ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | বরিশাল বোর্ড ২০১৭ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের বরিশাল বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের বরিশাল বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৫৬. বরিশাল বোর্ড-২০১৭
সময় ৩০ মিনিট পূর্ণমান ৩০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. ব্যবসায়ের মূল উদ্দেশ্য কোনটি?
ক. মূলধন বিনিয়োগ.
খ. মুনাফা অর্জন
গ. সামাজিক সেবা
ঘ. নতুন আবিষ্কার
২. শিক্ষা কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. অর্থনৈতিক. খ. আইনগত
গ. রাজনৈতিক. ঘ. সামাজিক
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
সিয়াম ১,০০,০০০ টাকা বিনিয়োগ করে কলেজের কাছে একটি ফটোকপির দোকান দিলেন। তিনি ব্যবসায়টি সফলতার সাথে চালিয়ে আসছেন। কম্পিউটারের চাহিদা থাকায় তিনি তার বন্ধু নির্জনকে ৬০,০০০ টাকা মূলধনসহ ব্যবসায়ে অন্তর্ভুক্ত করেন। এ বছর ব্যবসায়টি ২০,০০০ টাকা মুনাফা অর্জন করে।
৪. শুরুতে ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন ছিল?
ক. অংশীদারি
খ. একমালিকানা
গ. যৌথ উদ্যোগ.
ঘ. সমবায় সমিতি
৫. মুনাফা বাবদ কত টাকা নির্জন পাবে?
ক. ৬,০০০ টাকা খ. ১০,০০০ টাকা
গ. ১২,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা
৬. সমবায় সংগঠনে ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কত জন থাকা দরকার?
ক. কমপক্ষে ৫ জন এবং সর্বোচ্চ ১০ জন
খ. কমপক্ষে ৫ জন এবং সর্বোচ্চ ১২ জন
গ. কমপক্ষে ৬ জন এবং সর্বোচ্চ ১০ জন
ঘ. কমপক্ষে ৬ জন এবং সর্বোচ্চ ১২ জন
৮. কোন দলিলকে কোম্পানির জš§সনদ বলা হয়?
ক. নিবন্ধনপত্র
খ. স্মারকলিপি
গ. পরিমেল নিয়মাবলি
ঘ. কার্যারম্ভপত্র
৯. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ হলো
I. মৌসুমি ব্যবসায়
II. ক্লিনিক্যাল ব্যবসায়
III. পেশাদারি ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
১০. একজন অংশীদার ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে না কিস্ম তার মৈধা দিএয় বঞ্ঝবসায় সংকত্থা¯¦ কাএজ সকিত্থয় অংশগ্রহণ করে তাকে কোন ধরনের অংশীদার বলে?
ক. সক্রিয় অংশীদার
খ. সীমাবদ্ধ অংশীদার
গ. নামমাত্র অংশীদার
ঘ. কর্মী অংশীদার
উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
মি. করিম রিমঝিম কোম্পানি লি.-এর একজন উদ্যোক্তা। তিনি কোম্পানি থেকে সাধারণ্যে বিক্রয়ে অযোগ্য এমন কিছু সংখ্যক শেয়ার গ্রহণ করেন। কোম্পানি গঠনের সময় প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য তাকে এ শেয়ার দেয়া হয়।
১১. মি. করিম কোন শ্রেণির শেয়ার গ্রহণ করেছেন?
ক. সাধারণ শেয়ার খ. অগ্রাধিকার শেয়ার
গ. বিলম্বিত শেয়ার ঘ. অধিকারযোগ্য শেয়ার
১২. কখন মি. করিম এ জাতীয় শেয়ারের লভ্যাংশ পাবেন?
ক. সাধারণ শেয়ারমালিকদের লভ্যাংশ দেয়ার পর
খ. অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ দেয়ার পূর্বে
গ. অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ দেয়ার পর
ঘ. অন্যান্য সকল শেয়ারমালিকদের লভ্যাংশ দেয়ার পর
উদ্দীপকটি পড়ো এবং ১৩ নং প্রশ্নের উত্তর দাও।
কুবের জেলে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরে চাঁদপুরে বিক্রয় করেন।
১৩. কুবেরের কাজটি কোন শিল্পের অন্তর্গত?
ক. প্রজনন শিল্প
খ. নিষ্কাশন শিল্প
গ. সমন্বিত শিল্প
ঘ. সেবা শিল্প
১৪. একটি দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো
I. দক্ষ জনশক্তি
II. কাঁচামালের সরবরাহ
III. উৎপাদন ও বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
১৫. ঝঅচঞঅ-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ৮ খ. ৯
গ. ১০ ঘ. ১১
উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
স্বপ্নীল ও তার ১৯ জন বন্ধু মিলে একটি আইনগত সংগঠন গঠন করে, যা উপবিধি দ্বারা পরিচালিত। তারা শেয়ারের মাধ্যমে সংগঠনটির জন্য ১,০০,০০০ টাকার মূলধন গঠন করতে চাচ্ছে। আদৃতা নামে তাদের একজন বন্ধু ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।
১৬. উদ্দীপক অনুসারে সংগঠনটি কোন ধরনের?
ক. সমবায় সমিতি
খ. প্রাইভেট লি. কোম্পানি
গ. পাবলিক লি. কোম্পানি
ঘ. অংশীদারি ব্যবসায়
১৭. আদৃতা সর্বোচ্চ কত টাকার শেয়ার ক্রয় করতে পারবে?
ক. ১০,০০০ টাকার খ. ১৫,০০০ টাকার
গ. ২০,০০০ টাকার ঘ. ২৫,০০০ টাকা
১৮. বাংলাদেশে কত সালের ট্রেডমার্ক আইন প্রচলিত?
ক. ২০০৫
খ. ২০০৯
গ. ২০১০
ঘ. ২০১১
১৯. সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বনিæ সদস্য সংখ্যা কত জন?
ক. ২
খ. ৩
গ. ১০
ঘ. ২০
২০. বাংলাদেশ নারী উদ্যোক্তাদের কোন ধরনের সুবিধা দিয়ে থাকে?
ক. প্রশিক্ষণ সুবিধা
খ. পরিবহন সুবিধা
গ. ভর্তুকি সুবিধা
ঘ. বাজার সুবিধা
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
মি. রুদ্র বাংলাদেশের সৌন্দর্যের কিছু ছবি তোলেন এবং এদের কিছু ছবির নিবন্ধন করেন। মি. রুদ্রের পূর্বানুমতি ছাড়াই সম্প্রতি একটি কোম্পানি নিবন্ধিত কিছু ছবি দিয়ে ক্যালেন্ডার ছাপায়। এজন্য মি. রুদ্র আইনগত ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন।
২১. মি. রুদ্র কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন?
ক. পেটেন্ট
খ. ট্রেডমার্ক
গ. কপিরাইট
ঘ. বিমা
২২. কোম্পানিটির বিরুদ্ধে কোন ধরনের ফৌজদারি আর্থিক প্রতিকার গ্রহণ করা যেতে পারে?
ক. সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড
খ. সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড
গ. সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড
ঘ. সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড
২৪. সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি?
ক. অংশীদারি
খ. একমালিকানা
গ. যৌথ উদ্যোগ.
ঘ. সমবায় সমিতি
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
ধ্র“ব কর্পোরেশনের ১০০ কোটি টাকার মূলধন রয়েছে যার মধ্যে ৫২ কোটি টাকা সরকারের । চলতি বছর প্রতিষ্ঠানটি আয় করেছে ২০ কোটি টাকা।
২৫. প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন?
ক. পাবলিক লি. কোং
খ. প্রাইভেট লি. কোং
গ. যৌথ উদ্যোগ.
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়
২৬. সরকারি অংশের মুনাফা কীভাবে বণ্টিত হবে?
ক. সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা হবে
খ. রাষ্ট্রপতির তহবিলে জমা হবে
গ. সরকারি কোষাগারে জমা হবে
ঘ. প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান হবে
২৭. কোনটি উদ্দীপনামূলক সহায়ক সেবা?
ক. শিল্প স্থাপন
খ. সম্পদ ব্যবহার
গ. গুদামজাতকরণ
ঘ. প্রশিক্ষণ
উদ্দীপকটি পড়ো এবং ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
মি. আদীল একজন ব্যবসায়ী। তিনি স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদন ও বিক্রি করেন।
২৮. মি. আদীলের কাজটি ব্যবসায়ের কোন ধারণার সাথে সম্পর্কিত?
ক. সামাজিক দায়বদ্ধতা
খ. ব্যবসায় মূল্যবোধ
গ. ব্যবসায় নৈতিকতা
ঘ. পরিবেশ সংরক্ষণ
২৯. কোনটি তথ্য ও যোগাযোগ উভয় প্রযুক্তিতে ব্যবহৃত হয়?
ক. কম্পিউটার
খ. ইন্টারনেট
গ. মডেম
ঘ. মোবাইল ফোন
৩০. বাংলাদেশে কোন সালের পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর?
ক. ১৯৮৫ খ. ১৯৯১
গ. ১৯৯৫ ঘ. ১৯৯৭
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।