SSC | ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | অধ্যায় ৭ | PDF: ব্যবসায় উদ্যোগ বিষয়টি হতে যেকোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য রসায়ন বিষয়টি হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
১। সর্বশেষ জাতীয় ‘শিল্পনীতি’ ঘোষিত হয় কত সালে?
(ক) ২০০৯ (খ) ২০১০
(গ) ২০১১ (ঘ) ২০১২
২। ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে কী বলে?
(ক) উৎপাদন (খ) শিল্প
(গ) চ‚ড়ান্ত পণ্য (ঘ) বৃহৎ শিল্প
৩। শিল্পের উৎপাদন সাধারনত কোন ভিত্তিতে হয়ে থাকে?
(ক) কারখানাভিত্তিক (খ) চাহিদাভিত্তিক
(গ) মূলধনভিত্তিক (ঘ) শ্রমভিত্তিক
৪। শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী?
(ক) সম্পদের সদ্ব্যবহার (খ) বৈদেশিক মুদ্রা অর্জন
(গ) বেকারত্ব দূরীকরণ
(ঘ) অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি
৫। শিল্পকে ব্যাপক অর্থে কয় ভাগে ভাগ করা হয়?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
৬। পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক সকল প্রকার শিল্পকে কোন শিল্প বলে?
(ক) উত্তোলন শিল্প (খ) নির্মাণ শিল্প
(গ) সেবা শিল্প (ঘ) উৎপাদনমুখী শিল্প
৭। কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয় কোন শিল্পের?
(ক) সার (খ) হর্টিকালচার
(গ) নির্মাণ (ঘ) ফুল চাষ
৮। মি. রাজন একটি সিমেন্ট কারখানার মালিক। তার সিমেন্ট কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
(ক) কুটির (খ) বৃহৎ
(গ) সেবা (ঘ) উৎপাদনমুখী
৯। বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদনমুখী শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) দুই (খ) চার
(গ) ছয় (ঘ) আট
১০। পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্পকে কী বলে?
(ক) ক্ষুদ্র শিল্প (খ) কুটির শিল্প
(গ) উৎপাদন শিল্প (ঘ) মাঝারি শিল্প
১১। কুটির শিল্পে স্থ্ায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ কত টাকার নিচে হবে?
(ক) ৪ লক্ষ টাকা (খ) ৫ লক্ষ টাকা
(গ) ৬ লক্ষ টাকা (ঘ) ৭ লক্ষ টাকা
১২। জমি ও করখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লক্ষ টাকার নিচে হলে তাকে কোন শিল্প বলে?
(ক) মাঝারি শিল্প (খ) বৃহৎ শিল্প
(গ) কুটির শিল্প (ঘ) ক্ষুদ্র শিল্প
১৩। কুটির শিল্পে সর্বোচ্চ কতজন জনবল প্রয়োজন?
(ক) ৭জন (খ) ৮জন
(গ) ৯জন (ঘ) ১০জন
১৪। ছোট জয়গা, স্বল্প মুলধন, ব্যক্তিগত নৈপুন্য ও সৃজনশীলতা এবং পারিবারিক সহযোগিতার ওপর ভিত্তি করে কোন শিল্প গড়ে ওঠে?
(ক) কুটির শিল্প (খ) ক্ষুদ্র শিল্প
(গ) নির্মাণ শিল্প (ঘ) মাঝারি শিল্প
১৫। স্কুল ব্যাগ, শিকা কার্পেট কোন শিল্পের অন্তরর্গত?
(ক) হস্ত শিল্প (খ) তাঁত শিল্প
(গ) বস্ত্র শিল্প (ঘ) পাটজাত শিল্প
১৬। কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্পের আওতাভুক্ত কোনটি?
(ক) ফিনাইল (খ) জিপ সেরামত
(গ) কনফেকশনারি (ঘ) ওয়ালম্যাট
১৭। শর্মিলার শিল্পটি কোন ধরনের শিল্প?
(ক) ক্ষুদ্র শিল্প (খ) নিষ্কাশন শিল্প
(গ) কুটির শিল্প (ঘ) সেবা শিল্প
১৮। শর্মিলার সফলতার প্রধান কারণ কী.
(ক) দেশীয় ও বৈদেশিক চাহিদা(খ) কাঁচামালের সহজলভ্যতা
(গ) শ্রমিকের পর্যাপ্ততা (ঘ) পরিবহনের সুবিধা
১৯। যেমন উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান জমি এবং করখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকা মূলধন থাকে তাকে কোন শিল্প বলে?
(ক) ক্ষুদ্র শিল্প (খ) কুটির শিল্প
(গ) বৃহৎ শিল্প (ঘ) মাঝারি শিল্প
২০। সেবামূলক ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে ২৫-৯৯ জন শ্রমিক কাজ করে সেসব শিল্পকে কোন শিল্প বলে?
(ক) কুটির শিল্প (খ) ক্ষুদ্র শিল্প
(গ) মাঝারি শিল্প (ঘ) বৃহৎ শিল্প
উত্তর পত্র
১-খ ২-খ ৩-ক ৪-ঘ ৫-ক ৬-ঘ ৭-ক ৮-ঘ ৯-খ ১০-খ
১১-খ ১২-গ ১৩-ঘ ১৪-ক ১৫-ঘ ১৬-ক ১৭-গ ১৮-ক ১৯-ক ২০-খ
২১। সেবামূলক ক্ষুদ্র শিল্প শ্রমিকের সংখ্যা কত জন?
(ক) ৫-১০জন (খ) ১০-২৫জন
(গ) ২৫-৯৯জন (ঘ) ৫০১০০জন
২২। যে শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মুল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১ কোটির অধিক অধিকন্তু ৩০ কোটি টাকার মধ্যে থাকে সে শিল্পকে কী শিল্প বলে?
(ক) বিপণন শিল্প (খ) ক্ষুদ্র শিল্প
(গ) মাঝারি শিল্প (ঘ) বুহৎ শিল্প
২৩। যে শিক্ষা প্রতিষ্ঠানে ১০০-২৫০ জন শ্রমিক নিয়োজিত থাকে সে শিল্প প্রতিষ্ঠানকে কী শিল্প বলে?
(ক) ক্ষদ্র শিল্প (খ) মাঝারি শিল্প
(গ) বৃহৎ শিল্প (ঘ) বিপণন শিল্প
২৪। নিচের কোনটি বন শিল্পের আওতাভুক্ত?
(ক) ক্রীড়া সামগ্রী (খ) জুতা কারখানা
(গ) কার্পেট (ঘ) মধুশোধন
২৫। ক্ষুদ্র ও কুটির শিল্প কোন ধরনের দেশের অর্থনৈতিক। অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে?
(ক) শিল্পোন্নত দেশের (খ) উন্নত দেশের
(গ) অনুন্নত দেশের (ঘ) উন্নয়নশীল দেশের
২৬। দেশের কত ভাগ শিল্প কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত?
(ক) ৬৬ ভাগ (খ) ৭৬ ভাগ
(গ) ৮৬ ভাগ (ঘ) ৯৬ ভাগ
২৭। ২০১১ সালের জুন মাসে দেশে মোট কুটির শিল্পের সংখ্যা কত ছিল?
(ক) ৯৩, ৬৬০টি (খ) ৬, ৩৬, ৫৯৯টি
(গ) ৭, ৬৯, ৫৭০টি (ঘ) ৬, ৩৬, ৫৭৭টি
২৮। বংলাদেশের মতো উন্নয়ন শীল দেশের অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপুর্ণ ভ‚মিকা পালন করে–
i. কুটির শিল্প ii.ক্ষুদ্র শিল্প
iii.বৃহৎ শিল্প
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯। দেশের ইতিহাস ও ঐতিহ্য লালন এবং বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে–
i. কুটির ii.ক্ষুদ্র
iii.মাঝারি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩০ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:
আয়েশা বেগম তার পরিবারের সদস্যদের নিয়ে এলাকায় উৎপাদিত বেত দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরী করেন।
৩০। আয়েশা বেগমের শিল্পটি কোন ধরনের ?
(ক) বৃহৎ শিল্প (খ) মঝারি শিল্প
(গ) কুটির শিল্প (ঘ) ক্ষুদ্র শিল্প
৩১। জাতীয় অথনীতিতে আয়েশা বেগমের অবদান হলো–
i. কর্মসংস্থান সৃষ্টি
ii.স্থানীয় সম্পদের সদ্ব্যবহার
iii.উদ্যোক্তার প্রতিভা লালন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ প্রথম
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ দ্বিতীয়
MCQ PDF অধ্যায় চতুর্থ:ssc business studies assignment
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
৩২। বাংলাদেশের কুটির শিল্প প্রধানত কী ভিত্তিক?
(ক) মুলধন (খ) সঞ্চয়
(গ) পরিবার (ঘ) শ্রম
৩৩। ক্ষুদ্র ও কুটির শিল্প উৎপাদন ব্যয় কম হওয়ার কারণ কী?
(ক) সহজশর্তে মূলধন পাওয়া যয় বলে
(খ) কাচামাল সহজলভ্য বলে
(গ) পণ্যের চাহিদা থাকে বলে
(ঘ) শ্রমিকের পর্যাপ্ত যোগান রয়েছে বলে
৩৪। শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হলে কার পৃষ্ঠপোষকতা প্রয়োজন?
(ক) উদ্যোক্তার (খ) ব্যাংকের
(গ) সরকারের (ঘ) প্রভাবশালী ব্যক্তির
৩৫। কোন শিল্প দেশের ও গৌরবের প্রতীক?
(ক) ক্ষুদ্র শিল্প (খ) কুটির শিল্প
(গ) মাঝারী শিল্প (ঘ) বৃহৎ শিল্প
৩৬। ক্ষুদ্র ও কুটির শিল্পে সাধারণত পুঁজির যোগান দেয় কে?
(ক) ব্যাংক (খ) সরকার
(গ) উদ্যোক্তা (ঘ) ক্ষুদ্রও কুটির শিল্প সংস্থা
৩৭। কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ৩০ কোটি টাকার অধিক হলে তাকে কোন শিল্প বলে?
(ক) উৎপাদনমুখী বৃহৎ শিল্প (খ) সেবামুলক বৃহৎ শিল্প
(গ) মাঝারী শিল্প (ঘ) ক্ষুদ্র শিল্প
৩৮। সামির একটি চামড়া কারখানা স্থাপন করেছে যেখানে প্রায় ৫০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। সামিরের শিল্পটি কোন ধরনের?
(ক) ক্ষুদ্র শিল্প (খ) মাঝারী শিল্প
(গ) কুটির শিল্প (ঘ) বৃহৎ শিল্প
৩৯। মোট জাতীয় উৎপাদনে ২০১০-২০১১ আর্থিক বছরে ক্ষুদ্র ও কুটির শিল্পে অবদান কত?
(ক) ৫.১৪% (খ) ৫.১৮%
(গ) ৫.২৬% (ঘ) ৫.২৯%
৪০। যে শিল্প প্রতিষ্ঠানে ২৫০ জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকে তাকে কোন শিল্প বলে?
(ক) মাঝারী শিল্প (খ) বৃহৎ শিল্প
(গ) ক্ষুদ্র শিল্প (ঘ) সেবামুলক শিল্প
উত্তর পত্র
২১-খ ২২-গ ২৩-খ ২৪-ক ২৫-ঘ ২৬-ঘ ২৭-ঘ ২৮-ঘ ২৯-ক ৩০-গ
৩১-ঘ ৩২-গ ৩৩-খ ৩৪-গ ৩৫-খ ৩৬-গ ৩৭-ক ৩৮-ঘ ৩৯-ঘ ৪০-খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।