মাস্টার্স শেষ পর্ব শিল্প সম্পর্ক ও শ্রম আইন সাজেশন সমূহ নিচে দেওয়া হলোঃ
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: সমাজকর্ম
বিষয়: শিল্প সম্পর্ক ও শ্রম আইন
বিষয় কোড: ৩১২১০৫
মাস্টার্স শেষ পর্ব শিল্প সম্পর্ক ও শ্রম আইন সাজেশন –
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. শিল্পবিপ্লব কখন হয়?
উত্তর : অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত সময়কাল।
২. কোন তত্ত্বে Trade Union কে অপ্রয়োজনীয় মনে করা হয়?
উত্তর : একত্ববাদী তত্ত্বে Trade Union -কে অপ্রয়োজনীয় মনে করা হয় ।
৩. বাংলাদেশে ILO -এর সদস্য হয় কত সালে?
উত্তর : বাংলাদেশে ILO -এর সদস্য হয় ১৯৭২ সালে।
৪. মাতৃ কল্যাণ কবে প্রণীত হয়?
উত্তর : মাতৃ কল্যাণ প্রণীত হয় ১৯৩৯ সালে।
৫. একত্ববাদী তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : একত্ববাদী তত্ত্বের প্রবক্তা- Halford Reddish.
৬. ধর্মঘট শব্দটির উৎপত্তি কোন পদ্ধতি থেকে?
উত্তর : ধর্মঘট শব্দটির উৎপত্তি- কোন গৃহস্থ বিশেষকে ঠোকো না একঘরে করার।
৭. শ্রমিকদের ক্ষতিপূরণ আইন কবে প্রণীত হয়?
উত্তর : শ্রমিকদের ক্ষতিপূরণ আইন প্রণীত হয়- ২০০৬ সালে।
৮. ধর্মঘট কি?
উত্তর : শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য একত্রিত হয়ে কাজে যোগ না দেওকে ধর্মঘট বলে।
৯. ITUC-এর পূর্ণরূপ কী?
উত্তর : ITUC-এর পূর্ণরূপ- International Trade Union confederation.
১০. মে দিবস কবে পালিত হয়?
উত্তর : ১লা মে- মে দিবস পালিত হয়।
১১. বাংলাদেশে কয়টি শ্রম আদালত রয়েছে ?
উত্তর : বাংলাদেশে ৭টি শ্রম আদালত রয়েছে ।
১২. লক আউট অর্থ কী?
উত্তর : লক আউট অর্থ- তালাবদ্ধকরণ।
১৩. শিল্প সম্পর্ক শব্দটি কত সালে সর্বপ্রথম ব্যবহৃত হয়?
উত্তর : শিল্প সম্পর্ক শব্দটি ১৯১০ সালে সর্বপ্রথম ব্যবহৃত হয়।
মাস্টার্স শেষ পর্ব শিল্প সম্পর্ক ও শ্রম আইন সাজেশন –
১৪. ILO এর সদর দপ্তর কোথায়?
উত্তর : ILO এর সদর দপ্তর- সুইজারল্যান্ডের জেনেভা।
১৫. উত্তম শিল্প সম্পর্কের পূর্বশর্ত কী?
উত্তর : উত্তম শিল্প সম্পর্কের পূর্বশত- উত্তম কার্য পরিবেশ।
১৬. দুর্বল শিল্প সম্পর্কের ২টি কারণ লিখ।
উত্তর : দুর্বল শিল্প সম্পর্কের ২টি কারণ- স্বজনপ্রীতিও পক্ষপাতিত্ব, চাকরির নিরাপত্তার অভাব।
১৭. শিল্প বিরোধ কী?
উত্তর : শিল্প বিরোধ Ñশিল্প ক্ষেত্রে সৃষ্ট বিরোধ।
আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১৮. সর্বপ্রথম ধর্মঘট করে কারা?
উত্তর : সর্বপ্রথম ধর্মঘট করে- ম্যানচেস্টারের তাঁতীরা।
১৯. হরতাল কী?
উত্তর : একটি রাজনৈতিক কর্মসূচি যা রাজ পথে হয়ে যায়।
২০. কয়টি অঙ্গ সংগঠনের সহযোগ ILO গঠিত?
উত্তর : ৩টি অঙ্গ সংগঠনের সহযোগ ILO গঠিত।
২১. শ্রম আইন কী?
উত্তর : শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট আইন।
২২. CBA এর পূর্ণরূপ কী?
উত্তর : CBA এর পূর্ণরূপ- Collective Bargaining Agent.
২৩. শিল্প সম্পর্কের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : শিল্প সম্পর্কের ইংরেজি প্রতিশব্দ- Industrial Relation.
২৪. লক-আউট অর্থ কী?
উত্তর : লক-আউট অর্থ- তালাবদ্ধকরণ।
২৫. ধর্মঘটের উৎপত্তি কিভাবে ঘটে?
উত্তর : ধর্মঘটের উৎপত্তি ঘটে- বুর্জোয়া শ্রেণীর আবির্ভাবের মধ্য দিয়ে।
২৬. শিল্প বিরোধ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর : শিল্প বিরোধ আইন ১৯৪৭ সালে প্রণীত হয়।
২৭. ট্রেড ইউনিয়ন কী?
উত্তর : ট্রেড ইউনিয়ন- শ্রমিকদের সংগঠন।
মাস্টার্স শেষ পর্ব শিল্প সম্পর্ক ও শ্রম আইন সাজেশন –
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. ‘লক আউটের’ সংজ্ঞা দাও।
২. যৌথ দর কষাকষি সুবিধাসমূহ লিখ।
৩. শিল্প সম্পর্ক বলতে কি বুঝ?
৪. শিল্প বিরোধ বলতে কি বুঝ?
৫. শ্রম আদালত কি?
৬. ধর্মঘটের উপাদানসমূহ লিখ।
৭. আই এলর’র নীতিমালা লিখ।
৮. শ্রম আইন কাকে বলে?
৯. শিল্প সম্পর্কে চারটি উদ্দেশ্য লিখ।
আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১০. শিল্প সম্পর্কে শর্তসমূহ সংক্ষেপে লিখ।
১১. বাংলাদেশে শিল্প বিরোধ প্রতিরোধের উপায়সমূহ লিখ।
১২. শিল্প বিরোধের প্রভাব সংক্ষেপে লিখ।
১৩. ধর্মঘটের কারণ সংক্ষেপে লিখ।
১৪. শ্রমিক সংঘের গুরুত্ব সংক্ষেপে লিখ।
১৫. যৌথ দরকষাকষি কী?
১৬. শিল্প সম্পর্কের বিভিন্ন দিক লিখ।
১৭. দুর্বল শিল্প সম্পর্কের কারণ লিখ।
১৮. শ্রমিক সংঘের প্রকারভেদ লিখ।
১৯. বাংলাদেশে ট্রেড ইউনিয়নের বিকাশ লিখ।
মাস্টার্স শেষ পর্ব শিল্প সম্পর্ক ও শ্রম আইন সাজেশন –
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. শিল্প বিরোধ বলতে কি বুঝ? শিল্প বিরোধ নিরসনের আইনগত পদক্ষেপগুলো বর্ণনা দাও।
২. ‘উত্তম শিল্প সম্পর্ক উচ্চ ফলনশীলতার পূর্বশর্ত’ উদাহরণসহ উক্তিটি ব্যাখ্যা কর।
৩. বাংলাদেশে যৌথ দরকষাকষি প্রতিনিধির অধিকার ও সুবিধা সমূহ লিখ।
৪. শ্রম আইন ২০০৬ সংক্ষেপে বর্ণনা দাও।
৫. ট্রেড ইউনিয়ন কী? একটি ট্রেড ইউনিয়ন গঠন ও নিবন্ধীকরণে শর্তগুলো আলোচনা কর।
৬. বাংলাদেশে শিল্প বিরোধ নিষ্পত্তির জন্য ১৯৬৯ সালের শিল্প সম্পর্কে অধ্যাদেশ উল্লেখিত ধারাসমূহ ব্যাখ্যা কর।
৭. ধর্মঘটের কারণ ও প্রভাব লিখ।
৮. আন্তর্জাতিক শ্রম সংস্থার শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে কতটুকু কার্যকর ভূমিকা পালন করে তা বাংলাদেশের প্রেক্ষাপটে
মূল্যায়ন কর।
৯. শিল্প সম্পর্কের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বর্ণনা দাও।
১০. শিল্প সম্পর্কের একত্ববাদী মতবাদ তত্ত্ব সমালোচনাসহ লিখ।
১১. শিল্প সম্পর্ক উন্নয়নের উপায় বর্ণনা দাও।
১২. শিল্প বিরোধের ক্ষতিকর প্রভাবগুলো বর্ণনা দাও।
১৩. ধর্মঘট কখন আইন সম্মত নয়? ব্যাখ্যা কর।
১৪. শ্রম আন্দোলনে আই,এল,ও এ প্রভাব আলোচনা কর।
১৫. আন্তর্জাতিক শ্রম সংস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা কর।
১৬. ধর্মঘট্রে প্রকারভেদ লিখ। ধর্মঘটের প্রভাব আলোচনা কর।
সমাজকর্ম বিভাগের শিল্প সম্পর্ক ও শ্রম আইন বিষয় সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।