একাডেমিক স্বীকৃতি দেয়ার ক্ষমতা পেলো কারিগরি বোর্ড।। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি দেয়ার ক্ষমতা ফিরে পেয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।
সোমবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এর আগে বিভিন্ন অনিয়মের কারণে কারিগরি শিক্ষা বোর্ডকে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির দায়িত্ব থেকে বিরত রাখা হয়।
এদিকে সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) পরিচালিত সরকারি (অন্য মন্ত্রণালয় ও বিভাগভুক্ত) ও বেসরকারি টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন এবং ট্রেইনিং (টিভিইটি) প্রতিষ্ঠানের স্থাপন ও পাঠদান অনুমতি দেবে কারিগরি শিক্ষা বোর্ড।
একাডেমিক স্বীকৃতি দেয়ার ক্ষমতা পেলো কারিগরি বোর্ড
বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অস্থায়ী, অন্য মন্ত্রণালয়ভুক্ত সরকারি প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি ও ট্রেড-স্পেশালাইজ-টেকনোলজি-বিষয়-শিক্ষাক্রম-সংযোজন সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তির দায়িত্ব আগের মতো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে দেয়া হলো।
এর আগে বোর্ড (বিটিইবি) পরিচালিত সরকারি-বেসরকারি টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন এবং ট্রেইনিং প্রতিষ্ঠানের স্থাপন ও পাঠদান অনুমতি এবং একাডেমিক স্বীকৃতি দিতো শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।