ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৪ ও ৫ | বহু নির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ৪র্থ ও ৫ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ৪র্থ ও ৫ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-৪: অংশীদারি ব্যবসায়
৮১. অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
[ব. বো. ১৬]
ক. মূলধনের প্রাচুর্যতা
খ.সততা
গ.পারস্পরিক আস্থা ও বিশ্বাস
ঘ.আইনগত সত্তা
উত্তরঃ গ
৮২. বিশ্বাস ও আস্থা কথাটি কোন ধরনের ব্যবসায় ক্ষেত্রে বেশি প্রযোজ্য? [চ. বো. ১৫]
ক.অংশীদারি ব্যবসায়
খ.যৈ মলধনী কৈাজ্ঞক্সানি
গ.সমবায় সমিতি
ঘ.রাষ্ট্রীয় ব্যবসায়
উত্তরঃ ক
৮৩. কোন ব্যবসায় সংগঠনের পারস্পরিক প্রতিনিধিত্ব বিদ্যমান? [য. বো. ১৫]
ক.একমালিকানা
খ.অংশীদারি
গ.যৌথ মূলধনী
ঘ.রাষ্ট্রীয়
উত্তরঃ খ
৮৪. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি নিচের কোনটি?
[ঢা. বো., রা. বো. ১৬]
ক. শরিকানা
খ. চুক্তি
গ.অর্থ
ঘ.বিশ্বাসের সম্পর্ক.
উত্তরঃ খ
৮৫. অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্বের ক্ষেত্রে প্রধান ভ‚মিকা পালন করে কোনটি? [ব. বো. ১৫]
ক.অংশীদারি পারস্পরিক আস্থা ও বিশ্বাস
খ.লিখিত চুক্তিপত্র
গ.নিবন্ধিত চুক্তিপত্র
ঘ.আদালত
উত্তরঃ ক
৮৬. কোনটি অংশীদারি ব্যবসায়ের সুবিধা? (জ্ঞান)
[ঢাকা কমার্স কলেজ]
ক.অসীম দায়
খ.চুক্তিবদ্ধ সম্পর্ক
গ.ঝুঁকি বণ্টন
ঘ.অধিক জনআস্থা
উত্তরঃ গ
৮৭. সীমিত অংশীদারি আইন কত সালের? (জ্ঞান)
[বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
ক.১৬০৭
খ.১৮০৭
গ.১৯০৭
ঘ.১৯১৮
উত্তরঃ গ
৮৮. যে অংশীদার ব্যবসায়ের শুধু মূলধন যোগান দেয় কিন্তু কার্য পরিচালনায় অংশ নেয় না তাকে কী বলা হয়? (জ্ঞান) [সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ; নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ]
ক.সক্রিয় অংশীদার
খ.নামমাত্র অংশীদার
গ.আপাতদৃষ্টিতে অংশীদার
ঘ.নি®িক্রয় অংশীদার
উত্তরঃ ঘ
৮৯. অংশীদারি সংগঠন এর মূল উপাদান কী? (জ্ঞান) [মাইলস্টোন কলেজ, ঢাকা; সান্তাহার সরকারি কলেজ, বগুড়া]
ক.মুনাফা অর্জন
খ.চুক্তিবদ্ধ সম্পর্ক
গ.সদস্য সংখ্যা
ঘ.অধিক পুঁজিখ
৯০. অংশীদারি ব্যবসায় পরিচালনায় দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি? (জ্ঞান) [ড. মাহবুবুর রহমান মোলা কলেজ, ঢাকা; শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ; রংপুর সরকারি কলেজ]
ক.চুক্তিপত্র
খ.সদ্বিশ্বাস
গ.সদস্যদের যোগ্যতা
ঘ.সুসম্পর্ক.
উত্তরঃ ক
৯১. কোন অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? (জ্ঞান) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ; দিনাজপুর সরকারি কলেজ]
ক.সাধারণ
খ.সীমিত
গ.ঐচ্ছিক.
ঘ.বিশেষ
উত্তরঃ খ
৯২. অংশীদারি সংগঠনের চুক্তি কখন আইনগত দলিলে পরিণত হয়? [রা. বো., দি. বো. ১৫]
ক.চুক্তি লিখিত হলে
খ.চুক্তিটি মৌখিক হলে
গ.চুক্তিটি নিবন্ধিত হলে
ঘ.নিবন্ধনের জন্য আবেদন করলে
উত্তরঃ গ
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৪ ও ৫ | বহু নির্বাচনি
৯৩. কোন উপাদানের অভাবে নাবালক বিমা চুক্তি করতে পারে না? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
ক.আইনগত সম্পর্ক
খ.বিমাযোগ্য স্বার্থ
গ.প্রিমিয়াম প্রদান
ঘ.চুক্তি সম্পাদনের যোগ্যতা
উত্তরঃ ঘ
৯৪. মূলধন দেয় না অথচ সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশ নেয় এমন অংশীদারকে কী বলে? (জ্ঞান)
[জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.সক্রিয় অংশীদার
খ.কর্মী অংশীদার
গ.আচরণে অনুমিত অংশীদার
ঘ.নামমাত্র অংশীদার
উত্তরঃ খ
৯৫. কোন শর্তসাপেক্ষে একজন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে অংশীদারি ব্যবসায়ের অংশীদার বানানো যায়? (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক.মূলধন সরবরাহের শর্তে
খ.দায় গ্রহণের শর্তে
গ.মুনাফা প্রদানের শর্তে
ঘ.বাড়তি যোগ্যতার শর্তে
উত্তরঃ গ
৯৬. রাহাত ও রাজন একত্রে একটি ব্যবসায় করে। সম্প্রতি তাদের মধ্যে চুক্তির বিলুপ্তি হয়েছে। ফলে ব্যবসায়ের কোন ধরনের বিলোপসাধন হবে?
(প্রয়োগ) [মীরপুর গার্লস আই. ল্যাব. ইনস্টিটিউট, ঢাকা]
ক.ঐচ্ছিক.
খ.বাধ্যতামূলক
গ.বিজ্ঞপ্তি দ্বারা
ঘ.আদালত কর্তৃক.
উত্তরঃ ঘ
৯৭. অংশীদারি প্রতিষ্ঠানে ন্যূনতম সদস্য ২ জন রাখা সম্ভব না হলে কীভাবে বিলোপসাধন হবে? (অনুধাবন)
[খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.আদালত কর্তৃক
খ.বিজ্ঞপ্তি দ্বারা
গ.বিশেষ ঘটনার প্রেক্ষিতে
ঘ.বাধ্যতামূলক.
উত্তরঃ ঘ
৯৮. অংশীদারি ব্যবসায় উদ্ভবের মূল কারণ[ব. বো. ১৫]
I.পুঁজির স্বল্পতা দূরীকরণ
II.দক্ষতার সমাবেশ ঘটানো
III.অপেক্ষাকৃত বৃহদায়তন ব্যবসায় করা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
৯৯. অংশীদারি ব্যবসায়ের সুবিধা হলো [সি. বো. ১৫]
I.দলগত সিদ্ধান্ত
II.চিরন্তন অস্তিত্ব
III.ঝুঁকি বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ খ
১০০. অংশীদারি চুক্তিপত্র হতে পারে [ঢা. বো. ১৬]
I.মৌখিক
II.লিখিত
III.নিবন্ধিত
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
১০১. অংশীদার ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে (অনুধাবন) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা; মীরপুর গার্লস আই. ল্যাব. ইনস্টিটিউট, ঢাকা]
I.নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে
II.একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে
III.আইনের পরিবর্তনে ব্যবসায়ের উদ্দেশ্য অবৈধ বিবেচিত হলে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ গ
১০২. অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধনের কারণ হলো (অনুধাবন) [স্কলার্সহোম, সিলেট; বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম; তেজগাঁও কলেজ, ঢাকা]
I.অংশীদারের মৃত্যু
II.ক্রমাগত লোকসান
III.মালিকানা হস্তান্তর
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
উদ্দীপকটি পড়ো এবং ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও।
২০১০ সালে মি. শহীদ, মি. শামীম ও মি. শাহীন চুক্তিবদ্ধ হয়ে দুই বছরের জন্য ‘নাহার পোলট্রি ফার্ম’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্য লাভ করলেও প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত। [চ. বো. ১৫]
১০৩. নাহার পোলট্রি ফার্মটি কোন ধরনের অংশীদারি ব্যবসায় সংগঠন?
ক. সীমাবদ্ধ
খ. ঐচ্ছিক
গ.নির্দিষ্ট
ঘ.অনির্দিষ্ট
উত্তরঃ গ
১০৪. উদ্দীপকে ফার্মটির উলিখিত সময়ের পর বিলোপসাধনের উপযুক্ত উপায় কী?
ক. সকলে একমত হয়ে
খ.বিশেষ ঘটনার প্রেক্ষিতে
গ.বাধ্যতামূলকভাবে
ঘ.আদালতের আদেশ অনুসারে
উত্তরঃ খ
উদ্দীপকটি পড়ো এবং ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও।
ফয়সাল, সামিন ও তারেক অংশীদারি ব্যবসায়ের সাথে
জড়িত। ফয়সাল ও সামিন ব্যবসায় পরিচালনায় সক্রিয়। [চ. বো. ১৬]
১০৫. তারেক কোন ধরনের অংশীদার?
ক. সীমিত দায় অংশীদার
খ.নামমাত্র অংশীদার
গ.নি®িক্রয় অংশীদার
ঘ.প্রতিবদ্ধ অংশীদার
উত্তরঃ গ
১০৬. তারেকের দায় কোন প্রকৃতির?
ক. অসীম
খ. সীমিত
গ.দায়হীন
ঘ.মুনাফার সমান
উত্তরঃ ক
অধ্যায়-৫: যৌথ মূলধনী ব্যবসায়
১০৭. কোন সংগঠনের মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা? (জ্ঞান) [ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ]
ক.একমালিকানা
খ.অংশীদারি
গ.যৌথ মূলধনী
ঘ.হোল্ডিং
উত্তরঃ গ
১০৮. কোনটি কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য বহিভর্ত?
(অনুধাবন) [ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর]
ক.সদস্যদের অসীম দায়
খ.পৃথক ও স্বাধীন সত্তা
গ.শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা
ঘ.মালিকানা ও ব্যবস্থাপনার ভিন্নতা
উত্তরঃ ক
১০৯. কোম্পানির অস্তিত্বের প্রকৃতির সাথে নিের কোনটির মিল রয়েছে? (জ্ঞান) [দিনাজপুর সরকারি কলেজ]
ক.স্বল্পমেয়াদি
খ.চিরন্তন
গ.মধ্যমেয়াদি
ঘ.দীর্ঘস্থায়ী
উত্তরঃ খ
১১০. যৌথ মূলধনী কোম্পানির আইনগত বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) [কুমিলা কমার্স কলেজ]
ক.কৃত্রিম ব্যক্তিসত্তা
খ.উদ্দেশ্যের নির্দিষ্টতা
গ.জনগণের আস্থা
ঘ.আমলাতান্ত্রিকতা
উত্তরঃ ক.
১১১. কৈান কৈাজ্ঞক্সানি পরিচালনার জনঞ্ঝ কমপএপ্ট ২ জন পরিচালক থাকতে হবে? (জ্ঞান)[হলি ক্রস কলেজ, ঢাকা]
ক.একমালিকানা
খ.অংশীদারি
গ.প্রাইভেট লিমিটড
ঘ.পাবলিক লিমিটেড
উত্তরঃ গ
১১২. হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কতভাগ শেয়ারের মালিক থাকে? (জ্ঞান) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
ক.৪৯%
খ.৫১%
গ.৬০%
ঘ.৬১%
উত্তরঃ খ
১১৩. সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়? (জ্ঞান)
[সরকারি এম এম কলেজ, যশোর]
ক.প্রাইভেট লিমিটেড
খ.পাবলিক লিমিটেড
গ.অসীম দায়সম্পন্ন
ঘ.সাধারণ পরিমিত যৌথ মূলধনী
উত্তরঃ খ
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৪ ও ৫ | বহু নির্বাচনি
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১১৪. রাজকীয় বিশেষ ঘোষণা বলে প্রতিষ্ঠিত কোম্পানিকে কী বলে? (জ্ঞান)
[সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
ক.সনদপ্রাপ্ত কোং
খ.সংবিধিবদ্ধ কোং
গ.নিবন্ধিত যৌথ মূলধনী কোং
ঘ.অংশীদারি
উত্তরঃ ক
১১৫. কোনটিকে যৌথ মূলধনী কোম্পানির সংবিধান বলা হয়? (জ্ঞান) [অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
ক.নিবন্ধনপত্র
খ.স্মারকলিপি
গ.বিবরণপত্র
ঘ.প্রত্যয় পত্র
উত্তরঃ খ
১১৬. স্মারকলিপির শেষ ধারা বা অংশ কোনটি? (অনুধাবন) [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
ক.উদ্দেশ্য
খ.দায়
গ.মূলধন
ঘ.সম্মতি
উত্তরঃ ঘ
১১৭. নিলিখিত কোন কারণে মূলধন ধারায় পরিবর্তন আনা যায়? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
ক.মূলধন বৃদ্ধি
খ.মূলধন হ্রাস
গ.শেয়ার মূল্য বৃদ্ধি
ঘ.বোনাস শেয়ার ইস্যু
উত্তরঃ ক
১১৮. পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? (অনুধাবন)
[সরকারি সিটি কলেজ, রাজশাহী]
ক.কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য
খ.নিবন্ধনপত্র সংগ্রহের জন্য
গ.শেয়ার বণ্টনের জন্য
ঘ.দলিলপত্র প্রস্তুত করার জন্য
উত্তরঃ ক
১১৯. কোন সংগঠনটি বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রকাশ করে? (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক.সমবায় সমিতি
খ.প্রাইভেট লি. কোম্পানি
গ.রাষ্ট্রীয় ব্যবসায়
ঘ.পাবলিক লি. কোম্পানি
উত্তরঃ ঘ
১২০. কোম্পানির পরিচালক হতে হলে সাধারণত কোন শেয়ার ক্রয় করতে হয়? (জ্ঞান)
[শহীদ মশিয়ূর রহমান ডিগ্রী কলেজ, যশোর]
ক.সাধারণ
খ.সঞ্চয়ী অগ্রাধিকার
গ.বিলম্বিত
ঘ.অংশগ্রহণকারী অগ্রাধিকার
উত্তরঃ ক
১২১. কোম্পানির মালিকদের কী বলা হয়? (জ্ঞান)
[শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ]
ক.কর্মী
খ.পরিচালক
গ.ব্যবস্থাপক.
ঘ.শেয়ারহোল্ডার
উত্তরঃ ঘ
১২২. কোম্পানি বিলোপসাধনকালে ঋণপত্র মালিকদের দাবি মিটানো হয় কখন? (জ্ঞান)
[সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]
ক.সবার আগে
খ.সবার শেষে
গ.ঋণের দাবি মিটানোর পর
ঘ.অগ্রাধিকার শেয়ারের দাবি মিটানোর পর
উত্তরঃ ক
১২৩. বাংলাদেশে বর্তমানে কয়টি শেয়ারবাজার রয়েছে?
(জ্ঞান) [খিলগাঁও গালর্স স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.২
খ.৪
গ.৬
ঘ.৮
উত্তরঃ ক
১২৪. কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ জটিল ও সময়সাপেক্ষ হওয়ার কারণ হলো (অনুধাবন)
[সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
I.নানাবিধ নিয়ম-কানুন পালন করতে হয়
II.ব্যবস্থাপনায় অধিক লোক থাকে
III.শেয়ারহোল্ডারদের সাধারণ সভা আহব্বান করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ খ
১২৫. সনদ প্রাপ্ত কোম্পানি (অনুধাবন)
[নটর ডেম কলেজ, ঢাকা]
I.ইস্ট ইন্ডিয়া কোম্পানি
II.মষ্কোভা কোম্পানি
III.হাডসন বে কোম্পানি
নিচের কোনটি সঠিক?
অ ক I ও II
খ. II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উত্তরঃ গ
১২৬. কোম্পানি গঠনের দলিলপত্র প্রণয়ন পর্যায়ে উদ্যোক্তাগণ যে গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করেন তা হলো (অনুধাবন) [পটুয়াখালী সরকারি কলেজ]
I.স্মারকলিপি
II.বিবরণপত্র
III.পরিমেল নিয়মাবলি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ খ
১২৭. স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে কোন বিরোধ দেখা দিলে (অনুধাবন) [সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা]
I.পরিমেল নিয়মাবলি সংশোধন করা যায়
II.স্মারকলিপি বহাল থাকে
III.স্মারকলিপি পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
১২৮. তৃশা কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহ করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। জনগণ বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে বিনিয়োগের জন্য আবেদন করে। তৃশা কোম্পানি উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আহŸান জানায় (প্রয়োগ) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
I.শেয়ার ক্রয়ের
II.যন্ত্রপাতি ক্রয়ের
III.ঋণপত্র ক্রয়ের
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ খ
উদ্দপকটি পড় এবং ১২৯ ও ১৩০ নং প্রশ্নের উত্তর দাও।
তিশা, ঐশী ও আরও তিন বান্ধবী মিলে একটি জুয়েলারি প্রতিষ্ঠান গড়ে তোলে। দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা থাকায় তারা বাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করে তাদের ব্যবসায়ের প্রসার ঘটানোর সিদ্ধান্ত নেয়। [চ. বো. ১৫]
১২৯. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের?
ক. অংশীদারি
খ. হোল্ডিং কোং
গ.পাবলিক লি.
ঘ.প্রাইভেট লি.
উত্তরঃ ক
১৩০. উদ্দীপকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে যা করতে হবে তা হলো
I.সদস্য সংখ্যা বৃদ্ধি
II.কার্যারম্ভের অনুমতিপত্র গ্রহণ
III.বিবরণপত্র প্রচারের ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
উদ্দপকটি পড় এবং ১৩১ ও ১৩২ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব অমিত সাহা পয়সার হাটে কাপড়ের ব্যবসায় শুরু করেছিলেন। কিছুদিন পরে আরও দুই বন্ধুুকে অংশীদার হিসেবে নিয়ে ব্যবসায় অনেক বড় করেছেন। অতঃপর বিভিন্ন দেশে শাড়ি রপ্তানিও করেছেন। তারা অতিরিক্ত মূলধন সংগ্রহ করার জন্য ব্যবসায়টিকে পাবলিক লি. কোম্পানিতে পরিণত করতে চাচ্ছেন।
[দি. বো. ১৫]
১৩১. জনাব অমিতের ব্যবসায়টি কোন ধরনের ছিল?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ.যৌথ মূলধনী
ঘ.সমবায়
উত্তরঃ ক
১৩২. উদ্দীপকে বর্ণিত মি. অমিত ও তার বন্ধুদের পক্ষে কোম্পানি গঠনের প্রধান অন্তরায় হলো
ক. মূলধনের অভাব
খ.ন্যূনতম মূলধন
গ.আইনগত জটিলতা
ঘ.কার্যারম্ভের অনুমতি সংগ্রহে বাধা
উত্তরঃ গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।