূপে প্রকাশ পায়। ব্রহ্মা, বিষ্ণু, শিব ও দুর্গা এ চারজন দেব-দেবী ঈশ্বরের চারটি রূপ ধারণ করে চার ধরনের কাজে নিয়োজিত আছেন। তাদের পূজা শেষে আমরা নির্দিষ্ট প্রণাম মন্ত্রে প্রণাম করি।
ব্রহ্মার কাজ সৃষ্টি করা, বিষ্ণুর কাজ লালন-পালন করা, শিবের কাজ অশুভকে ধ্বংস করা এবং দুর্গার কাজ হলো জীবের দুর্গতি নাশ করা। এ সকল দেব-দেবীর পূজার শিক্ষা আমরা আমাদের আচার-আচরণে প্রকাশ করলে আমাদেরই মঙ্গল হবে।
ক. শূন্যস্থান পূরণ কর :
১। ব্রহ্মা ——- করেন।
২। বিষ্ণু আমাদের ——- করেন।
৩। যাঁরা বিষ্ণুর উপাসনা করেন তাঁদের বলা হয় ——-।
৪। শিবের উপাসকদের ——- বলা হয়।
৫। শিবের বাহন ——-।
৬। দুর্গাপূজায় ——- পাঠ করতে হয়।
উত্তর : ১। সৃষ্টি ২। পালন ৩। বৈষ্ণব ৪। শৈব ৫। ষাঁড় ৬। শ্রীশ্রীচন্ডী
খ. ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :
১। ঈশ্বরের সাকার রূপ ২। দেব-দেবীদের সন্তুষ্ট করার জন্য ৩। শরৎকালে ৪। বিষ্ণু দুষ্টদের ৫। যাত্রাকালে ৬। শিবের আরেক. নাম |
দুর্গাপূজা করা হয়। অতসী ফুলের মতো গাঢ় হলুদ। দমন করেন। আশুতোষ। দুর্গা, দুর্গা বলতে হয়। দেব-দেবী। পূজা করা হয়। |
উত্তর :
১। ঈশ্বরের সাকার রূপ দেব-দেবী।
২। দেব-দেবীদের সন্তুষ্ট করার জন্য পূজা করা হয়।
৩। শরৎকালে দুর্গাপূজা করা হয়।
৪। বিষ্ণু দুষ্টদের দমন করেন।
৫। যাত্রাকালে দুর্গা, দুর্গা বলতে হয়।
৬। শিবের আরেক. নাম আশুতোষ।
গ. সঠিক. উত্তরটির পাশে টিক. () চিহ্ন দাও :
১। ব্রহ্মার বাহন কী?
ক. পেঁচা
খ. ইঁদুর
গ. হংস
ঘ. ময়ূর
২। দুর্গা কিসের দেবী?
ক. বিদ্যার
খ. সৃষ্টির
গ. ধন-সম্পদের
ঘ. শক্তির
৩। সকল পূজার শুরুতে কোন দেবতার নাম স্মরণ করতে হয়?
ক. দুর্গার
খ. বিষ্ণুর
গ. শিবের
ঘ. ব্রহ্মার
৪। শিবের হাতের একটি বাদ্যযন্ত্রের নামÑ
ক. ডমরু
খ. ঢাক
গ. ঢোল
ঘ. করতাল
৫। দুর্গার হাত কয়টি?
ক. সাতটি
খ. আটটি
গ. নয়টি
ঘ. দশটি
৬। শক্তির উপাসকদের কী বলে?
ক. বৈষ্ণব
খ. শাক্ত
গ. শৈব
ঘ. গাণপত্য
ঘ. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :
১. ঈশ্বর যখন কোনো রূপ ধারণ করেন তখন তাঁকে কী বলে?
উত্তর : ঈশ্বর যখন কোনো রূপ ধারণ করেন তখন তাঁকে দেবতা বা দেবদেবী বলে।
২. চারজন দেব-দেবীর নাম লেখ।
উত্তর : চারজন দেব-দেবীর নাম হলো- (১) ব্রহ্মা, (২) বিষ্ণু, (৩) শিব ও (৪) দুর্গা।
৩. ব্রহ্মার বাম দিকের দুহাতে কী কী থাকে?
উত্তর : ব্রহ্মার বামদিকের দুহাতে থাকে কমন্ডলু ও ঘৃতপাত্র।
৪. বিষ্ণু কাদের দমন করেন?
উত্তর : বিষ্ণু দুষ্টদের দমন করেন।
৫. কোন তিথিতে শিবপূজা করা হয়?
উত্তর : ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবপূজা করা হয়।
৬. দুর্গাকে ত্রিনয়না বলা হয় কেন?
উত্তর : দেবী দুর্গার তিনটি চোখ. আছে বলে তাকে ত্রিনয়না বলা হয়।
ঙ. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
১. ব্রহ্মার বর্ণনা দাও।
উত্তর : ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তাঁর নাম ব্রহ্মা। ব্রহ্মার চার হাত, চার মুখ। তাঁর বাম দিকের দু’হাতে আছে কমন্ডলু ও ঘৃতপাত্র। ডান দিকের দু’হাতে আছে ঘি ঢালার চামচ ও অক্ষমালা। ব্রহ্মার গায়ের রং রক্ত-গৌর অর্থাৎ লালচে ফর্সা। হংস তাঁর বাহন। লালপদ্ম তাঁর আসন। বিশ্বের সবকিছুই ব্রহ্মা সৃষ্টি করেছেন। ব্রহ্মার পূজা করলে আমাদের মঙ্গল হয়।
২. বিষ্ণুর রূপ বর্ণনা কর।
উত্তর : ঈশ্বরের একটি রূপ হলো বিষ্ণু। ঈশ্বর বিষ্ণুরূপে আমাদের লালন করেন। বিষ্ণুর হাত চারটি। উপরের বাম হাতে শঙ্খ, ডান হাতে চক্র। নিচের বাম হাতে গদা, ডান হাতে পদ্ম। চাঁদের আলোর মতো বিষ্ণুর গায়ের রং। বিষ্ণুর বাহন গরুড় পাখি।
৩. বিষ্ণুর পূজা করলে কী ফল লাভ হয়?
উত্তর : সকল পূজার সময় বিষ্ণুর নাম স্মরণ করে তাঁর পূজা করা হয়। বিষ্ণুকে পূজা করলে পাপ দূর হয়। হৃদয় পবিত্র হয়।
৪. শিবের প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ লেখ।
উত্তর : শিবের প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ হলো-
তিন কারণের (সৃষ্টি, স্থিতি ও বিনাশের) হেতু শান্ত শিবকে নমস্কার। হে পরমেশ্বর, তুমিই গতি। তোমার কাছে নিজেকে সমর্পণ করি।
৫. দেবী দুর্গার বর্ণনা দাও।
উত্তর : দুর্গা শক্তির দেবী। সকল শক্তির মিলিত রূপ দুর্গা। দুর্গম নামে এক. অসুরকে বধ করেন বলে তাঁর নাম হয় দুর্গা। তিনি জীবের দুর্গতি নাশ করেন। তাঁর গায়ের রং অতসী ফুলের মতো গাঢ় হলুদ। পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তাঁর মুখ।
তাঁর তিনটি চোখ। এজন্য তাঁকে ত্রিনয়না বলা হয়। একটি চোখ. কপালের মাঝখানে। তাঁর মাথার একপাশে বাঁকা চাঁদ। দেবী দুর্গার দশ হাত। তাই তাঁর আরেক. নাম দশভুজা। দশ হাতে তাঁর দশটি অস্ত্র। এই অস্ত্র দিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন। দেবী দুর্গা মহিষাসুরসহ আরও অনেক. অসুরকে বধ করেছেন।
৬. দুর্গার প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ লেখ।
উত্তর : দুর্গার প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ হলো-
হে সর্বমঙ্গলদায়িনী, কল্যাণময়ী, সর্বার্থপ্রদানকারিনী, আশ্রয়-স্বরূপিণী, ত্রিনয়না, হে গৌরী, নারায়ণী, তোমাকে নমস্কার।
ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :
১) দুর্গম ২) দুর্গা ৩) তিন কারণের জন্য নমস্কার ৪) সৎ ব্যক্তিদের পালন করেন ৫) আমাদের দ্বারা |
সৃষ্টির মূল শিবকে এক. অসুরের নাম দশভুজা ব্রহ্মার কৃপা বিষ্ণু |
উত্তর :
১) দুর্গম এক. অসুরের নাম।
২) দুর্গা দুশভুজা।
৩) তিন কারণের জন্য নমস্কার শিবকে।
৪) সৎ ব্যক্তিদের পালন করেন বিষ্ণু।
৫) আমাদের দ্বারা সৃষ্টির মূল ব্রহ্মার কৃপা।
শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় কর :
১) ঈশ্বর অনাদি ও অনন্ত।
২) সবকিছুই ধ্বংস হয়ে যায় কিন্তু আত্মা থেকে যায়।
৩) বিশেষভাবে শিবপূজা করা হয় চৈত্র মাসে।
৪) শিবের উপাসকেরা বৈষ্ণব নামে পরিচিত।
৫) ব্রহ্মার মন্দির আছে ভারতীয় উপমহাদেশের পুষ্করতীর্থে।
৬) ঈশ্বর ব্রহ্মারূপে আমাদের পালন করেন।
উত্তর : ১) ‘শু’ ২) ‘শু’ ৩) ‘অ’ ৪) ‘অ’ ৫) ‘শু’ ৬) ‘অ’
শূন্যস্থান পূরণ :
১. সর্বমঙ্গলা বলা হয় ——-।
২. ফুল, ফল, ধূপ-দীপ দিয়ে আমরা ——- পূজা করি।
৩. বিষ্ণুর আর এক. নাম ——-।
৪. ঈশ্বরের যেকোনো সৃষ্টির ——- সীমা আছে।
৫. মহিষাসুরকে বধ করায় দুর্গার নাম হয়েছে ——-।
৬. শিবের পূজা করলে ——- ধ্বংস হয়।
উত্তর : ১. দুর্গাকে, ২. ব্রহ্মার, ৩. নারায়ণ,
৪. আয়ুর, ৫. মহিষাসুরমর্দিনী, ৬. অশুভ।
ব্রহ্মা
১. ঈশ্বরের যে রূপে সৃষ্টি করেন তাঁর নাম-
ক. ব্রহ্মা
খ. বিষ্ণু
গ. শিব
ঘ. দুর্গা
২. ব্রহ্মা কয় মুখ-বিশিষ্ট?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
৩. ব্রহ্মার আসন কী?
ক. হংস
খ. লালপদ্ম
গ. সবুজ পাতা
ঘ. ষাঁড়ের চামড়া
৪. ব্রহ্মা, বিষ্ণু, শিব ও দুর্গা আমাদের কী করেন?
ক. অমঙ্গল
খ. মঙ্গল
গ. কষ্ট দেন
ঘ. ভৎর্সনা
৫. লাল ফুল ভালোবাসেন কে?
ক. ব্রহ্মা
খ. বিষ্ণু
গ. শিব
ঘ. দুর্গা
৭. ব্রহ্মার বাহন কোনটি?
ক. গরুড় পাখি
খ. ষাঁড়
গ. সিংহ
ঘ. হংস
বিষ্ণু
৮. ঈশ্বর কোন রূপে আমাদের পালন করেন?
ক. ব্রহ্মা
খ. বিষ্ণু
গ. শিব
ঘ. দুর্গা
৯. বিষ্ণুর কয়টি হাত রয়েছে?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. দশটি
১০. তুলসী পাতা কার খুব প্রিয়?
ক. ব্রহ্মার
খ. বিষ্ণুর
গ. শিবের
ঘ. দুর্গার
১১. বিষ্ণুর হাতে থাকে কোনটি?
ক. ত্রিশুল
খ. তীর
গ. গদা
ঘ. ডমরু
১২. বিষ্ণুর বাহন কোনটি?
ক. হংস
খ. গরুড় পাখি
গ. সিংহ
ঘ. ষাঁড়
১৩. নারায়ণ কোন দেবতার নাম?
ক. ব্রহ্মা
খ. বিষ্ণু
গ. শিব
ঘ. দুর্গা
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
শিব
১৪. ঈশ্বর কোন দেবতা রূপে ধ্বংস করেন?
ক. ব্রহ্মা
খ. বিষ্ণু
গ. শিব
ঘ. দুর্গা
১৫. কোন মাসে শিবপূজা করা হয়?
ক. বৈশাখ.
খ. আষাঢ়
গ. ফাল্গুন
ঘ. চৈত্র
১৬. কোন পূজায় বেলপাতার অবশ্যই প্রয়োজন?
ক. ব্রহ্মা পূজায়
খ. বিষ্ণু পূজায়
গ. শিব পূজায়
ঘ. দুর্গা পূজায়
১৭. ত্রিশূল কার প্রধান অস্ত্র?
ক. ব্রহ্মার
খ. বিষ্ণুর
গ. শিবের
ঘ. দুর্গার
১৮. কোনটি শিবের অন্য নাম নয়?
ক. রুদ্র
খ. পশুপতি
গ. মহাদেব
ঘ. চন্ডী
১৯. শিঙ্গা থাকে কার হাতে?
ক. ব্রহ্মার
খ. বিষ্ণুর
গ. শিবের
ঘ. দুর্গার
দুর্গা
২০. কোন সময় দুর্গাপূজা করা হয়?
ক. গ্রীষ্মকালে
খ. বর্ষাকালে
গ. শরৎকালে
ঘ. হেমন্তকালে
২১. দশভুজা শব্দের অর্থ-
ক. দশ পা
খ. দশ হাত
গ. দশ মাথা
ঘ. দশ চোখ
যোগ্যতাভিত্তিক
শিখনফল: সমস্যার কারণ অনুযায়ী পূজার ধরন সম্পর্কে জানব।
২২. অনেক. পাপ করার পর হারাধন এক. ঋষির শরণাপন্ন হন। ঋষি তাকে পাপমোচনের জন্য কার পূজা করতে বলেছেন?
ক. ব্রহ্মার
খ. বিষ্ণুর
গ. শিবের
ঘ. দুর্গার
শিখনফল : সৃষ্টি ও ধ্বংসের লীলার মাধ্যম সম্পর্কে জানব।
২৩. মানুষ, পশু-পাখি, গাছ-পালা সবকিছুই ধ্বংস হয়। ঈশ্বর আবার নতুন করে সৃষ্টি করেন। দেহের ধ্বংস হলেও কার ধ্বংস হয় না?
ক. অসুরের
খ. সৎ ব্যক্তিদের জ
গ. আত্মার
ঘ. অসৎ ব্যক্তিদের
প্রশ্ন ও উত্তরঃ
১. ঈশ্বরের সাকার রূপ কোনটি?
উত্তর : ঈশ্বরের সাকার রূপ হলো দেবতা বা দেব-দেবী।
২. ঈশ্বর কী রূপে আমাদের পালন করেন?
উত্তর: ঈশ্বর বিষ্ণুরূপে আমাদের পালন করেন।
৩. দেব-দেবীদের পূজার পর আমরা কী করি?
উত্তর : দেব-দেবীদের পূজার পর আমরা নির্দিষ্ট প্রণাম মন্ত্র পাঠ করে প্রণাম করি।
৪. শিব কেন অশুভকে ধ্বংস করেন?
উত্তর : শিব আমাদের মঙ্গলের জন্য অশুভকে ধ্বংস করেন।
৫. আমরা কাকে পূজা করে পবিত্র হই?
উত্তর : আমরা বিষ্ণুকে পূজা করে পবিত্র হই।
সাধারণ
১। বিষ্ণুর অপর নাম কী? তিনি কীভাবে আমাদের সাহায্য করেন?
উত্তর: বিষ্ণুর অপরনাম হলো নারায়ণ। বিষ্ণু নানাভাবে আমাদের সাহায্য করেন। তিনি দুষ্টদের দমন করেন। সৎ ব্যক্তিদের পালন করেন। ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা করেন। তাকে স্মরণ করলে এবং তাঁ পূজা করলে পাপ দূর হয়। মন পবিত্র হয়।
যোগ্যতাভিত্তিক
২. পূজা সম্পর্কে তুমি যা জেনেছ তা পাঁচটি বাক্যে সংক্ষেপে লেখ।
উত্তর : পূজা সম্পর্কে আমি যা জেনেছি-
১) পূজা করলে পাপ দূর হয়, হৃদয় পবিত্র হয় এবং সকলের মঙ্গল হয়।
২) দুর্গাপূজা শরৎকাল ছাড়া বসন্তকালেও হয়ে থাকে।
৩) শরৎকালের দুর্গাপূজাকে শারদীয়া পূজা আর বসন্তকালের পূজাকে বসন্তীপূজা বলা হয়।
৪) ব্রহ্মাপূজা, বিষ্ণুপূজা ও শিবপূজার নির্দিষ্ট কোনো তারিখ. নেই।
৫) শিবপূজা বিশেষভাবে ফাল্গুন মাসে করা হয়ে থাকে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।