বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ০৪ | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের চতুর্থ অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের চতুর্থ অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ চতুর্থ
১। মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কোনটি সৃষ্টি হয়েছে?
(ক) সৌরগজৎ (খ) বিশ্বজগৎ
(গ) মহাকাশ (ঘ) জ্যোতিষ্কমন্ডল
২। কোনটি সৌরজগতের সকল গ্রহ এবং উপগ্রহের নিয়ন্ত্রক?
(ক) মহাকাশ (খ) আহ্নিক গতি
(গ) বার্ষিক গতি (ঘ) সূর্য
৩। কাকে সৌরজগতের প্রাণকেন্দ্র বলা হয়?
(ক) সূর্য (খ) গ্রহাণু
(গ) চন্দ্র (ঘ) পৃথিবী
৪। কোনটি মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে?
(ক) উপগ্রহ (খ) গ্রহ
(গ) উল্কা (ঘ) ধূমকেতু
৫। সূর্যকে দুইবার পরিক্রমণ করতে শুক্রের কত সময় লাগে?
(ক) ২২৫ দিন (খ) ৩৬৫ দিন
(গ) ৪৫০ দিন (ঘ) ৬৮৭ দিন
৬। কোন গ্রহে বছরে দুইবার সূর্য উদিত হয় এবং অস্ত যায়?
(ক) শুক্র (খ) বুধ
(গ) বৃহস্পতি (ঘ) ইউরেনাস
৭। সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
(ক) বুধ (খ) শুক্র
(গ) পৃথিবী (ঘ) মঙ্গল
৮। পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা কত?
(ক) ১৩.৯০০ সে. (খ) ১৫০ সে.
(গ) ১৭.১০০ সে. (ঘ) ২১.৯০০ সে.
৯। সূর্যের চারদিকে পরিক্রমণ করতে কোন গ্রহটির সময় সবচেয়ে কম লাগে?
(ক) মঙ্গল (খ) পৃথিবী
(গ) শুক্র (ঘ) বুধ
১০। সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার?
(ক) ৭.৮ কোটি (খ) ১০.৮ কোটি
(গ) ২০.৮ কোটি (ঘ) ২২.৮ কোটি
১১। বৃহস্পতি কত সময়ে সূর্যকে একবার আবর্তন করে?
(ক) ১২ বছরে (খ) ২৯ বছরে
(গ) ৪৭ বছরে (ঘ) ৮৪ বছরে
১২। কোন গ্রহটি খালি চোখে দেখা যায় না?
(ক) বুধ (খ) শুক্র
(গ) শনি (ঘ) বৃহস্পতি
১৩। সূর্য থেকে নেপচুনের দূরত্ব কত কিলোমিটার?
(ক) ৪৫০ কোটি (খ) ৪৮০ কোটি
(গ) ৪৭০ কোটি (ঘ) ৪৬০ কোটি
১৪। পৃথিবীর কোথায় বায়ুমন্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি?
(ক) সমুদ্রপৃষ্ঠে (খ) সমতল ভ‚মিতে
(গ) পাহাড়ে (ঘ) বনভ‚মিতে
১৫। বায়ুমন্ডলে ওজোন গ্যাসের দ্বারা গঠিত স্তরটির নাম কী?
(ক) ট্রপোপস (খ) ট্রপোমন্ডল
(গ) তাপমন্ডল (ঘ) ওজোনস্তর
১৬। পৃথিবীর উপরিভাগ থেকে এর কেন্দ্র পর্যন্ত কয়টি স্তরে ভাগ করা যায়?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
১৭। শিলামন্ডলের পুরুত্ব কত কিলোমিটার?
(ক) ৬০ কি.মি. (খ) ১০০ কি.মি.
(গ) ১২০ কি.মি. (ঘ) ১৩০ কি.মি.
১৮। কেন্দ্রমন্ডল স্তরটির পুরুত্ব কত?
(ক) ১.২১৬ কি.মি. (খ) ২.৮৮৫ কি.মি.
(গ) ৩.৪০৬ কি.মি. (ঘ) ৩.৪৮৬ কি.মি.
১৯। পৃথিবীতে প্রাণের স্পন্দন, উদ্ভিদ, প্রাণীর বেঁচে থাকার পেছনে অপরিহার্য সূর্যের –
i. হিলিয়াম ii.আলো
iii.তাপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২০। যে গ্রহগুলোর বায়ুমন্ডলে নাইট্রোজেন রয়েছে সেগুলো হল-
i. মঙ্গল ii.শনি
iii.পৃথিবী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
অর্পিতা প্রতিদিন খুব ভোরে পড়তে বসে। একদিন সে লক্ষ্য করে, পূর্বদিকের আকাশে ভোরবেলাতেও একটি তারা দেখা যাচ্ছে। অর্পিতা বুঝতে পারে যে সে একটি গ্রহ দেখেছে।
২১। অর্পিতার দেখা গ্রহটির নাম কী?
(ক) শুক্র (খ) শনি
(গ) মঙ্গল (ঘ) নেপচুন
২২। পৃথিবীর সাথে উক্ত গ্রহের কোন বৈসাদৃশ্য পরিলক্ষিত হবে?
(ক) গ্রহটির উপগ্রহ নেই
(খ) গ্রহটিতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে
(গ) গ্রহটির চারদিকে বলয় আছে
(ঘ) গ্রহটি নীলাভ বর্ণের
২৩। পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য উত্তর-দক্ষিণে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তাকে কী বলে?
(ক) সমাক্ষরেখা (খ) অক্ষরেখা
(গ) দ্রাঘিমারেখা (ঘ) নিরক্ষরেখা
২৪। কোনো স্থানের অবস্থান জানা যায় কীসের সাহায্যে?
(ক) অক্ষরেখা (খ) দ্রাঘিমারেখা
(গ) নিরক্ষরেখা (ঘ) অক্ষ ও দ্রাঘিমারেখা
২৫। পৃথিবীর উত্তর-দক্ষিণে কল্পিত রেখার উত্তর প্রান্ত বিন্দুকে কী বলে?
(ক) সুমেরু (খ) মেরুবিন্দু
(গ) দক্ষিণ মেরু (ঘ) কুমেরু
২৬। অক্ষাংশ পরিমাপের ্একক কী?
(ক) রেডিয়ান (খ) মিনিট
(গ) ডিগ্রি (ঘ) সেকেন্ড
২৭। গ্রিনিচের সঠিক সময় নির্ণয় করা যায় কোন ঘড়ি থেকে?
(ক) সেক্সট্যান্ট (খ) ন্যানোমিটার
(গ) ল্যাকটোমিটার (ঘ) ক্রনোমিটার
২৮। কোন দিকে অবস্থিত স্থানে আগে সুর্যোদয় হয়?
(ক) পূর্ব দিকে (খ) পশ্চিম দিকে
(গ) উত্তর দিকে (ঘ) দক্ষিণ দিকে
২৯। পৃথিবীর মানচিত্রে সময় বের করার জন্যে কোন রেখার ভ‚মিকা গুরুত্বপূর্ণ?
(ক) মধ্যরেখা (খ) কাল্পনিক রেখা
(গ) অক্ষরেখা (ঘ) মেরুরেখা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:
ফারিহা লন্ডনে থাকে। দেশে চাচাত বোন ফাহিমাকে ফোন করে ফারিহা জানায় তার ঘড়িতে তখন সকাল ১০টা। অন্যদিকে ফাহিমা দেখে তার ঘড়িতে তখন বিকাল ৪টা
৩০। ফারিহা, ফাহিমার কোন দিকে অবস্থান করছে?
(ক) উত্তরে (খ) পূর্বে
(গ) পশ্চিমে (ঘ) দক্ষিণে
৩১। ফারিহা ও ফাহিমার ভৌগলিক দূরত্ব কত?
(ক) ৩০০ (খ) ৬০০
(গ) ৯০০ (ঘ) ১২০০
৩২। কোনটির আকর্ষণে পৃথিবীতে জোয়ার ও ভাটার সৃষ্টি হয়?
(ক) চাঁদ ও পৃথিবীর (খ) সূর্য ও পৃথিবীর
(গ) চন্দ্র ও সূর্যের (ঘ) চন্দ্র ও মঙ্গলের
৩৩। সন্ধ্যার কিছু পূর্বে বিদ্যমান ক্ষীণ আলোর সময়কে কী বলে?
(ক) প্রভাত (খ) ঊষা
(গ) গোধূলী (ঘ) বিকাল
৩৪। সূর্য পৃথিবীর নিকটে অবস্থান করলে তাকে কী বলে?
(ক) অপসূর (খ) অনুসূর
(গ) বৃত্তাসূর (ঘ) উত্তরায়ণ
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
ডিসেম্বর মাসে ভারত ক্রিকেট টিম অস্ট্রেলিয়া সফর করছিল। জিসান ও সফরের একমাত্র টি টোয়ান্টি খেলাটি টিভিতে দেখছিল। প্রচন্ড ঠান্ডা ছিল বিধায় জিসান কম্বল জড়িয়ে ছিল। অথচ সে দেখল দর্শকরা সব সাধারণ টিশার্ট এবং পাতলা কাপড় পরে খেলা দেখছে।
৩৫। জিসানের দেশে অর্থাৎ বাংলাদেশে এ সময় সূর্যরশ্মির পতন কেমন ছিল?
(ক) তীর্যক পতন (খ) লম্বভাবে পতন
(গ) আনুভ‚মিক পতন (ঘ) কৌণিক পতন
৩৬। অস্ট্রেলিয়াতে ঐ সময় কোন অবস্থা বিরাজ করছিল?
(ক) দিন ছোট (খ) রাত ছোট
(গ) শীতকাল (ঘ) দিনরাত্রি সমান
৩৭। অস্ট্রেলিয়ার ঐ সময়ের প্রেক্ষিতে বলা যায়-
i. সূর্য লম্বভাবে কিরণ দেয়
ii.গ্রীষ্মকাল iii.ভ‚পৃষ্ঠ শীতল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৮। সমুদ্রের মধ্যভাগে পানি সাধারণত কত ফুট উঁচু নিচু হয়?
(ক) ১-২ ফুট (খ) ১-৩ ফুট
(গ) ২-৩ ফুট (ঘ) ২-৪ ফুট
৩৯। চন্দ্র নিজ কক্ষপথে কতদিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে?
(ক) ২০ দিনে (খ) ২৫ দিনে
(গ) ২৭ দিনে (ঘ) ৩০ দিনে
৪০। কোনটি প্রাকৃতিকভাবে দৈনিক নদীর আবর্জনা পরিষ্কারের মাধ্যম হতে পারে?
(ক) প্রাকৃতিক দুর্যোগ (খ) বায়ুপ্রবাহ
(গ) জোয়ার-ভাটা (ঘ) নদীর ¯্রােত
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণি: বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়ঃ চতুর্থ
উত্তর পত্র
১-খ ২-ঘ ৩-ক ৪-খ ৫-গ ৬-খ ৭-গ ৮-ক ৯-ঘ ১০-ঘ
১১-ক ১২-গ ১৩-ক ১৪-ক ১৫-ঘ ১৬-খ ১৭-খ ১৮-ঘ ১৯-গ ২০-খ
২১-ক ২২-ক ২৩-খ ২৪-ঘ ২৫-ক ২৬-গ ২৭-ঘ ২৮-ক ২৯-খ ৩০-গ
৩১-গ ৩২-গ ৩৩-গ ৩৪-খ ৩৫-খ ৩৬-ক ৩৭-ক ৩৮-ক ৩৯-গ ৪০-গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।