৮ম শ্রেণি‘র বিজ্ঞান ২০২৪ || সপ্তম ও অষ্টম সেশন || প্রশ্ন উত্তর সহ || Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
সপ্তম ও অষ্টম সেশন
কাজ-৮ যেকোনো আকৃতির একটি চুম্বক নাও, এবার বিভিন্ন পদার্থের কাছে নিয়ে দেখো, কোন ধরনের পদার্থকে চুম্বক আকর্ষণ করে, আর কোন ধরনের পদার্থকে করে না। নিচের ছকে নোট নাও ।
চুম্বক আকর্ষণ করে | চুম্বক আকর্ষণ করে না | ||
বস্তুর নাম | কী দিয়ে তৈরি | বস্তুর নাম | কী দিয়ে তৈরি |
প্রয়োজনীয় সামগ্রী : কাগজ, কলম, স্কেল, অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই, একটি স্থায়ী চুম্বক ।
কাজের উদ্দেশ্য : কোন ধরনের পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং কোন ধরনের পদার্থকে করে না সেগুলো সম্পর্কে জানা ।
৮ম শ্রেণি‘র বিজ্ঞান ২০২৪ || সপ্তম ও অষ্টম সেশন || প্রশ্ন উত্তর সহ
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
কাজের ধরন: একক কাজ ।
কাজের ধারা :
- যেকোনো আকৃতির একটি চুম্বক নিই।
- চুম্বকটিকে বিভিন্ন পদার্থের কাছে নিয়ে দেখি ৷
- লক্ষ করি কোন ধরনের পদার্থ চুম্বককে আকর্ষণ করে আর কোন ধরনের পদার্থ করে না।
- নিছের ছকে নোট নিই ।
চুম্বক আকর্ষণ করে | চুম্বক আকর্ষণ করে না | ||
বস্তুর নাম | কী দিয়ে তৈরি | বস্তুর নাম | কী দিয়ে তৈরি |
পেরেক | লোহা | কাচ | কোয়ার্টজ |
স্পিকার | টাইটানিয়াম | কাগজ | কাঠ |
ব্যাটারি | কোবাল্ট | কাঠ | সেলুলোজ |
কয়েন | নিকেল | প্লাস্টিক | পলিইথিলিন পলিমার |
চাবির রিং | লোহা | কাপড় | সুতা |
কাজের পারদর্শিতার মাত্রা নির্ণয়:
শিখনযোগ্যতা | পারদর্শিতা সূচক(PI) | পারদর্শিতার মাত্রা |
৪.৮.৭ ম্যাক্রো ও মাইক্রো স্কেলে সিস্টেমের উপাদানসমূহের নিয়ত পরিবর্তন ও পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে যে দৃশ্যমান স্থিতাবস্থা সৃষ্টি হয় তা অনুসন্ধান করতে পারা। | ৪.৮.৭.১ ম্যাক্রো/মাইক্রো স্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদানসমূহের চলমান পরিবর্তন চিহ্নিত করছে। | D O Δ |
কাজ-৯] সুচটিকে লোহা বা নিকেলের কাছে নিয়ে দেখো আকর্ষণ করছে কি? তোমাদের পর্যবেক্ষণ লিখে রাখো।
উত্তর : আমরা একটি স্থায়ী চুম্বক এবং একটি সুচ জাতীয় জিনিস নিলাম, যা চুম্বক স্পর্শ করে। এবার সুচটিকে স্থায়ী চুম্বকের একমাথা স্পর্শ করে টেনে শেষ পর্যন্ত নিয়ে গেলাম। এভাবে ২০ বার ঘষতে থাকলাম।
এরপরে সুচের টুকরাটি একটি লোহা বা লোহা জাতীয় পদার্থের কাছে নিয়ে গেলে দেখলাম, সেটিকে স্পর্শ করছে। এর কারণ হচ্ছে সুচের টুকরোটি চুম্বকে পরিণত হয়ে গিয়েছে। কোন চৌম্বক স্পর্শকারী পদার্থকে চুম্বকের সাথে ঘষলে সেটিও পরবর্তীতে চুম্বকে পরিণত হয়। একে ঘর্ষণজাত চুম্বক বলে ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।