৮ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ || সংক্ষেপে উত্তর দাও (প্রথম ও দ্বিতীয় সেশন) | Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
ধরন ২ সংক্ষেপে উত্তর দাও ।
প্রথম ও দ্বিতীয় সেশন।
প্রশ্ন ১। পরিযায়ী পাখি বা অতিথি পাখি বলতে কী বুঝ?
উত্তর : যেসকল পাখি পরিযানে অংশ নেয় অর্থাৎ বিশেষ একটি ঋতুতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাড়ি জমায় এবং নির্দিষ্ট সময় পর ফিরে আসে তাদেরকে পরিযায়ী পাখি বা অতিথি পাখি বলা হয়।
প্রশ্ন ২। দ্রাঘিমা রেখা কাকে বলে?
উত্তর : পৃথিবীর উত্তর-দক্ষিণ বরাবর লম্বালম্বিভাবে অতিক্রম করা রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলে ।
প্রশ্ন ৩। ভৌগোলিক স্থানাঙ্ক বলতে কী বুঝ?
উত্তর : পৃথিবীর যেকোন স্থানের অবস্থান সুনির্দিষ্ট করে জানার জন্য যে স্থানাঙ্ক ব্যবহার করা হয় তাকে ভৌগোলিক স্থানাঙ্ক বলে। যেমন— অক্ষাংশ, দ্রাঘিমাংশ ।
প্রশ্ন ৪। অক্ষরেখা কাকে বলে?
উত্তর : পৃথিবীর মানচিত্রে পূর্ব-পশ্চিম বরাবর বিস্তৃত আড়াআড়ি রেখাগুলোকে অক্ষরেখা বলে ।
প্রশ্ন ৫। গ্লোব কাকে বলে?
উত্তর : গ্লোব হচ্ছে পৃথিবীর গোলাকার একটি মডেল যা পৃথিবীপৃষ্ঠে কোন জায়গার অবস্থান নির্ণয়ে ব্যবহার হয়।
প্রশ্ন ৬। অক্ষাংশ বলতে কী বুঝ?
উত্তর : পৃথিবীর কোন স্থান বিষুবরেখা বা সমাক্ষরেখা থেকে কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তার কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয় ।
প্রশ্ন ৭। দ্রাঘিমাংশ কাকে বলে?
উত্তর : পৃথিবীর কোন একটা স্থান নির্দিষ্ট প্রসঙ্গরেখা থেকে কতটা পূর্ব বা পশ্চিমে অবস্থিত তা যে কোণের সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকে দ্রাঘিমাংশ বলে।
৮ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ || সংক্ষেপে উত্তর দাও (প্রথম ও দ্বিতীয় সেশন)
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
প্রশ্ন ৮। GPS প্রযুক্তি কী?
উত্তর : GPS বা Global Positioning System হচ্ছে খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান জানার প্রযুক্তি । প্রশ্ন ৯। GPS এর পূর্ণরূপ কী?
উত্তর : Global Positioning System |
প্রশ্ন ১০। আহ্নিক গতি কাকে বলে?
উত্তর : সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী ক্রমাগত নিজ অক্ষের উপর ঘুরছে, পৃথিবীর এই ঘূর্ণন গতিকে আহ্নিক গতি বলে ।
প্রশ্ন ১১। আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে?
উত্তর : আন্তর্জাতিক তারিখ রেখা হলো 180° দ্রাঘিমা রেখা যার কোনো পূর্ব বা পশ্চিম থাকে না ।
প্রশ্ন ১২। সময় নির্ণয়ে গ্রিনিচ (Greenwich) মূল মধ্যরেখা বলতে কী বুঝ?
উত্তর : পৃথিবীর যেকোন স্থানের সময় যে মধ্যরেখার সাথে তুলনা করে নির্ণয় করা হয় অর্থাৎ )° দ্রাঘিমা রেখাকে গ্রিনিচ মূল মধ্যরেখা বলে ।
প্রশ্ন ১৩। পরিযায়ী পাখিদের ভ্রমণপথ বা ফ্লাইওয়ে কী?
উত্তর : পরিযায়ী পাখিরা পরিযানের সময় বিশাল দূরত্ব অতিক্রম করার জন্য যে নির্দিষ্ট অঞ্চল বা রাস্তা ব্যবহার করে তাকে ভ্রমণপথ বা ফ্লাইওয়ে বলে।
প্রশ্ন ১৪। East Asian – Australasian কী?
উত্তর : বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ জুড়ে বিস্তৃত পাখিদের ভ্রমণপথ যাতে প্রায় ৫ কোটি পাখি পরিযান করে থাকে ।
প্রশ্ন ১৫। পরিযায়ী পাখিরা সাধারণত প্রজনন ও বাসা বাঁধার কাজটি কোথায় করে থাকে? কোন অঞ্চলে করে থাকে?
উত্তর : তাদের আদি আবাসস্থল সাইবেরিয়া বা তুন্দ্রা অঞ্চলে ।
প্রশ্ন ১৬। পরিযায়ী পাখিদের পরিযানের প্রধান সময় কোনটি?
উত্তর : শীতের শুরুতে, অক্টোবর নভেম্বরে ।
প্রশ্ন ১৭। পৃথিবীর বার্ষিক গতি কাকে বলে?
উত্তর : পৃথিবীর ৩৬৫ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে যার প্রভাবে ঋতু পরিবর্তন হয়, পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলা হয় ।
প্রশ্ন ১৮। মেরু অঞ্চল বা তুন্দ্রা অঞ্চলে সূর্যালোক সাধারণত কিভাবে পড়ে?
উত্তর : মেরু অঞ্চল বা তুন্দ্রা অঞ্চলে সূর্যালোক তির্যকভাবে পড়ে তাই বছরের অধিকাংশ সময় ঠাণ্ডা বা কম তাপমাত্রা বিরাজকরে ।
প্রশ্ন ১৯। বিভিন্ন ভৌগোলিক অঞ্চল কেন সৃষ্টি হয়?
উত্তর : বিভিন্ন প্যাটার্নে সূর্যালোক বিকিরণের কারণে ।
প্রশ্ন ২০। ২১ শে জুন ২৪ ঘণ্টাই দিন থাকে কোন অঞ্চলে? উত্তর : উত্তর মেরুরেখা ঘেরা উত্তরের এলাকায় সর্বক্ষণ সূর্যালোক বিদ্যমান থাকায় ২৪ ঘণ্টাই দিন থাকে ২১ শে জুন।
প্রশ্ন ২১। চুম্বক কী?
উত্তর : চুম্বক হলো একটি বিশেষ ধাতব টুকরা বা বস্তু যা নিকেল, কোবাল্ট, লোহা প্রভৃতি পদার্থকে আকর্ষণ করে।
প্রশ্ন ২২। কম্পাস কী?
উত্তর : কম্পাস হলো দিক নির্ণয়কারী একটি যন্ত্র যা চৌম্বককে কাজে লাগিয়ে দিক নির্দেশনা করে।
প্রশ্ন ২৩। কম্পাসের চৌম্বক দন্ডটি উত্তর-দক্ষিণে মুখ করে থাকেকেন?
উত্তর : পৃথিবীর চৌম্বকত্বের কারণে এমনটি হয়ে থাকে।
প্রশ্ন ২৪। প্রথম কবে কম্পাস ব্যবহৃত হয়েছিল?
উত্তর : খ্রিস্টের জন্মের প্রায় দুশ বছর আগে প্রথম কম্পান ব্যবহৃত হয়েছিল।
প্রশ্ন ২৫। চুম্বকের উৎস কী?
উত্তর : চুম্বক প্রাকৃতিকভাবেও পাওয়া যায়, কৃত্রিমভাবেও তৈরি করা যায়।
প্রশ্ন ২৬। পৃথিবীর চৌম্বক রেখাগুলো পরিযায়ী পাখিরা কিসের সাহায্যে বুঝতে পারে?
উত্তর : চোখের রেটিনার উপরে তৈরি হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র চৌম্বক কণা দিয়ে পরিযায়ী পাখিরা পৃথিবীর চৌম্বক রেখাগুলো বুঝতে পারে।
প্রশ্ন ২৭। বাস্তুতন্ত্র বলতে কী বুঝ?
উত্তর : একটি নির্দিষ্ট অঞ্চলের জীব ও জড় পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও আদান প্রদানের মাধ্যমে যে সম্পর্ক গড়ে উঠে তাকে বাস্তুতন্ত্র বলে ।
৮ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ || সংক্ষেপে উত্তর দাও (প্রথম ও দ্বিতীয় সেশন)
প্রশ্ন ২৮। পরিযায়ী পাখি রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন কি শাস্তি প্রদান করতে পারে?
উত্তর : সর্বোচ্চ শাস্তি হিসেবে ২ বছরের কারাদণ্ড অথবা ২ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন ।
প্রশ্ন ২৯। বাংলাদেশে পরিযায়ী পাখিদের ভূমিকা কী?
উত্তর : প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে।
প্রশ্ন ৩০। বাংলাদেশে প্রায় কত প্রজাতির পরিযায়ী পাখি পরিযান করে থাকে?
উত্তর : বাংলাদেশে প্রায় ১৭৬টি প্রজাতির পাখি প্রতিবছর পরিযান করে থাকে।
যায়?
প্রশ্ন ৩১। পরিযায়ী পাখিরা কোন সময় বাংলাদেশ থেকে চলে
উত্তর : শীতের শেষে বা মার্চ-এপ্রিলের দিকে এসব পরিযায়ী পাখি বাংলাদেশ ত্যাগ করে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।