বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ০৮ | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের অষ্টম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের অষ্টম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ অষ্টম
১। সামগ্রিকভাবে সরকারের কয়টি বিভাগ রয়েছে?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
২। প্রশাসন পরিচালনার কয় ধরনের?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
৩। বাংলাদেশের আইনসভার নাম কী?
(ক) জাতীয় সংসদ (খ) পার্লামেন্ট
(গ) কংগ্রেস (ঘ) মজলিশ
৪। সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে তাকে তাকে কী বলে?
(ক) আইন বিভাগ (খ) নির্বাহী বিভাগ
(গ) বিচার বিভাগ (ঘ) শাসন বিভাগ
৫। পদমর্যাদায় কে সবার উপরে?
(ক) স্পিকার (খ) প্রধান বিচারপতি
(গ) রাষ্ট্রপতি (ঘ) প্রধানমন্ত্রী
৬। মন্ত্রিসভা গঠন করেন কে?
(ক) প্রধান বিচারপতি (খ) স্পিকার
(গ) প্রধানমন্ত্রী (ঘ) রাষ্ট্রপতি
৭। কাকে কেন্দ্র করে শাসনব্যবস্থা পরিচালিত হয়?
(ক) রাষ্ট্রপতি (খ) মন্ত্রিপরিষদ
(গ) প্রধানমন্ত্রী (ঘ) প্রধান বিচারপতি
৮। বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন কে?
(ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি
(গ) স্বরাষ্টমন্ত্রী (ঘ) অর্থমন্ত্রী
৯। রাষ্ট্র্রপতি যে সকল গুরুত্বপূর্ণ কাজ সম্পদান করেন সেগুলো হলো-
i. শাসন পরিচালনা
ii.আইন প্রণয়ন iii.সরকার গঠন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় ্এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।
পারভেজ একজন মন্ত্রীর ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিক হিসেবে উপস্থিত ছিল। সংবাদ সম্মেলনে মন্ত্রী তার পদত্যাগের ঘোষণা দেন। পারভেজ দেখল একমুহূর্তে তিনি একেবারে সাধারণ মানুষের মতো ক্ষমতাহীন হয়ে গেলেন।
১০। অনুচ্ছেদে আলোচিত মন্ত্রী কার কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন?
(ক) প্রধানমন্ত্রী (খ) মন্ত্রিপরিষদ
(গ) প্রধান বিচারপতি (ঘ) রাষ্ট্রপতি
১১। পারভেজ যার সংবাদ সম্মেলনে গিয়েছে পদত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তিনি কার নেতৃত্বে কাজ করেছিলেন?
(ক) প্রধানমন্ত্রী (খ) মন্ত্রিপরিষদ সচিব
(গ) রাষ্ট্রপতি (ঘ) প্রধান বিচারপতি
১২। সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ করা হয়েছে?
(ক) দ্বাদশ (খ) ত্রয়োদশ
(গ) চতুর্দশ (ঘ) পঞ্চদশ
১৩। জাতীয় সংসদের কতজন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন?
(ক) ২৫০ জন (খ) ৩০০ জন
(গ) ৩৩০ জন (ঘ) ৩৫০ জন
১৪। জাতীয় সংসদে মহিলাদের জন্যে কতটি আসন সংরক্ষিত?
(ক) ৩০টি (খ) ৪৫টি
(গ) ৫০টি (ঘ) ৫৫টি
১৫। কত সালে বাংলাদেশের সংবিধানে দ্বাদশ সংশোধনী আনা হয়?
(ক) ১৯৯১ (খ) ১৯৯৩
(গ) ১৯৯৭ (ঘ) ২০০১
১৬। সরকার গঠনে কোনটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে?
(ক) জাতীয় সংসদ (খ) শাসন বিভাগ
(গ) নির্বাহী বিভাগ (ঘ) বিচার বিভাগ
১৭। সংবিধানের আমানতদার হিসেবে কোনটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে?
(ক) শাসন বিভাগ (খ) বিচার বিভাগ
(গ) জাতীয় সংসদ (ঘ) মন্ত্রিপরিষদ
১৮। শাসন সংক্রান্ত সকল কাজের জন্যে সংসদের কাছে দায়ী থাকতে হয়-
i. প্রধানমন্ত্রীকে ii.জনসাধারণকে
iii.মন্ত্রিসভাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯। কোনটি সংবিধান বহিভর্‚ত বিধানকে অবৈধ ঘোষণা করে শাসনতন্ত্রকে সুনির্দিষ্ট গতিপথে পরিচালিত করতে সাহায্যে করে?
(ক) জাতীয় সংসদ (খ) আইন বিভাগ
(গ) মন্ত্রিসভা (ঘ) সুপ্রিমকোর্ট
২০। পূর্ব পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থা কীরূপ ছিল?
(ক) এককেন্দ্রিক (খ) প্রাদেশিক
(গ) কেন্দ্রীয় (ঘ) বহুকেন্দ্রিক
২১। মন্ত্রণালয়ের প্রধান কে?
(ক) সচিব (খ) মন্ত্রী
(গ) মহাপরিচালক (ঘ) সহকারী সচিব
২২। অধিদপ্তরের প্রধানকে কী বলা হয়?
(ক) মহাপরিচালক (খ) মন্ত্রী
(গ) সচিব (ঘ) কমিশনার
২৩। বাংলাদেশ সরকারের কার্যকলাপের মূল উৎস কোনটি?
(ক) মন্ত্রণালয় (খ) জাতীয় সংসদ
(গ) সচিবালয় (ঘ) স্থানীয় প্রশাসন
২৪। সমগ্র বাংলাদেশকে কতটি বিভাগে বিভক্ত করা হয়েছে?
(ক) ৫টি (খ) ৬টি
(গ) ৭টি (ঘ) ৮টি
২৫। জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কোন স্তর?
(ক) দ্বিতীয় (খ) তৃতীয়
(গ) চতুর্থ (ঘ) পঞ্চম
২৬। বর্তমানে দেশে কতটি উপজেলা রয়েছে?
(ক) ৪৬৫টি (খ) ৪৮০টি
(গ) ৪৮৫টি (ঘ) ৪৯০টি
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
রাষ্ট্রের সকল উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে সরকারের
রয়েছে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো যা মন্ত্রণালয় হতে
তৃণমূল স্তর অবধি বিন্যস্ত। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও
উপজেলা প্রশাসন এর নিবিড় তত্ত¡াবধানে এ সকল জনকল্যাণমূলক
কর্মসূচির বাস্তবায়ন ঘটে।
২৭। অনুচ্ছেদ অনুযায়ী জেলা প্রশাসকের কাজ হলো-
i. রাজস্ব আদায়
ii.শান্তিরক্ষা iii.আইন প্রণয়ন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৮। ‘জেলা প্রশাসক একাধারে শাসক ও বিচারক’ কেননা তিনি-
(ক) ফৌজদারি মামলার বিচার করেন
(খ) দেওয়ানি মামলার বিচার করেন
(গ) শান্তি শৃঙ্খলা রক্ষা ও সকল ফৌজদারি মামলার বিচার করেন
(ঘ) শান্তি ও আইন শঙ্খলা রক্ষা করেন
২৯। নির্দিষ্ট এলাকা ভিত্তিক জনগণের স্বশাসনকে কী বলে?
(ক) স্থানীয় প্রশাসন (খ) কেন্দ্রীয় প্রশাসন
(গ) স্থানীয় স্বায়ত্তশাসন (ঘ) স্থানীয় স্বশাসন
৩০। স্থানীয় স্বায়ত্তশাসন কোন সরকার পরিচালনা পদ্ধতির পরিশীলিত রূপ?
(ক) একনায়কতন্ত্র (খ) রাজতন্ত্র
(গ) স্বৈরতন্ত্র (ঘ) গণতন্ত্র
৩১। বঙ্গীয় স্থানীয় আইন কত সালে পাস হয়?
(ক) ১৮৭০ (খ) ১৮৮৫
(গ) ১৯১৯ (ঘ) ১৯৭৬
৩২। স্থানীয় সরকার অধ্যাদেশ কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয়?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
৩৩। কত সালে ইউনিয়ন পরিষদ গঠনে ব্যাপক পরিবর্তন আনা হয়?
(ক)১৯৭৬ (খ) ১৯৮৫
(গ) ১৯৯৭ (ঘ) ১৯৯৮
৩৪। বাংলাদেশে সর্বমোট কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?
(ক) ৪,৪৬২টি (খ) ৪,৪৬৪টি
(গ) ৪,৪৬৬টি (ঘ) ৪,৪৬৮টি
৩৫। কত তারিখে জেলা পরিষদ আইন-২০০০ প্রবর্তন করা হয়?
(ক) ৬ এপ্রিল (খ) ৬ মে
(গ) ৬ জুলাই (ঘ) ৬ আগষ্ট
৩৬। জেলা পরিষদের কার্যকাল কত বছর?
(ক) ৪ বছর (খ) ৫ বছর
(গ) ৬ বছর (ঘ) ৮ বছর
৩৭। কোনটি শহর এলাকার স্থানীয় শাসন সংস্থা?
(ক) সিটি কর্পোরেশন (খ) জেলা পরিষদ
(গ) উপজেলা পরিষদ (ঘ) পৌরসভা
৩৮। বর্তমানে বাংলাদেশে মোট কতটি পৌরসভা আছে?
(ক) ৩১৪টি (খ) ৩১৬টি
(গ) ৩৮৫টি (ঘ) ৪৮৫টি
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
৩৯। পৌরসভার কার্যকাল কত বছর?
(ক) ৪ বছর (খ) ৫ বছর
(গ) ৬ বছর (ঘ) ৭ বছর
৪০। ঢাকা সিটি কর্পোরেশনকে আইনের মাধ্যমে কয়টি কর্পোরেশনে বিভক্ত করা হয়েছে?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণি: বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়ঃ অষ্টম
উত্তর পত্র
১-খ ২-ক ৩-ক ৪-গ ৫-গ ৬-খ ৭-গ ৮-ঘ ৯-ঘ ১০-ঘ
১১-ক ১২-ঘ ১৩-খ ১৪-গ ১৫-ক ১৬-ক ১৭-গ ১৮-খ ১৯-ঘ ২০-খ
২১-খ ২২-ক ২৩-গ ২৪-গ ২৫-খ ২৬-গ ২৭-ক ২৮-গ ২৯-গ ৩০-ঘ
৩১-খ ৩২-খ ৩৩-গ ৩৪-ঘ ৩৫-গ ৩৬-খ ৩৭-ঘ ৩৮-খ ৩৯-খ ৪০-ক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।