ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-১: সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি।।
ষষ্ঠ শ্রেণি পরীক্ষা প্রস্তুতির জন্য কুইজ প্রশ্ন
বিষয়: স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-১: সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি
১. ভালো থাকা ও সুস্বাস্থ্যের জন্য কীসের প্রয়োজন?
উত্তর : শরীরের যতœ।
২. ভালো থাকা ও সুস্বাস্থ্যের জন্য কী ভালো থাকা দরকার?
উত্তর : মন।
৩. শরীর ও মনের যতেœর জন্য কী থাকা প্রয়োজন?
উত্তর : নিরাপদ।
৪. কীসের যতœ নিলে রোগ থেকে দূরে থাকা যায়?
উত্তর : শরীর এবং মনের।
ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-১: সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণি‘র স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-২ আমার কৈশোরের যত্ন
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণি‘র স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-৩: চলো বন্ধু হই
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-১: সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-৫: অনুভূতি ও প্রয়োজনের কথা বলি
৫. বিনোদন, শখের কাজ, নিজের অনুভূতির যতœ নেওয়া কেন প্রয়োজন?
উত্তর : মন ভালো রাখার জন্য।
৬. আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এগুলো কেন প্রয়োজন?
উত্তর : নিরাপদ থাকার জন্য।
৭. চাল, গম, যব, আলু, চিনি ইত্যাদিতে কী পাওয়া যায়?
উত্তর : শর্করা বা কার্বোহাইড্রেট।
৮. কী জাতীয় খাবার শারীরিক বৃদ্ধি ও গঠনে ভূমিকা রাখে?
উত্তর : আমিষ বা প্রোটিন জাতীয়।
৯. সয়াবিন, সরিষা, তিল, বাদাম ইত্যাদি কী জাতীয় খাবার?
উত্তর : স্নেহ বা চর্বিজাতীয়।
১০. ফলমূল, দুধ, ডিম, সবুজ শাকসবজি, ঢেঁকিছাঁটা চাল ইত্যাদি থেকে আমরা কী পাই?
উত্তর : খাদ্যপ্রাণ বা ভিটামিন।
১১. রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
উত্তর : খনিজ লবণ।
১২. লালশাক, কচুশাক ও ছোট মাছে কী পাওয়া যায়?
উত্তর : খনিজ লবণ।
১৩. কোনটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে?
উত্তর : পানি।
১৪. কোনটি খাদ্য হজমে সাহায্য করে?
উত্তর : ফাইবার বা খাবারের আঁশ।
১৫. কোন সময়ে শরীর দ্রুত বৃদ্ধি পায়?
উত্তর : বয়ঃসন্ধিকালে।
১৬. কচুশাক, লালশাক ও পালংশাক থেকে কী পাওয়া যায়?
উত্তর : আয়রন বা লৌহ।
১৭. বয়ঃসন্ধিকালে প্রতিদিন কমপক্ষে কত গ্লাস বিশুদ্ধ পানি পান করতে হবে?
উত্তর : ৭-৮ গ্লাস।
১৮. কোনটির দ্বারা বুদ্ধির বিকাশ ঘটে?
উত্তর : শরীরচর্চা ও খেলাধুলা।
১৯. কীসে মানসিক চাপ কমায়?
উত্তর : শরীরচর্চা ও খেলাধুলা।
২০. অ্যাথলেটিকস, ইচিং বিচিং, ফুটবল, ক্রিকেট, কাবাডি ইত্যাদি কোন ধরনের খেলা?
উত্তর : আউটডোর গেমস।
২১. কোন ব্যায়ামের মাধ্যমে পেটের পাশের মাংসপেশির শক্তি বৃদ্ধি পায়?
উত্তর : সাইড টু সাইড ব্যান্ড।
২২. অ্যাথলেটিকস বলতে আমরা কী বুঝে থাকি?
উত্তর : দৌড়-ঝাপ ও নিক্ষেপ।
২৩. খেলাধুলার একটি বিশেষ আকর্ষণ কোনটি?
উত্তর : অ্যাথলেটিকস।
২৪. অ্যাথলেটিকসে উৎকর্ষসাধনের মাধ্যমে সবার মধ্যে কীসের স্পৃহা বাড়ে?
উত্তর : প্রতিযোগিতার।
২৫. প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী খেলা কোনটি?
উত্তর : কাবাডি।
২৬. বাংলাদেশের গ্রামগঞ্জের জনপ্রিয় খেলা কোনটি?
উত্তর : ইচিং বিচিং।
২৭. বায়ুদূষণ এড়াতে প্রয়োজনে আমরা কী পরব?
উত্তর : মাস্ক বা মুখবন্ধনী।
২৮. দূষিত বায়ুর সংস্পর্শে চোখ, নাক ও গলার কী হতে পারে?
উত্তর : সংক্রমণ।
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,কবিতা
- আরো পড়ুন:৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,গান
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,গল্প
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,প্রবন্ধ
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,নাটক
২৯. মানুষের শারীরিক ও মানসিক সমস্যা কেন হয়?
উত্তর : শব্দদূষণে।
৩০. টাইফয়েড, কলেরা, ডায়রিয়া কী বাহিত রোগ?
উত্তর : পানি বাহিত।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।