বাংলা ২য় | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ভাষা ও সাহিত্য | নবম ও দশম শ্রেণীর ভাষা ও সাহিত্য নিয়ে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF) ফাইল ডাউনলোড করতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন ।ভাষা ও সাহিত্য নিয়ে যেকোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ভাষা ও সাহিত্য হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
বাংলা ২য় পত্রের ভাষা ও সাহিত্য বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
০১। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. মহাভারত
খ. চর্যাপদ
গ. রামায়ণ
ঘ. জঙ্গনামা
০২। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক. মধুমালতী
খ. সিকান্দরনামা
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. বৈষ্ণব পদাবলি
০৩। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে?
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
০৪। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
ক. দেশ ও কালভেদে
খ. দেশ, কাল ও ব্যক্তিভেদে
গ. কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে
ঘ. দেশ, কাল ও পরিবেশভেদে
০৫। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বর্ণ
ঘ. ভাষা
০৬। ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন?
ক. এ রীতি কৃত্রিমতাবর্জিত বলে
খ. এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে
গ. এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে
ঘ. এ রীতি পরিবর্তনশীল বলে
০৭। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়Ñ
ক. কাব্যসাহিত্যে
খ. দলিল-দস্বাবেজে
গ. পুঁথি সাহিত্যে
ঘ. চিঠিপত্রে
০৮। বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে
ঘ. ইংরেজদের আগমনের পর
০৯। ‘গুরুচন্ডালী দোষ’ কাকে বলে?
ক. সাধু ও চলিত রীতির মিশ্রণকে
খ. চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
গ. সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
ঘ. চলিত ও উপভাষার মিশণ্র কে
১০। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়?
ক. কথ্য রীতি
খ. লেখ্য রীতি
গ. সাধুরীতি
ঘ. চলিত রীতি
১১। সাধুভাষা কোথায় অনুপযোগী?
ক. কবিতার পঙ্ক্তিতে
খ. গানের কলিতে
গ. গল্পের বর্ণনায়
ঘ. নাটকের সংলাপে
১২। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কৃত্রিমতাবর্জিত
ঘ. কাঠামো অপরিবর্তনীয়
১৩। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
১৪। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগের
খ. মধ্যযুগের
গ. অন্ধকার যুগের
ঘ. আধুনিক যুগের
১৫। সংস্কৃত ‘চর্মকার’ শব্দটির তদ্ভব ‘চামার’ এর প্রাকৃত রূপ কোনটি?
ক. চম্মকার
খ. চম্মকর
গ. চম্মআর
ঘ. চম্মার
১৬। কোনটি অর্ধ-তৎসম শব্দ?
ক. সূর্য
খ. সুনাম
গ. জবান
ঘ. জ্যোছনা
১৭। ‘ঙীুমবহ’−এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি?
ক. উদযান
খ. সহযান
গ. অজান
ঘ. অক্সিজেন
১৮। কোনটি পারিভাষিক শব্দ?
ক. বেতার
খ. বালতি
গ. বৈষ্ণব
ঘ. বোতল
১৯। (বাংলা ভাষায়) বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?
ক. রামরাম বসু
খ. রামনারায়ণ তর্করত ড়ব
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাজা রামমোহন রায়
২০। বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন?
ক. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ. রাজা রামমোহন রায়
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. এনামুল হক
২১। ‘গৌড়ীয় ব্যাকরণ’ কোনটি?
ক. এন.বি. হ্যালহেড রচিত ব্যাকরণ
খ. ড. সুনীতিকুমার রচিত বাংলা ব্যাকরণ
গ. রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার ব্যাকরণ
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলা ব্যাকরণ
২২। আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৩। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী?
ক. ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
খ. শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
গ. অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
ঘ. ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য
২৪। বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত
খ. ভাষাতত্ত
গ. রূপতত্ত
ঘ. বাক্যতত্ত
২৫। রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. অর্থতত্তের
খ. রূপতত্তের
গ. বাক্যতত্তের
ঘ. ধ্বনিতত্তের
২৬। বিভক্তিহীন নাম শব্দকে কী বলা হয়?
ক. আনুপাতিক
খ. আনুষঙ্গিক
গ. প্রাতিপদিক
ঘ. প্রত্যয়ান্বিক
২৭। প্রাতিপদিক কী?
ক. বিভক্তিযুক্ত পদ
খ. বিভক্তিহীন শব্দ
গ. বিভক্তিযুক্ত নাম শব্দ
ঘ. বিভক্তিহীন নাম শব্দ
২৮। শব্দের অবিভাজ্য অংশকে কী বলা হয়?
ক. প্রকৃতি
খ. সাধিত শব্দ
গ. নামশব্দ
ঘ. প্রত্যয়
২৯। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত
খ. ধ্বনিতত্ত
গ. পদক্রম
ঘ. বাক্য প্রকরণ
৩০। ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত
খ. ধ্বনিতত্ত
গ. ভাষাতত্ত
ঘ. বাক্যতত্ত
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
উত্তর মালা:
১ | খ | ২ | গ | ৩ | ঘ | ৪ | ঘ | ৫ | ঘ |
৬ | খ | ৭ | খ | ৮ | ক | ৯ | ক | ১০ | গ |
১১ | ঘ | ১২ | গ | ১৩ | গ | ১৪ | ঘ | ১৫ | গ |
১৬ | ঘ | ১৭ | গ | ১৮ | ক | ১৯ | ঘ | ২০ | থ |
২১ | গ | ২২ | গ | ২৩ | ক | ২৪ | গ | ২৫ | খ |
২৫ | গ | ২৭ | ঘ | ২৮ | ক | ২৯ | খ | ৩০ | খ |