ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | অধ্যায় ৪ | বহুনির্বাচনি সাজেশন | PDF : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-৪ : আর্থিক বিশ্লেষণ
১০৬. একটি কোম্পানির মুনাফা পরিমাপের নির্ণায়ক কী? (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
ক. শেয়ারের বাজার মূল্য
খ. সংরক্ষিত আয়
গ. শেয়ারপ্রতি আয়
ঘ. শেয়ারপ্রতি ব্যয়
উত্তর: গ
১০৭. বিক্রয় সংক্রান্ত খরচ বিক্রয়মূল্যের ওপর কী প্রভাব ফেলে? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. প্রকৃত বিক্রয়মূল্য হ্রাস পায়
খ. প্রকৃত বিক্রয়মূল্য বৃদ্ধি পায়
গ. মূলধন স্থির থাকে
ঘ. মূলধন বৃদ্ধি পায়
উত্তর: ক
১০৮. আর্থিক বিশ্লেষণ একজন ব্যবস্থাপককে কোনটিতে সাহায্য করে? (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. পরিকল্পনা প্রণয়নে
খ. ঋণ পরিশোধে
গ. শেয়ার প্রতি আয় নির্ধারণে
ঘ. দায় পরিশোধে
উত্তর: ক
১০৯. সুযোগ ব্যয় বৃদ্ধি পেলে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার কী হয়?
(জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. দ্বিগ“ণ হয়
উত্তর: ক
১১০. ‘চলতি দায়-ব্যাংক জমাতিরিক্ত’ এটি দিয়ে কী বোঝায়? (জ্ঞান) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
ক. চলতি দায়
খ. তরল দায়
গ. মোট দায়
ঘ. নিট দায়
উত্তর: ক
১১১. তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণকে কোনটির সাথে তুলনা করা যায়? (অনুধাবন)
[নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
ক. অভ্যন্তরীণ বিশ্লেষণ
খ. বাহ্যিক বিশ্লেষণ
গ. উলম্ব বিশ্লেষণ
ঘ. সমান্তরাল বিশ্লেষণ
উত্তর: ক
১১২. রক্ষিত আয় বিবরণী কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তৈরি করা হয়? (জ্ঞান) [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. অব্যবসায়ী
ঘ. যৌথ মূলধনী
উত্তর: ঘ
১১৩. ওহঃবৎহধঃরড়হধষ অপপড়ঁহঃরহম ঝঃধহফধৎফ (ওঅঝ-৭) অনুযায়ী কোন বিবরণী তৈরি করা হয়? (জ্ঞান)
[সরকারি জিলুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক. নগদ প্রবাহ বিবরণী
খ. আয়-ব্যয় বিবরণী
গ. উদ্বর্তপত্র বিবরণী
ঘ. বৈত্তক-ইএভন বিএশদ্দষণ
উত্তর: ক
১১৪. নগদ প্রবাহ নির্ণয় করার জন্য নিট মুনাফার সাথে কোনটি যোগ করতে হয়? (জ্ঞান)
[বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক. ক্রয়
খ. অবচয়
গ. প্রাথমিক বিনিয়োগ.
ঘ. বিক্রয়
উত্তর: খ
১১৫. কোম্পানি কর্তৃক ঋণপত্র বিক্রয় নগদ প্রবাহ বিবরণীতে কোন ধরনের কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়?
(অনুধাবন) [সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা]
ক. পরিচালন
খ. বিনিয়োগ
গ. অর্থায়ন
ঘ. ব্যবসায়
উত্তর: গ
১১৬. নগদ আয়কর প্রদান কোন ধরনের কার্যকলাপ? (অনুধাবন)
[সরকারি জিলুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক. স্বাভাবিক.
খ. বিনিয়োগ
গ. পরিচালন
ঘ. আর্থিক.
উত্তর: গ
১১৭. নগদ প্রবাহ বিবরণীর প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির পার্থক্য নিæের কার্যক্রমের ক্ষেত্রে পরিলক্ষিত হয়?
(অনুধাবন) [আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা]
ক. পরিচালন
খ. বিনিয়োগ
গ. অর্থায়ন
ঘ. উৎপান
উত্তর: ক
১১৮. জনাব জামালের নিট লাভ ১১,০০০ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি ৩,০০০ টাকা, যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ ৩,০০০ টাকা। তার পরিচালন কার্যাবলির নিট নগদ প্রবাহ কত হবে? (প্রয়োগ)
[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক. ৫,০০০ টাকাখ. ৯,০০০ টাকা
গ. ১০,০০০ টাকাঘ. ১১,০০০ টাকা
উত্তর: ক
১১৯. কোনটি বিনিয়োগ কার্যক্রম হতে নগদ বহিঃপ্রবাহ? (জ্ঞান) [পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও]
ক. ভ‚মি ক্রয়
খ. শেয়ার ইস্যু
গ. লভ্যাংশ প্রাপ্তি
ঘ. যন্ত্রপাতি ক্রয়
উত্তর: ক
১২০. অপারেটিং প্রবাহের আন্তঃ ও বহিঃপ্রবাহ ফার্মের কোনটির সাথে সরাসরি সম্পর্কিত? (অনুধাবন)
[চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
ক. উৎপাদন
খ. ক্রয়
গ. ব্যয়
ঘ. মুনাফা
উত্তর: ঘ
১২১. মি. সুমনের প্রতিষ্ঠান মোট নগদ আন্তঃপ্রবাহ ছিল ২০,০০০ টাকা। পরবর্তীতে কোম্পানির মেশিন ২৫,০০০ টাকায় বিক্রয় হলে আন্তঃপ্রবাহে কী পরিবর্তন ঘটবে? (প্রয়োগ) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
ক. ২৫,০০০ টাকা হ্রাস
খ. ২৫,০০০ টাকা বৃদ্ধি
গ. ২০,০০০ টাকা বৃদ্ধি
ঘ. ২০,০০০ টাকা হ্রাস
উত্তর: খ
১২২. কোনটি থেকে বিনিয়োগ সংক্রান্ত নগদ আন্তঃপ্রবাহের সৃষ্টি হয়? (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, যশোর]
ক. সম্পত্তি বিক্রয়
খ. ঋণ পরিশোধ
গ. কর প্রদান
ঘ. ঋণপত্র বিক্রয়
উত্তর: ক
১২৩. মোট ব্যয় রেখা যে বিন্দুতে মোট বিক্রয় রেখাকে ছেদ করে তাকে কী বলে? (জ্ঞান)
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. পরিচালন সমএœছদ বিক্টদু
খ. আয়-ব্যয় রেখা
গ. মোট ব্যয় রেখা
ঘ. পরিবতট্টনশীল বঞ্ঝয় রৈখা
উত্তর: ক
১২৪. স্থায়ী ব্যয় ২০,০০০ টাকা। এককপ্রতি কন্ট্রিবিউশন ৪ টাকা হলে সমচ্ছেদ বিন্দু কত একক? (প্রয়োগ)
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক. ৫,০০০ একক. খ. ৪,০০০ একক
গ. ২,৫০০ একক. ঘ. ২,০০০ একক.
উত্তর: ক
১২৫. সুবর্ণা ১০% সুদে ২০,০০০ টাকা ২ বছর মেয়াদে ঋণ হিসেবে গ্রহণ করলেন। তার মোট প্রত্যক্ষ ব্যয় কত? (প্রয়োগ) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. ২,০০০ টাকাখ. ৪,০০০ টাকা
গ. ৬,০০০ টাকাঘ. ৮,০০০ টাকা
উত্তর: খ
১২৬. পরিচালন ব্রেক-ইভেন চিত্রে ব্রেক ইভেন বিন্দুর নিচের অঞ্চলকে কী বলা হয়? (জ্ঞান)
[ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
ক. মুনাফা অঞ্চল
খ. ক্ষতি অঞ্চল
গ. বিক্রয় অঞ্চল
ঘ. উৎপাদন অঞ্চল
উত্তর: খ
১২৭. সমচ্ছেদ বিক্রয় হতে নির্ধারিত বিক্রয়মাত্রা পর্যন্ত দূরত্বকে কী বলে? (জ্ঞান)
[ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
ক. মুনাফা অঞ্চলখ. ক্ষতি অঞ্চল
গ. নিরাপত্তা প্রান্তঘ. নিট মুনাফা
উত্তর: গ
১২৮. স্থির ব্যয় ১০,০০০ টাকা। প্রতি একক বিক্রয়মূল্য ৭ টাকা এবং প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ২ টাকা হলে পরিচালন সমচ্ছেদ বিন্দু কত একক? (প্রয়োগ) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
ক. ১,০০০ একক. খ. ২,০০০ একক
গ. ৫,০০০ একক. ঘ. ১০,০০০ একক.
উত্তর: খ
১২৯. কন্ট্রিবিউশন মার্জিনকে কী দ্বারা ভাগ করলে কন্ট্রিবিউশন অনুপাতে পাওয়া যায়? (জ্ঞান)
[হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
ক. বিক্রয়মূল্য
খ. স্থির ব্যয়
গ. পরিচালনা ব্যয়
ঘ. নিট লাভ
উত্তর: ক
১৩০. শামীম একজন শিল্পপতি। তিনি কলম উৎপাদন করেন। ১ম মাসে তিনি ৫,০০০ কলম উৎপাদন করেছেন। ২য় মাসে ৮,০০০ কলম উৎপাদন করেছেন। এক্ষেত্রে তার পরিবর্তনশীল ব্যয়ের অবস্থা কী রূপ হবে? (প্রয়োগ) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. বাড়বে
খ. কমবে
গ. সমান হবে
ঘ. অপরিবর্তনীয়
উত্তর: ক
১৩১. আর্থিক বিশ্লেষণ দ্বারা একটি প্রতিষ্ঠানে যা বোঝায় তা হলো (অনুধাবন) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
i.নগদ প্রবাহের অবস্থাii.মুনাফার গতিপ্রকৃতি
iii.ব্যয়ের গতিপ্রকৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
১৩২. আয় বিবরণীর মাধ্যমে জানা যায় (অনুধাবন)
[পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও]
i.পরিচালন আয়ii.পরিচালন ব্যয়
iii.সম্পদের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
১৩৩. নগদ বলতে বোঝায় (অনুধাবন)
[নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
i.নগদ অর্থ
ii.ট্রেজারি বিলiii.বাণিজ্যিক পেপার
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. ii ও iii
গ. i ও iiরঘ. i, ii ও iii
উত্তর: ক
১৩৪. ফার্মের নগদ প্রবাহের অন্তর্ভুক্ত হচ্ছে (অনুধাবন)
[কুমিলা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
i.অপারেটিং প্রবাহii.বিনিয়োগ প্রবাহ
iii.অর্থায়ন প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. iখ. i ও ii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
১৩৫. বিনিয়োগ সংক্রান্ত নগদ বহিঃপ্রবাহ সৃষ্টি করে
(অনুধাবন) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
i.শেয়ার ক্রয়ii.সম্পত্তি ক্রয়
iii.লভ্যাংশ প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
১৩৬. ব্রেক-ইভেন বিন্দুতে (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
i.লাভও হবে না আবার ক্ষতিও হবে না
ii.সুদ ও কর-পূর্ব আয় শূন্য হয়
iii.মোট আয় ও মোট পরিবর্তনশীল ব্যয় সমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
১৩৭. ব্রেক-ইভেন পয়েন্টকে প্রভাবিত করে (অনুধাবন) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
i.স্থির ব্যয়ii.পরিবর্তনশীল ব্যয়
iii.বিক্রয়ের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
উদ্দীপকটি পড়ো এবং ১৩৮ ও ১৩৯ নং প্রশ্নের উত্তর দাও।
জঋখ টিউবওয়েল কোম্পানি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যবসায় পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিটি টিউবওয়েলের পরিবর্তনশীল ব্যয় ২০০০ টাকা এবং প্রতিটির বিক্রয়মূল্য ৩০০০ টাকা। বার্ষিক স্থির পরিচালনা খরচ ১০,০০,০০০ টাকা।
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
১৩৮. জঋখ কোম্পানি কতটি টিউবওয়েল বিক্রি করলে ব্রেক-ইভেন বিন্দুতে পৌঁছবে? (প্রয়োগ)
ক. ৫০০
খ. ১,০০০
গ. ১০,০০০
ঘ. ১,০০,০০০
উত্তর: খ
১৩৯. কোম্পানির ব্রেক-ইভেন পয়েন্টে (উচ্চতর দক্ষতা)
i.আয়-ব্যয় সমান
ii.সুদ ও কর-পূর্ব আয় শূন্য হয়
iii.সুদ ও কর-পরবর্তী আয়শূন্য হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।