পঞ্চম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৭ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ৭ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৭ স্বাস্থ্যবিধি
১. সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) টাইফয়েড এর জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে?
ক. পানি
খ. বায়ু
গ. মাটি
ঘ. পোকামাকড়
২) কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক?
ক. কুকুর
খ. প্রজাপতি
গ. মশা
ঘ. মাছি
৩) বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে?
ক. সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
খ. পড়াশোনার প্রতি অধিক মনোযোগ
গ. শরীরের গঠন পরিবর্তন
ঘ. বেশি বেশি অসুস্থ হওয়া
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. হাঁচি ও কাশির সময় মুখে হাত বা রুমাল দিয়ে ঢাকলে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যায়?
ক. ইনফ্লুয়েঞ্জা
খ. বাতজ্বর
গ. এইডস
ঘ. ডায়রিয়া
২. কোনটি পোকামাকড়বাহিত রোগ?
ক. বসন্ত খ. ডেঙ্গু গ. হাম ঘ. কলেরা
৩. নিপার বয়স ১২। সে তার শরীরের কিছু পরিবর্তন লক্ষ করল। এ ক্ষেত্রে তার করণীয় হচ্ছে
ক. ঔষধ কিনে খাবে
খ. স্বাভাবিক কাজকর্ম করবে না
গ. অন্য কাউকে বিষয়টি জানাবে না
ঘ. মা বাবার সাথে আলোচনা করবে
৪. তুমি কীভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পার?
ক. বায়ুর মাধ্যমে
খ. মানুষের মাধ্যমে
গ. কীটপতঙ্গ দ্বারা
ঘ. পশুপাখি দ্বারা
৫. তোমার পড়ার ঘরের কোণে একটি ভাঙা গøাসে কিছু পরিষ্কার পানি দীর্ঘদিন ধরে রয়েছে। তুমি ভাঙা গøাসটি পানিসহ ডাস্টবিনে ফেলে দিবে কারণ
ক. বসন্ত রোগের প্রাদুর্ভাব হতে পারে
খ. কলেরা রোগের প্রাদুর্ভাব হতে পারে
গ. ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব হতে পারে
ঘ. ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব হতে পারে
৬. যক্ষা রোগীর হাঁচি ও কাশির সময় কী করা উচিত?
ক. মুখে রুমাল ব্যবহার করা
খ. মুখে হাত ব্যবহার করা
গ. মুখ খোলা রেখে কাশি দেয়া
ঘ. অন্যের কাছাকাছি দেয়া
৭. আমার ভাই গুটি বসন্ত রোগে ভুগছে। এ রোগ ছড়িয়ে পড়া রোধের জন্য আমার মা-
ক. তাকে পৃথক ঘরে রাখবে
খ. আমাদের সাথে তার শোয়ার ব্যবস্থা করবে
গ. খাবার এক সাথে ভাগাভাগি করে খেতে দিবে
ঘ. তেমন কোনো বিশেষ ব্যবস্থা করবে না
৮. জুঁই তার হামে আক্রান্ত ভাইয়ের গøাস-প্লেট, জামাকাপড় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। কিছুদিন পর সে নিজেও ঐ রোগে আক্রান্ত হয়ে পড়ল। জুঁইয়ের কোন ধরনের রোগ হয়েছে?
ক. প্রাণীবাহিত রোগ
খ. পোকামাকড়বাহিত রোগ
গ. ছোঁয়াচে রোগ
ঘ. পানিবাহিত রোগ
৯. রিফাত যেখানে সেখানে ট্যাপের পানি খায়। তার কোন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে?
ক. প্রাণীবাহিত
খ. পোকামাকড়বাহিত
গ. ছোঁয়াচে
ঘ. কলেরা
১০. তিতাস হাত জীবাণুমুক্ত রাখে, জমে থাকা পানি পরিষ্কার করে, টিকা নেয় এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করে। সে কী প্রতিরোধ করতে চায়?
ক. গৃহস্থালি দুর্ঘটনা
খ. সংক্রামক রোগ
গ. বাবা-মায়ের বকা
ঘ. রোগজীবাণু
১১. মেঘলার ভেতর হঠাৎ করে কিছু শারীরিক, মানসিক এবং আচরণিক পরিবর্তন দেখা দিচ্ছে। তার বয়স কত?
ক. ৮-১৩ বছর
খ. ৮-১৫ বছর
গ. ৯-১৩ বছর
ঘ. ৯-১৩ বছর
১২. আসিফ বয়ঃসন্ধিকাল অতিক্রম করছে। এ সময় তার
ক. ত্বক শুষ্ক হয়
খ. একটু বেশি ঘাম হয়
গ. দ্রæত মোটা হয়
ঘ. শরীরের ওজন কমে
১৩. মিতালি বয়ঃসন্ধিকালীন কিশোরী। তার ভেতর কোন পরিবর্তনটি হবে?
ক. গলার স্বরের পরিবর্তন
খ. মাংসপেশি সুগঠিত হওয়া
গ. দাড়ি-গোঁফ গজানো
ঘ. আবেগপ্রবণ হয়ে পড়া
১৪. অন্তু অসুস্থ বোধ করছিল। তার মা তাকে পরীক্ষানিরীক্ষা করে বললেন, ডাক্তার না দেখালেও হবে। প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করলেই সে ভালো বোধ করবে। অন্তুর কী হয়েছে?
ক. প্রচণ্ড জ্বর
খ. হালকা জ্বর
গ. ক্রমাগত বমি
ঘ. মারাত্মক মাথাব্যথা
১৫. ইভানের এক ধরনের জ্বর হয়েছে। ডাক্তার তার বাবা-মাকে বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা পরিষ্কার করার পরামর্শ দিলেন। ইভানের রোগের বাহক কোনটি?
ক. কুকুর খ. বাতাস গ. মশা ঘ. পানি
১৬. উমাদের বাড়ি নিচু এলাকায়, একটি পরিত্যক্ত পুকুরের পাশে। তার বাড়ির সদস্যদের কোন রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে?
ক. সোয়াইন ফ্লু
খ. এইডস
গ. জলাতঙ্ক
ঘ. ডেঙ্গু
১৭. মি. রহমান দীর্ঘদিন ধরে একটি ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত। তাকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ সংক্রমিত হয় না। তার রোগটি কিসের মাধ্যমে সংক্রমিত হয়?
ক. ইবোলা ভাইরাস
খ. এইচ আইভি ভাইরাস
গ. পোকামাকড়
ঘ. বায়ু ও পানি
১৮. শান্ত গুটিবসন্ত রোগে আক্রান্ত। এই রোগের জীবাণু যেন তার দেহ থেকে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য তাকে কী সাবধানতা অবলম্বন করতে হবে?
ক. হাঁচি ও কাশির সময় রুমাল ব্যবহার করতে হবে
খ. পোকামাকড় থেকে দূর থাকতে হবে
গ. চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে
ঘ. মশারি টাঙিয়ে ঘুমাতে হবে
১৯. কোন সংক্রামক রোগটি ব্যতিক্রম বলে তুমি মনে কর?
ক. ফ্লু খ. ইবোলা গ. হাম ঘ. এইডস
২০. একটি প্রাচীন ও ভুল ধারণা প্রচলিত আছে যে, “যার হয় যক্ষা, তার নেই রক্ষা।” এই রোগটি কোন ধরনের রোগ?
ক. ছোঁয়াচে রোগ
খ. পানিবাহিত রোগ
গ. বায়ুবাহিত রোগ
ঘ. প্রাণী ও পোকামাকড়বাহিত রোগ
২১. তুমি তোমার মামাবাড়িতে বেড়াতে গিয়ে দেখতে পেলে, তোমার মামাত ভাইবোনরা ম্যালেরিয়া রোগে আক্রান্ত। তুমি তোমার মামাকে কী পরামর্শ দিবে?
ক. হাঁচি-কাশির সময় রুমাল ব্যবহার করতে
খ. ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে
গ. স্বাস্থ্যকর খাবার খেতে
ঘ. বাড়ির পাশের জমে থাকা পানি পরিষ্কার করতে
২২. পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে হলে, আমাদেরকে কী করতে হবে?
ক. নিরাপদ পানি ব্যবহার
খ. নির্মল বায়ু ব্যবহার
গ. সুষম খাদ্য গ্রহণ
ঘ. পরিমিত খাদ্য গ্রহণ
২৩. তোমাদের এলাকায় বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগটি কিসের মাধ্যমে ছড়ায়?
ক. পানির খ. বায়ুর গ. খাদ্যের ঘ. সংস্পর্শে
২৪. যদি কখনো তোমার ডেঙ্গুজ্বর হয়, তাহলে তোমার কী করা উচিত?
ক. বাচ্চাদের সাথে খেলাধুলা করা
খ. দীর্ঘক্ষণ টেলিভিশন দেখা
গ. কম ঘুমানো
ঘ. ঠিকমতো খাবার খাওয়া
২৫. নিরাপদ পানি পান না করলে বিভিন্ন রোগ হয়। নিচের কোনটি এ ধরনের রোগ?
ক. ডায়রিয়া খ. সোয়াইন ফ্লু গ. বাতজ্বর ঘ. পাঁচড়া
২৬. রবিনের হাম হয়েছে। কিছুদিন পর রকি সুস্থ হতে না হতেই তার ছোট ভাইয়েরও হাম দেখা দিল। রবিন কোন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত?
ক. ছোঁয়াচে
খ. বায়ুবাহিত
গ. পানিবাহিত
ঘ. পোকামাকড়বাহিত
২৭. তোমার পরিবারের কোন সদস্য সংক্রামক রোগে আক্রান্ত হলো। রোগটি প্রতিরোধে তুমি কী পদক্ষেপ নেবে?
ক. চারপাশ জীবাণুমুক্ত রাখবে
খ. রোগীর সাথে থাকবে
গ. খাবার কম খাবে
ঘ. দরজা বন্ধ রাখবে
২৮. একটি বিশেষ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এলাকাবাসী কুকুর নিধনের ব্যবস্থা নিয়েছে। রোগটির নাম কী?
ক. ডেঙ্গু খ. ফ্লু গ. টাইফয়েড ঘ. জলাতঙ্ক
২৯. মুন্নিদের বাড়ির আঙ্গিনায় কয়েকটি টবে পানি জমে আছে। এতে কোন রোগ ছড়াতে পারে?
ক. গুটি বসন্ত খ. হাম গ. টাইফয়েড ঘ. ডেঙ্গু
৩০. অমিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। এ রোগ প্রতিকারে সে কী করবে?
ক. নিরাপদ পানি পান করবে
খ. ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করবে
গ. নিয়মিত ব্যায়াম
ঘ. ডাক্তারের পরামর্শে ঔষধ গ্রহণ করবে
৩১. হাম এর মমতো করে নিম্নের কোন রোগের জীবাণু ছড়ায়?
ক. ইনফ্লুয়েঞ্জা খ. ডায়রিয়া গ. জন্ডিস ঘ. আমাশয়
৩২. তুমি রোগাক্রান্ত হওয়ার পর পর্যাপ্ত বিশ্রাম ও ঔষধ সেবনের ফলে সেরে উঠলে। এটাকে কী বলে?
ক. রোগের প্রতিকার
খ. রোগের প্রতিরোধ
গ. রোগের বিস্তার রোধ
ঘ. রোগের সংক্রমণ
সাধারণ প্রশ্ন :
৩৩. বায়ুবাহিত রোগ কোনটি?
ক. হাম
খ. ডায়রিয়া
গ. কলেরা
ঘ. ডায়াবেটিস
৩৪. নিচের কোনটি সোয়াইন ফ্লুর লক্ষণ?
ক. নাক দিয়ে পানি পড়বে
খ. ক্ষুধা বৃদ্ধি পাবে
গ. শরীরে ঘাম হবে
ঘ. চুলকানি হবে
৩৫. বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে?
ক. সবার সাথে বন্ধুভাবাপন্ন হয়
খ. পড়ালেখায় অধিক মনোযোগী হয়
গ. প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে
ঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
৩৬. নিচের কোনটি বায়ুবাহিত রোগ?
ক. হাম খ. ডায়রিয়া গ. কলেরা ঘ. জলাতঙ্ক
৩৭. ম্যালেরিয়া কিসের মাধ্যমে ছড়ায়?
ক. পানি খ. বায়ু গ. মশা ঘ. কুকুর
৩৮. নিচের কোনটি ছোঁয়াচে রোগ?
ক. ইবোলা খ. কলেরা গ. আমাশয় ঘ. জলাতঙ্ক
৩৯. পানিবাহিত রোগ কোনটি?
ক. গুটি বসন্ত খ. টাইফয়েড গ. ডেঙ্গু ঘ. এইডস
৪০. ইবোলা কীভাবে সংক্রমিত হয়?
ক. দূষিত বায়ুর মাধ্যমে
খ. দূষিত পানির মাধ্যমে
গ. কোন প্রাণীর কামড়ে
ঘ. রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে
৪১. কোন ছোঁয়াচে রোগটি আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলেও ছড়ায় না?
ক. ফ্লু খ. ইবোলা গ. এইডস ঘ. হাম
৪২. সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। কারণ সুষম খাদ্য দেহের
ক. জীবাণু ধ্বংস করে
খ. কাঠামো সুগঠিত করে
গ. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ঘ. শক্তি বৃদ্ধি পায়
৪৩. কোন ছে^ায়াচে রোগটি আক্রান্ত ব্যীক্তর ব্যবহৃত কাপড়-চোপড় ব্যবহারে ছড়ায় না?
ক. ফ্লু খ. ইবোলা গ. হাম ঘ. এইডস
৪৪. বয়ঃসন্ধিকালে মেয়েদের ক্ষেত্রে কোন পরিবর্তনটি লক্ষ করা যায়?
ক. গলার স্বর পরিবর্তন হয়
খ. চুল গজায়
গ. দ্রæত লম্বা হওয়া
ঘ. ঘুম বেড়ে যায়
৪৫. বয়ঃসন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কান পরিবর্তনটি দেখা যায়?
ক. গলার স্বর পরিবর্তন হয়
খ. ঘুম বেড়ে যায়
গ. লেখাপড়ায় মনোযোগী হয়
ঘ. খেলাধুলায় মনোযোগী হয়
৪৬. বয়ঃসন্ধিকালে শরীরের যতে্ন কোনটি করতে হবে?
ক. পুষ্টিকর খাদ্য গ্রহণ
খ. বেশি ঘুমানো
গ. পর্যাপ্ত বিশ্রাম নেওয়া
ঘ. নিয়মিত পড়াশোনা করা
৪৭. বয়ঃসন্ধিকালে কোন দিকটি বেড়ে যায়?
ক. আবেগের দিক
খ. অলসতার দিক
গ. সৌন্দর্যের দিক
ঘ. বন্ধুভাবাপন্নতার দিক
৪৮. মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের সীমা কত?
ক. ৭ ১০ বছর
খ. ৮ ১৩ বছর
গ. ১০ ১৪ বছর
ঘ. ৯ ১৫ বছর
৪৯. ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের ব্যাপ্তি কত?
ক. ৭ ১০ বছর
খ. ৮ ১৩ বছর
গ. ১০ ১৪ বছর
ঘ. ৯ ১৫ বছর
৫০. জলাতঙ্ক রোগের জীবাণুর বাহক কোন প্রাণী?
ক. গরু খ. কুকুর গ. বাদুড় ঘ. মশা
৫১. জলাতঙ্ক কোন ধরনের রোগ?
ক. পানিবাহিত খ. প্রাণীবাহিত গ. ছোঁয়াচে ঘ. বায়ুবাহিত
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।