হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৫১-৫২ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫১. লক্ষীপুর সরকারি কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১.
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মজুদ পণ্য ১,০০,০০০ শেয়ার মূলধন ৪,০০,০০০
মজুরি ২০,০০০ লভঞ্ঝাংশ সমতাকরণ তহবিল ১৫,০০০
ক্রয় ১,৫০,০০০ বিক্রয় ২,৭০,০০০
বিক্রয় পরিবহন ১৫,০০০ প্রদেয় হিসাব ১০,০০০
জাহাজ ভাড়া ২০,০০০ আয়কর সঞ্চিতি ১০,০০০
বেতন ৩০,০০০ শিক্ষানবিশ সেলামি ২০,০০০
দফতর খরচ ১০,০০০ সংরক্ষিত আয় (৩১.১২.১৫) ১০,০০০
আসবাবপত্র ৫০,০০০
যন্ত্রপাতি ৮০,০০০
আয়কর ২৫,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ২৫,০০০
রপ্তানি শুল্ক ১০,০০০
প্রাপ্য বিল ৮০,০০০
৭,৩৫,০০০ ৭,৩৫,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের বাজারমূল্য ৯০,০০০ টাকা এবং ক্রয়মূল্য ছিল ১,১০,০০০ টাকা। ২. প্রতি মাসে বেতন প্রদানের পরিমাণ ১০,০০০ টাকা। ৩. অগ্রিম মজুরির পরিমাণ ৫,০০০ টাকা। ৪. প্রদেয় হিসাবের ওপর ৫% বাট্টা সঞ্চিতি রাখতে হবে।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. আয় বিবরণী তৈরি করো। ৪
গ. বাবর কোম্পানি লি.-এর সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
২. স্টার কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধনের পরিমাণ ৫,০০,০০০ টাকা, যাহা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানির অন্যান্য তথ্যাবলি নিæরূপ:
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৪
হিসাএবর নাম টাকা হিসাএবর নাম টাকা
আয়কর ১২,০০০ শৈয়ার মƒলধন: (৩,০০০ শৈয়ার) ২,৪০,০০০
নি”ক্সর পিণ্ঠমিএসস ২,০০,০০০ সাধারণ সম্ফিতি ৩০,০০০
ভাড়া ৩০,০০০ অদাবিকতে লভঞ্ঝাংশ ৬,০০০
বৈতন ১৬,৫০০ আয়কর সম্ফিতি ৮,০০০
অনাদায়ী পাওনা ৪,৭০০ মৈাট মুনাফা (৩১.১২.১৪) ১,২০,০০০
ভৃমি ও দালানএকাঠা ১০,০০০ সংরপ্টিত আয় (১.১.১৪) ৬৭,২০০
নগদ তহবিল ১৮,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব ৮৫,০০০
লভঞ্ঝাংশ পণ্ঠদান ৫,০০০
২,৮২,৩০০ ২,৮২,৩০০
সমন্বয়সমূহ: ১. মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,৫০০ টাকা। ২. ২. মাসের বেতন বকেয়া রয়েছে পক্ষান্তরে তিন মাসের ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে। ৩. দীর্ঘদিন দাবিদার না থাকায় অদাবিকৃত লভ্যাংশের অর্ধেক প্রত্যাহার করা হলো। ৪. সাধারণ সঞ্চিতি ৩৮,০০০ টাকায় উন্নীত করতে হবে। ৫. শেয়ার মূলধনের ওপর ১০% হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। ২
খ. সমাপ্ত বছরের জন্য কোম্পানির আয় বিবরণী তৈরি করো। ৪
গ. ৩১.১২.২০১৪. তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
খ বিভাগ
৩. রাজু ও শাকিল একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। ১. জানুয়ারি, ২০১৬. তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ২,৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য শাকিল মাসিক ২,০০০ টাকা বেতন পায়। বছরের মাঝামাঝি রাজু ৬০,০০০ টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে আনয়ন করে। ৩০ সেপ্টেম্বর তারিখে শাকিল ৪০,০০০ টাকা ঋণ স্বরূপ প্রদান করে। উক্ত বছরে রাজু কারবার হতে ১৬,০০০ টাকা এবং শাকিল ১. সেপ্টেম্বর তারিখে ১২,০০০ টাকা কারবার হতে উত্তোলন করে। অংশীদারগণ মূলধন ও উত্তোলনের ওপর যথাক্রমে ৫% ও ১০% সুদ ধার্য করতে সম্মত হয়।
উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু শাকিলের বেতন ডেবিট করার পর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের মুনাফা ৭৫,১০০ টাকায় উপনীত হয়।
ক. মূলধন ও উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করে মুনাফার বণ্টন দেখাও। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৪. এপেক্স কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন ২০,০০,০০০ টাকা, যাহার প্রতিটি ১০. টাকা মূল্যের শেয়ার। একটি জমি ক্রয়ের জন্য ২০,০০০ শেয়ার ইস্যু করা হয়। ১০% বাট্টায় ২৬,০০০ শেয়ার জনসাধারণের উদ্দেশ্যে ইস্যু করা হয়। সর্বমোট ৩২,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়া হয়।
ক. শেয়ার বাট্টার পরিমাণ নির্ণয় করো। ২
খ. জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই) ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৫. তৃপ্তি লি. ২০১৬. সালের ১. জুন তারিখ হতে উৎপাদন শুরু করেছিল। ৩০ জুন তারিখে কোম্পানির হিসাব বই হতে নিচের তথ্যাবলি গ্রহণ করা হলো:
মোট উৎপাদন ব্যয় (কারখানা ব্যয়) ২৭,০০,০০০, প্রত্যক্ষ মজুরি ৭,০০,০০০, পণ্য বিক্রয় ২৬,৭০,০০০, প্রশাসনিক উপরিব্যয় ২,০০,০০০, বিক্রয় ও বণ্টন উপরিব্যয় ১,১৩,০০০, আংশিক উৎপাদিত পণ্য (৩০.৬.২০১৬) ১,৫০,০০০, উৎপাদিত পণ্যের মজুদ (৩০.৬.২০১৬) ২,২০,০০০।
প্রত্যক্ষ মজুরির ১২০% কারখানা উপরিব্যয় হিসাবে ধরতে হবে।
ক. বাণিজ্যিক খরচের পরিমাণ নির্ণয় করো। ২
খ. জুন মাসে ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় নির্ণয় করো। ৪
গ. জুন মাসের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
৬. অফিস কর্মচারী আরমান ও জাহিদের ২০১৭. সালের জুন মাসের বেতন সংক্রান্ত তথ্যাবলি দেয়া হলো:
বিবরণ আরমান জাহিদ
মূল বেতন ৬,০০০ টাকা ৮,০০০ টাকা
বাড়িভাড়া ভাতা ৫০% ৫০%
মহার্ঘ ভাতা ১৫% ১৫%
চিকিৎসা ভাতা ৬০০ টাকা ৮০০ টাকা
যাতায়াত ভাতা ২০০ টাকা ৩০০ টাকা
অতিরিক্ত সময়ের কাজ ২০ ঘণ্টা ২৪. ঘণ্টা
ভবিষ্যত তহবিলে কর্তন ১০% ১০%
গ্র“প বিমায় কর্তন ৫% ৫%
আয়কর ১০০ টাকা ১৫০ টাকা
মাসে স্বাভাবিক কর্মঘণ্টা ২০০ ঘণ্টা এবং অতিরিক্ত সময়ের মজুরি স্বাভাবিক সময়ের মজুরির দ্বিগুণ।
ক. আরমান ও জাহিদের অতিরিক্ত সময়ের মজুরি নির্ণয় করো। ২
খ. কর্মচারিদের মোট বেতন নির্ণয় করো। ৪
গ. কর্মচারিদের মোট কর্তন ও নিট প্রদেয় বেতন নির্ণয় করো। ৪
৭. নিঝুম কোম্পানি লি.-এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত উদ্বর্তপত্র নিæরূপ:
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা
প্রদেয় নোটস ১,০০,০০০ ব্যাংকে জমা ১,৫০,০০০
প্রদেয় হিসাব ৩,০০,০০০ মজুদ পণ্য ৩,০০,০০০
১০% ঋণপত্র ৪,০০,০০০ প্রাপ্য হিসাব ৩,৫০,০০০
আয় বিবরণী ৪,০০,০০০ আসবাবপত্র ২,০০,০০০
শেয়ার মূলধন ১২,০০,০০০ ভ‚মি ও দালান ১৪,০০,০০০
২৪,০০,০০০ ২৪,০০,০০০
উক্ত বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল ৪০,০০,০০০ টাকা এবং ব্যয়ের ওপর মোট মুনাফার হার ২৫%।
ক. বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. দায়-মালিকানা অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য দুইটি অনুপাত নির্ণয় করো ও মন্তব্য করো। ৪
৮. নাছির এন্ড কোং-এর ২০১৬. সালের তথ্যাবলি নিæে প্রদত্ত হলো:
নিট মুনাফা ৫,০০,০০০, অবচয় ৪০,০০০, সুনামের অবলোপন ২০,০০০, বিবিধ দেনাদার হ্রাস ৪০,০০০, মজুদ পণ্য বৃদ্ধি ৬০,০০০, বিবিধ পাওনাদার বৃদ্ধি ৩০,০০০, আসবাবপত্র বিক্রয় ৮০,০০০, আসবাবপত্র ক্রয় ১,০০,০০০, ভ‚মি ক্রয় ১,৬০,০০০, লভ্যাংশ প্রদান ৪০,০০০, বন্ধকী ঋণ পরিশোধ ৬০,০০০, বন্ডকে শেয়ারে রূপান্তর ৮০,০০০, শেয়ারের বিনিময়ে দালানকোঠা ক্রয় ১,৪০,০০০, নগদ উদ্বৃত্ত (১.১.২০১৬) ১,০০,০০০।
ক. নগদ প্রবাহে অন্তর্ভুক্ত হবে না এমন অনগদ কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. পরোক্ষ পদ্ধতিতে উপর্যুক্ত তথ্যের সাহায্যে একটি নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ৪
৯. চৌরঙ্গী লি.-এর নি তথ্যাবলি দেয়া হলো:
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৫৪. টাকা, একক প্রতি বিক্রয়মূল্য ৮১. টাকা, মোট স্থায়ী ব্যয় ৪,৩২,০০০ টাকা।
ক. সমচ্ছেদ বিক্রয় এককে নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় কর এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করো। ৪
গ. করপূর্ব আয় ১,০৮,০০০ টাকা অর্জন করতে কত একক দ্রব্য বিক্রয় করতে হবে এবং ২০,০০০ একক দ্রব্য বিক্রয় করলে কত টাকা মুনাফা হবে? ৪
১০. কুমিলা ক্লাবের ২০১৪. সালের সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ:
পণ্ঠাক্রি¦সমƒহ টাকা পণ্ঠদানসমƒহ টাকা
উ্রঙ্কল্ফে (১.১.২০১৪) ১২,০০০ পণ্ঠাব্দন রপ্টণাএবপ্টণ খরচ ৪,০০০
চাঁদা ৪৬,০০০ বাষিট্টক সাধারণ সভার খরচ ৫,০০০
বঞ্ঝাডমি´Ÿন ফিস ৫,০০০ মনিহারি ২,০০০
কঞ্ঝারামএবাডট্ট ফিস ৪,০০০ ব’্য বিতরণ ৩,০০০
আজীবন সদএসঞ্ঝর চাঁদা ১০,০০০ বৈতন ও বৈানাস ১৫,০০০
হল ভাড়া পণ্ঠাক্রি¦ ১০,০০০ পণ্ঠাব্দন উ®²য়ন ১০,০০০
আপঞ্ঝায়ন হএত মুনাফা ৬,০০০ বিলিয়াডট্ট টৈবিল কত্থয় (১.৭.১৪) ২০,০০০
উ্রঙ্কল্ফে (৩১.১২.২০১৪) ৩৪,০০০
৯৩,০০০ ৯৩,০০০
২০১৪. সালের ১. জানুয়ারি তারিখে সম্পত্তি ছিল: প্রাঙ্গন ৫০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা ও দালান ১,০০,০০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা ৫,০০০ টাকা, পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি ১,০০০ টাকা, পক্ষান্তরে চলতি বছরের চাঁদা এখনো বকেয়া আছে ২,০০০ টাকা। ২. ৩১.১২.২০১৪. তারিখে আসবাবপত্রের উদ্বৃত্ত ছিল ১৫,০০০ টাকা।
ক. ২০১৪. সালের চাঁদা বাবদ কত টাকা আয় হয়েছে তা নির্ণয় করো। ২
খ. ২০১৪. সালের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. ব্যয়াতিরিক্ত আয় ৩৩,০০০ টাকা এবং প্রারম্ভিক মূলধন তহবিল ১,৮৭,০০০ টাকা ধরে ২০১৪. সালের ৩১. ডিসেম্বর তারিখে উদ্বৃত্তপত্র প্রস্তুত করো। ৪
১১. আদম ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি.-এর ২০১৫. সালের জানুয়ারি মাসের কাঁচামাল ক্রয় এবং ইস্যু সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
২০১৫
জানু. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৪৪. একক, প্রতি একক ব্যয় ৫.০০ টাকা।
” ৭ ক্রয় ২০০ একক, প্রতি একক ব্যয় ১০.৪০ টাকা।
” ৯ ইস্যু ৪১০. একক।
” ১১ ইস্যু ৪৫. একক।
” ১৬ ক্রয় ৩৫০ একক, প্রতি একক ব্যয় ১১.০০ টাকা।
” ১৯ ইস্যু ২১০. একক।
” ২১ ক্রয় ৪১০. একক, প্রতি একক ব্যয় ১১.৮০ টাকা।
” ৩১ কারখানা হতে ফেরত ৪০ একক।
একটি নোট থেকে জানা যায় গুদামরক্ষক ২৯. জানুয়ারি তারিখে ৪০ একক মাল ঘাটতি পেয়েছেন।
ক. জানুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো। ২
খ. ১, ৭, ৯. ও ২৯. তারিখের তথ্য ব্যবহার করে ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ১, ১১, ১৯. ও ২১. তারিখের তথ্য ব্যবহার করে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪.
৫২. সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. ইউরেকা লিমিটেড-এর ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের রেওয়ামিল নিæরূপ:
ইউরেকা লিমিটেড
রেওয়ামিল
ডেবিট ৩১. ডিসেম্বর ২০১৩ ক্রেডিট
বিবরণ টাকা বিবরণ টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ বিক্রয় ৩,৫০,০০০
ক্রয় ১,৭০,০০০ ক্রয়ের উপর বাট্টা ৫,০০০
ভাড়া ৪৫,০০০ অনাদায়ী পাওনা সম্ফিতি ৭,০০০
বিজ্ঞাপন ২৫,০০০ নির্দাবি লভ্যাংশ ৫,০০০
যন্ত্রপাতি (ক্রীত নতুন যন্ত্রপাতিসহ) শেয়ার অধিহার ৮০,০০০
১,৮০,০০০ ব্যাংক জমাতিরিক্ত ৫০,০০০
আসবাবপত্র ৮০,০০০ শেয়ার মূলধন ৩,০০,০০০
আন্তঃপরিবহন ৪,০০০ প্রদেয় নোট ২০,০০০
আমদানি শুল্ক ৬,০০০ প্রদেয় হিসাব ৫০,০০০
বৈতন (পরবতট্টী বছএরর ২,০০০ টাকাসহ)
৪২,০০০
অনাদায়ী পাওনা ৬,০০০
বঞ্ঝাংক জমাতিরিএন্ঠর সুদ ৪,০০০
সুনাম ৫০,০০০
৫% বিনিএয়াগ (১.১.২০১৩) ২,০০,০০০
প্রাপ্য হিসাব ৩৫,০০০
৮,৬৭,০০০ ৮,৬৭,০০০
সমন্বয়সমূহ: র. ৩১. ডিসেম্বর তারিখে মূল্যায়িত সমাপনী মজুদের পরিমাণ ৫০,০০০ টাকা, যার মধ্যে ১০,০০০ টাকা মূল্যের আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। বিমা কোম্পানি অর্ধেক দাবি স্বীকার করেছে। রর. ৫,০০০ টাকার পণ্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে ভোক্তাদের নিকট বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মোট বিজ্ঞাপন খরচের ১/৪. অংশ অবলোপন করো। ররর. ভাড়া ২০১৪. সালের ৩১. মার্চ পর্যন্ত ১৫. মাসের জন্য প্রদত্ত হয়েছে। রা. ১.৭.২০১৩. তারিখে ২০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয় এবং-এর সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা বেতন হিসাবে ডেবিট করা হয়েছে। া. যন্ত্রপাতি ও আসবাবপত্রের ওপর ৫% হারে অবচয় ধার্য করো।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. চলতি বছর কোম্পানির মোট লাভ ২,১০,০০০ টাকা হলে নিট লাভ/ক্ষতি নিরূপণ করো। ৪
গ. ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানির উদ্বৃত্তপত্র তৈরি করো। ৪
২. তুরাগ লিমিটেড-এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের রেওয়ামিল নিæরূপ:
তুরাগ লিমিটেড
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬.
বিবরণ ডেবিট টাকা বিবরণ ক্রেডিট টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ১,৫০,০০০ সাধারণ শেয়ার মূলধন ৫,০০,০০০
প্রাপ্য নোট ৭০,০০০ ১০% অগণ্ঠাধিকার শৈয়ার ৩,০০,০০০
মজুরি ৫০,০০০ প্রদেয় হিসাব ১,০০,০০০
বেতন (অক্টোবর ৩১, ২০১৬. পর্যন্ত) বিক্রয় ৬,০০,০০০
৮০,০০০ সাধারণ সঞ্চিতি ১,০০,০০০
যন্ত্রপাতি ৩,০০,০০০ ভ্যাট চলতি হিসাব ৪০,০০০
নিষ্কর সম্পত্তি ২,০০,০০০ প্রদেয় নোট ৫০,০০০
প্রাপ্য হিসাব ১,৫০,০০০ সংরক্ষিত আয় বিবরণী (১-১-২০১৬) ১,২০,০০০
ক্রয় ৩,৫০,০০০
সুনাম ২,৫০,০০০ নির্দাবি লভ্যাংশ ১০,০০০
যন্ত্রপাতি অবচয় ৩০,০০০ বকেয়া মজুরি ১০,০০০
৫% বিনিয়োগ (৩১.০৩.২০১৬) ২,০০,০০০
১৮,৩০,০০০ ১৮,৩০,০০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে ২,০০,০০০ টাকা (বাজারমূল্য ১,৭০,০০০ টাকা)। রর. সোহেল ব্রাদার্সের নিকট পাওনা ২০,০০০ টাকা প্রাপ্য হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং সোহেল ব্রাদার্সের নিকট দেনা ১৫,০০০ টাকা প্রদেয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ররর. ক্রয় ও বিক্রয়ের মধ্যে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। রা. সুনামের ১০% অবলোপন করো এবং প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করো। া. অগ্রাধিকার শেয়ারের ওপর লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
ক. ভ্যাট চলতি হিসাব তৈরি করো। ২
খ. ৩১. ডিসেম্বর ২০১৬. সালের কোম্পানির মোট লাভ ১,৮৭,৩৯২. টাকা হলে লাভ/ক্ষতি নিরূপণ করো। ৪
গ. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানির স্থিতিপত্র তৈরি করো। ৪
খ বিভাগ
৩. ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত প্রাপ্তি-প্রদান হিসাব নিæে দেখানো হলো।
সিলেট লায়ন ক্লাব
প্রাপ্তি-প্রদান হিসাব
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উ্রঙ্কল্ফে : ১. জানুয়ারি, ২০১৩ ১৮,৫০০ কর্মচারীর বেতন ১১,২০০
চাঁদা ৩৯,৪০০ ভাড়া ১১,৭০০
অনুদান ২১,০০০ ত্রাণ বিতরণ ১৮,৫০০
নাটঞ্ঝাভিনএয়র টিএকট বিকত্থয় ১২,৭৫০ নাট্যাভিনয় বাবদ ব্যয় ৯,৫০০
বিনিয়োগের সুদ (বার্ষিক ১৬% হারে) ২,৪০০ আসবাবপত্র ক্রয় ১০,০০০
উ্রঙ্কল্ফে: ৩১. ডিএসজ্ঞঙ্কর, ২০১৩ ৩৩,১৫০
২০১৩. সালের ১. জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ নিæরূপ ছিল: আসবাবপত্র ২০,০০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. বিগত বছরের বকেয়া বেতন ১,০০০ টাকা পরিশোধ হয়েছে। কিন্তু চলতি বছরের বেতন ২,০০০ টাকা এখন পর্যন্ত অপরিশোধিত রয়েছে। একজন কর্মচারীকে বেতনের বিপক্ষে ১,০০০ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। ২. মোট প্রাপ্ত চাঁদার ১,৫০০ টাকা বিগত বছরের এবং ১,০০০ টাকা পরবর্তী বছরের পাওয়া গিয়েছে; পক্ষান্তরে চলতি চাঁদা বাবদ ২,০০০ টাকা এখন পর্যন্ত অনাদায়ী রয়েছে। ৩. ২০১৩. সালের চাঁদা ২০১২. সালে আদায় হয়েছে ৮০০ টাকা। এতদভিন্ন ক্লাবের ব্যবস্থাপনা পরিষদ নিæোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে: (১) আসববাপত্রের ১০% অবচয় ধার্য করতে হবে। (২) অনুদানস্বরূপ প্রাপ্ত অর্থের তিন-চতুর্থাংশ দ্বারা দেশের সাইক্লোন কবলিত জনগণের জন্য একটি ত্রাণ তহবিল গঠন করতে হবে এবং অবশিষ্ট এক-চতুর্থাংশ মুনাফাস্বরূপ গণ্য করতে হবে।
ক. উক্ত ক্লাবের ২০১৩. সালের কর্মচারীর বেতন ব্যয় কত ছিল তা নির্ণয় করো। ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. উক্ত ক্লাবের ২০১৩. সালের আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
৪. রাম, সাম, যদু একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা লাভ-লোকসান যথাক্রমে ৩. ঃ ২. ঃ ১. অনুপাত বণ্টন করে নেয়। ২০১৬. সালের ১. জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৪৫,০০০ টাকা, ৩৫,০০০ টাকা ও ২৫,০০০ টাকা। রাম বছরের মাঝামাঝি সময় ব্যবসায়ে ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে এবং একই তারিখে সাম কারবারে ১০,০০০ টাকা ঋণস্বরূপ প্রদান করে। অংশীদারগণ প্রত্যেকে ব্যবসায় হতে প্রত্যেক মাসের শেষ তারিখে ৫০০ টাকা করে নগদ উত্তোলন করে। এছাড়া যদু ব্যবসায় হতে ১,৫০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয়নি। চুক্তি অনুযায়ী সাম সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় মাসিক ৪০০ টাকা করে বেতন পাবে। অংশীদারগণের মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ১০% হারে সুদ ধার্য করতে হবে। সামের বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ ৪৪,৫০০ টাকায় উপনীত হয়।
ক. অংশীদারদের মূলধন ও উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করে মুনাফার বণ্টন দেখাও। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। ৪
৫. বলাকা লিমিটেড-এর তুলনামূলক উদ্বৃত্তপত্র নিচে উলেখ করা হলো:
বলাকা লিমিটেড
উদ্বৃত্তপত্র
সজ্ঞক্সল্ফিসমƒহ ০১-০১-১৩ ৩১-১২-১৩ দায় ও মালিকানা ’ঙ্কতঙ্গ ০১-০১-১৩ ৩১-১২-১৩
নগদ ১৬,০০০ ৬৮,০০০ পণ্ঠএদয় হিসাব ২০,০০০ ২৮,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব ২০,০০০ ৩৬,০০০ পণ্ঠএদয় ব´£ ৮০,০০০ ৫০,০০০
মজুদ পণঞ্ঝ ৪০,০০০ ৪৮,০০০ সাধারণ শৈয়ার ১,০০,০০০ ১,৬০,০০০
জমি ১,৬০,০০০ ১,২০,০০০ সংরপ্টিত আয় ৫০,০০০ ১,১৮,০০০
সরল্কাম ২০,০০০ ১,০০,০০০
বাদ : পুল্কীভৃত অবচয় (৬,০০০) (১৬,০০০)
২,৫০,০০০ ৩,৫৬,০০০ ২,৫০,০০০ ৩,৫৬,০০০
অন্যান্য তথ্য: ১. চলতি বছরে ১৫,০০০ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা ও পরিশোধ করা হয়। ২. ৫০,০০০ টাকা মূল্যের প্রদেয় বন্ড নগদে প্রত্যর্পণ করা হয়। ৩. নগদে ৬০,০০০ টাকার সাধারণ শেয়ার সমমূল্যে ইস্যু করা হয়। ৪. চলতি বছরে কোন সরঞ্জাম বিক্রয় করা হয়নি। চলতি বছরের মোট বিক্রয় ২,৫০,০০০ টাকা। ৫. ক্রয়মূল্যে জমি বিক্রয় করা হয়।
ক. বলাকা লি.-এর চলতি বছরের নিট মুনাফা নির্ণয় করো। ২
খ. বলাকা লি.-এর স্থায়ী সম্পত্তি ক্রয়-বিক্রয়জনিত নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. বলাকা লি.-এর ২০১৩. সালের জন্য নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪
৬. নেপচুন লিমিটেড ২,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। প্রতি শেয়ারের অভিহিত মূল্য ২০ টাকা। কোম্পানি সানমার রিয়েল এস্টেট থেকে ৫০,০০,০০০ টাকা মূল্যের একটি প্লট ক্রয় করে এবং প্রতিদান স্বরূপ ২৫% অধিহারে শেয়ার ইস্যু করে। কোম্পানি জনসাধারণের নিকট বিক্রির নিমিত্তে ৪০,০০০ শেয়ার ২৫% অধিহারে ইস্যু করে। সকল শেয়ারের আবেদন পাওয়া যায় এবং যথারীতি বণ্টিত হয়। অবলেখকের কমিশন বাবদ কোম্পানি জনসাধারণের নিকট বিলিকৃত শেয়ার প্রতি ২. টাকা হারে ব্যয় করে।
ক. জমি ক্রয়ের প্রতিদানস্বরূপ ইস্যুকৃত শেয়ার সংখ্যা নিরূপণ করো এবং অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. জমি ক্রয় ও জনসাধারণের নিকট বিলিকৃত শেয়ারের জাবেদা দাও। ৪
গ. কোম্পানির উদ্বৃত্তপত্র তৈরি করো। ৪
৭. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত তানিয়া লিমিটেড-এর উদ্বর্তপত্র ছিল নিরূপ:
তানিয়া লিমিটেড
উদ্বর্তপত্র
৩১. ডিসেম্বর, ২০১৬
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা
শেয়ার মূলধন ৯,০০,০০০ ভ‚মি ও দালান ১০,০০,০০০
আয় বিবরণী ৩,০০,০০০ আসবাবপত্র ২,০০,০০০
প্রদেয় হিসাব ১,৫০,০০০ প্রাপ্য হিসাব ২,৫০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ১,০০,০০০ মজুদ পণ্য ২,২০,০০০
প্রদেয় নোট ৫০,০০০ প্রাপ্য নোট ৩০,০০০
১২% ঋণ ৩,০০,০০০ নগদ তহবিল ১,০০,০০০
১৮,০০,০০০ ১৮,০০,০০০
সারা বছরের কোম্পানির বিক্রয়ের পরিমাণ ছিল ৩০,০০,০০০ টাকা।
ক. বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। ৪
গ. দায় মালিকানা অনুপাত ও মূলধনের আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
৮. আমিন কোম্পানি লিমিটেড-এর একটি কারখানায় ৬০ জন শ্রমিক কর্মরত আছে। ৪৮. ঘণ্টা সপ্তাহে প্রত্যেক শ্রমিক ঘণ্টা প্রতি ১০. টাকা হারে স্বাভাবিক মজুরি পায়। ২০১৬. সালের মে মাসের তৃতীয় সপ্তাহে কারখানা ৭০ ঘণ্টা চালু ছিল। অতিরিক্ত সময়ের মজুরি হার স্বাভাবিক মজুরির দেড়গুণ। শ্রমিকগণ নিয়মিত মজুরির ৫০% বাড়ি ভাড়া ভাতা, ১০% যাতায়াত ভাতা এবং ৫% চিকিৎসা ভাতা পায়। শ্রমিকগণ নিয়মিত মজুরির ১০% ভবিষ্যৎ তহবিলে, ৫% গ্র“প বিমায় এবং ২.৫% কল্যাণ তহবিলে প্রদান করে। অগ্রিম প্রদত্ত মজুরি আদায় ৪০০ টাকা, আয়কর বাবদ ২০০ টাকা এবং অন্যান্য কর্তন ৩০০ টাকা সপ্তাহের মজুরি বিলে অন্তর্ভুক্ত হবে।
ক. শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। ২
খ. শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. মোট কর্তনসহ নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। ৪
৯. জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানির ৩০ জুন ২০১৪. তারিখে সমাপ্ত অর্থ বছরের ৬২০টি রেফ্রিজারেটর-এর উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিচে প্রদত্ত হলো:
মজুদ কাঁচামাল (১-১-২০১৪) ২,৫০,০০০
তৈরি পণ্য (১-১-২০১৪) ৫টি রেফ্রিজারেটর ৪১,২০০
মজুদ কাঁচামাল (৩০-৬-১৪) ১,৫০,০০০
তৈরি পণ্য (৩০-৬-১৪) ২৫টি রেফ্রিজারেটর
কাঁচামাল ক্রয় ২০,৮০,০০০
ক্রয় পরিবহন ২,৫০০
প্রত্যক্ষ মজুরি ২০,৫০,০০০
কারখানা উপরিব্যয়সমূহ ৮,৭৬,৩০০
অফিস ও প্রশাসনিক উপরিব্যয়সমূহ ৪,৯৬,০০০
বিক্রয় ও বণ্টন খরচাবলি ৪,২৮,০০০
মোট বিক্রয় ৬৩,৬০,০০০
ক. জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি-এর ৩০ জুন সমাপ্ত অর্ধ-বছরের প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় নির্ণয় করো। ২
খ. জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি-এর ৩০ জুন সমাপ্ত অর্ধ-বছরের একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয়ের জন্য উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো। ৪
গ. জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি-এর ৩০ জুন সমাপ্ত অর্ধ-বছরের আয় বিবরণী তৈরি করো। ৪
১০. কেয়া কসমেটিকস লি. মজুদ বিভাগ নিæোক্ত তথ্য উপস্থাপন করেছে।
তারিখ বিবরণ একক কৈক পণ্ঠতি দর (টাকা)
২০১৬
জুন ১ প্রারম্ভিক মজুদ ১,২০০ ৫.৫০
” ৩ ক্রয় ১,০০০ ৬.৬০
” ৮ ইস্যু ৬০০
” ১২ ইস্যু ৭০০
” ১৪ কারখানা হতে ফেরত ৩০০
” ১৮ ইস্যু ৯০০
” ২১ ক্রয় ২,১০০ ৬.৭৫
” ২৩ ইস্যু ১,৬০০
’’ ৩০ সমাপনী মজুদ ৭০০
ক. ঘাটতি অথবা উদ্বৃত্ত মালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. জুন ১, ৩, ১২, ১৪. এবং ২৩. তারিখের লেনদেন অবলম্বনে ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় করো। ৪
গ. জুন ১, ৩, ১৮, ২১. এবং ২৩. তারিখের লেনদেন অবলম্বনে খওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১১. জুই কোম্পানি বোতলে কোমল পানীয় উৎপাদন ও বিক্রয় করে থাকে। ২০১৬. সালের তাদের উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিæরূপ:
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
বিক্রয় (৪,০০০ একক, প্রতি একক ২৫. টাকা) ১,০০,০০০
পরিবর্তনশীল ব্যয় (প্রতি একক ১৭.৫০ টাকা) ৭০,০০০
স্থির ব্যয় ১৮,০০০ ৮৮,০০০
নিট মুনাফা ১২,০০০
ক. কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। ৪
গ. প্রমাণ করো যে, সমচ্ছেদ বিন্দুতে মুনাফা শূন্য। ৪.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।