লোকপ্রশাসন পরিচিতি অধ্যায়:-১(সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDFফ্রি) পর্বঃ ১ প্রশ্নোত্তর ও সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
লোকপ্রশাসন পরিচিতি অধ্যায়:-১(সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDFফ্রি)
- অনার্স প্রথম বর্ষ
- বিষয়ঃ লোকপ্রশাসন পরিচিতি
- অধ্যায় ১ : লোকপ্রশাসন
- বিষয় কোডঃ ২১১৯০৭
- ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- ১. ‘প্রশাসন’ কী?
- উত্তর ‘প্রশাসন’ হলো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একদল ব্যক্তি বা ব্যক্তিবর্গের কার্যাবলি।
- ২. ‘প্রশাসন’ শব্দের অর্থ কী?
- অথবা, ‘প্রশাসন’ শব্দের আভিধানিক অর্থ কী?
- উত্তর : ‘প্রশাসন’ শব্দের অর্থ কাজের ব্যবস্থাপনা।
- ৩. প্রশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?
- উত্তর : প্রশাসনের ইংরেজি প্রতিশব্দ ‘Administration’.
- ৪. অ্যাডমিনিস্ট্রেশন’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
- অথবা, ‘Administration’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- উত্তর : ‘অ্যাডমিনিস্ট্রেশন’ শব্দটি ল্যাটিন ‘Ad’ এবং ‘Ministiare’ শব্দদ্বয় থেকে এসেছে।
- ৫. ল্যাটিন শব্দ ‘Ad’ এবং ‘Ministiare’ শব্দ দুটির অর্থ কী?
- উত্তর : ল্যাটিন ‘Ad’ শব্দটির অর্থ সেবা এবং ‘Ministiare’ শব্দটির অর্থ ব্যবস্থাপনা ।
- ৬. ল্যাটিন ‘Ministiare’ শব্দটির অর্থ কী?
- অথবা, ল্যাটিন শব্দ ‘Ministiare’ এর অর্থ কী?
- উত্তর : ল্যাটিন শব্দ ‘Ministiare’ শব্দটির অর্থ ব্যবস্থাপনা।
- ৭. উৎপত্তিগতভাবে ‘প্রশাসন’ (Administration) শব্দটির অর্থ কী?
- উত্তর : উৎপত্তিগতভাবে ‘প্রশাসন’ শব্দটির অর্থ সেবা ও ব্যবস্থাপনা।
- ৮. লোকপ্রশাসন বলতে কী বুঝায়?
- অথবা, লোকপ্রশাসন কী?
- উত্তর : লোকপ্রশাসন বলতে রাষ্ট্রের কর্মতৎপরতা ও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের জন্য রাষ্ট্র যে কর্মকাণ্ড পরিচালনা করে তাকে বুঝায় ।
- ৯. লোকপ্রশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?
- উত্তর : লোকপ্রশাসনের ইংরেজি প্রতিশব্দ ‘Public Administration’.
- ১০. প্রশাসনকে কয় ভাগে ভাগ করা যায়?
- অথবা, প্রশাসনের শ্রেণিবিভাগ কী কী?
- উত্তর : প্রশাসনকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :
- ১. সরকারি প্রশাসন ও ২. বেসরকারি প্রশাসন ।
- ১১. লোকপ্রশাসনকে কয় ভাগে ভাগ করা যায়?
- উত্তর : লোকপ্রশাসনকে দুইভাগে ভাগ করা যায়। যথা : ১. ব্যবহারিক প্রশাসন ও ২. লোকপ্রশাসন ।
- ১২. লোকপ্রশাসনের প্রধান উদ্দেশ্য কী?
- উত্তর : সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করাই লোকপ্রশাসনের প্রধান উদ্দেশ্য।
- ১৩. বেসরকারি প্রশাসন কী?
- উত্তর : যে প্রশাসন ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত, মুনাফা অর্জনই যার একমাত্র লক্ষ্য, রাজনৈতিক নির্দেশনা বহির্ভূত এবং কর্মপরিসর সীমিত তাই বেসরকারি প্রশাসন।
- ১৪. বেসরকারি প্রশাসনের প্রধান উদ্দেশ্য কী?
- উত্তর : বেসরকারি প্রশাসনের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা।
- ১৫. বেসরকারি প্রশাসনের কয়েকটি উদাহরণ দাও।
- উত্তর : বেসরকারি প্রশাসনের কয়েকটি উদাহরণ হলো : এনজিও, ব্যাংক, বিমা ইত্যাদি প্রতিষ্ঠান।
- ১৬. লোকপ্রশাসনের ইতিহাসের গুরুত্ব কয়টি?
- উত্তর : লোকপ্রশাসনের ইতিহাসের গুরুত্ব পাঁচটি।
- ১৭. লোকপ্রশাসনের প্রধান কাজ কোনটি?
- উত্তর : লোকপ্রশাসনের প্রধান কাজ হলো সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা।
- আরো পড়ুন:-স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৬ষ্ঠ-অতিসংক্ষিপ্ত)
- আরো পড়ুন:-স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৬ষ্ঠ-সংক্ষিপ্ত)
- আরো পড়ুন:- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৬ষ্ঠ-রচনামূলক)-১
- ১৮. লোকপ্রশাসনের দুইটি গুরুত্ব উল্লেখ কর।
- উত্তর : লোকপ্রশাসনের দুইটি গুরুত্ব হলো— ১. জনকল্যাণ সাধন ও ২. চেতনার বিকাশ।
- ১৯. কে সর্বপ্রথম লোকপ্রশাসনের উপযোগিতা অনুভব করেন?
- উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল সর্বপ্রথম লোকপ্রশাসনের উপযোগিতা অনুভব করেন।
- ২০. লোকপ্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা কে?
- উত্তর : লোকপ্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- ২১. লোকপ্রশাসনের জনক কে? তিনি কোন দেশের নাগরিক?
- উত্তর : লোকপ্রশাসনের জনক উড্রো উইলসন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ।
- ২২. লোকপ্রশাসন পাঠের কয়েকটি পদ্ধতির নাম লেখ।
- অথবা, লোকপ্রশাসন অধ্যয়নের দুইটি পদ্ধতি উল্লেখ কর। উত্তর লোকপ্রশাসন পাঠের কয়েকটি পদ্ধতির নাম হলো— ১. ঐতিহাসিক পদ্ধতি, ২. প্রাতিষ্ঠানিক পদ্ধতি, ৩. দার্শনিক পদ্ধতি, ৪. আইনগত পদ্ধতি, ৫. তুলনামূলক পদ্ধতি, ৬. আচরণগত পদ্ধতি ও ৭. বর্ণনামূলক পদ্ধতি প্রভৃতি।
- ২৩. “সরকারি আইনের বিস্তারিত ও সুব্যবস্থিত প্রয়োগই হচ্ছে লোকপ্রশাসন।”— উক্তিটি কার?
- উত্তর : “সরকারি আইনের বিস্তারিত ও সুব্যবস্থিত প্রয়োগই হচ্ছে লোকপ্রশাসন।” উক্তিটি লোকপ্রশাসনের জনক উড্রো উইলসনের।
- ২৪. লোকপ্রশাসন সম্পর্কে সর্বপ্রথম আধুনিক গ্রন্থ কে রচনা করেন?
- উত্তর : লোকপ্রশাসন সম্পর্কে সর্বপ্রথম আধুনিক গ্রন্থ রচনা করেন L. D. White.
- ২৫. লোকপ্রশাসন বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ কোনটি?
- উত্তর : লোকপ্রশাসন বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ ‘Principles of Public Administration’ (১৮১২)।
- ২৬. “লোকপ্রশাসন হলো বিশাল প্রশাসনের একটি অংশ মাত্র।”- উক্তিটি কার?
- উত্তর : “লোকপ্রশাসন হলো বিশাল প্রশাসনের একটি অংশ মাত্র।”—উক্তিটি ডুয়াইট ওয়াল্ডোর ।
- ২৭. “Public Administration is policy execution and policy formulation.”— উক্তিটি কার?
- উত্তর : “Public Administration is policy execution and policy formulation.”—উক্তিটি জেমস ডব্লিউ. ফেসলারের।
- ২৮. “লোকপ্রশাসন হলো নীতি প্রণয়ন ও নীতি বাস্তবায়ন। ” উক্তিটি কার?
- উত্তর : “লোকপ্রশাসন হলো নীতি প্রণয়ন ও নীতি বাস্তবায়ন।”— উক্তিটি জেমস ডব্লিউ, ফেসলারের।
- ২৯. “Public administration is public. — উক্তিটি কার?
- উত্তর : “Public administration is public. – উক্তিটি জেমস ডব্লিউ. ফেসলারের।
- ৩০. লোকপ্রশাসন কোন বিজ্ঞানের অংশ?
- উত্তর : লোকপ্রশাসন সামাজিক বিজ্ঞানের অংশ।
- ৩১. লোকপ্রশাসনকে বিজ্ঞান বলার পক্ষে কয়েকজন প্রবক্তার নাম লেখ ।
- উত্তর : লোকপ্রশাসনকে বিজ্ঞান বলার পক্ষে কয়েকজন প্রবক্তা হলেন উড্রো উইলসন, চার্লস বিয়ার্ড, উইলোবি, মরস্টেইন মার্কস প্রমুখ ।
- ৩২. ASPA এর পূর্ণরূপ কী?
- উত্তর : ASPA এর পূর্ণরূপ হলো American Society for Public Administration.
- ৩৩. ‘NASPAA’ এর পূর্ণরূপ কী?
- উত্তর : ‘NASPAA’ এর পূর্ণরূপ হলো National Association of Schools of Public Affairs and Administration.
- ৩৪. কত সালে NASPAA গঠিত হয়?
- উত্তর : ১৯৭০ সালে NASPAA গঠিত হয় ।
- ৩৫. POSDCORB কী?
- উত্তর : প্রশাসনিক সংগঠনের কর্মকাণ্ড বিশেষ করে তাদের ব্যবস্থাপনা কর্মকাণ্ডের বর্ণনা ও ব্যাখ্যা করার জন্য লুথার গুলিক এ শব্দটি ব্যবহার করেন ।
- ৩৬. লুথার গুলিক লোকপ্রশাসনের পরিধি বা প্রশাসকের কার্যাবলি বুঝাতে গিয়ে যে সংক্ষিপ্ত শাব্দিক কাঠামোর কথা বলেছেন সেটি কী?
- উত্তর : লুথার গুলিক লোকপ্রশাসনের পরিধি বা প্রশাসকের কার্যাবলি বুঝাতে গিয়ে POSDCORB শব্দটি ব্যবহার করেছেন।
- ৩৭. লুথার গুলিক কোন গ্রন্থে POSDCORB শব্দটি ব্যাখ্যা করেন?
- উত্তর : লুথার গুলিক ‘Paper on Science of Administration’ গ্রন্থে POSDCORB শব্দটি ব্যাখ্যা করেন ।
- ৩৮. POSDCORB এর প্রবক্তা কে?
- উত্তর : POSDCORB এর প্রবক্তা বলা হয় লুথার গুলিককে ।
- ৩৯. POSDCORB এর বাংলা প্রতিশব্দ কী?
- উত্তর : POSDCORB এর বাংলা প্রতিশব্দ পসকনিসপ্রবা এটা মূলত নিম্নোক্ত শব্দগুলোর অদ্যাক্ষরের সমন্বিত রূপ।
- P = Planning (পরিকল্পনা),
- O = Organization (সংগঠন),
- S = Staffing (কর্মীসংগঠন),
- D = Directing (নির্দেশনা),
- C = Co-ordinating (সমন্বয়),
- R = Reporting (প্রতিবেদন) ও
- B = Budgeting (বাজেট প্রণয়ন) ।
- ৪০. কোন পদ্ধতির ওপর POSDCORB মতবাদটি প্রতিষ্ঠিত?
- উত্তর : কাঠামোগত পদ্ধতির ওপর POSDCORB মতবাদটি প্রতিষ্ঠিত।
- ৪১. লুথার গুলিক প্রশাসনের কয়টি নীতির কথা বলেছেন?
- উত্তর : লুথার গুলিক প্রশাসনের সাতটি নীতির কথা বলেছেন ।
- ৪২. POSDCORB এর ‘R’ দ্বারা কী বুঝানো হচ্ছে?
- উত্তর : POSDCORB এর ‘R’ দ্বারা Reporting বুঝানো হয়েছে।
- ৪৩. POSDCORB এর ‘S’ এর Staffing শব্দ দ্বারা কী বুঝানো হয়?
- উত্তর : প্রশাসনিক সংগঠন কর্মরত কর্মীবৰ্গকে বুঝাতে Staffing শব্দটি ব্যবহার করা হয়।
- লোকপ্রশাসন পরিচিতি অধ্যায়:-১(সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDFফ্রি)
- ৪৪. পসকনিসপ্রবা কী?
- অথবা, পসকনিসপ্রবা বলতে কী বুঝ?
- উত্তর : লুথার গুলিকের POSDCORB এর বাংলা রূপ হলো পসকনিসপ্রবা। এর পূর্ণরূপ হলো :
- প = পরিকল্পনা,
- স = সংগঠন,
- ক = কর্মী সংগঠন,
- নি = নির্দেশনা,
- স = সমন্বয়,
- প্র = প্রতিবেদন,
- বা = বাজেট প্রণয়ন ।
- ৪৫. আচরণবাদী পদ্ধতির জনক কে?
- উত্তর : আচরণবাদী পদ্ধতির জনক হার্বাট সাইমন ।
- আরো পড়ুন:- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৬ষ্ঠ-রচনামূলক)-২
- আরো পড়ুন:-স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৬ষ্ঠ-রচনামূলক)-৩
- ৪৬. আচরণবাদের মূল কথা কী?
- উত্তর : আচরণবাদের মূল কথা হলো ব্যক্তি ও গোষ্ঠীর রাজনৈতিক আচরণকে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা করা।
- ৪৭. আচরণবাদী পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?
- উত্তর : আচরণবাদী পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সর্বজনীনতা।
- ৪৮. 4PS বলতে কী বুঝ?
- উত্তর : 4PS হলো লুথার গুলিকের সংগঠনের চারটি উপাদান যথা উদ্দেশ্য, প্রক্রিয়া, ব্যক্তি ও স্থান।
- ৪৯. CPA এর পূর্ণরূপ কী?
- উত্তর : CPA এর পূর্ণরূপ হলো Comparative Public Administration.
- ৫০. লোকপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে মূল পার্থক্য কী?
- উত্তর : লোকপ্রশাসনের মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। অন্যদিকে, বেসরকারি প্রশাসনের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। লোকপ্রশাসন পরিচিতি অধ্যায়:-১(সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDFফ্রি)