ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৫-২৭ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
২৫. ক্যামব্রিয়ান কলেজ, ঢাকাবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
১. এপেক্স কোম্পানি লি. একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রক্রিয়াজাতকরণের সময় এর বর্জ্য ও দূষিত পানি নদীতে পড়ায় পানি, বায়ু ও মাটি দূষিত হচ্ছে। এর জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি পানি পরিশোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রটি ক্রয় করার জন্য ১০ কোটি টাকা প্রয়োজন। এর আয়ুষ্কাল ১২ বছর। কোম্পানিটি প্রতি বছর মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।
ক. সরকারি অর্থায়ন কী? ১
খ. সম্পদ সর্বোচ্চকরণ বলতে কী বোঝায়? ২
গ. পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে এপেক্স কোম্পানি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ করো। ৪
২. মি. মামুন এমন এক ধরনের বন্ডে বিনিয়োগ করেছেন, যার অভিহিত মূল্য ২,০০০ টাকা, কুপন রেট ১৩% এবং যেখান থেকে আজীবন নির্দিষ্ট হারে সুদ পাবেন। মি. মামুনের প্রত্যাশিত আয়ের হার ১৫%। মি, বাদল একটি কর্পোরেট বন্ডে বিনিয়োগ করতে চান। নিটল লি. বাজারে ৫ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং কুপন সুদের হার ১৩%। বাজার মূল্য ৮৪০ টাকা। তাছাড়া পূবালী লি. ৫ বছর মেয়াদি জিরো কুপন বন্ড ইস্যু করেছে যার অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং বাজার মূল্য ৬০০ টাকা। মি. বাদলের প্রত্যাশিত আয়ের হার ১৫%।
ক. কর্পোরেট বন্ড কী? ১
খ. সরকারি বন্ডে কোনো ঝুঁকি থাকে না-ব্যাখ্যা করো। ২
গ. মি. মামুন যে ধরনের বন্ডে বিনিয়োগ করছেন তার মূল্য নির্ণয় করো। ৩
ঘ. নিটল লি. এবং পূবালী লি.-এর মধ্যে কোন বন্ডে মি. বাদলের বিনিয়োগ করা উচিত? তোমার মতামত দাও। ৪
৩. স্কয়ার কোম্পানির বর্তমান শেয়ারের বাজারমূল্য ২০০ টাকা। শেয়ারপ্রতি ১৫ টাকা করে লভ্যাংশ প্রদান করে। কোম্পানির লভ্যাংশ গড়ে ৫% করে বৃদ্ধি পায়। এক্ষেত্রে কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার ২০%।
ক. মূলধন ব্যয় কী? ১
খ. অগ্রাধিকার শেয়ার বলতে কী বোঝায়? ২
গ. স্কয়ার কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় কত? নির্ণয় করো। ৩
ঘ. কোম্পানির সাধারণ শেয়ারের বাজারমূল্য ২০ টাকা কমলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের ওপর কী প্রভাব পড়বে? মূল্যায়ন করো। ৪
৪. সায়মন কোম্পানি একটি নতুন সরবরাহকারী প্রতিষ্ঠান। তারা দক্ষিণ কোরিয়া থেকে পুতুল আমাদনি করে। কোম্পানি প্রতিটি পুতুল ৮০ টাকা করে ক্রয় করে এবং তা ১০০ টাকা করে বিক্রি করে। কোম্পানির স্থায়ী ব্যয় বার্ষিক ১,০০,০০০ টাকা।
ক. দণ্ডাংশ কি? ১
খ. নগদ প্রবাহ বিবরণী কেন তৈরি করা হয়? ২
গ. কয়টি পুতুল বিক্রি করলে সায়মন কোম্পানির কোনো লাভ বা ক্ষতি হবে না? ৩
ঘ. কোম্পানি যদি ২০,০০০ টাকা মুনাফা অর্জন করতে চায় তবে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কয়টি পুতুল বেশি বিক্রি করতে হবে? ৪
৫. ম্যাক্সওয়েল লি.’ অধিক লাভের আশায় একমালিকানা প্রতিষ্ঠান হতে পাবলিক লি. কোম্পানি হতে চাচ্ছে। এটি বাংলাদেশের শেয়ারবাজারে শেয়ার ছাড়তে চাচ্ছেন।’ ‘ম্যাক্সওয়েল লি. মোট ১,০০,০০,০০০টি শেয়ার প্রতিটি ১০ টাকা লিখিত মূল্যে বাংলাদেশে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
ক. ওটিসি বাজার কী? ১
খ. মানিলন্ডারিং আইনটি ব্যাখ্যা করো। ২
গ. ‘ম্যাক্সওয়েল লি.’-এর কোন বাজারে শেয়ার ছাড়বে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বাংলাদেশের শেয়ার ছাড়ার জন্য ‘ম্যাক্সওয়েল লি.’ কোন প্রতিষ্ঠানের নিকট হতে অনুমতি গ্রহণ করতে হবে? ঐ প্রতিষ্ঠান সম্পর্কে লেখ। ৪
৬. ওয়াইম্যাক্স লিমিটেড বাজারে বন্ড ছেড়েছে যার অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং মেয়াদ ১০ বছর, কুপন রেট ১২%। প্রত্যাশিত আয়ের হার ১৫.৫%, বাজারমুল্য ১,২৩০ টাকা।
ক. জিরো কুপন বন্ড কী? ১
খ. অগ্রাধিকার শেয়ারকে কেন হাইব্রিড সিকিউরিটি বলা হয়? ২
গ. ওয়াইম্যাক্স লিমিটেড-এর মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. ৬ বছর পর বন্ডটি যদি ১,৩০০ টাকায় তলব করা হয়, ইন্ড টু কল কত হবে? ৪
৭. মি. ফারুক অবসর গ্রহণের পর তার কোম্পানি থেকে ৩০,০০,০০০ টাকা পেলেন। তিনি-এর মধ্যে ২০,০০,০০০ টাকা মূলধন বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি ২টি সিকিউরিটি ঢ ও ণ-এর অতীত ব্যয় পর্যালোচনা করেন। সিকিউরিটি ঢ ও ণ-এর বিগত তিন বছরের আয়ের হার নিæে দেওয়া হলো:
বছর আয়ের হার (সিকিউরিটি ঢ) আয়ের হার (সিকিউরিটি ণ)
২০১০ ৮% ১৩%
২০১১ ৬% -৫%
২০১২ ১৩% ২২%
ভলবো কোম্পানির বিটার মান ১.৭। ট্রেজারি বিলের আয়ের হার ৬% এবং বাজার আয়ের হার ১৬%।
ক. অনিশ্চয়তা কী? ১
খ. কোন ঝুঁকিকে পরিহার করা যায় না? ব্যাখ্যা করো। ২
গ. ভলবো কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. পরিমিত ব্যবধানের আলোকে মি. ফারুকের কোন সিকিউরিটিতে বিনিয়োগ উত্তম এবং কেন? ৪
৮. জনাব নাসির ৫,০০,০০০ টাকা ৫ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান। তার নিকট দু’টি বিকল্প আছে। মেঘনা ব্যাংক ১৫% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে এবং পদ্মা ব্যাংক ১৪% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে।
ক. বাট্টাকরণ কী? ১
খ. অর্থের সময়মূল্য বলতে কী বোঝায়? ২
গ. জনাব নাসির মেয়াদ শেষে মেঘনা ব্যাংক থেকে কত টাকা পাবেন? ৩
ঘ. জনাব নাসির কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন? ব্যাখ্যা করো। ৪
৯. ওরিয়ন লিমিটেড জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ২/১০, নিট ৬০ শর্তে পণ্য ক্রয়-বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটির মালিক ব্যাংক হতে ৫,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানটির মালিক ব্যাংক হতে গৃহীত ঋণের মাধ্যমে নগদ বাট্টার সুযোগ গ্রহণের চিন্তা-ভাবনা করেছেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক পরিশোধের সময় ১০ দিন বৃদ্ধি করে। ব্যাংক ঋণের সুদের হার ১২%।
ক. কাঁচামাল কী? ১
খ. বাণিজ্যিক কাগজ কেন ইস্যু করা হয়? ২
গ. উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে পরিশোধ সময় বৃদ্ধির ফলে নগদ বাট্টার সুযোগ গ্রহণের সিদ্ধান্তকে প্রভাবিত করবে কি? তোমার মতামত দাও। ৪
১০. মি. আকাশ ক ও খ নামে দু’টি স্বাধীন প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন। প্রত্যেক প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা প্রকল্প দু’টির নগদ আন্তঃপ্রবাহ নিচে দেওয়া হলো:
প্রকল্প নগদ আন্তঃপ্রবাহ
বছর-১বছর-২বছর-৩
প্রকল্প ‘ক’ ২৫,০০০ ২০,০০০ ১৮,০০০
প্রকল্প ‘খ’ ২৫,০০০ ২৫,০০০ ২৫,০০০
বাট্টার হার ১২%। কোম্পানি কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ পে-ব্যাংক ২ বছর। জনাব আকাশ প্রকল্প মূল্যায়নের সনাতন পদ্ধতি অবলম্বন করেন।
ক. গড় মুনাফার হার কী? ১
খ. আন্তঃআয় হার বলতে কী বোঝয়? ২
গ. প্রকল্প ‘ক’-এর নিট বর্তমান মূল্য নির্ণয় করো। ৩
ঘ. জনাব আকাশের সিদ্ধান্ত কী হওয়া উচিত? যুক্তিসহ উত্তর দাও। ৪
১১. দু’টি সিকিউরিটির আয়ের হার নিæরূপ:
অর্থনৈতিক অবস্থা স্টাক-অ স্টাক-ই
খারাপ -৮% .৩০ -৫% .৩০
স্বাভাবিক ১৫% .৪০ ১০% .৪০
ভাল ২৬% .৩০ ২০% .৩০
ক. ঝুঁকি কী? ১
খ. আর্থিক ঝুঁকি কীভাবে সষ্টি হয়? ব্যাখ্যা করো। ২
গ. সিকিউরিটি-অ এবং সিকিউরিটি-ই-এর গড় আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত দু’টি সিকিউরিটির মধ্যে কোনটিতে বিনিয়োগ করা উচিত বলে তুমি মনে করো এবং কেন? ৪
২৬. শেখ বোরহানউদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকাবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
১. জনাব কুয়াশা ও জনাব শিশির দু’জন পাইকারি ব্যবসায়ী। জনাব কুয়াশা শুধু কাপড়ের ব্যবসায় করেন, অন্যদিকে জনাব শিশির কাপড়ের পাশাপাশি জুতার ব্যবসায় করেন। কেননা শিশির মনে করেন কাপড়ের ব্যবসায় যদি কোনো ক্ষতি হয়, জুতার ব্যবসায় থেকে মুনাফা অর্জন করা যাবে। জনাব কুয়াশা অধিক মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে অধিক বিনিয়োগ করেন।
ক. ব্যবসায় অর্থায়ন কী? ১
খ. তারল্য বলতে কী বোঝায়? ২
গ. শিশির অর্থায়নের কোন নীতির অনুসরণ করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব কুয়াশার অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ করো। ৪
২.মাহিন সাহেবের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি আমদানি-রপ্তানি ব্যবসা করেন। পণ্য ক্রয়ের জন্য ১০ কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে প্রেরণ করেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর হলে তদন্ত করার সিদ্ধান্ত নেন। তদন্তে প্রতিষ্ঠানটি দোষী সাব্যস্ত হলে শাস্তির সুপারিশ করা হয়।
ক. ইক্যুইটি মূলধন কী? ১
খ. ঋণ নিয়ন্ত্রণ কেন করা হয়? ২
গ. উদ্দীপকে উলিখিত প্রতিষ্ঠানটি কোন আইন লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বর্তমান প্রচলিত আইনে প্রতিষ্ঠানটি কী শাস্তির আওতায় পড়বে? বিশ্লেষণ করো। ৪
৩.জনাব সালাম জনতা ব্যাংক থেকে বার্ষিক ১২% হার সুদে ৫,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। আগামী ৫ বছর প্রত্যেক বছর শেষে ঋণের কিস্তি পরিশোধ করবেন।
ক. বার্ষিক বৃত্তি কী? ১
খ. চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো। ২
গ. ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো। ৩
ঘ. প্রত্যেক বছরের শুরুতে কিস্তি প্রদান করলে কিস্তির পরিমাণে কী প্রভাব পড়বে? ৪
৪. কটকি লি. প্রতি প্যাকেট চানাচুর ভাজা বাজারে ৩০ টাকায় বিক্রি করে। প্রতি প্যাকেট চানাচুর ভাজার কাঁচামাল ও মজুরি বাবদ ব্যয় হয় ২৫ টাকা। চানাচুর উৎপাদনের যন্ত্রপাতি ক্রয় বাবদ ব্যয় হয় ১৫,০০০ টাকা। কাঁচামালের সরবরাহ কমে যাওয়ায় প্রতি প্যাকেট কাঁচামাল ও মজুরি বাবদ ১০% বৃদ্ধি পাবে। তবে বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকবে। প্রতিষ্ঠানটি ৭০,০০০ প্যাকেট চানাচুর উৎপাদন করে।
ক. আর্থিক বিশ্লেষণ কী? ১
খ. চলতি অনুপাত বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের আলোকে ৩০,০০০ টাকা মুনাফা অর্জন করতে হলে কোম্পানিকে কত প্যাকেট চানাচুর বিক্রি করতে হবে? ৩
ঘ. উদ্দীপকের পরিবর্তিত পরিস্থিতিতে আরো কম চানাচুর বিক্রি করে ব্রেক-ইভেন বিন্দুতে পৌছানো সম্ভব কি? যুক্তিসহ উত্তর দাও। ৪
৫. নবগঙ্গা কোম্পানি লি. এক বছরে ১০ হাজার একক বল বেয়ারিং প্রয়োজন। প্রত্যেক বেয়ারিং-এর দাম ৭৫ টাকা এবং বহন ব্যয় ২ টাকা। ফরমায়েশ প্রতি ব্যয় ১৫০ টাকা। প্রতিষ্ঠানটির ক্রয় আদেশ দেয়ার পর পণ্য পৌছাতে ৪ দিন সময় লাগে। এজন্য কোম্পানি ক্রেতাদের চাহিদা নিশ্চিত করতে নিরাপত্তা মজুদ হিসাবে ৬০০ একক পণ্য সংরক্ষণ করে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য পৌঁছাতে ৭ দিন সময় লেগে যায়।
ক. ব্যবসায় ঋণ কী? ১
খ. মজুদ কেন করা হয়? ২
গ. উদ্দীপকের আলোকে ঊঙছ নির্ণয় করো। ৩
ঘ. প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য পৌছাতে দেরি হওয়ায় মজুদ ব্যবস্থায় কোনো সমস্যা হবে কি? উদ্দীপকের আলোকে মতামত দাও। ৪
৬.চিত্রা কোম্পানি লি. ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে ১৫ বছর মেয়াদি ১,০০০ টাকা লিখিত মূল্যের বন্ড বাজারে ইস্যু করে, যার কুপন হার ১০% এবং বন্ড হতে প্রয়োজনীয় আয়ের হার ১২%। বন্ডটির বাজার মূল্য ৮০০ টাকা।
ক. জিরো কুপন বন্ড কী? ১
খ. কুপন রেট বৃদ্ধির ফলে বন্ডের চলতি আয়ের ওপর কী প্রভাব পড়বে? ২
গ. উদ্দীপকের তথ্যানুযায়ী চিত্রা কোম্পানি লি.-এর বন্ডের মূল্য নির্ণয় করো। ৩
ঘ. যদি বন্ড হতে প্রত্যাশিত আয়ের হার বৃদ্ধি পেয়ে ১৫% হয়, তবে বন্ডটি ক্রয় করা লাভজনক হবে কি? মূল্যায়ন করো। ৪
৭. রূপসা কোম্পানি লি.-এর সাধারণ শেয়ার মূলধন ৫০ কোটি টাকা। সাধারণ শেয়ারের বাজারমূল্য ১৪০ টাকা। কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১৪ টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ ৫% হারে বৃদ্ধি পেয়েছে। কর হার ৪০%। একটি নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য কোম্পানির আরো ৫০ কোটি টাকা প্রয়োজন। নিæের দুটি প্রকল্পের একটি হতে কোম্পানিকে তহবিল সংগ্রহ করতে হবে।
ক. মূলধন ব্যয় কী? ১
খ. অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর সিকিউরিটি বলা হয়? ২
গ. রূপসা কোম্পানি লি. এর সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. রূপসা কোম্পানি লি. তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন বিকল্পটি গ্রহণ করলে লাভজনক হবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
৮. মারুফ সাহেবের কাছে দুটি পরস্পর বর্জনশীল প্রকল্প রয়েছে। প্রকল্প দুটির প্রাথমিক বিনিয়োগ ১,৪০,০০০ টাকা। প্রকল্প দুটির নগদ আন্তঃপ্রবাহ নিæে দেওয়া হলো :
বছর প্রকল্প গ প্রকল্প ঘ
১ ৮০,০০০ টাকা ৭০,০০০ টাকা
২ ৭০,০০০ টাকা ৫০,০০০ টাকা
৩ ৬০,০০০ টাকা ৩০,০০০ টাকা
ক. মূলধন বাজেটিং কী? ১
খ. মূলধন রেশনিং কীভাবে করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে ঢ হতে কত সময়ে মূলধন ফেরত পাওয়া যাবে? ৩
ঘ. উদ্দীপকে পরিশোধকাল সময় বিবেচনায় কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত? বিশ্লেষণ করো। ৪
৯. মি. রায়হান অবসর গ্রহণের পর তার কোম্পানি থেকে ২৫,০০,০০০ টাকা পেলেন। তিনি এর মধ্যে ১০,০০,০০০ টাকা মূলধন বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি ২টি সিকিউরিটি ী ও ু এর অতীত ব্যয় পর্যালোচনা করেন। সিকিউরিটি ী ও ু এর বিগত তিন বছরের আয়ের হার নিæে দেওয়া হলো:
বছর আয়ের হার %
সিকিউরিটি ঢসিকিউরিটি ণ
২০১৩ ৮% ১৩%
২০১৪ ৬% ৫%
২০১৫ ১৩% ২২%
ক. ঝুঁকি কী? ১
খ. আর্থিক ঝুঁকি কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে দুটি সিকিউরিটির প্রত্যাশিত আয় নির্ণয় করো। ৩
ঘ. পরিমিত ব্যবধানের আলোকে মি. রায়হানের কোন সিকিউরিটিতে বিনিয়োগ কম এবং কেন? ঝুঁকি বিবেচনা করে তোমার মতামত দাও। ৪
১০.মি. মাহবুব ৫ বছর পরে একটি গাড়ি কিনতে চান। সেই সময় ঐ গাড়িটির মূল্য হবে ১০ লক্ষ টাকা। ঐ গাড়িটি ক্রয় করতে হলে ১২% সুদের হার টাকা সঞ্চয় করতে হবে।
ক. ভবিষ্যৎ মূল্য কী? ১
খ. কার্যকরী সুদের হার বলতে কী বোঝায়? ২
গ. ঐ গাড়িটি ক্রয় করতে মোট কত টাকা জমা করতে হবে? উদ্দীপকের আলোকে নির্ণয় করো। ৩
ঘ. ১৫% সুদের হারে ৪,০০,০০০ টাকা ব্যাংকে জমা দিলে নির্ধারিত সময়ে গাড়িটি ক্রয় করা কী সম্ভব? ৪
১১.জনাব সালাম একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তার হাতে একটি বিনিয়োগ প্রকল্প রয়েছে। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং আগামীতে ৩ বছরে বার্ষিক নগদ কর-পরবর্তী মুনাফা যথাক্রমে ৩০,০০০, ৫০,০০০ ও ৩৫,০০০ টাকা। মূলধন ব্যয় ১৫%। জনাব সালাম নিট বর্তমান মূল্য পদ্ধতি ব্যবহার করে প্রকল্পের আয়ের হার সম্পর্কে নিশ্চিত হতে চান।
ক. অভ্যন্তরীণ আয়ের হার কী? ১
খ. পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে কী বোঝায়? ২
গ. প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। ৩
ঘ. জনাব সালামের প্রকল্পটি কি গ্রহণ করা উচিত? উদ্দীপকের আলোকে যুক্তিসহকারে উত্তর দাও। ৪
২৭. গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
ক বিভাগ: ফিন্যান্স
১.জনাব রাসেল চাকরি থেকে অবসর গ্রহণ করে ২০ লাখ টাকা দিয়ে প্রিয়াস নামে বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায় শুরু করেন। তিনি ব্যবসায় এর জন্য ৩ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ ও ১২ লাখ টাকা দিয়ে বিদেশ থেকে পানি উত্তোলনের জন্যে মেশিন ক্রয় করেন। এছাড়া বিজ্ঞাপন বাবদ ১ লাখ ও পরিচালন ব্যয় বাবদ ৪ লাখ টাকা খরচ হয়। তার নিকট অনেক প্রকল্প থাকা সত্তে¡ও সমুদয় অর্থ বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায়ে বিনিয়োগ করেন। তার ধারণা, এ ব্যবসা থেকে অধিক মুনাফা অর্জিত হবে। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে নতুন প্রতিষ্ঠানটি কাক্সিক্ষত বিক্রয় নিশ্চিত করতে না পারায় ১ম বছর ৪ লাখ টাকা ক্ষতি হয়। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে টিকে থাকতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ক. ব্যবসায় অর্থায়ন কী? ১
খ. সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় ‘প্রিয়াস’ প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে? বিশ্লেষণ করো। ৪
২.রাফসান কোম্পানি তাদের প্রস্তুতকৃত পোশাক বিদেশে রপ্তানি করে। তাদের প্রস্তুতকৃত পোশাক মানসম্মত হওয়ায় ব্যাপক হারে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য ব্যবসায়টি সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়ে। কিন্তু তাদের নিকট পর্যাপ্ত পুঁজি না থাকায় ব্যবসা সম্প্রসারণ করতে পারছে না। এমতাবস্থায় কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করল তারা বিএসইসি এর অনুমতি নিয়ে দীর্ঘমেয়াদি সিকিউরিটি বিক্রয়ের মাধ্যমে বাড়তি অর্থের সংস্থান করবে। অন্যদিকে প্রতিষ্ঠানটি হুন্ডি ব্যবসায়ের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে যাতে অধিক মুনাফা নিশ্চিত হয়। পরে সরকার বিষয়টি জানতে পেরে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে এবং উক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
ক. আর্থিক বাজার কী? ১
খ. নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? ২
গ. রাফসান কোম্পানি কোন বাজার থেকে অর্থসংস্থান করতে চেয়েছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৩.জনাব শরীফ তার বোনকে এখন থেকে ৫ বছর পর একটি ল্যাপটপ উপহার দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। তখন ল্যাপটপটির দাম পড়বে ৩০,০০০ টাকা। জনাব শরীফ টাকাটা বার্ষিক ৮.৫% সুদে ব্যাংক জমার মাধ্যমে জড়ো করার পরিকল্পনা করছেন। অন্যদিকে জনাব শরীফের বন্ধু খলিল ঢাকার ধানমন্ডিতে একটি এ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান। যার ক্রয়মূল্য বাবদ এ্যাপার্টমেন্ট কোম্পানিকে আগামী ৪ বছর যথাক্রমে ৪০,০০,০০০ টাকা, ৩০,০০,০০০ টাকা, ২০,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা অথবা প্রতি বছর ১০,০০,০০০ টাকা করে আগামী ১৫ বছর পরিশোধ করতে হবে। জনাব খলিলের প্রত্যাশিত আয়ের হার ৯%।
ক. বিলম্বিত বার্ষিক বৃত্তি কী? ১
খ. সুদের হার বৃদ্ধি চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্যকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো। ২
গ. জনাব শরীফকে ব্যাংকে প্রতি বছর কত টাকা জমা দিতে হবে? ৩
ঘ. জনাব খলিলের এ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য কোন বিকল্পটি গ্রহণ করা উচিত তা বিশ্লেষণ করো। ৪
৪.বেলাল ও হেলাল দুই বন্ধু। তারা আলফা ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে আগ্রহী। বেলাল আগামী ৫ বছর শেষে যথাক্রমে ১০,০০০, ১২,০০০, ১৪,০০০, ১৬,০০০, ১৮,০০০ টাকা জমা রাখতে চাচ্ছে। অন্যদিকে হেলাল প্রতিবছর শুরুতে ১০,০০০, ১২,০০০, ১৪,০০০, ১৬,০০০, ১৮,০০০ টাকা জমা রাখতে চাচ্ছে। ব্যাংক ম্যানেজার দুজনকেই ১০% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে।
ক. সময় রেখা কী? ১
খ. বিধি- ৭২ ও ৬৯ কখন ব্যবহার করা হয়? ২
গ. বেলালের জমাকৃত টাকার ভবিষ্যৎ মূল্য কত? ৩
ঘ. হেলালের টাকার ভবিষ্যৎ মূল্য বের করে হ্রাস-বৃদ্ধির কারণ বিশ্লেষণ করো। ৪
৫.নিæে একটি প্রতিষ্ঠানের আর্থিক তথ্য দেয়া হলো:
প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য: ১০ টাকা
প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয়: ৬ টাকা
মোট স্থির ব্যয়: ২০,০০০ টাকা
মোট বার্ষিক বিক্রয়: ৬,০০০ একক
ক. আর্থিক বিশ্লেষণ কী? ১
খ. অবচয়কে কোন ধরনের খরচ বলা হয়? ব্যাখ্যা করো। ২
গ. প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। ৩
ঘ. প্রতিষ্ঠানটির নিরাপত্তাপ্রান্ত চিত্রে প্রদর্শনপূর্বক বিশ্লেষণ করো। ৪
৬.রূপালী লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির উৎপাদন এর কাঁচামাল ক্রয়, শ্রমিক এর মজুরি ও অন্যান্য প্রশাসনিক খরচ মেটানোর জন্য চলতি মূলধন এর প্রয়োজন। রূপালী লিমিটেডের ব্যবস্থাপক জানে চলতি মূলধনের ঘাটতির কারণে প্রতিষ্ঠানে দেউলিয়াত্বের ঝুঁকি সৃষ্টি হয়। আবার প্রতিষ্ঠানে খরচ হ্রাস এর মাধ্যমে নিট মুনাফা বৃদ্ধি করা যায়। এজন্য প্রতিষ্ঠানটি ফরমায়েশ খরচ হ্রাস করতে চাচ্ছে। কোম্পানির পণ্যের বার্ষিক চাহিদা ১০,০০০ একক, ফরমায়েশপ্রতি ব্যয় ১০০ টাকা। প্রতি একক মজুদের বহন খরচ ১৫ টাকা।
ক. স্বল্পমেয়াদি অর্থায়ন কী? ১
খ. ব্যবসায় ঋণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. রূপালী লিমিটেডের মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয় করো। ৩
ঘ. চলতি মূলধনের ঘাটতি পূরণে রূপালী লিমিটেড কোন কোন প্রাতিষ্ঠানিক উৎস এর কথা বিবেচনা করতে পারে? বিশ্লেষণ করো। ৪
খ বিভাগ: ব্যাংকিং
৭.জনাব কাশেম একজন সফল ব্যবসায়ী। বিভিন্ন ব্যবসায়ে তিনি অর্থ বিনিয়োগের পূর্বে যাচাই বাছাই প্রকিয়া সম্পন্ন করেন। কিছুদিন পূর্বে সে তার বন্ধু রহিমের কাছে বন্ড বাজারে বিনিয়োগ সম্পর্কে জেনেছেন। এখন তিনি বন্ড বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তার হাতে দুটি বন্ড এর তথ্য রয়েছে। এ সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
বন্ড অভিহিত মূল্য কুপন সুদের হার মেয়াদ
গ ১০০০ ১৪ –
ঘ ৫০০ ১১ ৫ বছর
জনাব কাশেমের প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. ঋণপত্র কী? ১
খ. মুদ্রাস্ফীতি কীভাবে বিনিয়োগ সিদ্ধান্ত কে প্রভাবিত করে। ২
গ. উদ্দীপকে গ বন্ডের মূল্য নির্ণয় করো। ৩
ঘ. যদি ঘ বন্ড থেকে অর্ধবার্ষিক সুদ পাওয়া যায়, তাহলে কোন বন্ডে অর্থ বিনিয়োগ করা উচিত? মতামত দাও। ৪
৮.ঢণত কোম্পানি মূলধন সংগ্রহের জন্য বন্ড ও অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চায়। কোম্পানিটি ১,০০০ টাকা মূল্যের ১০% কুপন বন্ড ইস্যু করে যার মেয়াদ ১৫ বছর এবং করের হার ৪০%। অন্যদিকে, কোম্পানিটি ১০ বছর মেয়াদি ১২% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে যার লিখিত মূল্য ১,০০০ টাকা এবং বিক্রয়মূল্য ৯৮০ টাকা।
ক. উত্তরণ ব্যয় কাকে বলে? ১
খ. অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর জাতীয় শেয়ার বলা হয়? ২
গ. যদি বন্ডটি ১০% অধিহারে বিক্রয় হয় তাহলে বন্ডের কর-পরবর্তী ব্যয় কত হবে? ৩
ঘ. যদি উত্তরণ ব্যয় ২০ টাকা হয় তবে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় কর এবং ঢণত কোম্পানি কোন উৎস হতে মূলধন সংগ্রহ করলে ব্যয় কম হবে তা যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪
৯.জনাব রোহান দুটি বিনিয়োগ প্রকল্প বিবেচনা করছেন। প্রথমটির প্রকল্প ব্যয় ৩৫,০০০ টাকা এবং এ প্রকল্প থেকে প্রতিবছর ৮,০০০ টাকা করে আগামী ৫ বছর নগদ অর্থ প্রবাহ পাওয়া যাবে। এছাড়া ৫ বছর পর প্রকল্পটি থেকে আরও ৫,০০০ টাকার ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে। ২য় প্রস্তাব অনুযায়ী প্রকল্প ব্যয় ৩৫,০০০ টাকা এবং ৫ বছরের নগদ আন্তঃপ্রবাহ (টাকা) নিæরূপ:
১ম বছর ১০,০০০, ২য় বছর ১০,০০০, ৩য় বছর ১৩,০০০, ৪র্থ বছর ১৪,০০০ টাকা, ৫ম বছর ১৬,০০০ কিন্তু কোনো ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে না। বর্তমানে প্রচলিত বাট্টার হার ১২%।
ক. মূলধন বরাদ্দকরণ কাকে বলে? ১
খ. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সময় অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় কেন? ২
গ. প্রথম প্রকল্পের নিট বর্তমান মূল্য কত? ৩
ঘ. কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত? ব্যাখ্যা করো। ৪
১০.নিæে দুটি প্রকল্পের প্রত্যাশিত আয় ও সম্ভাবনা দেয়া হলো:
সম্ভাবনা প্রকল্প ক প্রকল্প খ
.২০ -১০% ১৫%
.২০ ১৫% ১০%
.২৫ ২০% ২০%
.৩৫ ২৫% ৩০%
ক. ঝুঁকি কী? ১
খ. আর্থিক ঝুঁকি কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। ২
গ. প্রকল্প ক এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. তোমার মতে কোন প্রকল্পে ঝুঁকি কম তা বিভেদাংকের মাধ্যমে বিশ্লেষণ করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১১.বিহন লি.-এর ২টি বিনিয়োগ প্রস্তাব আছে। প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হবে ৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটির সুযোগ ব্যয় হলো ১০%। প্রকল্প দুটির নগদ বার্ষিক আন্তঃপ্রবাহ নিæে দেওয়া হলো
বছর প্রকল্প-ক (টাকা) প্রকল্প-খ (টাকা)
১ ৩০,০০০ ২০,০০০
২ ১৮,০০০ ২০,০০০
৩ ২০,০০০ ২০,০০০
৪ ১৫,০০০ ২০,০০০
ক. মূলধন বাজেটিং কী? ১
খ. মূলধন বাজেটিং কেন করা হয়? বুঝিয়ে লিখ। ২
গ. উদ্দীপকের উলেখিত ক প্রকল্পের পে-ব্যাক সময় নির্ণয় করো। ৩
ঘ. কোন বাট্টার হারে খ প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য প্রাথমিক বিনিয়োগের সমান হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।