সাধারণ জ্ঞান: খেলাধুলা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার কে?
উত্তর : নিয়াজ মোরশেদ; ১৯৮৭ সালে ।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে কতজন গ্র্যান্ডমাস্টার রয়েছে?
উত্তর : ৫ জন নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব।
প্রশ্ন : ২১ জানুয়ারি ২০২৩ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার কতজন?
উত্তর : ২১ জন ।
প্রশ্ন : তিন সংস্করণেই রয়েছে কতজন ক্রিকেটার?
উত্তর : ৪ জন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২৩ কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ২০ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : ২০২২ সালে আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার লাভ করেন কে?
উত্তর : আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি)।
প্রশ্ন: ৭ ফেব্রুয়ারি ২০২৩ দুই দেশের হয়ে টেস্ট সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েন কে?
উত্তর : গ্যারি ব্যাল্যান্স (ইংল্যান্ড ও জিম্বাবুয়ে); প্রথম খেলোয়াড় কেপলার ওয়েসেলস।
২০২৩ সালের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
প্রশ্ন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে ডাবল সেঞ্চুরি করা পিতা-পুত্র কে?
উত্তর : শিবনারায়ন চন্দরপল ও তার ছেলে ত্যাগনারায়ন চন্দরপল (উইন্ডিজ)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র মহিলা ম্যাচ কমিশনার কে?
উত্তর : নাহিদা আহমেদ ইতু।
প্রশ্ন: ৩ ফেব্রুয়ারি ২০২৩ তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-২০তে ৫০০তম ম্যাচ খেলেন কে?
উত্তর : শোয়েব মালিক (পাকিস্তান)।
প্রশ্ন : ক্রিকেটার হিসেবে সর্বাধিক টি-২০ খেলেন কে?
উত্তর : কাইরন পোলার্ড।
প্রশ্ন : বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ কে?
উত্তর : চন্ডিকা হাথুরুসিংহে; শ্রীলংকা।
প্রশ্ন: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর স্বাগতিক দেশ কোনটি?
উত্তর : ভারত ।
খেলাধুলা বিষয়ক আরো কিছু সাধারণ জ্ঞান
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ
- আয়োজন : প্রথমবার
- আয়োজক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
- সময়কাল : ১৪-২৯ জানুয়ারি ২০২৩
- স্বাগতিক : দক্ষিণ আফ্রিকা।
- ভেন্যু : ২টি পচেফস্ট্রুম ও বেনোনি
- অংশগ্রহণকারী দল : ১৬টি
- মোট ম্যাচ : ৪১টি
- খেলার ফরম্যাট : টি-২০
- প্রতিযোগিতার ধরন : দ্বৈত গ্রুপ রাউন্ড- রবিন ও নকআউট
- চ্যাম্পিয়ন : ভারত (১ম শিরোপা)
- রানার্স আপ : ইংল্যান্ড।
- সেরা খেলোয়াড় : গ্রেস স্ক্রিভেনস
- সর্বাধিক রান : শ্বেতা সেহরাওয়াত (২৯৭); ভারত,
- সর্বাধিক উইকেট : ম্যাগি ক্লার্ক (১২); অস্ট্রেলিয়া।
আর্জেন্টিনায় বাংলাদেশের পতাকা
৭ ফেব্রুয়ারি ২০২৩ আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে বাংলাদেশের পতাকা সামনে এনে ধন্যবাদ জানায় দেশটির লিগ কমিটি। আর্জেন্টিনা ঘরোয়া লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা হয় সে ছবি। বাংলাদেশের পতাকা এবং আর্জেন্টিনার পতাকার মাঝে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস বাংলাদেশ’, বাংলায় যার অর্থ ‘ধন্যবাদ বাংলাদেশ’ । কাতারে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পরই বাংলাদেশের মানুষদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে শুরু করে আর্জেন্টিনা।
অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবল
- আয়োজন : চতুর্থ
- আয়োজক : সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (SAFF)
- সময়কাল : ৩-৯ ফেব্রুয়ারি ২০২৩
- স্বাগতিক : বাংলাদেশ
- ভেন্যু: ১টি— বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম
- অংশগ্রহণকারী দল : ৪টি বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান
- মোট ম্যাচ : ৭টি
- চ্যাম্পিয়ন : বাংলাদেশ
- রানার্স আপ : নেপাল
- সেরা খেলোয়াড় : সামসুন্নাহার; বাংলাদেশ
- সর্বোচ্চ গোলদাতা : সামসুন্নাহার (৫)
- সেরা গোলরক্ষক : রুপনা চাকমা; বাংলাদেশ
- মোট গোল : ৩২টি
- ফেয়ার প্লে ট্রফি : ভুটান।
বয়স ভিত্তিক ফুটবলে বাংলাদেশের ট্রফি
ট্রফি | প্রতিপক্ষ | সাল |
এএফসি অনূর্ধ্ব-১৪ | নেপাল | ২০১৫ |
এএফসি অনূর্ধ্ব-১৪ | ভারত | ২০১৬ |
সাফ অনূর্ধ্ব-১৫ | ভারত | ২০১৭ |
সাফ অনূর্ধ্ব-১৮ | নেপাল | ২০১৮ |
সাফ অনূর্ধ্ব-১৯ | ভারত | ২০২১ |
সাফ অনূর্ধ্ব-২০ | নেপাল | ২০২৩ |
অস্ট্রেলিয়ান ওপেন
- আয়োজন : ১১১তম
- সময়কাল : ১৬-২৯ জানুয়ারি ২০২৩
- ভেন্যু : মেলবোর্ন পার্ক, ভিক্টোরিয়া
- পুরুষ একক : নোভাক জকোভিচ (সার্বিয়া); ২১তম গ্র্যান্ডস্লাম
- নারী একক : এরিনা সাবালেঙ্কা (বেলারুশ); প্রথমবার গ্র্যান্ডস্লাম জয় ।
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২২
- আয়োজন : ১৯তম
- আয়োজক : আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (FIFA)
- সময়কাল : ১-১১ ফেব্রুয়ারি ২০২৩
- স্বাগতিক : মরক্কো।
- ভেন্যু : ২টি – তানজিয়ার ও রাবাত
- অংশগ্রহণকারী দল : ৭টি।
- চ্যাম্পিয়ন : রিয়াল মাদ্রিদ (৫ বার); এটি ক্লাবের শততম ট্রফি
- রানার্স আপ : আল হিলাল
- সর্বোচ্চ গোলদাতা : পেদ্রো (ফ্লামেঙ্গো) ৪টি
- মোট গোল : ৩০টি
- সেরা খেলোয়াড় : ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
- ফেয়ার প্লে ট্রফি : রিয়াল মাদ্রিদ।
- ২০তম আসর অনুষ্ঠিত হবে সৌদি আরবে ১২-২২ ডিসেম্বর ২০২৩।
মিরপুর ৪০০
৮ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে ৪০০ টি-২০ ম্যাচ আয়োজনের মাইলফলক স্পর্শ করে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম দুইয়ে থাকা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আয়োজন করে ২০৮টি ম্যাচ।
এ ভেন্যুটি অবশ্য আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ ৮৬টি ম্যাচ আয়োজন করে। সেখানে মিরপুরে ৫৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মঞ্চায়ন করে। ১১ অক্টোবর ২০১১ বাংলাদেশ-উইন্ডিজের মধ্যে প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুর স্টেডিয়ামে। ২৬,০০০ দর্শক ধারণক্ষমতার এ স্টেডিয়ামটি স্থাপিত হয় ২০০৬ সালে ।
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস
আন্তর্জাতিক অঙ্গনে দেশকে পদক জেতানোর স্বপ্ন নিয়ে ২০২২ সালে দেশে আসেন ইংল্যান্ডপ্রবাসী ইমরানুর রহমান। ১১ ফেব্রুয়ারি ২০২৩ কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৬০ মিটার স্প্রিন্টে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেন বাংলাদেশের দ্রুততম মানব। এশিয়ার, মঞ্চে এর আগে বাংলাদেশ কখনো পদক পায়নি । ইমরানুরের পেছনে থেকে দ্বিতীয় হন হংকংয়ের শাক কাম চিং (৬.৬৫)।
লিগে রোনালদোর ৫০০
গোল লিগ ফুটবলে ৫০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার পথে এক ম্যাচেই চার গোল করেন পর্তুগিজ স্টাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৯ ফেব্রুয়ারি ২০২৩ সৌদি প্রো-লিগে আল ওয়েহদার বিপক্ষে। চার গোলের প্রথমটি লিগ পর্যায়ে রোনালদোর ৫০০তম গোল। লিগ ফুটবলে তিনিই প্রথম ৫০০ গোলের চূড়া স্পর্শ করেন।
সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর
৪৯৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। লিগ ফুটবলে গত ২০ বছরে পাঁচটি ক্লাবের হয়ে ৫০৩ গোল করেন রোনালদো। স্পোর্টিং লিসবন-৩, ম্যানইউ-১০৩, রিয়াল মাদ্রিদ-৩১১, জুভেন্টাস-৮১ এবং সর্বশেষ আল নাসরের হয়ে ৫টি গোল করেন। এছাড়া ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিকও পূর্ণ করেন এ ম্যাচে ।
ফুটবলে ‘সাদা কার্ড’
ফুটবলে হলুদ কার্ড, লাল কার্ডের ব্যবহার ১৯৭০ সালের বিশ্বকাপ থেকে শুরু হয়, সেই থেকে খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্যসহ দলের সঙ্গে সম্পৃক্তদের শাস্তি-দণ্ড হিসেবে হলুদ কার্ড, লাল কার্ড দিয়ে থাকেন রেফারিরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশে ফুটবলে ইতিহাসে প্রথম বারের মতো ‘সাদা কার্ড দেখান রেফারি। ২১ জানুয়ারি ২০২৩ পর্তুগালের ‘মহিলা কাপে’ বেনফিকা ও স্পোর্টিং লিসবনের মধ্যকার ম্যাচে রেফারি কাতারিনা ব্রাঙ্কো ইতিহাসে প্রথমবারের মতো ‘সাদা কার্ড’ দেখানোর কীর্তি গড়েন। তিনি সাদা কার্ড দেখান শান্তির প্রতীক হিসেবে, দুই দলের মেডিক্যাল টিমের সদস্যদের ধন্যবাদ বা কৃতজ্ঞতা স্বরূপ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
- আয়োজন : নবম
- আয়োজক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)
- সময়কাল : ৬ জানুয়ারি-১৬ ফেব্রুয়ারি ২০২৩
- ভেন্যু: ৩টি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট
- অংশগ্রহণকারী দল : ৭টি
- মোট ম্যাচ : ৪৬টি
- খেলার ফরম্যাট : টি-২০
- প্রতিযোগিতার ধরন : ডাবল রাউন্ড-রবিন এবং প্লেফ
- চ্যাম্পিয়ন : কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৪র্থ বার)
- রানার্স আপ : সিলেট স্ট্রাইকার্স
- সিরিজ সেরা : নাজমুল হোসেন
- সর্বাধিক রান : নাজমুল হোসেন (৫১৬); সিলেট
- সর্বাধিক উইকেট : তানভীর ইসলাম (কুমিল্লা) ও হাসান মাহমুদ (রংপুর); ১৭টি
- ফাইনাল সেরা : জনসন চার্লস।
আর্থিক পুরস্কার (টাকায়)
- টুর্নামেন্ট সেরা : ১০ লাখ
- ফাইনাল সেরা : ৫ লাখ
- রানার্স আপ : ১ কোটি
- চ্যাম্পিয়ন : ২ কোটি ।
রোল অব অনার
মৌসুম | চ্যাম্পিয়ন | রানার্স আপ | মৌসুম | চ্যাম্পিয়ন | রানার্স আপ |
২০১২ | ঢাকা | বরিশাল | ২০১৯ | কুমিল্লা | ঢাকা |
২০১৩ | ঢাকা | চট্টগ্রাম | ২০২০ | রাজশাহী | খুলনা |
২০১৫ | কুমিল্লা | বরিশাল | ২০২২ | কুমিল্লা | বরিশাল |
২০১৬ | ঢাকা | রাজশাহী | ২০২৩ | কুমিল্লা | সিলেট |
২০১৭ | রংপুর | ঢাকা |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। সাধারণ জ্ঞান : নিয়োগ পরীক্ষায় বাছাইকৃত প্রশ্নসহ উত্তর