পঞ্চম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ১২তম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ১২ জলবায়ু পরিবর্তন
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
প্রশ্ন \ ১ \ বৈশ্বিক উষ্ণায়ন কী?
উত্তর : পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন।
প্রশ্ন \ ২ \ বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কী?
উত্তর : বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া।
প্রশ্ন \ ৩ \ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দাও।
উত্তর : বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হলো- হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা হওয়া।
প্রশ্ন \ ৪ \ পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কী কী?
উত্তর : পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হলো :
ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসের হার ও মাত্রা বৃদ্ধি পাওয়া।
হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা সৃষ্টি হওয়া।
বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা সৃষ্টি হওয়া।
সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়া এবং নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করা।
সবসময় পৃথিবী উষ্ণ থাকা।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ দুইটি গ্রিন হাউজ গ্যাসের নাম লেখ।
উত্তর : দুইটি গ্রিন হাউজ গ্যাসের নাম র. মিথেন ও রর. কার্বন ডাইঅক্সাইড।
প্রশ্ন \ ২ \ বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে?
উত্তর : ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে।
প্রশ্ন \ ৩ \ এসিড বৃষ্টি কী?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড, সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে এসিডযুক্ত করে। একে এসিড বৃষ্টি বলে।
প্রশ্ন \ ৪ \ ‘গ্রিন হাউজ’ বলতে কী বোঝায়?
উত্তর : শীত প্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকতে পারে না সেখানে কাচের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয় যাকে গ্রিন হাউজ বলে।
প্রশ্ন \ ৫ \ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ কী?
উত্তর : সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ বৈশ্বিক উষ্ণায়ন।
প্রশ্ন \ ৬ \ গ্রিন হাউজ কী?
উত্তর : কাঁচের তৈরি ঘর।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
প্রশ্ন \ ৭ \ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কোথা থেকে?
উত্তর : বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে।
প্রশ্ন \ ৮ \ বায়ুমণ্ডলের তাপ ধরে রাখার ঘটনাকে কী বলে?
উত্তর : বায়ুমণ্ডলের তাপ ধরে রাখার ঘটনাকে গ্রিন হাউজ প্রভাব বলে।
প্রশ্ন \ ৯ \ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কী বলে?
উত্তর : পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে।
প্রশ্ন \ ১০ \ পৃথিবীর চারদিকে কী ঘিরে আছে?
উত্তর : বায়ুমণ্ডল পৃথিবীর চারদিকে ঘিরে আছে।
প্রশ্ন \ ১১ \ গ্রিন হাউজ কীভাবে কাজ করে?
উত্তর : গ্রিন হাউজ সূর্যের তাপকে আটকে রেখে সবুজ উদ্ভিদ জন্মাতে সাহায্য করে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।