হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৪৭-৪৮ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪৭. আহম্মদ্ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
ক্রমিক নং বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
১. শেয়ার মূলধন (৩,০০০ শেয়ার) ৩,০০,০০০
২. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ৩৮,০০০
৩. যন্ত্রপাতি ২,৮৬,০০০
৪. প্রথমিক খরচ ৮০,০০০
৫. বেতন ৩০,০০০
৬. মজুরি ও শিক্ষানবিশ সেলামি ১৮,০০০ ৪,০০০
৭. ক্রয় ও বিক্রয় ১,৯০,০০০ ৩,৪০,০০০
৮. ঋণপত্রের অবহার ১২,০০০
৯. ভাড়া ২০,০০০
১০. বাট্টা ২,৫০০
১১. মজুদ পণ্য (১/১/১৬) ৩৩,৫০০
১২. দাবিহীন লভ্যাংশ ২,০০০
১৩. সংরক্ষিত মুনাফা ২৫,০০০
১৪. বিজ্ঞাপন ১৬,০০০
১৫. ৫% ঋণপত্র (১/৭/১৬) ৫০,০০০
১৬. ১০% বিনিয়োগ (১/৭/১৫) ১,০০,০০০
১৭. সাধারণ সঞ্চিতি ১,০০,০০০
৮,২৩,৫০০ ৮,২৩,৫০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ পণ্য ৫৫,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। বিনামূল্যে পণ্য বিতরণ ২,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচের ১/৪. অংশ অবলোপন করো। রর. ঋণপত্রের অবহারের ১/২. অংশ চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করতে হবে এবং প্রাথমিক খরচের ১/৪. অংশ অবলোপন করতে হবে। শিক্ষানবিশ সেলামি দুই বছরের জন্য পাওয়া গিয়েছে। ররর. আয়কর বাবদ ২০,০০০ টাকা রাখতে হবে। রা. যন্ত্রপাতির ওপর ১০% অবচয় ধার্য করো।
ক. বিনিয়োগ ও ঋণপত্রের ওপর সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট মুনাফা ১,৫৫,৫০০ টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
২. সুন্দরবন লি.-এর প্রতিটি ১০. টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির রেওয়ামিলটি নিæরূপ−
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (১০. টাকা মূল্যের ১০,০০০) ১,০০,০০০
সঞ্চিতি তহবিল ১০,০০০
ভ‚মি ও দালানকোঠা ২,০০,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ৫,০০০
ক্রয় ও বিক্রয় ১,৫০,০০০ ৩,০০,০০০
বেতন ১৫,০০০
১০% ঋণপত্র ২০,০০০
দেনাদার ও পাওনাদার ২৫,০০০ ১০,০০০
শেয়ার অবহার ৫,০০০
লভ্যাংশ প্রদান ১৫,০০০
আয়কর ও আয়কর সঞ্চিতি ৩,০০০ ২০,০০০
রক্ষিত আয় বিবরণীর জের ৪০,০০০
প্রাথমিক খরচ ২৭,০০০
নগদ তহবিল ৫,০০০
যন্ত্রপাতি ৫০,০০০
৫,০০,০০০ ৫,০০,০০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। রর. বকেয়া বেতন ৫,০০০ টাকা। ররর. শেয়ার মূলধনের ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে। রা. নিট লাভের ৫,০০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে।
ক. অবাস্তব সম্পদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. নিট লাভ ১,৩৮,০০০ টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. উক্ত তারিখে কোম্পানির মোট দায়ের বিবরণী তৈরি করো। ৪
খ বিভাগ
৩. ব্লাক ও হোয়াইট একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাদের লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত ২. ঃ ১। ২০১৬. সালের ১. জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ব্লাক ৮০,০০০ টাকা এবং হোয়াইট ৫০,০০০ টাকা। অংশীদারদের বার্ষিক উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ২,০০০ টাকা এবং ১,০০০ টাকা। অংশীদারদের মূলধনের ওপর ১০% সুদ ধরতে হবে। ব্লাক প্রতি মাসে ২,০০০ টাকা বেতন পাবে। বণ্টনযোগ্য মুনাফার ওপর ব্লাক ৫% কমিশন পাবে। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর কারবারের মুনাফা হয়েছিল ৪৫,০০০ টাকা।
ক. ব্লাক-এর কমিশনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. অংশীদারদের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৪. যমুনা কোম্পানি লি. প্রতিটি ১০. টাকা মূল্যের ১৫,০০০ শেয়ারে বিভক্ত মোট ১,৫০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। প্রতি শেয়ার ২. টাকা অধিহারে ১০,০০০ শেয়ার বিলির উদ্দেশ্যে প্রচার করে। কোম্পানি ১২,০০০ শেয়ারের আবেদনপত্র পায় এবং পূর্ণমূল্য আদায়কৃত। অতিরিক্ত আবেদনপত্র ফেরত দেয়া হয় এবং ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বিলি করা হয়।
ক. সংরক্ষিত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৫. শরমিন কারবাইড কোম্পানি লি.-এর উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাদি নিচে দেয়া হলো:
কাঁচামাল ৩৭,০০০
মজুরি ২৫,৪০০
কারখানার উপরি খরচ ৫,৭০০
প্রশাসনিক উপরি খরচ ৫,১০০
উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে উক্ত কোম্পানির ভবিষ্যতে উৎপাদিত পণ্যের কাঁচামাল খরচ ১২,০০০ টাকা এবং প্রত্যক্ষ মজুরি ১১,০০০ টাকা। বিক্রয় মূল্যের ওপর ২০% লাভে পণ্য বিক্রয় করা হয়। উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার ৭.৪৯%।
ক. মজুরির সাথে কারখানা উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। ২
খ. উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. দরপত্র মূল্য বিবরণী প্রস্তুত করো। ৪
৬. আলফা কোম্পানি লি.-এর ২০১৬. সালের জানুয়ারি মাসের তথ্যাবলি নিæে দেয়া হলো:
২০১৬
জানু. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৮০ টন, প্রতি টন ২৫০ টাকা
” ৭ কাঁচামাল ক্রয় ২৭০ টন, প্রতি টন ২২০ টাকা
” ১৫ ইস্যু ১৭০ টন
” ২২ কাঁচামাল ক্রয় ২২০ টন, প্রতি টন ২২৫. টাকা
” ২৮ ইস্যু ২৬০ টন
ক. গ্রহণকৃত (প্রারম্ভিক জেরসহ) কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. আগের মাল আগে ছাড়া (ঋওঋঙ) পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. পরের মাল আগে ছাড়া (খওঋঙ) পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
৭. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত তথ্যাদি নিচে দেয়া হলো−
ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন ১০. একক।
ঘণ্টা প্রতি নিয়মিত মজুরি ৫. টাকা।
অনুমোদিত মজুরি:
প্রমাণ উৎপাদনের নিæে কার্যকারের ৮০%
প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্য হারের ১৪০%
প্রমাণ উৎপাদনের সমান কার্যহারের ১২০%
সপ্তাহে প্রমাণ শ্রম ঘণ্টা ৪৮. ঘণ্টা।
প্রকৃত উৎপাদন: ‘ক ৬২০ একক, ‘খ’ ৪৩০ একক ‘গ’ ৪৮০ একক।
ক. সপ্তাহে প্রমাণ উৎপাদন ও নিয়মিত মজুরির হার নির্ণয় করো। ২
খ. দক্ষতা ভিত্তিক মজুরির হার নির্ণয় করো। ৪
গ. শ্রমিকদের মোট মজুরির পরিমাণ নির্ণয় করো। ৪
৮. ঢ ঈড় খঃফ.-এর দু’বছরের উদ্বর্তপত্র নিচে দেয়া হলো−
২০১৬ ২০১৫
নগদ ১৩,০০০ ৮,০০০
চলতি সম্পদ (নগদ ব্যতীত) ৮৩,০০০ ৫৬,০০০
দীর্ঘমেয়াদী বিনিয়োগ ১০,০০০ ৫৩,০০০
যন্ত্রপাতি ৩,৩৫,০০০ ২,১৫,০০০
মোট সম্পদ ৪,৪৩,০০০ ৩,৩৪,০০০
অবচয় সঞ্চিতি ২০,০০০ ৪০,০০০
চলতি দায় ৪০,০০০ ২২,০০০
দীর্ঘমেয়াদী ঋণ ৭৫,০০০
শেয়ার মূলধন ২,৫৪,০০০ ২,৫৪,০০০
সংরক্ষিত আয় ৫৬,০০০ ২০,০০০
মোট দায় ও ইক্যুটি ৪,৪৫,০০০ ৩,৩৬,০০০
অন্যান্য তথ্যাবলি: র. নগদ লভ্যাংশ প্রদান ১০,০০০ টাকা, রর. নিট আয় ৪৬,০০০ টাকা, ররর. যন্ত্রপাতি বিক্রয় ৮,০০০ টাকা যার ক্রয়মূল্য ও অবচয় মূল্য ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪৮,০০০ টাকা। রা. যন্ত্রপাতির অবচয় ২৮,০০০ টাকা, া. যন্ত্রপাতি ক্রয় ১,৮০,০০০ টাকা।
ক. যন্ত্রপাতি বিক্রয় জনিত ক্ষতি নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. বিনিয়োগ ও অর্থসংস্থানজনিত কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় পূর্বক একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্ততু করো। ৪
৯. সবুজ লিমিটেড-এর তথ্যাদি নিচে দেয়া হলো−
মজুদ পণ্য ৩,০০,০০০
বিবিধ দেনাদার ১,৬০,০০০
নগদ তহবিল ৩০,০০০
বিবিধ পাওনাদার ৫০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৪৫,০০০
বছরে বিক্রয়ের পরিমাণ ২,০০,০০০ টাকা এবং লাভের হার বিক্রয়ের ২০%।
ক. নিট লাভ অনুপাত নির্ণয় করো। ২
খ. চলতি ও ত্বরিত অনুপাত নির্ণয় করো। ৪
গ. কার্যকরী মূলধন অনুপাত ও মজুদ আবর্তন নির্ণয় করো। ৪
১০. ঢাকা ক্লাবের প্রাপ্তি-প্রদান হিসাব নিচে দেয়া হলো−
প্রাপ্তি টাকা প্রদান টাকা
উদ্বৃত্ত (১-১-২০১৬) ১১,০০০ বেতন ১২,০০০
চাঁদা ৩০,০০০ সাধারণ খরচাবলি ২,০০০
ভাড়া ৬,০০০ আসবাবপত্র ২০,০০০
পুরাতন খবএরর কাগজ বিকত্থয় ২,০০০ বৈদ্যুতিক খরচ ১,০০০
নাটঞ্ঝানু”¤াএনর টিকিট বিকত্থয় ১৩,০০০ মেরামত ২,০০০
ভর্তি ফিস ১০,০০০ নাটক খরচ ৭,০০০
সাময়িক পত্রপত্রিকা ২,০০০
মনিহারি ৬,০০০
উদ্বৃত্ত (৩১.১২.১৬) ২০,০০০
৭২,০০০ ৭২,০০০
২০১৬. সালের ১. জানুয়ারি তারিখের ক্লাবের অন্যান্য উদ্বৃত্ত ছিল:
দালানকোঠা ৮০,০০০ টাকা আসবাবপত্র ৩৫,০০০ টাকা ১০% ঋণপত্র ৩০,০০০ টাকা, বিনিয়োগ ১৫,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি: র. বেতন ১,৫০০ টাকা এবং সাধারণ খরচাবলি ৮০০ টাকা বকেয়া রয়েছে। রর. চলতি বছরের চাঁদা ৫,০০০ টাকা অনাদায়ী রয়েছে। ররর. দালানকোঠার ওপর ৫% এবং আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করো।
ক. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ২
খ. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর সমাপ্ত বছরের আয়-ব্যয় হিসাব তৈরি করো। ৪
গ. উক্ত তারিখের একটি উদ্বর্তপত্র তৈরি করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১১সালমা ট্রেডিং-এর ব্যয় সংক্রান্ত তথ্যাদি নিচে দেয়া হলো:
বিক্রয় ২,৫০,০০০ টাকা
পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের ৮০%
স্থিরব্যয় ৩০,০০০ টাকা
ক. সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। ২
খ. নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। ৪
গ. নিট লাভের পরিমাণ নির্ণয় করো। ৪.
] সমাধান ও উত্তর : মেইড ইজি উত্তরপত্র বইয়ের ৬৪৬. পৃষ্ঠার ৪৭. নং দ্রষ্টব্য।
কুমিলা বোর্ডের শীর্ষস্থানীয় কলেজের ২০১৭. সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র
৪৮. কুমিল্লা সরকারি সিটি কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. মুন কোম্পানি লি.-এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখের প্রস্তুতকৃত রেওয়ামিল নিæরূপ :
বিবরণ টাকা বিবরণ টাকা
পণ্ঠারজ্ঞি¿ক মজুদ পণঞ্ঝ ১৮,০০০ শৈয়ার মƒলধন (পণ্ঠতিটি ১০.
পণঞ্ঝ কত্থয় ৬০,০০০ টাকা কএর ১০,০০০ শৈয়ার) ১,০০,০০০
আ¯¦ঃএফরত ১০,০০০ শৈয়ার অধিহার ১০,০০০
মজুরি ৬,০০০ পণঞ্ঝ বিকত্থয় ১,২০,০০০
বৈতন (১৫. মাস) ১২,০০০ ৬% ঋণপষ্ণ ১২,০০০
বিæাপন (৪. বছর) ১৪,০০০ সাধারণ সম্ফিতি ১০,০০০
আয়কর ৪,০০০ বহিঃএফরত ৫,০০০
বঞ্ঝাংক জমা ১২,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব ২০,০০০
১০% বিনিএয়াগ (১.৪.১৬) ২০,০০০
আসবাবপষ্ণ ৫,০০০
য¯্যপাতি ৫০,০০০
ইজারা সজ্ঞক্সল্ফি (১০. বছর) ২০,০০০
সুনাম ৬,০০০
২,৫৭,০০০ ২,৫৭,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৩৫,০০০ টাকা, বাজারমূল্য ৪০,০০০ টাকা। ২. বিনামূল্যে পণ্য বিতরণ ২,০০০ টাকা। ৩. মজুরি বকেয়া ৪,০০০ টাকা। ৪. স্থায়ী সম্পত্তির ওপর ৫% অবচয় ধরো। ৫. সুনাম অধিহারের সাথে সমন্বয় করতে হবে।
ক. বিজ্ঞাপন খরচ ও বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট লাভ নির্ণয় করো। ৪
গ. নিট লাভ নির্ণয় করো। ৪
২. মাছরাঙা লিমিটেড কোং-এর ৩১. ডিসেম্বর ২০১৬. তারিখের রেওয়ামিল :
রেওয়ামিল
৩১. ডিসেম্বর ২০১৬
বিবরণ টাকা বিবরণ টাকা
পণ্ঠারজ্ঞি¿ক মজুদ পণঞ্ঝ ২২,০০০ পণঞ্ঝ বিকত্থয় ১,১৬,০০০
বৈতন ৩০,০০০ শৈয়ার মƒলধন ৩,০০,০০০
পণঞ্ঝ কত্থয় ৭৬,০০০ পণ্ঠএদয় হিসাব ২৯,০০০
দালানএকাঠা ২,০০,০০০ আয়কর সম্ফিতি ৭,০০০
বিনিএয়াগ ৫০,০০০ অব¥িŸত মুনাফা ১,০০,০০০
আসবাবপষ্ণ ১,০০,০০০ সাধারণ সম্ফিতি তহবিল ১০,০০০
বঞ্ঝাংক জমা ৩৬,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব ৩০,০০০
অফিস সরবরাহ ৩,০০০
আয়কর ৫,০০০
ভাড়া (১০. মাস) ১০,০০০
৫,৬২,০০০ ৫,৬২,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ টাকা। ২. অফিস সরবরাহ ৫০০ টাকা অব্যবহৃত রয়েছে। ৩. শেয়ার মূলধনের ওপর ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৪. সঞ্চিতি তহবিল ১২,০০০ টাকায় উন্নীত করো।
ক. বকেয়া ভাড়া নির্ণয় করো। ২
খ. নিট লাভ ১৩,৫০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
গ. ৩১. ডিসেম্বর ২০১৬. তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
খ বিভাগ
৩. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত মোহনা ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæে প্রদত্ত হলো :
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (০১-০১-১৬) ২০,০০০ বেতন ২০,০০০
চাঁদা : ভাড়া ১৮,৫০০
২০১৫ ৩,০০০ আসবাবপত্র ৮,০০০
২০১৬ ৩৮,৫০০ মনিহারি ৬,৫০০
২০১৭ ১,৫০০ ৪৩,০০০ উদ্বৃত্ত (৩১-১২-১৬) ৪৪,০০০
লকার ভাড়া ৪,০০০
অনুদান ৩০,০০০
৯৭,০০০ ৯৭,০০০
২০১৬. সালের ১. জানুয়ারি ক্লাবের অন্যান্য সম্পদ : খেলার সরঞ্জাম ৪০,০০০ টাকা, আসবাবপত্র ৪৮,০০০ টাকা।
অন্যান্য তহবিল : ১. ক্লাবের মোট সদস্য ৪০০ জন এবং জনপ্রতি বার্ষিক চাঁদা ১০০ টাকা। ২. লকার ভাড়া বকেয়া ২,০০০ টাকা। ৩. প্রাপ্ত অনুদানের ১/৩. অংশ দিয়ে বৃত্তি তহবিল গঠন করো। অবশিষ্ট অংশ মুনাফা জাতীয় ধরতে হবে।
ক. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ২
খ. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে আয় ব্যয় বিবরণী তৈরি করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৪. স্যামসাং কোং লি. প্রতিটি ১০. টাকা মূল্যের ৫,০০,০০০ সাধারণ শেয়ার নিয়ে গঠিত হয়। কোম্পানি ৪,০০,০০০ শেয়ার ২. টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করে। কোম্পানি ২৪,০০,০০০ টাকা মূল্যের একটি দালান ক্রয় করে এর মূল্য বাবদ ২,০০,০০০ শেয়ার ইস্যু করে। অবশিষ্ট শেয়ারগুলোর জন্য ২,২০,০০০ শেয়ারের আবেদন পেল এবং শেয়ারগুলো যথারীতি বণ্টিত হলো ও অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হলো।
ক. দালান ক্রয় বাবদ অধিহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানি বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৫. জসিম, সাগর ও নয়ন একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার, ২০১৬. সালের ১. জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল জসিম ৬৫,০০০ টাকা, সাগর ৪০,০০০ টাকা এবং নয়ন ২৫,০০০ টাকা। অংশীদারগণ তাদের মূলধন অনুপাতে লাভ-লোকসান ভোগ করে থাকে। ব্যবসায়ের সার্বক্ষণিক কাজের জন্য সাগর ও নয়ন প্রতি মাসে ৬০০ টাকা ও ৭০০ টাকা বেতন পাবে। বছরের মাঝামাঝি সাগর ১০,০০০ টাকা কর্জ স্বরূপ ব্যবসায়ে এনেছিল। ভবিষ্যত মুনাফার প্রত্যাশায় তারা সকলে প্রতি মাসের শেষ তারিখে ৫০০ টাকা করে উত্তোলন করেছে। মূলধনের ওপর ১০% সুদ ধরতে হবে।
উপরিউক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে ব্যবসায়ে লাভের পরিমাণ ছিল ৪০,০০০ টাকা।
ক. লাভ-ক্ষতি বণ্টন অনুপাত ও ঋণের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-ক্ষতি আবণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। ৪
৬. আলাল ও দুলাল স্টার লাইন কোম্পানির দুজন কর্মচারী। তাদের ২০১৬. সালের জানুয়ারি মাসের মূল মজুরি অন্যান্য ভাতা এবং কর্তন সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ :
বিবরণ আলাল দুলাল
শ্রম ঘণ্টা ২০০ ঘণ্টা ২৫০ ঘণ্টা
মূল মজুরি ২,০০০ টাকা ২,৫০০ টাকা
ছুটির দিনের ভাতা ২০০ টাকা ২৫০ টাকা
যাতায়াত ভাতা (মূল মজুরির) ১০% ২০%
ওভারটাইম ২০ ঘণ্টা ২৫. ঘণ্টা
প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান ১০% ১০%
প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান ৫% ৫%
আয়কর ১০০ টাকা ১০০ টাকা
মজুরি অগ্রিম বাবদ কর্তন ২০০ টাকা ৩০০ টাকা
ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ।
ক. ওভারটাইম মজুরির পরিমাণ কত? ২
খ. কর্মচারীদের মোট উপার্জনের পরিমাণ কত? ৪
গ. কর্মচারীদের জানুয়ারি মাসের নিট মজুরির পরিমাণ কত? ৪
৭. নিচের তথ্যগুলো ঢাকা কোং লি.-এর ২০১৬. সালের জুন মাস সংক্রান্ত :
বিবরণ টাকা
উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ (১০,০০০ একক) ৯০,০০০
কাঁচামাল ক্রয় ৫,১৪,২০০
প্রত্যক্ষ মজুরি ২,১০,০০০
কারখানা উপরিখরচ প্রত্যক্ষ মজুরির ১০% হারে
প্রশাসনিক উপরিখরচ ১,৮০,০০০
বিক্রয় বিতরণ খরচ বিক্রয়ের ওপর ১০% হারে
উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ (২০,০০০ একক)
বিক্রয় একক (৯০,০০০ একক) ১৩,২০,০০০
ক. উৎপাদিত এককের পরিমাণ কত? ২
খ. মোট ব্যয়ের পরিমাণ কত? ৪
গ. মুনাফার পরিমাণ কত? ৪
৮. নিচের উদ্দীপকটি পড় এবং তৎসংলগ্ন প্রশ্নগুলোর সমাধান করো :
নিæে তমাল কোম্পানি লিমিটেডের আয়-ব্যয় বিবরণী দেয়া হলো :
তমাল কোম্পানি
আয় বিবরণী
৩১. ডিসেম্বর ২০১৬
বিবরণ টাকা টাকা
বিক্রয় ৭৭,০০,০০০
বিক্রীত পণ্যের ব্যয় :
প্রারম্ভিক মজুদ ১৯,০০,০০০
ক্রয় ৪৪,০০,০০০
বিক্রয়যোগ পণ্য ৬৩,০০,০০০
সমাপনী মজুদ পণ্য ১৪,০০,০০০
বিক্রীত পণ্যের ব্যয় ৪৯,০০,০০০
মোট আয় ২৮,০০,০০০
পরিচালন ব্যয় ১১,০০,০০০
নিট আয় ১৭,০০,০০০
অতিরিক্ত তথ্যাদি : ১. চলতি বছর প্রাপ্য হিসাবের ৩,৫০,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে, পক্ষান্তরে মজুদ পণ্য ৫,০০,০০০ টাকা হ্রাস পেয়েছে। ২. চলতি বছরে অগ্রিম খরচাবলি ২,৫০,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ৩. চলতি বছরে প্রদেয় হিসাব ২,৪০,০০০ টাকা হ্রাস পেয়েছে। ৪. চলতি বছরে বকেয়া খরচাবলি হ্রাস পেয়েছে ১,০০,০০০ টাকা। ৫. পরিচালন ব্যয়ের মধ্যে অবচয় ৯০,০০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
ক. প্রাপ্য হিসাবের বিপরীতে নগদ অর্থ প্রাপ্তির পরিমাণ। ২
খ. সরবরাহকারীদের নগদ প্রদানের পরিমাণ ও পরিচালনা সংক্রান্ত খরচের জন্য নগদ প্রদান। ৪
গ. প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করে নগদ প্রবাহ বিবরণীর পরিচালনা সংক্রান্ত কার্যাবলির অংশটুকু প্রস্তুত করো। ৪
৯. হালিম গ্র“প এর ব্যয় তথ্য নিæরূপ :
বিক্রয় মূল্য (প্রতি একক) ৪৭. টাকা।
পরিবর্তনশীল ব্যয় (প্রতি একক) ৩৫. টাকা
স্থায়ী ব্যয় ২,৪০,০০০ টাকা।
আনুমানিক বিক্রয় ২৫,০০০ একক।
ক. এককপ্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত? ২
খ. সমচ্ছেদ বিক্রয় একক ও সমচ্ছেদ বিক্রয় টাকায় কত হবে? ৪
গ. যদি বিক্রয় মূল্য ২. টাকা কমে যায় তখন সমচ্ছেদ বিক্রয় একক কত হবে? ৪
১০. সুরমা লিমিটেডের আর্থিক তথ্যাবলি নিæরূপ দেওয়া হলো :
দায় ও শৈয়ার মƒলধন টাকা সজ্ঞক্সল্ফিসমহ টাকা
সাধারণ শৈয়ার মƒলধন ২,৫০,০০০ র্’ায়ী সজ্ঞক্সদ ৩,০০,০০০
অগণ্ঠাধিকার শৈয়ার মƒলধন ১,০০,০০০ সমাপনী মজুদ পণঞ্ঝ ২৫,০০০
সাধারণ সম্ফিতি ৫০,০০০ পণ্ঠাপঞ্ঝ হিসাব ১,০০,০০০
১০% ঋণপষ্ণ ২৫,০০০ হাএত নগদ ২০,০০০
পণ্ঠএদয় হিসাব ৫০,০০০ পণ্ঠা^মিক খরচাবলি ৫,০০০
পণ্ঠএদয় বিল ১০,০০০ বিলজ্ঞিঙ্কত বিæাপন ১০,০০০
বঞ্ঝাংক জমাতিরিন্ঠ ১৫,০০০ পণ্ঠাপঞ্ঝ বিল ৪০,০০০
৫,০০,০০০ ৫,০০,০০০
উক্ত বছরের মোট বিক্রয় ৫,০০,০০০ টাকা, মোট লাভ ১,৫০,০০০ এবং নিট লাভ ৭৫,০০০ টাকা।
ক. কোম্পানির বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট লাভ ও নিট লাভ অনুপাত নির্ণয় করো। ৪
গ. মজুদ আবর্তন অনুপাত ও দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
১১. জনাব আজম লিমিটেডের মার্চ মাসের মজুদ পণ্য এবং কারখানায় ইস্যুকরণ উদ্দেশ্যে ক্রীত ও ইস্যুকৃত মালের তথ্য নিæে উপস্থাপন করা হলো :
২০১৩
মার্চ ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৪০০ একক @ ৯. টাকা।
” ৪ ক্রয় ৮০০ একক @ ১০. টাকা।
” ১০ ইস্যু ৮০০ টাকা।
” ১৬ ক্রয় ১,২০০ একক @ ১২. টাকা।
” ১৯ সরবরাহকারীকে ফেরত ২০০ টাকা।
” ২৫ ইস্যু ৮০০ একক।
” ২৮ কারখানা থেকে ফেরত ২০০ একক।
” ৩১ ঘাটতি ২০০ একক।
ক. জনাব আজম লিমিটেডের মার্চ মাসের মোট ক্রয় নির্ণয় করো। ২
খ. মোট ইস্যুকৃত পণ্যের মূল্য নির্ণয় করো। ৪
গ. অবিরত মজুদ পদ্ধতি ব্যবহার করে ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।