ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ৩৭-৩৮ : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৭. ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১.গণি মিয়া একজ কৃষক। তিনি জমি চাষ করার জন্য এক জোড়া গরু ক্রয় করলেন। তার স্ত্রী বাজার থেকে কাপড় ক্রয় করে এনে নিজের সন্তানের জন্য জামা তৈরি করলেন এবং কিছু জামা বাজারেও বিক্রি করলেন।
ক. সামাজিক ব্যবসায় কী? ১
খ. ‘মুনাফা হলো ঝুঁকি গ্রহণের পুরস্কার’-ব্যাখ্যা করো। ২
গ. গণি মিয়ার গরু ক্রয়ের কাজটি ব্যবসায় কিনা ব্যাখ্যা করো। ৩
ঘ. গণি মিয়ার স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন করো। ৪
২.মাহমুদ কাপড়ের ব্যবসায় করেন। ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে তার দোকান। ঈদ সামনে রেখে তিনি তার দোকানের জন্য নরসিংদী থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার কাপড় ক্রয় করে আনার সময় পথে কতিপয় দুবৃত্ত তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগ হলে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তার ব্যাপক ক্ষতি হয়।
ক. ব্যবসায় পরিবেশ কী? ১
খ. ব্যবসায়ের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কীরূপ? ২
গ. মাহমুদ ব্যবসায়ে কোন পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. কোন পরিবেশের অভাবে তিনি ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন? বিশ্লেষণ করো। ৪
৩.রনি, জনি ও তাদের আরও ৫ বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি কম্পিউটার ব্যবসায় শুরু করলেন। সুমি কম্পিউটার বিষয়ক জ্ঞানে পারদর্শী। সে কারণে এ ব্যবসায়ে তাকে অন্তর্র্ভুক্ত করা হয়। কিন্তু সুমি কোনো মূলধন সরবরাহ করেনি। হঠাৎ রনি পাগল হয়ে গেলে তাদের ব্যবসায়টি জটিলতার সম্মুখীন হয়।
ক. ঘুমন্ত অংশীদার কাকে বলে? ১
খ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের সুমি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ৩
ঘ. রনি পাগল হওয়ায় ব্যবসায়টির কীরূপ বিলোপসাধন ঘটবে? তোমার মতামত দাও। ৪
৪.জনাব রায়হান তার আরও ৬ বন্ধুকে নিয়ে ‘বন্ধন’ নামের কৃত্রিম ব্যক্তি সত্তাবিশিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠালগ্নে প্রতিষ্ঠানটি স্মারকলিপি তৈরি করলেও কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ কে পরিমেল নিয়মাবলি হিসেবে গ্রহণ করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি নতুন প্রকল্পে অর্থায়নের জন্য শেয়ার ছাড়ার কথা চিন্তা করছেন, যাতে মালিকানা স্বত্ব অক্ষুণœ থাকে।
ক. শেয়ার কী? ১
খ. ঋণপত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত কোম্পানিটির ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. প্রতিষ্ঠানটির করণীয় বিশ্লেষণ করো। ৪
৫.পাবনার বিলালসহ ৫০ জন তাঁতি মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। তিন বছরে তাদের মূলধন দাঁড়ায় ২০ লক্ষ টাকা। চতুর্থ বছরে মুনাফা ১,০০,০০০ টাকা হতে ৩৫,০০০ টাকা তাদের সংরক্ষিত তহবিলে এবং ১৫,০০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করেন। অবশিষ্ট টাকা সদস্যরা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিলেন।
ক. সমবায়ের উপবিধি কাকে বলে? ১
খ. সমবায় সমিতিতে একতাই বল ধারণটি ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকটি বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যাচাই করো। ৪
৬.সরকার চায় দেশের সর্বত্র শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে। সরকার সাশ্রয়ী মূল্যে মানুষ ও পণ্য পরিবহনের কথা চিন্তা করে সারাদেশে গণপরিবহন পরিচালনা করে আসছে। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন গণপরিবহন জনগণকে সেবা দিতে আগ্রহী হলেও তাদের বাস ও ট্রাকের সংখ্যা প্রয়োজনের তুলনায় একবারেই কম বলে তা সম্ভব হচ্ছে না।
ক. বিআরটিসি কী? ১
খ. কোন ব্যবসায়ের উদ্দেশ্য জনকল্যাণ? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত শিল্প গড়ার ক্ষেত্রে সরকারের কোন উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত গণপরিবহন জনগণকে আরও উন্নত সেবা দিতে পারবে কি? তোমার মতামত ব্যক্ত করো। ৪
৭.জনাব মহিবুলাহ দীর্ঘদিন গবেষণা করে এক ধরনের নতুন ধান বীজ উদ্ভাবন করেন। এ বীজ হতে অতি অল্প সেচে এবং অল্প সময়ে ধান উৎপন্ন হয়। তিনি বিশেষ চিহ্ন বিশিষ্ট প্যাকেটে করে উদ্ভাবিত ধান বীজ বাজারে বিক্রি করে থাকেন। তথাপি একটি অসাধু বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উদ্ভাবিত বীজের অনুরূপ ধানের বীজ নকল করে বাজারজাত করছে। কিন্তু যথাযথ প্রমাণের অভাবে মহিবুলাহ উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেননি।
ক. পেটেন্ট কী? ১
খ. কপিরাইট বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উলিখিত বিশেষ চিহ্নটিকে সংশ্লিষ্ট আইনের দৃষ্টিতে কী বলা হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত উদ্ভুত পরিস্থিতিতে জনাব মহিবুলাহ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো। ৪
৮.জনাব রায়হান একটি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। এ জন্য একটি প্রতিষ্ঠান তাকে তৈরি পোশাক সংক্রান্ত সব তথ্য দিয়ে সহায়তা করেছিল। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৫০০ জন শ্রমিক কর্মচারী উৎপাদন কাজে নিয়োজিত।
ক. বণিক সভা বলতে কী বোঝায়? ১
খ. ডঞঙ কী উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়? ২
গ. জনাব রায়হানকে সহায়তাদানকারী প্রতিষ্ঠানের প্রকৃতি ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব রায়হানের প্রতিষ্ঠানটির মান উন্নয়নে আরও কী কী করা যায়? এ ব্যাপারে তোমার মতামত দাও। ৪
৯.রামিন একজন সফল উদ্যোক্তা। প্রযুক্তি যে একদিন আগামী বিশ্ব নিয়ন্ত্রণ করবে, তিনি অনেক আগেই তা ধারণা করেছেন। ফলে কোন বড় অংকের বিনিয়োগে তিনি একটি ওঈঞ ফার্ম স্থাপন করেন। বর্তমানে প্রচুর তরুণ যুবক তার ফার্মে কাজ করছে। সফটওয়্যার রপ্তানির জন্য প্রতিষ্ঠানটি চলতি বছর শ্রেষ্ঠ রপ্তানিকারকের পুরস্কার পায়।
ক. উদ্যোক্তার সংজ্ঞা দাও। ১
খ. আÍকর্মসংস্থান বলতে কী বোঝায়? ২
গ. উদ্যোক্তার কোন বিশেষ গুণটি উদ্দীপকে ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘দেশের অর্থনীতিতে রামিনের অবদান গুরুত্বপূর্ণ’ বিশ্লেষণ করো। ৪
১০.মিসেস সাহানা একজন ব্যাংকার। তাকে অফিসে ৫টা পর্যন্ত কাজ করতে হয়। অধিকন্তু তিনি রাস্তার ট্রাফিক জ্যাম, লম্বা লাইন, এ দোকান সে দোকান ঘোরার ভয়ে ভীত। তাই তিনি এবারের ঈদে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পোশাক কেনাকাটার কাজ সেরে নিলেন।
ক. ই-ব্যাংকিং কি? ১
খ. মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ কেন? ২
গ. উদ্দীপকে অনলাইন ব্যবসায়ের কোন ক্ষেত্রটির বর্ণনা আছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায়ে আইসিটি ব্যবহারের প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৪
১১.ইমতিয়াজ ও রাজনি দু’জন ব্যবসায়ী। ইমতিয়াজ সীমিত মুনাফা ও মানসম্মত সেবা এ দুই নীতির আলোকে ব্যবসায় করেন। তার ব্যবসায়ের মুনাফা কম হলেও তিনি খুশি। অন্যদিকে রাজিন হঠাৎ করে ধনী হওয়ার আশায় ক্রেতাকে মিথ্যা কথা বলে অপেক্ষাকৃত নিæমানের পণ্য সাজিয়ে দেয়। ক্রেতারা তাৎক্ষণিকভাবে তা না বুঝলেও পরবর্তীতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করে।
ক. মূল্যবোধ কী? ১
খ. শিল্প কারখানা কীভাবে পরিবেশ দূষণ করে? ২
গ. উদ্দীপকে বর্ণিত ইমতিয়াজ কার প্রতি সামাজিক দায়িত্ব পালন করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. রাজিনের ব্যবসায় কার্যক্রমটি নৈতিকতার বিচারে মূল্যায়ন করো। ৪
৩৮. ঢাকা সিটি কলেজ বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১.এল এল বি করার পর জনাব আবির রহমান কারও অধীনে চাকরি না করে ‘রহমান লিগ্যাল এইড’ নামে একটি ফার্ম গঠন করে। প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় গ্রাহক সংখ্যার পরিমাণ খুবই কম। অল্পদিনেই বিভিন্ন মামলায় গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হলেও স্থানীয় অনেকেইে তা অবগত নন। এর ফলে তিনি ব্যবসায়ের কার্যক্রম চালাতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ কারণে তিনি ফার্মটির পরিচিতি বাড়ানোর সিদ্ধান্ত নিলেন ।
ক. ব্যবসায় কী? ১
খ. কিভাবে স্থানগত উপযোগ সৃষ্টি হয়? ২
গ. উদ্দীপকে উলিখিত “রহমান লিগ্যাল এইড” ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব আবিরের সিদ্ধান্ত বাস্তবায়নে করণীয় মূল্যায়ন করো। ৪
২.জনাব ফজল তার জমানো ২ লক্ষ টাকা এবং ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি মুদি দোকান দিলেন। তার ব্যবসায় ক্ষেত্রে সব সিদ্ধান্ত তিনি নিজেই নিয়ে থাকেন এবং ব্যবসায়িক কার্যক্রম নিজেই তত্ত¡াবধান করে থাকেন। ক্রেতাদের সাথে তার উত্তম সম্পর্কের কারণে তার ব্যবসায় বেশ ভালো চলছিল। হঠাৎ আগুন লেগে সম্পূর্ণ দোকানটি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় তিনি ব্যাংক ঋণ পরিশোধ করতে গিয়ে নিজের যাবতীয় সম্পদ বিক্রি করতে বাধ্য হয়েছেন।
ক. ট্রেড কী? ১
খ. কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি হয়? ২
গ. উদ্দীপকে জনাব ফজলের ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. ফজল তার সম্পত্তি রক্ষায় ব্যবসায় সহায়ক যে কাজের সাহায্য নিতে পারতো তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪
৩.রায়হান, মাহমুদ ও কাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ৫ বছরের জন্য এটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। মি. কাদের ব্যবসায় যুক্ত হলেও বার্ষিক নির্দিষ্ট অর্থের বিনিময়ে তার সুনাম ব্যবহারের অনুমতি দেন। ২ বছর অতিক্রান্ত হওয়ার পর ব্যবসায়টি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ও ৫,০০,০০০ টাকা দেনার সৃষ্টি হয়। রায়হান ও মাহমুদ এই দায় বহনে সম্মত হলেও কাদের দায় বহনে অস্বীকৃতি জানান।
ক. অংশীদারি চুক্তিপত্র কি? ১
খ. অংশীদারদের অসীম দায় বলতে কি বুঝায়? ২
গ. উদ্দীপকের বর্ণনা মতে ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো মি. কাদেরের দায় বহনের অস্বীকৃতি যৌক্তিক? অংশীদারের ধরন উলেখ পূর্বক তোমার মতের স্বপক্ষে যুক্তি দাও। ৪
৪.মি. জহির স্বল্পমূল্যে বিদ্যুৎ উৎপাদনের একটি যন্ত্র আবিষ্কার করেছেন। তিনি তার আবিষ্কারের উপর স্বার্থ সংরক্ষণের জন্য আইনগত সুরক্ষা নিয়েছেন। আইনগত সুরক্ষা থাকায় অনেকে তার উদ্ভাবিত পদ্ধতি নকল করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। মি. জহির তার আবিষ্কৃত যন্ত্রটি ব্যবসায়িকভাবে বিক্রয় করার চিন্তা করলেন। যন্ত্রটি সহজে পরিচিত করে তোলার লক্ষ্যে একটি বিশেষ চিহ্ন ব্যবহারের সিদ্ধান্ত নিলেন।
ক. কপিরাইট কী? ১
খ. ওঝঙ বলতে কি বুঝায়? ২
গ. মি. জহির যন্ত্রটি পরিচিত করে তোলার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে কি বলে? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি.জহির উদ্ভাবিত পদ্ধতি নকল না হওয়ার কারণ মূল্যায়ন করো। ৪
৫.মি. রায়হান বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সূচনা কেমিক্যাল কোম্পানির মালিক। ব্যবসায়ের পাশাপাশি তিনি সমাজ সেবামূলক কর্মকাণ্ডে জড়িত। তার কারখানার বর্জ্য সরাসরি নদীতে না ফেলে বিশুদ্ধকরণের ব্যবস্থা করেন। অন্যদিকে নদীর তীরে অবস্থিত তমা ট্যানারি বর্জ্য সরাসরি নদীতে ও আশেপাশের জমিতে ফেলে পরিবেশ দূষণ করছে। এলাকাবাসী জেলা বণিক সমিতিতে তমা ট্যানারির বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেয়ার সিদ্ধান্ত নেয়।
ক. নৈতিকতা কী? ১
খ. শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) প্রদান করা হয় কেন? ২
গ. তমা ট্যানারি প্রাকৃতিক পরিবেশের কোন উপাদানকে দূষণ করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত তমা ট্যানারির পরিবেশ দূষণ রোধে জেলা বণিক সমিতির কি করণীয় বলে তুমি মনে করো? মতের স্বপক্ষে যুক্তি দাও। ৪
৬.বরগুনা জেলার ২৫ জন জেলে তাদের আর্থ-সামাজিক কল্যাণের জন্য একটি সমবায় সমিতি গঠন করেছে। তাদের উৎপাদিত মৎস ঢাকার বিভিন্ন বাজারে বিক্রয় করেন। গত ৩ বছর প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফার পরিমাণ ছিল।
বছর ২০১৩ ২০১৪ ২০১৫
মুনাফা ৩,০০,০০০ টাকা ৩,৫০,০০০ টাকা ৪,২৫,০০০ টাকা
তারা আইনে বর্ণিত হারে সংরক্ষিত তহবিল সংরক্ষণ করেন। এ সংগঠনটি মাছ সংরক্ষণের জন্য ২৫,০০০ টাকা মূল্যের ৫টি ডিপ ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং এ ক্ষেত্রে তারা সংরক্ষিত তহবিল কাজে লাগাতে চাচ্ছেন।
ক. সমবায় উপবিধি কি? ১
খ. ভোক্তা সমবায় সমিতি গঠনের কারণ কী? ২
গ. উদ্দীপকে উলিখিত সমবায় সংগঠনটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো উদ্দীপকে উলিখিত সমবায়ের সদস্যরা সংরক্ষিত তহবিল থেকে ডিপ ফ্রিজ ক্রয়ের সম্পূর্ণ অর্থ সংস্থান করতে পারবে? যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪
৭.চাচার সাথে নারায়ণগঞ্জ বেড়াতে গিয়ে কবির আদমজী জুট মিলটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেল। চাচা কবিরকে বললেন, এই মিলটি এক সময় দেশের অন্যতম মুনাফা অর্জনকারী মিল ছিল। সরকারি নিয়ন্ত্রণ ও পরিচালনায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্যেই হলো-জনকল্যাণ ও বেকার সমস্যার সমাধান। কিন্তু প্রতিষ্ঠানটির দায়িত্বে যারা ছিলেন তারা সুষ্ঠু পরিকল্পনা মোতাবেক প্রতিষ্ঠান চালাতে ব্যর্থ হন। ফলশ্র“তিতে বাংলাদেশের শিল্প জগতের পথিকৃত এই প্রতিষ্ঠানটি বর্তমানে মৃত।
ক. রাষ্ট্রীয় ব্যবসায় কী? ১
খ. কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বুঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত মিলটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের মিলটি বন্ধ হওয়ার কারণ কি? তোমার মতের স্বপক্ষে যুক্তি দাও। ৪
৮.নিলা ও শিলা দুই বান্ধবী। নিলা ‘সুরমা’ ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলেছে। ব্যাংক তাকে একটি কার্ড প্রদান করেছে। অন্যদিকে শিলা ‘মেঘনা’ ব্যাংক থেকে এমন একটি কার্ড নিয়েছে যা নিতে তার কোনো হিসাব খোলার প্রয়োজন হয়নি। উভয়ই কার্ড দ্বারাই তারা নির্দিষ্ট পরিমাণ পণ্য-সামগ্রী কেনাকাটা করতে পারে এবং প্রয়োজনে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারে।
ক. প্রাথমিক সমবায় সমিতির সদস্য সংখ্যা কত? ১
খ. অনলাইন ব্যবসায় বলতে কী বুঝায়? ২
গ. নিলার কার্ডটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিদ্যমান পরিস্থিতিতে ‘সুরমা’ ও ‘মেঘনা’ ব্যাংক-এর মধ্যে কোনটির ঝুঁকি বেশি? মতামত দাও। ৪
৯.জামাল সাহেবের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। গ্রাম থেকে ছেলের কাছে প্রতি মাসে টাকা পাঠাতে অনেক সমস্যা হতো। বর্তমানে তাদের গ্রামে মোবাইল ফোন নেটওয়ার্ক সম্প্রসারিত হওয়ায় তিনি ছেলের কাছে অতিদ্রুত এবং নিরাপদে টাকা পাঠাতে পারেন। কিন্তু জামাল সাহেবের স্ত্রী টাকা পাঠানোর এ পদ্ধতি সম্পর্কে সন্দিহান ও শংকিত। তিনি ডাক বিভাগের মাধ্যমে ছেলের কাছে অর্থ প্রেরণকে অধিক পছন্দ করেন।
ক. তথ্য প্রযুক্তি কী? ১
খ. ই-বিজনেস বলতে কি বুঝায়? ২
গ. উদ্দীপকে জামাল সাহেব কোন ব্যাংকিং সুবিধা ব্যবহার করে ছেলের কাছে টাকা পাঠান? ব্যাখ্যা করো। ৩
ঘ. জামাল সাহেবের স্ত্রীর পছন্দের মাধ্যমটি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪
১০.‘ঐতিহ্য’ প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী জনাব উলাস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী নানান ধরনের পণ্য যেমন- কুমিল্লার খাদি, ঢাকার জামদানি, টাঙ্গাইলের শাড়ি, রাজশাহীর সিল্ক প্রভৃতি সরাসরি উৎপাদনকারীদের কাছ থেকে সংগ্রহ করে বিক্রয় করে ইতিমধ্যে ঢাকার বাজারে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তিনি প্রতিষ্ঠানের নিরাপত্তার কথা ভেবে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রেখেছেন। কিন্তু পাশ্ববর্তী একটি ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ম থাকা সত্তে¡ও পর্যাপ্ত পানি, নির্গমন পথ ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা করেনি। হঠাৎ একদিন আগুন লেগে কর্মচারীসহ পুরো প্রতিষ্ঠানটি ভস্মীভ‚ত হয়। এতে তিনি ভীষণ মর্মাহত হন।
ক. ব্যবসায়ী কিসের আশায় ঝুঁকি গ্রহণ করে? ১
খ. প্রযুক্তিগত পরিবেশ কীভাবে ব্যবসায়কে প্রভাবিত করে? ২
গ. জনাব উলাসের প্রতিষ্ঠানটি ব্যবসায়ের কোন পরিবেশের দ্বারা প্রভাবিত? বর্ণনা করো। ৩
ঘ. ব্যবসায়ের কোন পরিবেশের যথার্থ প্রয়োগ করলে পাশ্ববর্তী প্রতিষ্ঠানটিতে দুর্ঘটনা ঘটত না বলে তুমি মনে করো? মতের স্বপক্ষে যুক্তি দাও। ৪
১১.জনাব মুক্তাদির ও তার ৭ বন্ধু ১০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন, যার অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। ব্যবসায় শুরুর ২ বছর পরে জনাব মুক্তাদিরের বন্ধুর শেয়ার সন্তানের নামে হস্তান্তর করতে চেয়েও পারেননি। অন্যদিকে আরেকজন ব্যবসায়ী ইব্রাহিম ৫০ জন উদ্যোক্তাকে নিয়ে আরেকটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং মূলধন বৃদ্ধির জন্য তারা পরবর্তীতে বাজারে শেয়ার ছাড়েন। চতুর্থ বছরে ব্যবসায় সম্প্রসারণের জন্য পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় বাড়ানোর প্রয়োজন হলে বার্ষিক সাধারণ সভা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়।
ক. পরিমেল নিয়মাবলি কী? ১
খ. যে দলিল পাওয়ার পর কোম্পানি সংগঠনের কৃত্রিম সত্ত¡ার সৃষ্টি হয় সে সম্পর্কে আলোচনা করো। ২
গ. জনাব মুক্তাদিরদের ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো। ৩
ঘ. দেশের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দীপকে উলিখিত সংগঠন দুটির মধ্যে কোনটির ভ‚মিকা সর্বাধিক? বর্ণনা করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।