৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি || ধরন ৩ টীকা লিখি || Class 8 Shilpo o Sonskriti 2024, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বই ও গাইড থেকে কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
ধরন ৩ টীকা লিখি ।
রেনেসাঁ
রেনেসাঁ শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম। ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্তরিক মধ্যযুগীয় দীর্ঘ আবদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানবমনের যে আকুলতা, অজানাকে জানার, অচেনাকে চেনার জন্য যে ঐকান্তিক আগ্রহ তারই পরিণতিস্বরূপ যে নবজীবনের সূচনা হয়, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ বলা হয়।
মধ্যযুগের জ্ঞান-বিজ্ঞান, বিশ্বাস সব কিছুই আবর্তিত হতো প্রচলিত ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে। ইউরোপে চতুর্দশ ও পঞ্চদশ শতক থেকে ক্রমেই এই অবস্থার পরিবর্তন ঘটে।
সাধারণ মানুষ যুক্তিতর্ক দ্বারা সবকিছুকে গ্রহণ বা বর্জন করতে উৎসাহী হয়ে উঠে। সবকিছুকেই যাচাই করতে শেখে মানুষ । মানবমনের এই পরিবর্তন বা উন্নয়নই নবজাগরণ বা রেনেসাঁ ।
৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি || ধরন ৩ টীকা লিখি || Class 8 Shilpo o Sonskriti 2024
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
টোন
কাঠ কয়লাকে বলা হয় চারকোল । হালকা থেকে পর্যায়ক্রমে গাঢ় আস্তর দিয়ে পেনসিল ঘষে ঘষে নানা মাত্রায় আলোছায়া নিৰ্ণয় করাকে টোন (tone) বলে। হালকা টোন (light tone) দিয়ে আলো আর গাঢ় টোন (dark tone) দিয়ে অন্ধকার এবং হালকা ও গাঢ় টোনের মাঝামাঝি টোনকে মধ্য টোন ( middle tone) বলে ।
পরিপ্রেক্ষিত
কাছের জিনিস বড় ও স্পষ্ট এবং দূরের জিনিস ছোট বা ঝাপসা এই বিষয়টি ছবিতে ফুটিয়ে তোলার পদ্ধতিকে ছবি আঁকার পরিপ্রেক্ষিত বলে । ছবি আঁকায় দু’ধরনের পরিপ্রেক্ষিত ব্যবহার হয়। যথা— ১. রৈখিক ২. বায়বীয়। রেখার সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে রৈখিক পরিপ্রেক্ষিত বলে । রঙের সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে বায়বীয় পরিপ্রেক্ষিত বলে ।
রৈখিক পরিপ্রেক্ষিত
রেখার সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে রৈখিক পরিপ্রেক্ষিত বলে । এই পদ্ধতিতে চিত্রে কাছের বস্তুটি বড় আর দূরের বস্তুটিকে তুলনামূলক ছোট করে আঁকা হয় । এভাবে চিত্রে দূরত্ব, গভীরতা ইত্যাদিকে ফুটিয়ে তোলা হয় চতুর্দশ শতাব্দীর প্রথমদিকে ইতালীয় রেনেসাঁর বিখ্যাত স্থপতি, শিল্পী ফিলিপ্পো ব্রুনেলেসচি নানাবিধ গবেষণার মধ্যদিয়ে প্রথম রৈখিক পরিপ্রেক্ষিত সম্পর্কে নির্ভুল ধারণা দেন।
বায়বীয় পরিপ্রেক্ষিত
সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে বায়বীয় পরিপ্রেক্ষিত বলে। এই পদ্ধতিতে ছবিতে কাছের বস্তুটির রং গাঢ় এবং স্পষ্ট এবং দূরের বস্তুটির রং ক্রমশ হালকা এবং অস্পষ্ট করে আঁকা হয়।
এভাবে চিত্রে দূরত্ব, গভীরতা ইত্যাদিকে ফুটিয়ে তোলা হয়। ইতালির রেনেসাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী লিওনার্দো দা ভিঞি প্রথম বায়বীয় পরিপ্রেক্ষিতের সঠিক বর্ণনা প্রদান করেন এবং তার অমর শিল্পকর্মগুলোতে এই পদ্ধতিতে সঠিকভাবে ব্যবহার করেন।
পেনসিল স্কেচ
স্কেচ অর্থ খসড়া । পেনসিলে আঁকা খসড়া ছবিকে পেনসিল স্কেচ বলে। পেনসিলের স্কেচের ক্ষেত্রে বিভিন্ন ধরন ও বিভিন্ন রঙের পেনসিল ব্যবহার করা হয়। পেনসিল স্কেচের ক্ষেত্রে পেনসিলে হাতের চাপ ধীরে ধীরে কম থেকে বেশি করে টোন বা রং হালকা থেকে গাঢ় তৈরি করা যায়।
আবার, একটি টোনের উপর কয়েকবার টোন দিয়েও হালকা থেকে গাঢ় টোন তৈরি করা যায়। এভাবে পেনসিল স্কেচ করা যায়। এছাড়াও কলম, চারকোল (কাঠ কয়লা), বিভিন্ন রঙের রং পেনসিল ইত্যাদির সাহায্যেও একই পদ্ধতিতে টোন দিয়ে স্কেচ করা ও ছবি আঁকা যায়।
গ্রাফাইট
গ্রাফাইট এক ধরনের খনিজ পদার্থ যা মাটির পিণ্ড আকারে পাওয়া যায়। পেনসিলের শিষ তৈরি করা হয় গ্রাফাইট দিয়ে। পেনসিলের গ্রাফাইটের পার্থক্য পেনসিলের গায়ে ‘H’, ‘B’, ‘HB’ দিয়ে লিখা থাকে ।
পেনসিলের গায়ে লিখা ‘H’ অক্ষরটি দিয়ে শক্ত (hard) বোঝানো হয়। ‘B’ অক্ষরটি দিয়ে বোঝানো হয় কালো (black) । ‘HB’ অক্ষরটি দিয়ে বোঝানো হয় শক্ত এবং কালো (hard black) উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি। গ্রাফাইট যত নরম (soft) হয় এর মাধ্যমে প্রয়োগ করা রেখাটিও ততই গাঢ় এবং কালো হয় ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।