HSC | ফিন্যান্স ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র | ব্যাংক হিসাব | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
চতুর্থ অধ্যায়: ব্যাংক হিসাব
১. মি. মতিন একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তখন সামান্য সুদ দেয় এমন একটি ব্যাংক হিসাব পরিচালনা করতেন। পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন এবং ব্যাংকে আরেকটি হিসাব খোলেন। এরপর তিনি বিদেশ চলে যান। পাঁচ বছর পর বিদেশ থেকে ফিরে তিনি আবার ব্যবসায় শুরু করেন। তিনি তার উভয় হিসাব চালু করতে চাইলে ব্যাংক ম্যানেজার পরবর্তী হিসাবটি চালু করার পরামর্শ দেন। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক. কোন ধরনের চলতি হিসাবে সুদ পাওয়া যায়?
খ. কেন চেকে দাগকাটা হয়? ব্যাখ্যা করো।
গ. মি. মতিন প্রথমে কোন হিসাব পরিচালনা করতেন? ব্যাখ্যা করো।
ঘ. ব্যাংক ম্যানেজার কেন পরবর্তী হিসাব চালু করার পরামর্শ দিলেন? মতামত দাও।
উত্তর: মেইড ইজি উত্তরপত্র বইয়ের পৃষ্ঠা ৩৫২ এর ২৩ নম্বর দ্রষ্টব্য।
২. জনাব সুমনের এবিসি ব্যাংকের তিনটি শাখার হিসাব বিবরণী নিæে তুলে ধরা হলো:
শাখার নাম আমানত (টাকা) উত্তোলন (টাকা) মুনাফা (টাকা)
ধানমন্ডি ২০,০০,০০০ ১৫,০০,০০০ –
গুলশান ১০,০০,০০০ ২,০০,০০০ ১৫,০০০
রামপুরা ১৬,০০,০০০ – ৯০,০০০
জনাব সুমন আগামী মাসে চাকুরি হতে অবসর নিবেন এবং অবসরকালীন ভাতা হিসাবে ২০,০০,০০০ টাকা পাবেন। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন কোন ব্যবসায়ের সাথে জড়িত না হয়ে সাধারণ জীবন-যাপন করবেন। [ঢাকা ইমপিরিয়াল কলেজ]
ক. বিশেষ চলতি হিসাব কী?
খ. “ব্যাংককে কেন ধার করা অর্থের ধারক বলা হয়”-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ধানমন্ডি শাখায় জনাব সুমন কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. অবসরকালীন ভাতা জমানোর জন্য জনাব সুমনের কোন শাখার হিসাবটি বেশি উপযোগী? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: মেইড ইজি উত্তরপত্র বইয়ের পৃষ্ঠা ৩৫২ এর ২২ নম্বর দ্রষ্টব্য।
ক ও খ নং প্রশ্নের সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. ব্যাংক হিসাব কী? [ঢা. বো. ১৬, ১৭; রা. বো., সি. বো.; ব. বো. ১৭; চ. বো. ১৬]
উত্তর: গ্রাহকের নামে হিসাব খুলে ব্যাংক গ্রাহককে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণের যে সুযোগ প্রদান করে তাকে ব্যাংক হিসাব বলা হয়।
প্রশ্ন-২. ঋণ আমানতী হিসাব কী?
উত্তর: ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ বা অগ্রিম যে হিসাবের মাধ্যমে সম্পন্ন করা হয় তাকে ঋণ আমানতী হিসাব বলে।
প্রশ্ন-৩. কণঈ (কহড়ি ণড়ঁৎ ঈঁংঃড়সবৎ) ফরম কে সরবরাহ করে?
উত্তর: কণঈ (কহড়ি ণড়ঁৎ ঈঁংঃড়সবৎ) ফরম ব্যাংক কর্তৃপক্ষ সরবরাহ করে।
প্রশ্ন-৪. নমুনা স্বাক্ষর কার্ডে আমানকারী কয়টি স্বাক্ষর প্রদান করেন?
উত্তর: নমুনা স্বাক্ষর কার্ডে আমানতকারী তিনটি স্বাক্ষর প্রদান করেন।
প্রশ্ন-৫. নমুনা স্বাক্ষর কার্ড কী? [চ. বো. ১৭; রা. বো. ১৬]
উত্তর: চেকের স্বাক্ষর যথার্থ কিনা তা মিলিয়ে দেখার জন্য আমানতকারীর নমুনা স্বাক্ষর যে কার্ডে ব্যাংক সংরক্ষণ করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে।
প্রশ্ন-৬. চলতি হিসাব কী? [য. বো. ১৬]
উত্তর: যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করা যায় এবং উক্ত অর্থের বিপরীতে গ্রাহককে ব্যাংক কোনো সুদ প্রদান করে না তাকে চলতি হিসাব বলে।
প্রশ্ন-৭. ব্যাংক পাস বই কী?
উত্তর: সঞ্চয়ী হিসাবের গ্রাহককে তার লেনদেন সংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য ব্যাংক তাকে ক্ষুদ্রাকৃতির যে বই সরবরাহ করে তাকে ব্যাংক পাস বই বলে।
প্রশ্ন-৮. বিশেষ চলতি হিসাব কী?
উত্তর: যে চলতি হিসাবে যতবার খুশি দিনে টাকা জমা ও টাকা উত্তোলন করা যায় এবং ব্যাংক হিসাবধারীকে সীমিত সুদ বা লাভ প্রদান করে তাকে বিশেষ চলতি হিসাব বলে।
প্রশ্ন-৯. সঞ্চয়ী হিসাব কাকে বলে?
উত্তর: যে হিসাবে দিনে যতবার খুশী টাকা জমা দেয়া গেলেও টাকা উত্তোলনের ক্ষেত্রে বাধ্য-বাধকতা থাকে এবং ব্যাংক গ্রাহককে জমার বিপরীতে সুদ বা লাভ প্রদান করে তাকে সঞ্চয়ী হিসাব বলে।
- HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- (১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- (PDF ১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর
প্রশ্ন-১০. পেনশন বা বিশেষ সঞ্চয়ী হিসাব কী?
উত্তর: যে হিসাবে গ্রাহক নির্দিষ্ট সময় পর্যন্ত মাসে মাসে টাকা জমা করে এবং নির্ধারিত মেয়াদ শেষে ব্যাংক তার গ্রাহককে সব টাকা একত্রে প্রদান করে তাকে পেনশন বা বিশেষ সঞ্চয়ী হিসাব বলে।
প্রশ্ন-১১. কোন ধরনের চলতি হিসাবে সুদ পাওয়া যায়?
উত্তর: বিশেষ চলতি হিসাবে সুদ পাওয়া যায়।
প্রশ্ন-১২. সীমিত আয়ের লোকজনের জন্য কোন হিসাব উপযোগী?
উত্তর: সীমিত আয়ের লোকজনের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী।
প্রশ্ন-১৩. ব্যবসায়ীদের জন্য সাধারণত কোন হিসাবটি উপযুক্ত?
উত্তর: ব্যবসায়ীদের জন্য সাধারণত চলতি হিসাবটি উপযুক্ত।
প্রশ্ন-১৪. প্রাথমিক জমা আমানত কাকে বলে?
উত্তর: কোনো আমানতকারী তার ব্যাংক হিসাবে প্রাথমিকভাবে বা প্রথমে যে পরিমাণ অর্থ আমানত হিসেবে জমা রাখে তাকে প্রাথমিক জমা আমানত বলে।
প্রশ্ন-১৫. দৈনিক যতবার ইচ্ছা টাকা ওঠানো যায় কোন হিসাব হতে?
উত্তর: চলতি হিসাব থেকে দৈনিক যতবার ইচ্ছা টাকা ওঠানো যায়।
প্রশ্ন-১৬. সঞ্চয়ী হিসাবের মূল উদ্দেশ্য কী?
উত্তর: জনগণের মাঝে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করাই হলো সঞ্চয়ী হিসাবের মূল উদ্দেশ্য।
প্রশ্ন-১৭. ব্যাংক হিসাব বিবরণী কী?
উত্তর: ব্যাংক তার গ্রাহককে লেনদেন সংক্রান্ত তথ্য জানাতে যে বিবরণী প্রদান করে তাকে ব্যাংক হিসাব বিবরণী বলে।
প্রশ্ন-১৮. জমা রসিদ বই কী?
উত্তর: ব্যাংক হিসাবে অর্থ জমা দেয়ার জন্য গ্রাহককে ব্যাংকের পক্ষ থেকে ছাপানো যে রসিদ বই সরবরাহ করা হয় তাকে জমা রসিদ বই বলে।
প্রশ্ন-১৯. চেক বই কী? [কু. বো. ১৭]
উত্তর: চলতি ও সঞ্চয়ী হিসাবের গ্রাহককে অর্থ উত্তোলনের জন্য চেকের পাতা সম্বলিত যে বই ব্যাংক সরবরাহ করে তাকে চেক বই বলে।
প্রশ্ন-২০. ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার?
উত্তর: ব্যাংক হিসাব প্রধানত তিন প্রকার যথা চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব।
প্রশ্ন-২১. কণঈ ফরম কী? [দি. বো. ১৬]
উত্তর: ব্যাংক হিসাবের আবেদন ফরমের সঙ্গে আবেদনকারীর তথ্যসম্বলিত যে ফরম বাধ্যতামূলকভাবে হিসাবগ্রহীতাকে পূরণ করতে হয় তাকে কণঈ (কহড়ি ণড়ঁৎ ঈঁংঃড়সবৎ) ফরম বলে।
প্রশ্ন-২২. ব্যাংক সর্বাধিক সুদ প্রদান করে কোন হিসাবে?
উত্তর: ব্যাংক সর্বাধিক সুদ প্রদানে করে স্থায়ী হিসাবে।
প্রশ্ন-২৩. ব্যাংক হিসাব খোলার জন্য একমালিকানা ব্যবসায়ের কোন দলিলটির প্রয়োজন হয়?
উত্তর: ব্যাংক হিসাব খোলার জন্য একমালিকানা ব্যবসায়ের ট্রেড লাইসেন্স দলিলটির প্রয়োজন হয়।
প্রশ্ন-২৪. বিমা সঞ্চয়ী হিসাব কী? [য. বো. ১৭]
উত্তর: যে হিসাবের মাধ্যমে আমানতকারী সঞ্চয়ী হিসাবের সুবিধাদি ভোগ করার পাশাপাশি বিমার সুবিধা ভোগ করে তাকে বিমা সঞ্চয়ী হিসাব বলে।
প্রশ্ন-২৫. স্কুল সঞ্চয়ী হিসাব কাকে বলে?
উত্তর: স্কুলে ছাত্রছাত্রীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য ব্যাংক যে বিশেষ হিসাবের সুযোগ দেয় তাকে স্কুল সঞ্চয়ী হিসাব বলে।
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. একজন ব্যবসায়ীর জন্য কোন হিসাব উত্তম এবং কেন? ব্যাখ্যা করো।
[চ. বো.; সি. বো. ১৭]
উত্তর: একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব খোলা উত্তম।
যে হিসাবের মাধ্যমে ব্যাংক তার গ্রাহককে কার্যদিবসে যতবার ইচ্ছা অর্থ জমাদান ও প্রয়োজনে তা উত্তোলনের সুযোগ প্রদান করে তাকে চলতি হিসাব বলে। একজন ব্যবসায়ীকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অর্থ সংক্রান্ত লেনদেন করতে হয়। এজন্য তার নগদ ঋন, জমাতিরিক্ত ঋণ ছাড়াও বিভিন্ন ধরনের ব্যাংকিং সহায়তার প্রয়োজন পড়ে। যা অন্য কোনো ব্যাংক হিসাবে পাওয়া যায় না। তাই ব্যবসায়ীরা চলতি হিসাব খুলে থাকেন।
প্রশ্ন-২. সঞ্চয়ী হিসাবে টাকা কি ইচ্ছামত যত খুশী যখন তখন তোলা সম্ভব? ব্যাখ্যা করো। [ব. বো. ১৭]
উত্তর: সঞ্চয়ী হিসাবের টাকা ইচ্ছামত যত খুশী যখন তখন তোলা অসম্ভব।
এ হিসাবের গ্রাহকগণ যখন তখন হিসাবে অর্থ জমাদানের সুযোগ ভোগ করলেও সপ্তাহে দুই বারের বেশি অর্থ উত্তোলনের সুবিধা পায় না। সাধারণত সঞ্চয়ের উদ্দেশ্য নিয়ে গ্রাহক এ ধরনের হিসাব খুললেও ব্যাংকিং লেনদেনেরও সুযোগ পায়।
প্রশ্ন-৩. ব্যাংক হিসাব বিবরণী সম্পর্কে ধারণা দাও।
উত্তর: ব্যাংক হিসাব বিবরণী হচ্ছে এমন একটি বিবরণী যেখানে গ্রাহক তার ব্যাংক হিসাবের মাধ্যমে যেসব আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকে সেগুলো লিপিবদ্ধ থাকে।
এটি গ্রাহকের হিসাব সম্পর্কিত একটি প্রতিবেদন যা ব্যাংক ইস্যু করে থাকে। হিসাব বিবরণী থেকে গ্রাহকের হিসাবের ব্যালেন্স জানা যায়। এতে হিসাব গ্রহীতার নাম, হিসাব নম্বর, হিসাবের ধরন, প্রারম্ভিক জমা, জমাকৃত অর্থ, উত্তোলিত অর্থ, প্রাপ্তি ও প্রদান এবং সর্বশেষ জমার পরিমাণ লিপিবদ্ধ থাকে।
প্রশ্ন-৪. নমুনা স্বাক্ষর কার্ড কেন প্রয়োজন? [ঢা. বো. ১৭]
উত্তর: ব্যাংক হিসাব খোলার সময় ব্যাংক কর্তৃক সরবরাহকৃত যে ছাপানো কার্ডে গ্রাহক তার নাম ও নমুনা স্বাক্ষর প্রদান করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলা হয়।
এই কার্ডের অনুরূপ দস্তখত দিয়েই গ্রাহককে পরবর্তীতে ব্যাংকের সঙ্গে সব ধরনের লেনদেন করতে হয়। চেকের দস্তখতের সঙ্গে কার্ডের দস্তখতে কোনো গরমিল হলে ব্যাংক চেকটি ফেরত দেয়। তাই নমুনা স্বাক্ষর কার্ডের গুরুত্ব অপরিসীম।
প্রশ্ন-৫. ব্যাংক হিসাবে গোপনীয়তা রক্ষার প্রয়োজন পড়ে কেন? ব্যাখ্যা করো।
[ঢা. বো. ১৬]
উত্তর: গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ যাতে পেতে না পারে সেজন্য ব্যক্তিক ও প্রযুক্তিগত সব ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের নীতিকে গোপনীয়তার নীতি বলে।
ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে নিরাপত্তা বা গোপনীয়তার বিষয়টি প্রত্যেক গ্রাহকই বিবেচনা করে থাকেন। কারণ, প্রত্যেক আমানতকারীই চান তার হিসাবের গোপনীয়তা বজায় থাকুক। আমানতকারী ব্যাংক-কে গোপনীয়তা রক্ষার উৎস হিসেবে বিবেচনা করে থাকেন।
এজন্য ব্যাংক কর্তৃপক্ষও গ্রাহকের হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে বলেই ব্যাংক হিসাবে গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন।
প্রশ্ন-৬. চেকের অনুমোদন বলতে কী বোঝায়?
উত্তর: কারও নিকট হস্তান্তরের উদ্দেশ্যে চেকের পিঠে স্বাক্ষর করাকে চেকের অনুমোদন বলে।
চেক একটি হস্তান্তরযোগ্য দলিল। বৈধ অনুমোদনের মাধ্যমে চেক হস্তান্তর করা যায়। এক্ষেত্রে বাহকের চেক শুধু প্রদানের মাধ্যমে হস্তান্তরিত হয়। অন্যদিকে হুকুম চেকের পিঠে মালিকের স্বাক্ষরের মাধ্যমে অনুমোদন করে হস্তান্তর করা যায়।
প্রশ্ন-৭. পাস বই বলতে কী বোঝায়?
উত্তর: সঞ্চয়ী হিসাব খোলার পর ব্যাংক তার গ্রাহককে লেনদেন সংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য যে ক্ষুদ্রাকৃতির বই প্রদান করে তাকে পাস বই বলে।
গ্রাহক পাস বই হতে তার হিসাবে জমা ও উত্তোলনকৃত অর্থের পরিমাণ জানতে পারে। পাস বইতে টাকা জমা ও উত্তোলনের হিসাব তারিখ অনুযায়ী লেখা হয়। এছাড়াও এতে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর থাকে। পাস বই সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের প্রদান করা হয়।
প্রশ্ন-৮. একজন চাকরিজীবীর জন্য কোন ধরনের হিসাব উপযোগী? ব্যাখ্যা করো। [য. বো. ১৭]
উত্তর: একজন চাকরিজীবীর জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী।
সঞ্চয়ের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেনের উদ্দেশ্য নিয়ে গ্রাহক ব্যাংকে এই ধরনের হিসাব খোলে। একজন চাকরিজীবী মাস শেষে নির্দিষ্ট বেতন পেয়ে তা ব্যাংকে জমা রাখতে পারে এবং প্রয়োজনে কিছু অর্থ উত্তোলন করতে পারে।
এ হিসাবে জমাকৃত অর্থের ওপর গ্রাহক সুদ পায়। এটির মাধ্যমে গ্রাহক চেকের অর্থ সংগ্রহ, অর্থ স্থানান্তরসহ বিভিন্ন ব্যাংকিং সেবা বা সুবিধা গ্রহণ করে। তাই একজন চাকরিজীবী ব্যাংকে এই হিসাব খুলে থাকে।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন-৯. কণঈ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। [রা. বো.; চ. বো. ১৭]
উত্তর: কণঈ ফরমের মাধ্যমে গ্রাহক সম্পর্কে সঠিক তথ্য জানা যায় বিধায় এটি গ্রাহকের লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করে।
ব্যাংক যে ফরমের মাধ্যমে গ্রাহক সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করে তাই মূলত কণঈ ফরম। এর দ্বারা গ্রাহকের সঠিক পরিচয় শনাক্ত করা যায়। গ্রাহক কী উদ্দেশ্যে হিসাব খুলবে, কেমন লেনদেন করবে, গ্রাহক কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিনা তা জানা যায়। আর এ উদ্দেশ্যকে লক্ষ্য রেখেই ব্যাংক কণঈ ফরম সংরক্ষণ করে।
প্রশ্ন-১০. কণঈ ফরম বলতে কী বোঝায়? [দি. বো. ১৭]
উত্তর: জালিয়াতি ও অবৈধ অর্থ লেনদেন রোধে গ্রাহকের তথ্য সম্বলিত ফরমকে কণঈ ফরম বলে।
কণঈ-এর পূর্ণরূপ হলো ‘কহড়ি ণড়ঁৎ ঈঁংঃড়সবৎ’ অর্থাৎ তোমার গ্রাহককে জানো। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ দেশে চালু হওয়ার পর থেকে ভুয়া নামে হিসাব খোলা বন্ধ হয়েছে। অবৈধ লেনদেন নিয়ন্ত্রণের জন্য হিসাব খোলার সময় এ ধরনের ফরম পূরণ গ্রাহকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
প্রশ্ন-১১. গ্রাহককে জানতে বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত ফরম কোনটি? ব্যাখ্যা করো।
[য. বো. ১৭]
উত্তর: গ্রাহককে জানতে বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত ফরম হলো কণঈ ফরম।
ব্যাংকে হিসাব খোলার সময় আবেদন ফরমের সাথে আবেদনকারী সংক্রান্ত বিভিন্ন তথ্যসম্বলিত যে ফরম বাধ্যতামূলকভাবে হিসাবগ্রহীতাকে পূরণ করতে হয় তাই মূলত কণঈ ফরম। ব্যাংক কর্তৃপক্ষ এর সত্যতা যাচাই করে স্বাক্ষর করেন। মুলত ভুয়া গ্রাহক চিহ্নিতকরণ ও অবৈধ লেনদেন বন্ধ করার উদ্দেশ্যে ব্যাংক এই ফরম সংরক্ষণ করে।
প্রশ্ন-১২. কণঈ নীতি কেন গ্রহণ করা হয়? [ব. বো. ১৭]
উত্তর: গ্রাহক সম্পর্কে তথ্য সংরক্ষণে কণঈ নীতি গ্রহণ করা হয়।
কণঈ নীতি গ্রহণে গ্রাহক দ্বারা কণঈ ফরম পূরণ বাধ্যতামূলক। ব্যাংক হিসাব খোলার সময় আবেদন ফর্মের সাথে আবেদনকারীর সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত এ ফরম হিসাবগ্রহীতাকে পূরণ করতে হয়। ব্যাংক কর্তৃপক্ষ এর সত্যতা যাচাই করে স্বাক্ষর করেন। মূলত ভ‚য়া গ্রাহক চিহ্নিতকরণ ও অবৈধ লেনদেন বন্ধ করা এর উদ্দেশ্য।
প্রশ্ন-১৩. কোন হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না? ব্যাখ্যা করো।[কু. বো. ১৭]
উত্তর: স্থায়ী হিসাবের গ্রাহককে কোনো ধরনের চেক বই দেয়া হয় না।
নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য এককালীন ব্যাংকে অর্থ জমা দিয়ে যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। অর্থাৎ স্থায়ী হিসাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহক ব্যাংকে অর্থ জমা করে।
ঐ নির্দিষ্ট মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সাধারণত এ হিসাবের অর্থ গ্রাহক উত্তোলন করে না, অন্যদিকে এ হিসাবে জমাকৃত অর্থের বিপরীতে ব্যাংক গ্রাহককে স্থায়ী আমানতের রশিদ প্রদান করে। তাই এ হিসাবে ব্যাংক থেকে গ্রাহককে কোনো চেক বই ইস্যু করা হয় না।
প্রশ্ন-১৪. ব্যাংক হিসাব ব্যাংক ও মক্কেল উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংক হিসাব খোলার মাধ্যমে গ্রাহক ব্যাংক থেকে বিভিন্ন রকম ব্যাংকিং সেবা পেয়ে থাকে। অন্যদিকে এর ফলে ব্যাংকের আমানত বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়। তাই এটি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।
ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও মক্কেলের মধ্যে ব্যাংকার-গ্রাহক সম্পর্ক সৃষ্টি হয়। ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রাহক অর্থ জমাদান, স্থানান্তর ও অর্থের নিরাপত্তাও নিশ্চিত করে থাকে। আর ব্যাংক গ্রাহকের নামে হিসাব খুলে তার আমানতকৃত অর্থ মূলধন হিসেবে গ্রহণ করে এবং তা বিনিয়োগ করে মুনাফা অর্জন করে।
প্রশ্ন-১৫. হিসাব খুলতে পরিচয়করণের প্রয়োজন পড়ে কেন?
উত্তর: কোনো ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের আবেদনপত্রে ঐ ব্যাংকের একজন হিসাবধারী ব্যক্তিকে পরিচয়দানকারী হিসেবে স্বাক্ষর প্রদান করতে হয়।
পরিচয়দানকারী তার নাম, স্বাক্ষর, পেশা ও হিসাব নম্বর ইত্যাদি ব্যাংকে হিসাব খুলতে আগ্রহী ব্যক্তির আবেদনপত্রে উলেখ করে থাকেন। ভবিষ্যতে গ্রাহক কোনো অবৈধ কার্যকলাপে লিপ্ত হলে ব্যাংক পরিচয়দানকারীর সাহায্যে গ্রাহকের নিকট পৌঁছাতে পারবে।
প্রশ্ন-১৬. ব্যাংকার-গ্রাহক একটি চুক্তিবদ্ধ সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে হিসাবকারীর একটি চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয়। যাকে বলে ব্যাংকার-গ্রাহক সম্পর্ক।
কিছু নিয়ম-নীতি মেনে গ্রাহকগণ ব্যাংকে হিসাব খুলে থাকেন। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত অনুযায়ী গ্রাহকগণ ব্যাংকে অর্থ জমা রাখেন। পরবর্তীতে চলতি ও সঞ্চয়ী হিসাবের গ্রাহকগণ চাহিবামাত্র তাদের জমাকৃত অর্থ প্রদানে ব্যাংক বাধ্য থাকে।
প্রশ্ন-১৭. চলতি হিসাবের বিপরীতে ব্যাংক কোনো সুদ প্রদান করে না কেন? [রা. বো. ১৬]
উত্তর: ব্যাংক চলতি হিসাবের অর্থ দীর্ঘমেয়াদে ব্যবহারের সুযোগ পায় না বিধায় এ হিসাবের বিপরীতে ব্যাংক কোনো সুদ প্রদান করে না।
এ হিসাবের গ্রাহকগণ দিনে যতবার খুশি অর্থ জমা দিতে পারেন। আবার যতবার খুশি অর্থ উত্তোলন করতে পারেন। কোনো ব্যাংকই এ হিসাবের অর্থ অধিক পরিসরে বিনিয়োগ করতে পারে না। ফলে ব্যাংকের মুনাফাও বৃদ্ধি পায় না। এজন্য ব্যাংক এ হিসাবের বিপরীতে কোনো সুদ প্রদান করে না।
প্রশ্ন-১৮. ব্যাংক হিসাব হলো ব্যাংকিং সেবা গ্রহণের প্রবেশদ্বার- বুঝিয়ে লেখ। [দি. বো. ১৬]
উত্তর: যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংক তার গ্রাহকদের আমানত জমা করে, অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে এবং ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ দেয় তাকে ব্যাংক হিসাব বলে।
ব্যাংক হিসাব হলো ব্যাংকের গ্রাহকের সঙ্গে সম্পর্ক রক্ষা ও আর্থিক লেনদেনের প্রধান মাধ্যম। ব্যাংক হিসাব না খুলে কোনো ব্যাংকিং সেবা, সুবিধা লাভ সম্ভব নয়। তাই ব্যাংক হিসাব হলো গ্রাহকের ব্যাংকিং সেবা গ্রহণের প্রবেশদ্বার।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন-১৯. একজন ছাত্রের জন্য কোন ধরনের হিসাব উপযোগী? ব্যাখ্যা দাও। [রা. বো. ১৭]
উত্তর: একজন ছাত্রের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী।
সঞ্চয়ী হিসাব হলো এমন এক ধরনের হিসাব, যে হিসাবে গ্রাহক যতবার খুশি অর্থ সঞ্চয় করতে পারেন। আর ছাত্ররা তাদের খরচের টাকা থেকে কিছু অর্থ বাঁচিয়ে এ হিসাব খোলার মাধ্যমে তাদের জমাকৃত অর্থ সঞ্চয় করতে পারবে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।