ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ২ ও ৩ | বহু নির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ২য় ও ৩য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ৮ম ও ৯ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-২: ব্যবসায় পরিবেশ
৪০. ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ উপাদান কোনটি? [ব. বো. ১৫]
ক. ক্রেতা
খ. শ্রমিক-কর্মী
গ.ঋণদাতা
ঘ.প্রতিযোগী
উত্তরঃ খ
৪১. পানি ও মাটি কোন ধরনের পরিবেশের উপাদান? [সি. বো. ১৫]
ক.প্রাকৃতিক.
খ.রাজনৈতিক
গ.অর্থনৈতিক.
ঘ.সামাজিক.
উত্তরঃ ক
৪২. ‘সমুদ্রসীমা’ কোন পরিবেশের অন্তর্ভুক্ত? (অনুধাবন) [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
ক. রাজনৈতিক
খ.সামাজিক
গ.অর্থনৈতিক
ঘ.আন্তর্জাতিক.
উত্তরঃ ক
৪৩. মনুষ্যসৃষ্ট সব উপাদান কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
(অনুধাবন)[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
অক.অর্থনৈতিক পরিবেশ
খ.সামাজিক পরিবেশ
গ.রাজনৈতিক পরিবেশ
ঘ.আইনগত পরিবেশ
উত্তরঃ খ
৪৪. ‘মানবসম্পদ’ কোন পরিবেশের উপাদান?
[ঢা. বো. ১৬]
অক.প্রাকৃতিক.
খ.অর্থনৈতিক.
গ.সামাজিক.
ঘ.প্রযুক্তিগত
উত্তরঃ খ
৪৫. জাতীয় বাজেট কোন পরিবেশের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; দনিয়া কলেজ, ঢাকা]
ক. সামাজিক.
খ. অর্থনৈতিক
গ.রাজনৈতিক.
ঘ.আইনগত
উত্তরঃ খ
৪৬. ‘সুনাম’ কোন পরিবেশের উপাদান? [রা. বো., কু. বো. ১৬]
ক. অর্থনৈতিক.
খ. রাজনৈতিক
গ.সামাজিক.
ঘ.প্রাকৃতিক.
উত্তরঃ গ
৪৭. বাংলাদেশে গার্মেন্টস শিল্প ব্যাপকভাবে গড়ে উঠতে নিচের কোন উপাদান অধিক ভ‚মিকা রেখেছে? (প্রয়োগ) [ঢাকা কমার্স কলেজ]
ক.প্রাকৃতিক ও রাজনৈতিক
খ.অর্থনৈতিক ও আইনগত
গ.আইনগত ও সামাজিক
ঘ.সামাজিক ও অর্থনৈতিক.
উত্তরঃ ঘ
৪৮. ‘সার্বভৌমত্ব’ কোন পরিবেশের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ড. মাহবুবুর রহমান মোলা কলেজ, ঢাকা]
ক.আইনগত
খ.সামাজিক
গ.রাজনৈতিক.
ঘ.অর্থনৈতিক.
উত্তরঃ গ
৪৯. বাংলাদেশের মানুষের দারিদ্র্যসীমার নিচে বসবাসে কোন পরিবেশের প্রভাব অধিক? (অনুধাবন)
[রংপুর সরকারি কলেজ]
ক.অর্থনৈতিক.
খ.রাজনৈতিক
গ.সামাজিক.
ঘ.প্রাকৃতিক.
উত্তরঃ ক
৫০. বাংলাদেশে পোশাক শিল্প ব্যাপকভাবে গড়ে উঠার কারণ কী? [কু. বো. ১৫]
ক.কাঁচামালের প্রাচুর্য
খ.মূলধনের প্রাপ্যতা
গ.সস্তা জনশক্তি
ঘ.উন্নত প্রযুক্তি
উত্তরঃ গ
৫১. জনগণের জন্য ক্ষতিকর ইটের ভাটা নির্মাণ করায় এলাকাবাসীর আবেদনে সাড়া দিয়ে এলাকার চেয়ারম্যান তা বন্ধ করার উদ্যোগ নেন। এটি ব্যবসায়ের কোন পরিবেশের প্রভাবে হয়েছে? (প্রয়োগ) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
ক.অর্থনৈতিক.
খ.সামাজিক
গ.রাজনৈতিক.
ঘ.আইনগত
উত্তরঃ খ
৫২. পরিবেশ ও মানব সম্পদকে রক্ষার জন্য অতীব জরুরি কোনটি? (অনুধাবন)
[বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
ক.অধিক খাদ্য উৎপাদন
খ.রাসায়নিক সারের প্রয়োগ
গ.খাদ্যে রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণ
ঘ.প্রকৃতিনির্ভর উৎপাদশীলতা হ্রাস
উত্তরঃ গ
৫৩. পরিবেশ দ্বারা প্রভাবিত হয় (অনুধাবন)
[অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
I.মানুষের জীবনধারা ও আচার-আচরণ
II.শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি
III.ব্যবসা-বাণিজ্য ও শিল্প
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
৫৪. বাংলাদেশে অর্থনৈতিক পরিবেশ উন্নয়নে পদক্ষেপ হতে পারে(উচ্চতর দক্ষতা)
[ড. মাহবুবুর রহমান মোলা কলেজ, ঢাকা]
I.শেয়ারবাজারকে গতিশীল করা
II.জনগণকে সঞ্চয়ে আগ্রহী করা
III.বিভিন্ন সামাজিক প্রতষ্ঠান স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
৫৫. বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে গবেষণা অপ্রতুল হবার কারণ (উচ্চতর দক্ষতা) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
I.কারিগরি জ্ঞানের অভাব
II.কারিগরি জ্ঞান ব্যবহারের সীমাবদ্ধতা
III.লাল ফিতার দৌরাত্ম্য না থাকা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
উদ্দীপকটি পড়ো এবং ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও।
আনিলা হক একটি বুটিক প্রতিষ্ঠানের মালিক। সরকারি সাহায্য সহযোগিতায় এবং এনজিওগুলোর নিকট হতে সহজ শর্তে ঋণ পাওয়ায় ভালোভাবে ব্যবসায় পরিচালনা করে আসছেন। কিন্তু বর্তমান সময়ে রুচি ও চাহিদা পরিবর্তন হওয়ায় তিনি চিন্তিত।
[আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
৫৬. আনিলা হকের সাফল্যে পরিবেশের কোন উপাদান মুখ্য ভ‚মিকা পালন করেছে? (প্রয়োগ)
ক. রাজনৈতিক.
খ. সামাজিক
গ.অর্থনৈতিক.
ঘ.প্রযুক্তিগত
উত্তরঃ গ
৫৭. পরিবর্তিত পরিস্থিতিতে আনিলা হক করতে পারেন(উচ্চতর দক্ষতা)
I.ব্যবসায় গুটিয়ে নিবেন
II.চাহিদামাফিক পণ্য উৎপাদন করবেন
III.পণ্যের গুণগত মান বৃদ্ধি করবেন
নিচের কোনটি সঠিক?
ক I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উত্তরঃ গ
উদ্দীপকটি পড়ো এবং ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও।
‘ক’ দেশটিতে এখন আর হরতালের কোনো গুরুত্ব নেই। এ কারণে ব্যবসায় পরিবেশ উন্নত হয়েছে।
[বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
৫৮. উদ্দীপকে মূলত কোন পরিবেশ সম্পর্কে আলোকপাত করা হয়েছে?
ক. রাজনৈতিক.
খ. সামাজিক
গ.অর্থনৈতিক.
ঘ.আইনগত
উত্তরঃ ক
৫৯. উদ্দীপকের ব্যবসায় পরিবেশের যেসব উপাদানের উন্নতি হবে
I.প্রাকৃতিক.
II.রাজনৈতিক
III.অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ গ
অধ্যায়-৩: একমালিকানা ব্যবসায়
৬০. অন্যান্য ব্যবসায় সংগঠনের তুলনায় একমালিকানা ব্যবসায়ে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ বেশি কেন? (অনুধাবন)
[ঢাকা ইমপিরিয়াল কলেজ]
ক.স্বল্প মূলধন হওয়ায়
খ.মালিক নিএজই বঞ্ঝবসাএয়র পরিচালক ও নিয়¯্যক বএল
গ.অসীম দায়ের কারণে
ঘ.মুনাফার একক মালিকানা হওয়ায়
উত্তরঃ খ
৬১. কোন ধরনের ব্যবসায়ে প্রত্যক্ষ তত্ত¡াবধান বা ব্যবস্থাপনা দরকার? (জ্ঞান)
[জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ, ঘাটাইল, টাঙ্গাইল]
ক.একমালিকানা
খ.সমবায়
গ.রাষ্ট্রীয়
ঘ.কোম্পানি
উত্তরঃ ক
৬২. দায়িত্বের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? [চ. বো. ১৬; ঢা. বো., ব. বো. ১৫]
ক. পাবলিক লি.
খ. একমালিকানা
গ.সমবায়
ঘ.প্রাইভেট লি
.উত্তরঃ খ
৬৩. নিজস্ব ব্যবস্থাপনা কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য? (জ্ঞান) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
ক.একমালিকানা
খ.অংশীদারি
গ.যৌথ মূলধনী
ঘ.সমবায়
উত্তরঃ ক
৬৪. কোন ধরনের ব্যবসায়ে মালিক একা মুনাফা ভোগ করে এবং মূলধন একাই সরবরাহ করে? (জ্ঞান)
[সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
ক.একমালিকানা
খ.যৌথ মূলধনী
গ.অংশীদারি
ঘ.সমবায় সমিতি
উত্তরঃ ক
৬৫. একমালিকানা ব্যবসায়ে যাবতীয় ঝুঁকি ও দায়-দায়িত্ব কাকে বহন করতে হয়? (জ্ঞান)
[রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ]
ক.পরিচালনা পর্ষদকে
খ.মালিককে
গ.ব্যবস্থাপককে
ঘ.অংশীদারদেরকে
উত্তরঃ খ
৬৬. একমালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) [শহীদ রমিজউদ্দিন কলেজ, ঢাকা]
ক.সহজ গঠন
খ.একক মালিকানা
গ.স্বল্প পুঁজির ব্যবসায়
ঘ.একক মুনাফা ভোগ.
উত্তরঃ খ
৬৭. কোন ব্যবসায়ে ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি?
[চ. বো. ১৫]
ক.একমালিকানা ব্যবসায়
খ.পাবলিক লিমিটেড কোম্পানি
গ.অংশীদারি ব্যবসায়
ঘ.প্রাইভেট লি. কো.
উত্তরঃ ক
৬৮. একমালিকানা ব্যবসায়ের সুবিধা বহিভর্ত কোনটি? [ঢা. বো. ১৫]
ক.ঝুঁকির স্বল্পতা
খ.ব্যক্তিসামর্থ্য
গ.দ্রুত সিদ্ধান্ত
ঘ.কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ
উত্তরঃ খ
৬৯. কোন ব্যবসায়ে মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য? (জ্ঞান) [ড. মাহবুবুর রহমান মোলা কলেজ, ঢাকা]
ক.প্রাইভেট লি. কোম্পানি
খ.পাবলিক লি. কোম্পানি
গ.একমালিকানা
ঘ.সমবায় সমিতি
উত্তরঃ গ
৭০. কী কারণে একমালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা যায় না? [চ. বো. ১৫]
ক.অসীম দায়
খ.আইনগত সত্তার অভাব
গ.ক্ষুদ্র আয়তন
ঘ.একক মালিকানা
উত্তরঃ খ
৭১. একজন স্বাধীনচেতা ব্যক্তির নিকট কোন ধরনের ব্যবসায় সর্বোত্তম? (জ্ঞান)
[কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সাফার কলেজ, নাটোর]
ক.একমালিকানা ব্যবসায়
খ.সমবায় সমিতি
গ.প্রাইভেট লি. কোম্পানি
ঘ.খুচরা ব্যবসায়
উত্তরঃ ক
৭২. শাকসবজি বা পচনশীল দ্রব্যের বেচা-কেনা কেন একমালিকানা ব্যবসায়ে বেশি পরিলক্ষিত হয়?
(অনুধাবন) [সরকারি এমএম সিটি কলেজ, খুলনা]
ক.ভোক্তাদের দৈনন্দিন প্রয়োজন
খ.স্বল্প পুঁজির বিনিয়োগ
গ.আয়ুষ্কাল ক্ষণস্থায়ী
ঘ.অত্যধিক মুনাফা
উত্তরঃ ক
৭৩. একমালিকানা ব্যবসায়ের সফলতার পিছনে কারণ হলো (উচ্চতর দক্ষতা) [সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ; হাটহাজারী কলেজ, চট্টগ্রাম]
I.সিদ্ধান্ত দ্রুত গ্রহণ ও কার্যকর করা যায়
II.এক্ষেত্রে মালিকের উৎসাহ অনেক বেশি থাকে
III.মালিক প্রয়োজনে সহজে মূলধন সংস্থান করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ খ
৭৪. একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
I.গঠনে সহজতা
II.অল্প পুঁজি
III.অসীম দায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
উদ্দীপকটি পড়ো এবং ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও।
রাইয়ান ভালো ছবি আঁকতে পারে। সে ব্যবসায়ী হতে চায়। [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
৭৫. রাইয়ানের জন্য কোন ধরনের ব্যবসায় উপযোগী হবে? (প্রয়োগ)
ক. সমিতি
খ. অংশীদারি
গ.কোম্পানি
ঘ.একমাীলকানা
উত্তরঃ ঘ
৭৬. রাইয়ানকে উপযুক্ত ব্যবসায়ী হতে হলে কোন পত্র সংগ্রহ করতে হবে? (উচ্চতর দক্ষতা)
ক. নিবন্ধনপত্র
খ. ট্রেড লাইসেন্স
গ.চুক্তিপত্র
ঘ.স্মারকলিপি
উত্তরঃ খ
উদ্দীপকটি পড়ো এবং ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাও।
আরিফ বেইলী রোডে একটি ওষুধের দোকান দিল। ঐ এলাকায় ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকান ছিল। তার দোকানে ৩ জন লোক কর্মরত। দিন দিন তার ব্যবসায়টি সমৃদ্ধি লাভ করে। [ঢাকা সিটি কলেজ]
৭৭. আরিফের ব্যবসায়টি কোন ধরনের? (প্রয়োগ)
ক. একমালিকানা
খ.অংশীদারি
গ.প্রাইভেট লি. কো.
ঘ.যৌথ উদ্যোগে ব্যবসায়
উত্তরঃ ক
৭৮. আরিফের ব্যবসায় দিনে দিনে উন্নতির কারণ হলো (উচ্চতর দক্ষতা)
I.বেইলী রোডে অবস্থান
II.প্রতিযোগী না থাকা
III.কর্মচারীর সংখ্যা বেশি হওয়া
নিচের কোনটি সঠিক?
ক I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
উদ্দীপকটি পড়ো এবং ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও।
শাম্মা আক্তার একটা বুটিক প্রতিষ্ঠানের মালিক। তার কাজের বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি কাপড়ে বাংলা বর্ণমালা সুন্দরভাবে উপস্থাপন করেন। শাম্মা আক্তারের সাফল্য দেখে এখন অনেকেই এরূপ ডিজাইন করছে। তাই তিনি প্রতিযোগিতার সম্মুখীন।
[সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ]
৭৯. শাম্মা আক্তারের সাফল্যের মুখ্য কারণ কোনটি?
(প্রয়োগ)
ক.কর্মে স্বাধীনতা
খ.একক সিদ্ধান্ত
গ.একচেটিয়া ব্যবসায়
ঘ.ব্যক্তিগত নৈপুণ্য
উত্তরঃ ঘ
৮০. প্রতিযোগিতায় সাফল্য অর্জনে শাম্মা আক্তার করতে পারেন (উচ্চতর দক্ষতা)
I.নতুন নতুন বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা
II.বাজারজাতকরণ প্রসার কার্যক্রম গ্রহণ
III.পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।