৮ম শ্রেণির ইসলাম শিক্ষা শিরক থেকে নিজেকে দূরে রাখার উপায় | Class 8 Islam Shikkha : অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
শিরক থেকে নিজেকে দূরে রাখার উপায়
শিরক থেকে নিজেকে দূরে রাখার জন্য যেসব উপায় অবলম্বন করা যায়। তা হলো-
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
১. কোন কথা, কাজ ও আচরণে শিরক হয়, তা জানতে হবে এবং সেসব বিষয় পরিত্যাগ করতে হবে।
২. শিরক থেকে মুক্ত থাকার জন্য আল্লার কাছে প্রার্থনা করা। এক্ষেত্রে বিভিন্ন দোয়া পাঠ করা যায়। যেমন— “আউযুবিল্লাহি |
৩. শিরক হতে পারে এমন কল্পনা মন থেকে দূর করা।
মিনাশ শাইতানির রাজিম” ও অন্যান্য দোয়া।
৪. হৃদয়কে আল্লাহর ক্ষমতা ও গুণাবলিসহ শরিয়তের বিভিন্ন বিষয়ে দ্বিধাগ্রস্ত করতে পারে এমন বই পড়া ও সিনেমা, নাটক দেখা, মঞ্চনাটক দেখা ইত্যাদি বর্জন করা ।
৫. ইসলামি সাহিত্য ও কুরআন হাদিস নিয়মিত অধ্যয়ন করা।
৬.আলেম ওলামা ও সৎ বন্ধুদের সংস্পর্শে থাকা ।
৭.ইসলামের মৌলিক ইবাদাতগুলো সঠিকভাবে আদায় করা।
৮.বেশি বেশি দরুদ ও চার কালেমা পাঠ করা।
৯.আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা।
১০. বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা ।
কাজ-২৮ এর পারদর্শিতার মাত্রা নির্ণয়
পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
D | O | Δ | |
৯১.৮.১.৩
বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে নৈতিকভাবে দৃঢ় রাখছে। |
ইসলামের নির্দেশনা শনাক্ত করে জোড়ায়, বাড়ির কাজের মাধ্যমে নিজের দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি দূর করছে। | ইসলামের নির্দেশনাগুলো ব্যাখ্যা- বিশ্লেষণ করে একক কাজ, বাড়ির কাজের মাধ্যমে দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি দূর করছে। | ইসলামের নির্দেশনাগুলো দলগত কাজ, প্রতিফলন ডায়েরি লিখনের মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণ করেছে । |
কাজ-২৯ ইসলামের মৌলিক আকিদা সম্পর্কে নিজের অগ্রগতি নিয়মিত যাচাইকরণ চেকলিস্ট।
কাজের ধরন : একক কাজ
কাজের নির্দেশনা/ধারা :
- প্রিয় শিক্ষার্থী, নিচে প্রদত্ত চেক লিস্ট/কার্ডটি তোমরা নিয়মিত পূরণ করে রাখবে।
- শিক্ষক চাইলে এর সাথে আরও কিছু কার্যক্রম যোগ করতে পারেন ।
- তোমরা এটি পূরণ করে প্রতি মাসে শিক্ষকের কাছে জমা দিবে।
- শিক্ষক তোমাদের এ কার্যক্রম মূল্যায়ন করবেন।
নাম : | রোল/আইডি : | মাসের নাম : | |||
কার্যক্রম | অগ্রগতি সন্তোষজনক | অগ্রগতি
মোটামুটি |
চর্চা শুরু করেছি | চর্চা শুরু করা হয়নি | মন্তব্য |
আসমাউল হুসনার শিক্ষা নিজ জীবনে বাস্তবায়ন | |||||
রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসা কাজের মাধ্যমে প্রকাশ | |||||
আখিরাতে প্রতি ইমানবিষয়ক পাঠ থেকে সামাজিক ও মানবিক গুণাবলি অর্জন | |||||
তাকদিরের ভালোমন্দের প্রতি ইমানবিষয়ক পাঠের
শিক্ষা বাস্তবায়ন |
|||||
রাসুলুল্লাহ (সা.)-এর উম্মাত হিসেবে ভালো কাজ সম্পাদন | |||||
শিরক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য গৃহীত পদক্ষেপ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।