ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ২৫-২৬ : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২৫. নরসিংদী সরকারি মহিলা কলেজ বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১.স্বপন তার বড়লোক বন্ধুর আর্থিক সহযোগিতায় আসবাবপত্রের দোকান দিয়ে ব্যবসায় করে আসছে। দু’জন মিস্ত্রি কাজ করে। কিছু বানিয়ে দোকানে রাখে ও বিক্রয় করে। আবার ফরমায়েশ অনুযায়ীও আসবাবপত্র বানিয়ে দেয়। ইতোমধ্যে সুনাম অর্জন করায় শহরের ব্যবসায়ীরাও আসবাবপত্রের ফরমায়েশ দিচ্ছে। তাই ব্যবসায় বাড়াতে আরো অর্থের প্রয়োজন হওয়ায় এবার বন্ধুর সাথে সমঝোতা করে একসাথে ব্যবসায়ের সিদ্ধান্ত নিল। বন্ধুও এতে রাজি। এখন বন্ধুও দোকানে বসে পরামর্শ দেয়। এতে তাদের ব্যবসায় ভালোই চলছে।
ক. প্রত্যক্ষ সেবা কী? ১
খ. ব্যবসায় বণ্টনকারী শাখা বলতে কী বোঝায়? ২
গ. স্বপন প্রথমে যে ব্যবসায় করতো মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. স্বপনের পরবর্তীতে গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
২.কামাল, সৈকত ও রঞ্জু মৌখিক চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি প্রতিষ্ঠান পরিচালনা করে। তিনজনের মূলধন পরিমাণ সমান। সকলে সমান মুনাফা ভোগ করে। চুক্তির শর্ত অনুযায়ী রঞ্জু শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করে। সম্প্রতি স্বপন নামে একজন দেনাদার প্রতিষ্ঠানের পাওনা ১ লক্ষ টাকা পরিশোধে গড়িমসি করছে। এজন্য অংশীদারগণ পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছে।
ক. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায় মুনাফা কীভাবে বণ্টিত হয়? ১
খ. চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি সংগঠন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘স্বপনের নিকট হতে পাওনা আদায়ে আদালতের আশ্রয়ই উত্তম পন্থা।’ তুমি কি একমত? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪
৩.রিয়াদ ও তার ৫ বন্ধু মিলে ‘বন্ধন’ নামে একটি সুতার মিল স্থাপন করেন। তাদের প্রতিষ্ঠানে রিয়াদ ও এক বন্ধু পরিচালনা হিসেবে ব্যবসায়টি পরিচালনা করে থাকেন। তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ ২০ কোটি টাকা। সুদক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ার প্রেক্ষিতে তারা তা সম্প্রসারণের সিদ্ধান্ত নিলেন। ব্যাংক ঋণের জটিলতার কথা চিন্তা করে তারা জনগণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে অতিরিক্ত ১০ কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিলেন।
ক. শেয়ার কী? ১
খ. কোম্পানি সংগঠনের ‘কৃত্রিম সত্তা’ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে বিদ্যমান পরিচালনা পর্ষদের কোনো পরিবর্তন আবশ্যকীয় কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। ৪
৪.ভোলার মনপুরার জেলেরা তাদের আর্থ-সামাজিক কল্যাণের জন্য একটা সমবায় সমিতি গঠন করেছে। ২০১৩ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল নিম্নরুপ:
বছর ২০১০ ২০১১ ২০১২ ২০১৩
মুনাফা (টাকা) ২০,০০০ ২৫,০০০ ৩০,০০০ ৩৫,০০০
তারা বিধিবদ্ধ ন্যূনতম হারে সঞ্চিতি তহবিল সংরক্ষণ করে। মাছ সংরক্ষণের জন্য তারা ২০,০০০ টাকা ব্যয়ে আইস বক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং এক্ষেত্রে তারা সঞ্চিতি তহবিল কাজে লাগাতে চাচ্ছে।
ক. সমবায়ের উপবিধি কী? ১
খ. সমবায় সমিতি বলতে কী বোঝায়? ২
গ. সদ্য বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো সঞ্চিতি তহবিল হতে আইস বক্স ক্রয়ের অর্থের সংস্থান হবে? যুক্তিসহ উত্তর দাও। ৪
৫.মি. মগুল ঢাকার বুড়িগঙ্গা নদীর পাড়ের মানুষ। কখন কী ঘটে যায় এ ভেবে তিনি বিমা কোম্পানির সাথে চুক্তি করেছেন। তার মৃত্যু হলে তার স্ত্রী দশ লক্ষ টাকা পাবেন। তিনি কিস্তি দিয়ে চলেছেন। মি. মগুল নিজের ব্যাপারে সচেতন হলে হবে কি? তার কারখানাতে তিনি বর্জ্য শোধন যন্ত্রপাতি বসাননি। তরল বর্জ্য নদীতে ফেলছেন। প্রাণীর জীবন ও পরিবেশ যে হুমকির সম্মুখীন হচ্ছে তিনি বুঝতে চাইছেন না।
ক. ট্রেডমার্ক কী? ১
খ. কপিরাইট বলতে কী বোঝায়? ২
গ. মি. মগুল কোন ধরনের বিমা চুক্তি করেছেন তা বুঝিয়ে বলো। ৩
ঘ. মি. মগুলের সৃষ্ট দূষণ তার নিজের জন্য ক্ষতিকর-এ বক্তব্য কি সমর্থনযোগ্য? যুক্তি দাও। ৪
৬.মি. আলী গরীব হলেও সমাজ হিতৈষী মানুষ। বাজারে তার মুদির দোকান। তিনি দেখেন দেশে বড় কোনো দুর্যোগ হলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক অর্থ জমা দেয়। গণমাধ্যমে তা ফলাও করে প্রচার হয়। তারা স্কুল ও কলেজ তৈরি করে। মি. আলী ভাবেন তিনি ক্রেতাদের ঠকান না, মাপে কম দেন না। ভালো মাল দিতে সচেষ্ট থাকেন। তার সামর্থ্যরে মধ্যে তিনি যা করছেন এতেই তিনি সন্তুষ্ট।
ক. ব্যবসায় নৈতিকতা কী? ১
খ. পরিবেশ বায়ু দূষণ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. আলী যাদের প্রতি দায়িত্ব পালন করছেন তার যথার্থতা মূল্যায়ন করো। ৪
৭.কিংস কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বনভোজনে যাবে। অধ্যক্ষ স্যার শিক্ষকদের সভায় চাঁদার পরিমাণ, তারিখ ও স্থান ঠিক করে চাঁদা সংগ্রহ, বাস জোগাড়, খাবার ব্যবস্থা-এভাবে কাজকে কয়েকটা ভাগে ভাগ করেন এবং কয়েকজন শিক্ষককে দায়িত্ব দেন। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ তাদের কাজের অগ্রগতির বিষয়ে মাঝে মধ্যেই বসে সভা করে। কারও কোনো অসুবিধা থাকলে তা দূর করার চেষ্টা করেন। সকলের সহযোগিতামূলক মনোভাব ও সম্পৃক্ততার কারণে বনভোজন সফলভাবে শেষ হয়।
ক. আধুনিক ব্যবস্থাপনার জনক কে? ১
খ. ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? ২
গ. অধ্যক্ষ স্যারের বিভিন্ন শিক্ষকগণের মধ্যে কাজ করে এটি ব্যবস্থাপনার কোন কাজটি সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো। ৩
ঘ. দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ ব্যবস্থাপনার যেই কাজ গুরুত্বের সাথে করার কারণে বনভোজন সফল হয়েছে তার যর্থাথতা বিশ্লেষণ করো। ৪
৮.মি. সুমন ও মি. আরিফ দু’জন বন্ধু ও দুই প্রতিষ্ঠানের কর্ণধার। মি. সুমনের নিচের দিকের তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা কম থাকায় প্রতিটা থানার উপবিভাগের কর্মী নির্দিষ্ট করা যায় নি। ফলে একজন কর্মী একাধিক বিভাগের কাজ করতে যেয়ে ‘নানা জনের নানান নির্দেশ’ মানতে প্রায়শই বিপদে পড়ে। অন্যদিকে মি. আরিফ নীতি মেনে কাজ করার বিষয়ে খুবই সতর্ক। কোনো আদেশ দেওয়ার পূর্বে তিনি আগের আদেশ, কার্যফল ইত্যাদি মূল্যায়ন করেন। তার অধীনে কাজ করতে অধস্তন নির্বাহীরা স্বাচ্ছন্দ্য।
ক. কারিগরি দক্ষতা কী? ১
খ. ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি বলতে কী বোঝায়? ২
গ. মি. সুমনের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন নীতি মান্য না করায় কর্মীদের বিপদে পড়তে হয় তা ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. আরিফ ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতি মেনে চলায় অধস্তন নির্বাহীরা স্বাচ্ছন্দ্য তুমি কি এ মত সমর্থন করো? মতের সপক্ষে যুক্তি দাও। ৪
৯.মি. ঢ তার প্রতিষ্ঠানের কর্মচারীদের আদেশ-নির্দেশ প্রদানের পূর্বে বাস্তবায়নকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে পরামর্শ করে বিভিন্ন সিদ্ধান্ত প্রদান করে থাকেন। এতে তার প্রতিষ্ঠানটি শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করে থাকে। অপরদিকে মি. ণ সবসময় কর্মচারীরা যা বলে বা যেভাবে পরামর্শ দেয় ও কাজ করতে চায় সে ভাবে তাদের কাজ করতে দেন। সিদ্ধান্তের ব্যাপারে তিনি থাকেন নির্লিপ্ত। এতে লক্ষ্যমাত্রা অর্জনে সবসময় তার প্রতিষ্ঠান পিছিয়ে থাকে।
ক. নেতৃত্ব কী? ১
খ. নির্দেশনা সর্বদাই নিচের দিকে প্রবাহিত হয় ব্যাখ্যা করো। ২
গ. মি. ণ-এর প্রতিষ্ঠানে নির্দেশনার ধরন কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. ণ-এর নির্দেশনার ধরনের চেয়ে মি. ঢ-এর নির্দেশনার ধরন উত্তম ধরন উলেখপূর্বক তোমার মতামত ব্যাখ্যা করো। ৪
১০.মি. ইসলাম একজন খুচরা যন্ত্রাংশ প্রস্তুতকারী। নিজ হাতে অনেককেই কাজ শিখিয়েছেন। তারা এখন দক্ষ কারিগর। প্রতিষ্ঠানের তারাই মূলশক্তি। কর্মীরা যাতে ভালো পরিবেশে কাজ করতে পারে সে বিষয় তিনি সর্তক থাকেন। প্রতি বছর সবাইকে সাথে নিয়ে ঢাকার বাইরে বেড়াতে যান। তিনি ইদানীং লক্ষ করছেন, তার দীর্ঘদিনের বিশ্বস্ত কিছু কারিগর প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে। এতে তিনি দারুণভাবে ক্ষুব্ধ। সব শুনে বন্ধু মন্টু হাজী বললেন, জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তার প্রতি নজর মনে হয় তুমি ভুল করেছো।
ক. প্রেষণা কী? ১
খ. চাহিদা সোপান তত্ত¡ বলতে কী বোঝায়? ২
গ. মি. ইসলাম তার প্রতিষ্ঠানে কর্মীদের প্রেষণাদানে কোন পদ্ধতির বিষয়ে যতবান? তা ব্যাখ্যা করো। ৩
ঘ. কর্মীদের ধরে রাখতে মি. আসলামকে প্রেষণাদানের অন্য পদ্ধতির প্রতি নজর দিতে হবে এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। ৪
২৬. রাজবাড়ী সরকারি কলেজ বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১.জনাব ইব্রাহিম মুন্সিগঞ্জ কোল্ড স্টোরেজ করেছেন। মৌসুমের সময় তিনি মুিন্সগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধির মাধ্যমে আলু সংগ্রহ করেন ও বছরের বিভিন্ন সময়ে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে তা ঢাকার কাওরান বাজারসহ দেশের বড় বড় বিক্রয় কেন্দ্রে নিয়ে আড়তদারদের মাধ্যমে বিক্রয় করেন। আড়তদারদের নিকট থেকে ছোট ব্যবসায়ীরা কিনে তা সাধারণ গ্রাহকদের নিকট বিক্রয় করে।
ক. প্রজনন শিল্প কী? ১
খ. সমবায়ে সম ভোটাধিকার বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে জনাব আরিফ কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে নিবন্ধকের অসম্মতির কারণ যৌক্তিকতাসহ মূল্যায়ন করো। ৪
২.জনাব আরিফ রাজবাড়ীর বাসিন্দা। তিনি স্বল্প ও ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য ১৮ জন প্রতিবেশী নিয়ে একটি সমবায় সমিতি গঠন করলেন। সমিতি গঠনের পর নিবন্ধকের অফিসে নিবন্ধনের জন্য আবেদন করলেন। কিন্তু নিবন্ধক এ সমিতি নিবন্ধনে অসম্মতি প্রকাশ করলেন।
ক. পরিবেশ কী? ১
খ. সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়? ২
গ. পরিবেশের কোন উপাদান বিবেচনা করে উদ্দীপকের জনাব রফিক পোশাক কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘রংধনু’ পোশাক শিল্পে শ্রম অসন্তোষ ও তালাবদ্ধকরণ ব্যবসায় পরিবেশের যে উপাদানের অন্তর্গত উদ্দীপকের আলেকে তা বিশ্লেষণ করো। ৪
৩.জনাব রফিক গাজীপুরে একটি পোশাক কারখানা স্থাপন করেন। এখানে জমির মূল্য অপেক্ষাকৃত কম এবং পর্যাপ্ত দক্ষ শ্রমিক পাওয়া যায়। ফলে বিনিয়োগ কম করেও মুনাফার পরিমাণ বেশি হয়। তিনি দেখলেন তার কারখানার পার্শ্ববর্তী ‘রংধনু’ নামক একটি পোশাক কারখানার শ্রমিকদের কাজের সময় ও কর্ম পরিবেশ নিয়ে শ্রম অসন্তোষ চলছে। মালিক পক্ষ ‘রংধনু’ নামক পোশাক কারখানাটি তালাবদ্ধ ঘোষণা দেয়।
ক. অংশীদারি ব্যবসায়ের ন্যূনতম সদস্য সংখ্যা কত? ১
খ. অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় অসীম ব্যাখ্যা করো। ২
গ. মি. সৈকত কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো মি. মিজান অন্যদের মতো সমান মুনাফা পাবে? যুক্তিসহ মতামত দাও। ৪
৪.মি. সৈকত একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে বিনা মূলধনে জহির, কামরুল ও মিজান তাকে অংশীদার করে নেয়। সৈকত, জহির ও কামরুল পরিচালনার অংশ নেয় কিন্তু মিজান পরিচালনায় অংশ নেয়নি। কিন্তু বছর শেষে সমান মুনাফা দাবি করে।
ক. সংঘবিধি কী? ১
খ. কোম্পানিকে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয় কেন? ২
গ. প্রাথমিক পর্যায় কেয়া ও চৈতি কর্তৃক স্থাপিত ব্যবসায় এর স্বরূপ কী ছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. কেয়া ও চৈতি কীভাবে বৃহদায়তন ব্যবসায় গঠন করতে পারে? পরামর্শ দাও। ৪
৫.কেয়া ও চৈতি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে একটি ফ্যাশন সপ পরিচালনা করছেন। ব্যবসায়ের ব্যাপক সাফল্য অর্জিত হওয়ায় তারা সদস্য সংখ্যা না বাড়িয়ে অসীম দায়ের সীমাবদ্ধতা দূর করে একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহী। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একজন আইনজীবীর পরামর্শ গ্রহণ করেছেন।
ক. বিআরটিসি কী? ১
খ. রাষ্ট্রীয় ব্যবসায় স্থাপনের যৌক্তিকতা ব্যাখ্যা করো। ২
গ. কোন ধরনের প্রতিষ্ঠানের অভাবে দেশের অর্থ বাজারে বিশৃঙ্খলা লেগে আছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. মুদ্রা বাজারে স্থিতিশীলতা রক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠান স্থাপনে সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করো। ৪
৬.দেশের অর্থ মুদ্রা বাজারে প্রায়ই বিশৃঙ্খলা লেগে আছে বলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে। সরকার এরূপ সমস্যা সমাধানে বিশেষ ধরনের প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে অর্থ ও মুদ্রা বাজারে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
ক. বায়ু দূষণ কী? ১
খ. পানি দূষণ বলতে কী বোঝায়? ২
গ. কোন সমস্যার কারণে শব্দ দূষণ কমছে না? ব্যাখ্যা করো। ৩
ঘ. আইনের সঠিক প্রয়োগই পারে শব্দ দূষণ বন্ধ করতে যথার্থতা ব্যাখ্যা করো। ৪
৭.ঢাকা শহরে উচ্চস্বরে গাড়ির বিরক্তিকর হর্ণ বাজানোর ফলে প্রায়ই শিশুদের শ্রবণশক্তির সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া অনেক রোগীর অধিকতর অসুস্থতা দেখা দিচ্ছে। এ অবস্থা হতে মুক্তির জন্য সরকার আইন করলেও নিয়ন্ত্রণ করতে পারেনি।
ক. নারী উদ্যোক্তা কে? ১
খ. শিল্পোদ্যোক্তা বলতে কী বোঝায়? ২
গ. কোন পরিবেশের উপাদান মনির হোসেনের ব্যবসায়কে লোকসানের সম্মুখীন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যাংকের সহায়তা নিয়ে মনির হোসেনের ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা মূল্যায়ন করো? ৪
৮.মনির হোসেন চাকরি না খুঁজে ব্যবসায় শুরু করার সিদ্ধান্ত নেন। তিনি রামগঞ্জে নিজ বাড়ির আঙিনায় প্রাথমিকভাবে ২০০ মুরগি নিয়ে পোল্ট্রি ব্যবসায় শুরু করেন। দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম আর দক্ষ নেতৃত্বের গুণে তিনি ব্যবসায়ে বেশ উন্নতি করেন। কিন্তু বার্ড ফ্লু দেখা দেওয়ায় তিনি বেশ লোকসানের সম্মুখীন হন। এ অবস্থা মোকাবিলায় তিনি একটি ব্যাংকের সহযোগিতা কামনা করেন।
ক. ই-কমার্স কী? ১
খ. তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা কী? ২
গ. আবরণী ডির্পাটমেন্ট সেন্টার অনলাইনে কোন পদ্ধতিতে পণ্য দ্রব্য বিক্রয় করে থাকে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ভোক্তাকে আকৃষ্ট করতে আবরণী ডিপার্টমেন্ট কোম্পানির অনলাইন ব্যবহারের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো? ৪
৯.আবরণী ডিপার্টমেন্ট স্টোর টেলিফোনে পণ্য দ্রব্যের অর্ডার গ্রহণ ও সরবরাহ করে থাকে। এ পদ্ধতিতে বিক্রয় পরিচালনায় করে প্রতিষ্ঠানটি বাজরে সুদৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। কিন্তু এ পদ্ধতিতে কোম্পানিটি নতুন নতুন ক্রেতা সৃষ্টিতে সক্ষম হচ্ছিল না। তাই ভোক্তা কেন্দ্রিক অনলাইন পদ্ধতি ব্যবহার করার কথা ভাবছে।
ক. সামাজিক দায়বদ্ধতা কী? ১
খ. ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়? ২
গ. সূচনা ওয়াশিং প্ল্যান্ট কর্তৃক নদীতে বর্জ্য ফেলার কারণে কোন সামাজিক দায়বদ্ধতা পালনে ব্যর্থতা সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. পরিবশে উন্নয়নে সূচনা ওয়াশিং প্ল্যান্ট এর করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১০.সূচনা ওয়াশিং প্ল্যান্ট তাদের কারখানার বর্জ্য সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন। ফলে নদীর পানি দূষিত ও জলজ প্রাণীর প্রচণ্ড ক্ষতি হচ্ছে। এ অবস্থা হতে উত্তরণের জন্য পরিবেশবাদীগণ সূচনাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।
ক. নারী উদ্যোক্তা কে? ১
খ. শিল্পোদ্যোক্তা বলতে কী বোঝায়? ২
গ. কোন পরিবেশের উপাদান মনির হোসেনের ব্যবসায়কে লোকসানের সম্মুখীন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যাংকের সহায়তা নিয়ে মনির হোসেনের ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা মূল্যায়ন করো? ৪
১১.জনাব সেলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করে, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় বাজার মূল্যের কম মূল্যে বাজারে পণ্য বিক্রয় করে। এতে জনগণ খুবই উপকৃত হয়। এ ব্যবসায় প্রতিষ্ঠান লাভের কথা ভাবেন। জনকল্যাণে এ প্রতিষ্ঠান ব্যবসায় পরিচালনা করে।
ক. BIMSTEC-এর পূর্ণ অর্থ কী? ১
খ. BSTI বলতে কী বোঝ? ২
গ. সেলিম কোন ব্যবসায় প্রতিষ্ঠানে কাজ করে? বর্ণনা দাও। ৩
ঘ. ‘জনকল্যাণে এ ব্যবসায় প্রতিষ্ঠান কাজ করে’ মূল্যায়ন করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।