ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ১১-১৫ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ১১-১৫ | PDF
প্রশ্ন ১১: জনাব রাশেদ সুরমা ব্যাংকের একজন গ্রাহক। ব্যাংকের যেকোনো শাখা থেকে তিনি উক্ত ব্যাংকের সুবিধা গ্রহণ করতে পারেন। আবার ব্যাংক হিসাবের বিপরীত কোনো সুদ না পেলেও জমাতিরিক্ত ঋণের সুবিধা পান। বর্তমানে তিনি লেনদেনের সর্বশেষ পরিস্থিতি জানা, নগদ অর্থ জমাদান, অন্যের হিসাবে অর্থ স্থানান্তর, বিল প্রদান ইত্যাদি সুবিধাসহ ব্যাংক হিসাবের ওপর সুদ পেতে চান। [রা. বো., সি. বো. ১৬]
ক. ই-ব্যাংকিং কী? ১
খ. বিক্রয় সেবা বিন্দু বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে জনাব রাশেদ বর্তমানে কোন ব্যাংক হিসাবের আওতায় রয়েছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব রাশেদের ইচ্ছা বাস্তবায়নে কোন ধরনের ব্যাংক হিসাব উপযুক্ত? উদ্দীপকের আলোকে মতামত দাও। ৪
১১ নং প্রশ্নের উত্তর
ক উত্তরঃ ই-ব্যাংকিং হলো ব্যাংকিং ব্যবস্থায় অত্যাধুনিক পদ্ধতি, যেখানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব ধরনের ব্যাংকিং সুবিধা প্রদান করা হয়।
খ উত্তরঃবিক্রয় সেবাবিন্দু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত একটি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা, যার মাধ্যমে গ্রাহক তার সুবিধাজনক স্থানে সব ধরনের পণ্য ক্রয় ও মূল্য পরিশোধ করতে পারে।
বিক্রয় বিন্দু ব্যবস্থায় পণ্য বা সেবার মূল্য তাৎক্ষণিকভাবে ক্রেতার হিসাবে ডেবিট এবং বিক্রেতার হিসাবে ক্রেডিট করা হয়। পণ্য বা সেবার মূল্য বাবদ গ্রাহক চেক প্রদান করলে বিক্রেতা তার যথার্থতা আগে যাচাই করে নেয়। যাচাইয়ের পর চেকটি যথার্থ হলে ব্যবসায়ী চেক গ্রহণ করে যন্ত্রের সাহায্যে প্রয়োজনীয় হিসাব ডেবিট বা ক্রেডিট করে মূল্য গ্রহণ করে।
গ উত্তরঃ উদ্দীপকের জনাব রাশেদ বর্তমানে চলতি ব্যাংক হিসাবের আওতায় রয়েছেন।
যে ব্যাংক হিসাবে দৈনিক যতবার খুশি টাকা জমাদান ও উত্তোলন করা যায় কিন্তু হিসাবের বিপরীতে কোনো সুদ প্রদান করা হয় না তাকে চলতি হিসাব বলে। সাধারণত ব্যবসায়ীরা লেনদেনের সুবিধার্থে চলতি হিসাব খুলে থাকেন।
উদ্দীপকে জনাব রাশেদ সুরমা ব্যাংকের একজন গ্রাহক। তিনি তার ব্যাংক হিসাবের বিপরীতে কোনো সুদ পান না। তবে তিনি জমাতিরিক্ত ঋণের সুবিধা পান। চলতি হিসাব সাধারণত ব্যবসায়ীদের জন্য উপযুক্ত।
জরুরি অর্থের প্রয়োজনে চলতি হিসাব ব্যবসায়ীদের জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ দেয়, যে সুবিধাটি অন্য কোনো হিসাব হলে জনাব রাশেদ পেতেন না। আবার চলতি হিসাবে জমাকৃত টাকা ব্যাংক কোথাও বিনিয়োগ করতে পারে না বলে এর বিপরীতে সুদ প্রদান করা সম্ভব হয় না।
জনাব রাশেদও তার হিসাবের বিপরীতে সুদ পান না। সুতরাং বলা যায়, জনাব রাশেদ চলতি হিসাবের আওতায় আছেন।
ঘ উত্তরঃউদ্দীপকের জনাব রাশেদের ইচ্ছা বাস্তবায়নে তার জন্য সঞ্চয়ী হিসাব উপযুক্ত।
ব্যাংকিং লেনদেনের পাশাপাশি সঞ্চয়ের উদ্দেশ্যে যে হিসাব খোলা হয় এবং যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেয়া যায় কিন্তু সপ্তাহে দুবারের বেশি উত্তোলন করা যায় না তাকে সঞ্চয়ী হিসাব বলে।
উদ্দীপকে জনাব রাশেদ বর্তমানে চলতি হিসাবের আওতায় রয়েছেন। কিন্তু তিনি চলতি হিসাব বাদ দিয়ে এমন একটি হিসাব খুলতে চান যেখানে তিনি লেনদেনের সর্বশেষ পরিস্থিতি জানতে পারবেন, যে কোনো সময় নগদ অর্থ জমা দিতে পারবেন, অর্থ পণ্যের হিসাবে স্থানান্তর, বিল প্রদান করতে পারবেন এবং সুদ পাবেন। এক্ষেত্রে তার জন্য উপযুক্ত হলো সঞ্চয়ী হিসাব।
সঞ্চয়ী হিসাব খুললে জনাব রাশেদ যেকোনো সময় তার হিসাবে টাকা স্থানান্তর করতে পারবেন। তিনি নগদে টাকা বহন না করে তার হিসাবের মাধ্যমেই অন্যের হিসাবে টাকা স্থানান্তর ও বিল পরিশোধ করতে পারবেন সঞ্চয়ী হিসাবের মাধ্যমে। আবার সঞ্চয়ী হিসাব থেকে যেহেতু সুদও পাওয়া যায়, তাই জনাব রাশেদের জন্য সঞ্চয়ী হিসাব খোলাই উত্তম।
প্রশ্ন ১২: মি. সুমনের ব্যবসায় প্রতিষ্ঠানের পাশেই নতুন একটা ব্যাংক শাখা খোলা হচ্ছে। শাখা ম্যানেজার বললেন, আপনাকে এমন হিসাব খুলে দেই যেখান থেকে আপনি দিনে যতবার খুশি টাকা জমা দিতে ও উঠাতে পারবেন। চাইলে জমাতিরিক্ত ঋণও নিতে পারবেন। বেশি টাকা জমা থাকলে তার ওপর স্বল্পকালীন সময়ের জন্য সুদ পাবেন। [দি. বো. ১৬]
ক. কণঈ কী? ১
খ. ‘ব্যাংক হিসাব হলো ব্যাংকিং সেবা গ্রহণের প্রবেশদ্বার’- বুঝিয়ে লেখো। ২
গ. উদ্দীপকের শাখা ম্যানেজার মি. সুমনকে যে হিসাব খোলার পরামর্শ দিয়েছেন সেটি কোন ধরনের হিসাব? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে মি. সুমনের হিসাবে জমার পরিমাণ মাত্রাতিরিক্ত কম হলে তার সুদ প্রাপ্তিতে কি কোনো ধরনের প্রভাব পড়বে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
১২ নং প্রশ্নের উত্তর
ক উত্তরঃ যে ফরমে গ্রাহক সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যাবলি লিপিবদ্ধ থাকে তাকে কণঈ ফরম বলে।
খ উত্তরঃযে প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংক তার গ্রাহকদের আমানত জমা করে, অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে এবং ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ দেয় তাকে ব্যাংক হিসাব বলে।
ব্যাংক হিসাব হলো গ্রাহকের সঙ্গে সম্পর্ক রক্ষা ও আর্থিক লেনদেনের প্রধান মাধ্যম। ব্যাংক হিসাব না খুলে কোনো ব্যাংকিং সেবা, সুবিধা লাভ সম্ভব নয়। তাই ব্যাংক হিসাব হলো গ্রাহকের ব্যাংকিং সেবা গ্রহণের প্রবেশদ্বার।
গ উত্তরঃ উদ্দীপকের শাখা ম্যানেজার মি. সুমনকে বিশেষ চলতি হিসাব খোলার পরামর্শ দিয়েছেন।
যে চলতি হিসাবে দিনে যতবার খুশি টাকা জমাদান ও উত্তোলন করা যায় এবং ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন সুবিধার সঙ্গে সীমিত সুদ বা লাভ প্রদান করে তাকে বিশেষ চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব বিশেষ উপযোগী।
উদ্দীপকে মি. সুমনের ব্যবসায় প্রতিষ্ঠানের পাশেই একটি ব্যাংকের নতুন শাখা খোলা হয়েছে। উক্ত ব্যাংকের শাখা ম্যানেজার তাকে এমন একটি হিসাব খোলার পরামর্শ দিলেন যাতে মি. সুমন দিনে যতবার খুশি টাকা জমা দিতে ও উঠাতে পারবেন।
এছাড়া উক্ত হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত উত্তোলনেরও সুযোগ পাবেন। এখানে ব্যাংক ম্যানেজার মি. সুমনকে বিশেষ সুবিধা গ্রহণের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী এছাড়া মি. সুমনের হিসাবে বেশি টাকা জমা থাকলে আমানত হিসেবে গণ্য করে তার ওপর সুদ পাবেন। এটি বিশেষ চলতি হিসাবের বৈশিষ্ট্য। সুতরাং মি. সুমনের হিসাবটি বৈশিষ্ট্য সামঞ্জস্যতায় একটি বিশেষ চলতি হিসাব।
ঘ উত্তরঃউদ্দীপকের মি. সুমনের হিসাবে জমার পরিমাণ মাত্রাতিরিক্ত কম হলে তা তার সুদ প্রাপ্তিতে প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
বিশেষ চলতি হিসাবের বেশি অর্থ জমা থাকলে সীমিত হারে সুদ বা লাভ পাওয়া যায়। আর জমা মাত্রাতিরিক্ত কম হলে এ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়।
উদ্দীপকে মি. সুমন ব্যবসায়ী হিসেবে একটি বিশেষ চলতি হিসাব পরিচালনা করেন। এ হিসাবের মাধ্যমে তিনি দিনে যতবার খুশি অর্থ জমা ও উত্তোলনের সুযোগ পান। জমাতিরিক্ত উত্তোলন ছাড়াও হিসাবে জমাকৃত অর্থের ওপর স্বল্পমেয়াদে সুদ পান।
তবে মি. সুমনের হিসাবে জমার পরিমাণ মাত্রাতিরিক্ত কম হলে তার সুদ প্রাপ্তিতে প্রভাব পড়বে। এক্ষেত্রে হিসাবে জমার পরিমাণ কম হলে বিশেষ চলতি হিসাবের সুবিধা পাওয়া যাবে না।
কারণ, এ হিসাবে বড় পরিমাণের অর্থ জমা থাকলেই স্বল্পকালীন আমানত হিসেবে গণ্য করা হয়। এ স্বল্পকালীন আমানতের ওপর সীমিত সুদ প্রদান করা হয়। তাই মি. সুমনের হিসাবে যদি জমার পরিমাণ মাত্রাতিরিক্ত কম হয় সেক্ষেত্রে তার হিসাবটি বিশেষ চলতি হিসাবের সুবিধা থেকে বঞ্চিত হবে।
প্রশ্ন ১৩ জনাব মাহবুব একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরিকালীন সময়ে তিনি একটি ব্যাংক হিসাব খোলেন এবং বেতনের উদ্বৃত্ত অর্থ ঐ ব্যাংক হিসাবে জমা রাখতেন। বর্তমানে তিনি চাকরি ছেড়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালাচ্ছেন। দিন দিন তার ব্যবসায়ের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ৩ জন আলাদা পাওনাদারকে তিনি মোট ৩টি চেক প্রদান করেন। একই সপ্তাহের তিনটি ভিন্ন কর্মদিবসে চেক তিনটি ব্যাংক উপস্থাপন করা হলে ব্যাংক প্রথম উপস্থাপিত ২টি চেক মঞ্জুর করে এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকা সত্তে¡ও ৩য় চেকটি প্রত্যাখ্যান করে। জনাব মাহবুব ব্যাংক ম্যানেজারের কাছে চেক প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলে ব্যাংক ম্যানেজার হিসাবের ধরন পরিবর্তনের পরামর্শ দেন। [কু. বো. ১৬]
ক. প্রমিসরি নোট কী? ১
খ. কোন হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না? ২
গ. উদ্দীপকের জনাব মাহবুব চাকরিকালীন সময়ে কোন ধরনের ব্যাংক হিসাবে অর্থ জমা রাখতেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যাংক ম্যানেজারের পরামর্শে জনাব মাহবুব কর্তৃক নতুন ধরনের হিসাব খোলা কি যৌক্তিক হবে? তোমার মতের পক্ষে যুক্তি দাও। ৪
১৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তরঃ যে দলিলের মাধ্যমে পাওনাদারের প্রতি দেনাদারের নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরে প্রদানের প্রতিশ্র“তি করা হয় তাকে প্রমিসরি নোট বলে।
খ উত্তরঃস্থায়ী হিসাবের গ্রাহককে ব্যাংক কোনো ধরনের চেক বই প্রদান করে না।
নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য এককালীন ব্যাংকে অর্থ জমা দিয়ে যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। অর্থাৎ স্থায়ী হিসাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহক ব্যাংকে অর্থ জমা করে।
ঐ নির্দিষ্ট মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সাধারণত এ হিসাবের অর্থ গ্রাহক উত্তোলন করে না, অন্যদিকে এ হিসাবে জমাকৃত অর্থের বিপরীতে ব্যাংক গ্রাহককে স্থায়ী আমানতের রশিদ প্রদান করে। তাই এ হিসাবে ব্যাংক থেকে গ্রাহককে কোনো চেক বই ইস্যু করা হয় না।
গ উত্তরঃ উদ্দীপকে জনাব মাহবুব চাকরি চলাকালীন সময়ে সঞ্চয়ী হিসাবে অর্থ জমা রাখতেন।
সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে সঞ্চয়ী হিসাব বলে। সঞ্চয়ী হিসাবে ব্যাংক চলাকালে যতবার ইচ্ছা অর্থ জমা দেয়া যায়। কিন্তু সপ্তাহে দুইবারে বেশি অর্থ উত্তোলন করা যায় না।
উদ্দীপকে জনাব মাহবুব চাকরিকালীন সময়ে একটি ব্যাংক হিসাব খোলেন। বেতনের উদ্বৃত্ত অর্থ ঐ হিসাবে তিনি জমা রাখতেন। বর্তমানে তিনি একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালাচ্ছেন। সম্প্রতি ৩ জন আলাদা পাওনাদারকে তিনি মোট ৩টি চেক প্রদান করেন।
একই সপ্তাহে চেকগুলো তিনটি ব্যাংকে উপস্থাপন করা হলে প্রথম দুটি চেক মঞ্জুর করা হয়। কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স থাকা সত্তে¡ও তৃতীয় চেকটি প্রত্যাখ্যাত হয়। অর্থাৎ তার হিসাবটি সঞ্চয়ী হিসাব। কেননা, সঞ্চয়ী হিসাব থেকে কেবল সপ্তাহে দু’বার অর্থ উত্তোলন করা যায়।
ঘ উত্তরঃব্যাংক ম্যানেজারের পরামর্শে মাহবুব কর্তৃক চলতি হিসাব খোলা যথেষ্ট যৌক্তিক হবে বলে আমি মনে করি।
যে হিসাবে কার্যদিবসে যতবার ইচ্ছা টাকা জমা দেয়া যায় এবং উত্তোলন করা যায় ও কোনো সুদ পাওয়া যায় না তাকে চলতি হিসাব বলে। যারা ব্যবসায়-বাণিজ্য করে এবং যাদের ঘন ঘন টাকা উঠানোর দরকার হয় তাদের জন্য এ হিসাব অধিক উপযোগী।
উদ্দীপকে মাহবুব একজন ব্যবসায়ী। চাকরিকালীন সময়ে তার একটি সঞ্চয়ী হিসাব ছিল। কিন্তু এখন আর সঞ্চয়ী হিসাবটি দিয়ে তার লেনদেন সুষ্ঠুভাবে চলছে না। কেননা, এ হিসাব থেকে তিনি সপ্তাহে দুবারের বেশি অর্থ উত্তোলন করতে পারছেন না। তাই ব্যাংক ম্যনেজার তাকে হিসাবের ধরন পরিবর্তন করে চলতি হিসাব খোলার পরামর্শ দেন।
চলতি হিসাবের মাধ্যমে গ্রাহক যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে পারেন। ব্যবসায়ীদের প্রতিনিয়ত আর্থিক লেনদেন করতে হয়। নগদ ঋণ, ধার ও জমাতিরিক্ত ঋণেরও প্রয়োজন হতে পারে। তাই চলতি হিসাবের মাধ্যমেই একজন ব্যবসায়ী এ ধরনের সুবিধা পাবেন।
উদ্দীপকে মাহবুব যদি তার ব্যাংক হিসাবটি পরিবর্তন করে চলতি হিসাব খোলেন তাহলে তিনিও চলতি হিসাবের এসব সুবিধা ভোগ করতে পারবেন। তাই ব্যাংক ম্যানেজারের পরামর্শে জনাব মাহবুবের হিসাবের ধরন পরিবর্তন করার অবশ্যই যৌক্তিকতা রয়েছে।
প্রশ্ন ১৪: সানজিদা বিথীকা একজন প্রভাষক। শিক্ষা বোর্ড সংক্রান্ত কাজের সম্মানী প্রাপ্তির লক্ষ্যে বোর্ড তাকে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি ব্যাংকে হিসাব খুলতে বলেন। ব্যাংকে হিসাব খুলে তিনি সিদ্ধান্ত নিলেন, সম্মানীর পুরো টাকা উত্তোলন না করে কিছু কিছু টাকা জমিয়ে অধিক লাভজনক খাতে বিনিয়োগ করবেন [চ. বো. ১৬]
ক. ব্যাংক কী? ১
খ. ব্যাংক কীভাবে পরের ধনে পোদ্দারি করে? ২
গ. উদ্দীপকের আলোকে সানজিদা বিথীকা কোন ধরনের ব্যাংক হিসাব খুলতে পারেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের বিথীকার জমাকৃত অর্থ কীভাবে মূলধন গঠনে সহায়তা করে? যুক্তিসহ মতামত দাও। ৪
১৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তরঃ ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয় এবং বিভিন্ন কাজ সম্পাদন করে।
খ উত্তরঃব্যাংকের নিজস্ব কোনো অর্থ নেই। বরং, ব্যাংক আমানত গ্রহণ করে ধারক ও পরে ঋণদাতা হিসেবে কাজ করে। ব্যাংক গ্রাহকের অর্থ আমানতের মাধ্যমে সংগ্রহ করে নিজের কাছে কিছু রেখে বাকি অর্থ ঋণ দেয়।
ব্যাংক স্বল্প সুদে আমানত গ্রহণ করে এবং উক্ত আমানতের অর্থ অধিক সুদে ঋণ হিসেবে প্রদানের মাধ্যমে নিজেকে ঋণের ব্যবসায়ী হিসেবে প্রকাশ করে। আমানতের মাধ্যমে ধার করা অর্থ ধারণ করার পর তা থেকে কিছু ঋণ দিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করে। আর এভাবেই ব্যাংক পরের ধনে পোদ্দারি করে।
গ উত্তরঃ উদ্দীপকের আলোকে সানজিদা বিথীকা সঞ্চয়ী হিসাব খুলতে পারেন।
সঞ্চয়ের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেনের উদ্দেশ্য নিয়ে গ্রাহক ব্যাংকে যে হিসাব খোলে তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবের মাধ্যমে দিনে যতবার খুশি টাকা জমা দেয়ার সুযোগ থাকলেও উত্তোলনে কিছু বাধ্যবাধকতা থাকায় এ হিসাব গ্রাহকের মাঝে সঞ্চয় প্রবণতা তৈরি করে।
উদ্দীপকে সানজিদা বিথীকা একজন প্রভাষক। শিক্ষাবোর্ড সংক্রান্ত কাজের সম্মানী প্রাপ্তির লক্ষ্যে তাকে একটি বাণিজ্যিক ব্যাংকে হিসাব খোলার ব্যাপারে নির্দেশনা রয়েছে। তবে তার চাহিদা অনুযায়ী তিনি এমন একটি হিসাব খুলতে চান, যাতে তিনি সম্মানীর পুরো টাকা না উঠিয়ে কিছু টাকা সঞ্চয় করতে পারবেন।
পরবর্তীতে সঞ্চয়কৃত অর্থ লাভজনক খাতে বিনিয়োগের সুযোগ পাবেন, যা একজন গ্রাহককে ব্যাংক সঞ্চয়ী হিসাবের মাধ্যমে প্রদান করে। সুতরাং, সানজিদা বিথীকার প্রয়োজনীয় ও চাহিদাকৃত হিসাবটির বৈশিষ্ট্য সঞ্চয়ী হিসাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তিনি ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে পারেন।
ঘ উত্তরঃউদ্দীপকের বিথীকার জমাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ব্যাংকের ঋণদানে সহায়ক, যা মূলধন গঠনে সহায়তা করবে।
সঞ্চয়ের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেনের উদ্দেশ্য নিয়ে গ্রাহক ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলে থাকেন। গ্রাহকের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে মূলধন গঠনে এ হিসাব সহায়তা করে।
উদ্দীপকে সানজিদা বিথীকা একটি সঞ্চয়ী হিসাবের মাধ্যমে তার উপার্জিত অর্থ সঞ্চয়ের পাশাপাশি ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে হিসাবটি তাকে তার চাহিদামতো ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করতে সাহায্য করবে।
সানজিদা বিথীকা তার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে সঞ্চয়ী হিসেবে জমা রেখে তার ওপর কিছু সুদ পাবেন, যা উক্ত সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি করবে। এছাড়া এ হিসাবের অর্থ উত্তোলনের ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকায় তিনি সঞ্চয়ে উদ্বুদ্ধ হবেন।
সঞ্চয়ী হিসাব সঞ্চয়প্রবণতা বৃদ্ধি করায় সানজিদা বিথীকা নিজের কাছে থাকা অলস অর্থও এ হিসাবে জমা রাখবেন। এ আমানত থেকে ব্যাংক নতুন ঋণ সৃষ্টি করবে, যা দেশের প্রয়োজনীয় মূলধন যোগানে সহায়ক।
প্রশ্ন ১৫: মি. সালমান মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে ৫০ লক্ষ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করতে চান। লেনদেন পরিচালনার জন্য ব্যাংকে হিসাব খুললে ব্যাংক তাকে একটি চেক বই ইস্যু করে। তিনি আরও সহজে বহনযোগ্য ও নিরাপদ কিছু দাবি করেন। ব্যাংক তাকে তার চাহিদামত জিনিসটি সরবরাহ করে। [চ. বো. ১৬]
ক. ব্যাংক হিসাব কী? ১
খ. কোন চেক অধিক নিরাপদ? ২
গ. উদ্দীপকে মি. সালমান কোন ধরনের ব্যাংক হিসাব খুললেন? কেন? ৩
ঘ. ব্যাংক মি. সালমানকে যে জিনিসটি দিলেন তা চেকের থেকেও নিরাপদ কেন? যুক্তিসহ বুঝিয়ে দাও। ৪
১৫ নং প্রশ্নের উত্তর
ক উত্তরঃ গ্রাহকের নামে যে হিসাব খুলে ব্যাংক অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ প্রদান করে তাকে ব্যাংক হিসাব বলে।
খ উত্তরঃদাগকাটা চেক অধিক নিরাপদ।
বাহক চেক বা হুকুম চেকের উপরিভাগের বাম প্রান্তে কিছু লিখে বা না লিখে দু’টি আড়াআড়ি দাগ টানলে তাকে দাগকাটা চেক বলে। দাগকাটা চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধিত হয় বলে এ চেক হারানো বা চুরি গেলেও এর অর্থ কেউ সহজে উঠাতে পারে না। তাই এ চেকের মাধ্যমে লেনদেন অধিক নিরাপদ।
গ উত্তরঃ উদ্দীপকে মি. সালমান একজন ব্যবসায়ী হিসেবে চলতি হিসাব খুললেন।
যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করা যায় এবং ব্যাংক হিসাবের বিপক্ষে কোনো সুদ দেয়া হয় না তাকে চলতি হিসাব বলে। চলতি হিসাবের সুবিধা বিচারে একজন ব্যবসায়ীই চলতি হিসাব থেকে সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারে।
উদ্দীপকে মি. সালমান মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে ব্যবসায় করতে চান এবং এ জন্য ৫০ লক্ষ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করতে আগ্রহী। তাই ব্যবসায় পরিচালনায় সর্বোচ্চ সুবিধাসম্পন্ন একটি ব্যাংক হিসাব খুললে ব্যাংক তাকে একটি চেক বই প্রদান করে।
এটি ব্যাংক তার একজন ব্যবসায়ী গ্রাহককে চলতি হিসাব খোলার বিপরীতে ইস্যু করে থাকে। একজন ব্যবসায়ী হিসেবে মি. সালমানকে প্রতিনিয়ত আর্থিক লেনদেন করতে হবে এবং ধার, নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ ছাড়াও বিভিন্ন ধরনের ব্যাংকিং সহায়তা নিতে হবে।
চলতি হিসাব ছাড়া ব্যাংক অন্য হিসাবের গ্রাহককে এ ধরনের সুবিধা প্রদান করে না। তাই মি. সালমানের জন্য উপযোগী হিসাব চলতি হিসাব হওয়ায় তিনি তা গ্রহণ করেছেন।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
ঘ উত্তরঃউদ্দীপকে ব্যাংক মি. সালমানকে এটিএম কার্ড প্রদান করেছে, যা চেকের থেকেও অধিক নিরাপদ।
মনুষ্যবিহীন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত অর্থ লেনদেন ব্যবস্থাকেই এটিএম বলে। এটিএম পদ্ধতিতে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের এক ধরনের প্লাস্টিক কার্ড সরবরাহ করে। এ কার্ড গ্রাহককে অধিক নিরাপত্তা প্রদান করে এবং চেক ইস্যুর জটিলতা থেকে মুক্ত করে।
উদ্দীপকে মি. সালমান ব্যাংকে চলতি হিসাব খুললে ব্যাংক তাকে একটি চেক বই ইস্যু করে। তবে তিনি সহজে বহনযোগ্য ও অর্থ উত্তোলনে অধিক নিরাপত্তা প্রদান করে এমন কোনো ব্যবস্থা দাবি করেন।
গ্রাহকের চাহিদামতো সেবা সরবরাহই ব্যাংকের নীতি হওয়ায় ব্যাংক তাকে একটি এটিএম কার্ড প্রদান করে, যা তার চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
মি. সালমানের চাহিদা অনুযায়ী ব্যাংক তাকে অঞগ কার্ড সরবরাহ করে, যাতে প্রতিটি কার্ডে ইউনিক নম্বর, গ্রাহকের নাম, স্বাক্ষর ইত্যাদি গবমহবঃরপ ঝঃৎরঢ়ব-এ খোদাই করা থাকে। প্রত্যেক গ্রাহককে আলাদা চবৎংড়হধষ ওফবহঃরভরপধঃরড়হ ঘঁসনবৎ প্রদান করে।
এ চওঘ কেবলমাত্র গ্রাহক দ্বারা জ্ঞাত হয় বলে তা গ্রাহকের অর্থের অধিক নিরাপত্তা প্রদান করে। অন্যদিকে চেক ইস্যুর পর তা হারানো গেলে তা ইস্যুকারীর অর্থকে অধিক ঝুঁকিতে ফেলে এবং চেক তৈরিতে জটিলতা লক্ষ করলে ব্যাংকে তা অমর্যাদা করতে পারে। তাই মি. সালমান কর্তৃক প্রাপ্ত চেকের বিবেচনায় এটিএম কার্ড তাকে অধিক নিরাপত্তা প্রদান করবে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।