বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ০২ | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের দ্বিতীয় অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের দ্বিতীয় অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ দ্বিতীয়
১। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে?
(ক) ১৯৬৬ (খ) ১৯৬৯
(গ) ১৯৭০ (ঘ) ১৯৭১
২। ইয়াহিয়া খান আহুত জাতীয় পরিষদের অধিবেশন কোন শহরে হওয়ার কথা ছিল?
(ক) ইসলামাবাদে (খ) করাচিতে
(গ) ঢাকায় (ঘ) লাহোরে
৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের কত তারিখে ঐতিহাসিক ভাষণ দেন?
(ক) ১ জানুয়ারি (খ) ২ ফেব্রæয়ারি
(গ) ৩ মার্চ (ঘ) ৭ মার্চ
৪। বাঙালির ইতিহাসে কোনটি কালরাত্রি হিসেবে পরিচিত?
(ক) ২০ মার্চ (খ) ২২ মার্চ
(গ) ২৪ মার্চ (ঘ) ২৫ মার্চ
৫। কালুরঘাট কোন জেলায় অবস্থিত?
(ক) টাঙ্গাইল (খ) ময়মনসিংহ
(গ) খুলনা (ঘ) চট্টগ্রাম
৬। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
(ক) এম এ জি ওসমানী
(খ) খন্দকার মোশতাক আহমেদ
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঘ) তাজউদ্দীন আহমেদ
৭। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল?
(ক) ৮টি (খ) ১০টি
(গ) ১১টি (ঘ) ১৪টি
৮। কোন বাহিনীটি মুক্তিযুদ্ধের সময় স্থানীয়ভাবে গড়ে উঠেছিল?
(ক) হাবিব বাহিনী (খ) পূর্ব বাংলা বাহিনী
(গ) কাদেরিয়া বাহিনী (ঘ) বাচ্চু বাহিনী
৯। কাদের অংশগ্রহনের জন্যে মুক্তিযুদ্ধকে ‘গণযুদ্ধ’ বলা হয়?
(ক) পুলিশ বাহিনী (খ) ইপিআর আনসার
(গ) সেনাবাহিনী (ঘ) সর্বস্তরের বাঙালি
১০। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কত লোক ভারতে আশ্রয় নেয়?
(ক) ৫০ লক্ষ (খ) ৬০ লক্ষ
(গ) ৮০ লক্ষ (ঘ) ১ কোটি
১১। ছাত্ররা কত সালে শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করে?
(ক) ১৯৬০ (খ) ১৯৬২
(গ) ১৯৬৪ (ঘ) ১৯৬৫
১২। মুক্তিযুদ্ধে কাদের ভ‚মিকা অনন্য ও গৌরবদীপ্ত?
(ক) ছাত্রদের (খ) পেশাজীবীদের
(গ) নারীদের (ঘ) প্রবাসী বাঙালিদের
১৩। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন চালু হয়েছিল?
(ক) ২৬ মার্চ ১৯৭১ (খ) ১০ এপ্রিল ১৯৭১
(গ) ১৭ এপ্রিল ১৯৭১ (ঘ) ২৬ মে ১৯৭১
১৪। মুক্তিযুদ্ধে কত লোক শহিদ হন?
(ক) ১০ লাখ (খ) ২০ লাখ
(গ) ২৫ লাখ (ঘ) ৩০ লাখ
১৫। কত সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করা হয়?
(ক) ১৯৫৪ (খ) ১৯৫৫
(গ) ১৯৫৬ (ঘ) ১৯৫৮
১৬। শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর ছিলেন কে?
(ক) এম মনসুর আলী
(খ) এএইচ এম কামারুজ্জামান
(গ) সৈয়দ নজরুল ইসলাম (ঘ) তাজউদ্দীন আহমদ
১৭। কোন রাষ্ট্রটি বাংলাদেশের স্বাধীনতা যুুদ্ধে সরাসরি সমর্থন জানিয়েছিল?
(ক) রাশিয়া (খ) ভারত
(গ) চীন (ঘ) শ্রীলংকা
১৮। বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃতি প্রদান করে?
(ক) ভুটান (খ) নেপাল
(গ) ভারত (ঘ) ইরান
১৯। কোন রাষ্ট্র জাতিসংঘে পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব করেছিল?
(ক) সোভিয়েত ইউনিয়ন (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) চীন (ঘ) ভারত
২০। মুক্তিযুদ্ধের সময় কোন প্রচার মাধ্যমটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব রাখে?
(ক) বিবিসি (খ) ভোয়া
(গ) নিউইয়র্ক টাইমস (ঘ) ইনডিপেনডেন্ট
২১। মধ্যপ্রাচ্যের কোন দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছিল?
(ক) ইরান (খ) ইরাক
(গ) সৌদি আরব (ঘ) আরব আমিরাত
২২। ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য হলো-
i স্বাধীনতার আনুষ্ঠানিক ডাক
iiপৃথিবীর স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণা
iiiবাঙালি জাতির এক স্মরণীয় দলিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৩। মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা, নাটক ও অন্যান্য অনুষ্ঠান যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের
i সাহস জুগিয়েছে
iiশত্রæর বিরুদ্ধে দুর্দমনীয় করেছে
iiiমনোবল ভেঙে দিয়েছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪। পাক হানাদার বাহিনী কবে চ‚ড়ান্তভাবে আত্মসমর্পণ করে?
(ক) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর
(খ) ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর
(গ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
(ঘ) ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর
২৫। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?
(ক) ৩০ জন (খ) ৩২ জন
(গ) ৩৪ জন (ঘ) ৩৬ জন
২৬। পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে কোন বাহিনীর অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল?
(ক) নৌবাহিনীর (খ) বিমান বাহিনীর
(গ) মিত্র বাহিনীর (ঘ) গেরিলা বাহিনীর
২৭। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?
(ক) ২টি (খ) ৪টি
(গ) ৬টি (ঘ) ৮টি
উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
মাফি একজন আইনজীবী। তিনি তার বন্ধুকে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে বলার সময় বললেন, বাংলাদেশের সংবিধান পৃথিবীর অন্যতম সেরা একটি সংবিধান। এই সংবিধানের পিছনে আমাদের শহিদরাই মূলত জড়িত।
২৮। উদ্দীপকে যে সংবিধানের কথা বলা হয়েছে তা কত সালে কার্যকর হয়েছিল?
(ক) ১৯৭১ সালে (খ) ১৯৭২ সালে
(গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৪ সালে
২৯। সংবিধানের পেছনে স্বাধীনতা যুদ্ধে শহিদদের সম্পর্ক স্থাপিত হয়েছে কীভাবে?
(ক) স্বাধীনতা অর্জনের মাধ্যমে
(খ) সরকার প্রতিষ্ঠার মাধ্যমে (গ) আইন প্রতিষ্ঠার মাধ্যমে
(ঘ) সংবিধান লেখার মাধ্যমে
৩০। বাংলাদেশের ইতিহাসে প্রথম কত সালে অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করে?
(ক) ১৯৭৫ সালে (খ) ১৯৭৬ সালে
(গ) ২০০৭ সালে (ঘ) ২০০৮ সালে
৩১। মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমান কত নম্বর সেক্টরে কমান্ডার ছিলেন?
(ক) ১নং (খ) ২নং
(গ) ৯নং (ঘ) ১১নং
৩২। ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে কয়টি জোট গঠিত হয়?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও।
নাইজেরিয়ার সামরিক শাসক ওলাসগণ ওবাসানকু ১৯৯৯ সালে এক রক্তপাতহীন ক্যু-এর মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতিকে হটিয়ে ক্ষমতা দখল করেন। পরবর্তীতে ক্ষমতার বৈধতার জন্যে পিপলস ডেমোক্রেটিক পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন।
৩৩। উদ্দীপকে উল্লিখিত শাসনের সাথে কাকে তুলনা করা যায়?
(ক) জিয়াউর রহমান (খ) হুসেইন মুহম্মদ এরশাদ
(গ) খন্দকার মোশতাক (ঘ) এ.এস.এম সায়েম
৩৪। পিপলস ডেমোক্রেটিক পার্টির সাথে সাদৃশ্যপূর্ণ রাজনৈতিক দল হলো-
i জাসদ iiজনদল
iii জাতীয় পার্টি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৫। সামরিক শাসনের বিরুদ্ধে কারা সর্বপ্রথম আন্দোলনের সূত্রপাত ঘটায়?
(ক) ছাত্র সমাজ (খ) সংবাদপত্র কর্মীরা
(গ) বুদ্ধিজীবী মহল (ঘ) পেশাজীবী সংগঠন
৩৬। ১৯৯০ সালে কয়টি ছাত্র সংগঠনের সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে?
(ক) ১৪টি (খ) ১৬টি
(গ) ২০টি (ঘ) ২২টি
৩৭। বাংলাদেশে কত সালে সামরিক শাসন তথা স্বৈরতন্ত্রের পতন ঘটে?
(ক) ১৯৮৮ (খ) ১৯৮৯
(গ) ১৯৯০ (ঘ) ১৯৯১
৩৮। বাংলাদেশে গত ৪০ বছরে দারিদ্র্যের হার কত শতাংশ নেমে এসেছে?
(ক) ৩০ (খ) ৪০
(গ) ৫০ (ঘ) ৬০
৩৯। পোশাক খাতে কোন দেশের অবস্থান বর্তমানে তৃতীয়?
(ক) বাংলাদেশ (খ) ভারত
(গ) নেপাল (ঘ) পাকিস্তান
৪০। ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন’ কত সালে প্রণীত হয়?
(ক) ২০০৮ সালে (খ) ২০০৯ সালে
(গ) ২০১০ সালে (ঘ) ২০১১ সালে
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণি: বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়ঃ দ্বিতীয়
উত্তর পত্র
১-ঘ ২-গ ৩-ঘ ৪-ঘ ৫-ঘ ৬-গ ৭-গ ৮-গ ৯-ঘ ১০-ঘ
১১-খ ১২-খ ১৩-ক ১৪-ঘ ১৫-গ ১৬-ঘ ১৭-খ ১৮-গ ১৯-খ ২০-ক
২১-খ ২২-খ ২৩-ক ২৪-গ ২৫-গ ২৬-গ ২৭-খ ২৮-খ ২৯-খ ৩০-ক
৩১-খ ৩২-ক ৩৩-খ ৩৪-গ ৩৫-ক ৩৬-ঘ ৩৭-গ ৩৮-ক ৩৯-ক ৪০-গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।