পঞ্চম শ্রেণি | ইসলাম শিক্ষা | অধ্যায় ১ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ১ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
প্রথম অধ্যায় – আকাইদ-বিশ্বাস
অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
ক নৈর্ব্যক্তিক প্রশ্ন : বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন () দাও।
১. আমাদের পালনকর্তা কে?
ক. আব্বা-আম্মা
খ. তায়ালা
গ. ডাক্তার
ঘ. পীরমুর্শিদ
২. আল আসমাউল হুসনা বলা হয় কাকে?
ক. মানুষের গুণাবলিকে
খ. ফেরেশতার গুণাবলিকে
গ. আল্লাহর গুণবাচক নামসমূহকে
ঘ. নবিগণের গুণাবলিকে
৩. খালিক শব্দের অর্থ কী?
ক. পালনকর্তা খ. সৃষ্টিকর্তা গ. রিজিকদাতা ঘ. দয়ালু
৪. বাসিরুন শব্দের অর্থ কী?
ক. সর্বশ্রোতা খ. সহনশীল গ. সর্বশক্তিমান ঘ. সর্বদ্রষ্টা
৫. সামীউন শব্দের অর্থ কী?
ক. সব শোনেন
খ. সব জানেন
গ. সব দেখেন
ঘ. অতি সহনশীল
৬. সর্বশেষ নবির নাম কী?
ক. হযরত ইউসুফ (আ)
খ. হযরত ঈসা (আ)
গ. হযরত মুহাম্মদ (স)
ঘ. হযরত মুসা (আ)
৭. কাদীরুন শব্দের অর্থ কী?
ক. সর্বশক্তিমান
খ. সর্বশ্রোতা
গ. সর্বদ্রষ্টা
ঘ. সৃষ্টিকর্তা
উত্তরমালা
১ খ ২ গ ৩ খ ৪ ঘ ৫ ক ৬ গ ৭ ক
খ শূন্যস্থান পূরণ কর :
১. আনুগত্যের জন্য———প্রয়োজন।
২. আল্লাহ তায়ালার গুণে———গুণান্বিত করতে হবে।
৩. আল্লাহ তায়ালা আমাদের ।
৪. আমরা একমাত্র আল্লাহ তায়ালার———করব।
৫. আমরা কথা দিয়ে কথা ।
উত্তর : ১. ইমানের; ২. নিজেকে; ৩. রব; ৪. আনুগত্য; ৫. রাখব।
বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ
১. মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে ও আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তখন কী হবে?
ক. মিযান
খ. হাশর
গ. কিয়ামত
ঘ. সওয়াল-জওয়াব
২. সাগরের তলদেশের কোনো প্রাণীকে হত্যা করলে
ক. কেউ দেখবে না
খ. কোনো প্রমাণ থাকবে না
গ. কাজটি করা সহজ হবে
ঘ. আল্লাহ তায়ালা দেখেন
৩. মৃত্যুর পর যদি তুমি চিরশান্তি ও আরাম পেতে চাও, সে ক্ষেত্রে তুমি চাইবে
ক. হাশর
খ. জান্নাত
গ. জাহান্নাম
ঘ. কিয়ামত
৪. হাশরের দিন আমাদের পাপ-পূণ্যের পরিমাপের মাধ্যম
ক. মিযান
খ. আমলনামা
গ. পুলসিরাত
ঘ. সওয়াল-জওয়াব
৫. মানুষ সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত থাকার চেষ্টা করবে, এটা কার শিক্ষা?
ক. পীরগণের
খ. সাহাবাগণের
গ. ফেরেশতাগণের
ঘ. নবি-রাসুলগণের
৬. নবি-রাসুলগণের মূল শিক্ষা অনুযায়ী তুমি নিচের কোনটি কর?
ক. পড়ালেখা
খ. বাগান পরিচর্যা
গ. ভালো ব্যবহার
ঘ. কথা কম বলা
৭. মৃত্যুর পর ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করেন?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৮. “আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না”এ বাক্যে আল্লাহর কোন গুণ প্রকাশ পায়?
ক. গফুর
খ. কাদির
গ. বাসির
ঘ. আলিম
৯. বিদ্যালয় হতে ফিরে দুইজনের জন্য রাখা একটি কমলা দেখে তুমি কী করবে?
ক. পছন্দ নয় বলে ফেলে দেব
খ. কাউকে না বলে খেয়ে ফেলব
গ. ভাইয়ের জন্য অপেক্ষা করব
ঘ. খাওয়ার জন্য অন্যকে দিয়ে দেব
১০. আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা কাদের শিক্ষা অনুসরণ করব?
ক. পীরগণের
খ. সাহাবিগণের
গ. ফেরেশতাগণের
ঘ. নবি-রাসুলগণের
১১. আল্লাহ তায়ালা আমাদের অপরাধের সাথে সাথে শাস্তি দেন না, কারণ তিনি
ক. রক্ষণশীল খ. সহনশীল গ. দানশীল ঘ. যতশীল
১২. “আল্লাহর সৃষ্ট পানির মাধ্যমে সমগ্র সৃষ্টি উপকৃত হয়।” এতে আল্লাহর কোন গুণ প্রকাশ পায়?
ক. ক্ষমাশীলতা
খ. সহনশীলতা
গ. পালনকর্তা
ঘ. রিজিকদাতা
১৩. তোমার স্কেল দিয়ে তোমার বন্ধু কাজ করতে গিয়ে ভেঙে গেল, তখন তুমি তাকে
ক. জরিমানা করবে
খ. কলম কেড়ে নিবে
গ. ক্ষমা করে দিবে
ঘ. বকাঝকা করবে
১৪. ইসলামের মূল বিষয় হচ্ছে
ক. সর্বদা শান্তিপূর্ণ আচরণ
খ. সম্পূর্ণভাবে আল্লাহর নিকট আত্মসমর্পণ
গ. সকলের প্রতি দয়াশীল
ঘ. সর্বদা পবিত্র থাকা
১৫. তুমি আল্লাহর ইবাদত করবে, কারণ ইবাদত করলে
ক. আল্লাহ সন্তুষ্ট হন
খ. দুনিয়ায় বিখ্যাত হওয়া যায়
গ. আখিরাতে নেতা হওয়া যায়
ঘ. নামাজের শিক্ষা পাওয়া যায়
১৬. কবরে জাহান্নামিদের কঠিন শাস্তি দেওয়া হবে। কীভাবে চললে আমরা কবরের আজাব থেকে রক্ষা পাব?
ক. শয়তানের দেখানো পথে চললে
খ. নবির নির্দেশ মেনে চললে
গ. স্ত্রীর নির্দেশিত পথে চললে
ঘ. প্রতিবেশীর নির্দেশিত পথে চললে
১৭. হযরত মুহাম্মদ (স) ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নবি। কারণ একমাত্র তিনিই
ক. আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জীবনবিধান পেয়েছেন
খ. জীবনবিধানসমূহ লিপিবদ্ধ করেছেন
গ. কর্মের মাধ্যমে জীবনবিধানসমূহ ব্যাখ্যা করেছেন
ঘ. পরিপূর্ণ, সর্বশেষ এবং পূর্ণাঙ্গ জীবনবিধান পেয়েছেন
১৮. যা আমরা দেখতে পাই, সেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। যেগুলো দেখতে পাই না সেগুলো কে সৃষ্টি করেছেন?
ক. কেউ তা জানে না
খ. ভিন্ন গ্রহের প্রাণীরা
গ. মহান আল্লাহই
ঘ. দেখা যায় না এমন সৃষ্টি নেই
১৯. তুমি একটি ভয়ানক পাপের কাজ করেছ। তুমি এখন কী করবে?
ক. নিজেকে শাস্তি দেবে
খ. গরিবকে দান-সদকাহ করবে
গ. ঘর-সংসার ছেড়ে চলে যাবে
ঘ. আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে
২০. আমরা জানি, আল্লাহ এ পৃথিবীর মালিক। কারণ তিনি
ক. খাদ্য ও বস্ত্র নিশ্চিত করেন
খ. শয়তানের শাস্তি নিশ্চিত করেন
গ. বিশ্বাসীদের নিরাপত্তা দেন ও পরিচালনা করেন
ঘ. সকল সৃষ্টির প্রতিপালন করেন
২১. মুমিন মুসলমানের প্রধান বৈশিষ্ট্য হলো
ক. ধৈর্য খ. বিশ্বাস গ. সৌভাগ্য ঘ. ভালোবাসা
২২. প্রকৃত দীন বলতে বোঝায়
ক. আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা
খ. সুন্দর চরিত্র
গ. ধর্মের বিভিন্ন আনুষ্ঠানিকতা
ঘ. জায়েজ-নাজায়েজের শিক্ষা
২৩. সাগরের তলদেশে, গভীর অন্ধকারে, গোপনে, যা কিছু করা হয় সব আল্লাহ দেখেনএর সাথে আল্লাহর কোন গুণবাচক নামটি প্রযোজ্য?
ক. আল্লাহু হালিমুন
খ. আল্লাহু গাফুরুন
গ. আল্লাহু সামিউন
ঘ. আল্লাহু বাসিরুন
২৪. নবি-রাসুলগণ প্রথমে শিক্ষা দিতেন
ক. কুরআন খ. তাওহিদ গ. ওহি ঘ. রিসালাত
২৫. আমরা কাদের কাছ থেকে আখিরাত সম্পর্কে জানতে পারি?
ক. সাহাবিদের
খ. ওলি আওলিয়াদের
গ. আল্লাহর
ঘ. নবি ও রাসুলদের
২৬. ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে
ক. আখিরাত খ. তাওহিদ গ. রিসালাত ঘ. মারিফাত
২৭. নবি-রাসুলগণের জীবনের লক্ষ্য কী ছিল?
ক. মানুষকে ধনী করা
খ. মানুষকে শাস্তি দেওয়া
গ. মানুষের কল্যাণ করা
ঘ. মানুষকে ভয় দেখানো
২৮. নবি-রাসুলগণ মানুষকে কীভাবে শিক্ষা দিতেন?
ক. বসিয়ে
খ. হাতে-কলমে
গ. বিদ্যালয়ে
ঘ. ঘরে
২৯. মৃত্যুর পর সব মানুষ কোথায় একত্রিত হবে?
ক. হাশরে খ. কবরে গ. আরাফাতে ঘ. আকাশে
৩০. মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলে কোনটি?
ক. হাশর
খ. মিযান
গ. ইমান
ঘ. বিশ্বাস
৩১. নবিগণ কেমন পুরুষ ছিলেন?
ক. সত্যবাদী
খ. শক্তিশালী
গ. সুফি সাধক
ঘ. বীরযোদ্ধা
৩২. গ্রহ-উপগ্রহের মধ্যে সংঘর্ষ ঘটবে কখন?
ক. ঝড়-বৃষ্টি দিন
খ. সূর্যগ্রহণের দিন
গ. কিয়ামতের দিন
ঘ. হাশরের দিন
৩৩. পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি প্রিয় মনে করবে কোন বিষয়কে?
ক. ধন-সম্পদকে
খ. জুলুম ও অন্যায়কে
গ. সত্য ও ন্যায়কে
ঘ. ইহকালকে
৩৪. গাছপালা ও লতাপাতা কীভাবে দূষিত বায়ু শোধন করে?
ক. নাইট্রোজেন গ্রহণ করে
খ. অক্সিজেন গ্রহণ করে
গ. কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে
ঘ. কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে
৩৫. তুমি একজন মুসলিম, তুমি কাকে ভয় করবে?
ক. ক্ষমতাসীনকে
খ. বড়দেরকে
গ. গুরুজনদের
ঘ. একমাত্র আল্লাহ তায়ালাকে
৩৬. বাবুল মিস্ত্রি চেয়ার টেবিল, খাটসহ আরও অনেক কিছু তৈরি করল; কিন্তু মাটি তৈরি করতে পারল না। কারণ কী?
ক. মাটি আল্লাহর সৃষ্টি
খ. মাটি নরম
গ. মাটির স্থায়িত্ব অবিনশ্বর
ঘ. মাটিতে ফসল হয়
৩৭. হাশেম বাগানে প্রবেশ করে গাছপালা, ফুলফল, পশুপাখি দেখে স্রষ্টার অস্তিত্ব বুঝতে পারেন। তিনি কাকে বুঝতে পেরেছেন?
ক. প্রকৃতিকে
খ. মহান আল্লাহ তায়ালাকে
গ. মহানবি (স)-কে
ঘ. মানুষকে
৩৮. পশুপাখি ভোরে খালি পেটে বাসা থেকে বের হয়। সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফিরে। কে তাদের খাদ্য দেন?
ক. গাছ
খ. বাগান
গ. আল্লাহ তায়ালা
ঘ. প্রকৃতি
৩৯. সূর্যের তাপে সাগরের পানি বাষ্পীভ‚ত হয়ে আকাশে ওঠে মেঘে পরিণত হয়। তারপর বৃষ্টি হয়ে জমিনে পড়ে। এসব কে করেন?
ক. আল্লাহ তায়ালা
খ. আকাশ
গ. বাতাস
ঘ. প্রকৃতি
৪০. মামুনকে মেহেদি অন্যায়ভাবে চপেটাঘাত করে। ক্ষমতা থাকা সত্তে¡ও মামুন তার প্রতিশোধ নেয় না। সে আল্লাহর কোন গুণের দ্বারা অনুপ্রাণিত?
ক. সমাজের
খ. আকাশের
গ. প্রকৃতির
ঘ. আসমাউল হুসনা
৪১. মানুষদের থেকে বাছাই করে আল্লাহ কিছু লোকদের ওপর কিতাব ও নবুয়ত দান করেছেন। তাঁদের কী বলে?
ক. নবি-রাসুল
খ. ওলি
গ. ফেরেশতা
ঘ. মুমিন
৪২. কবরে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে বজলু তা বিশ্বাস করেনা। সে কোনটিকে অস্বীকার করল?
ক. কবর
খ. সওয়াল-জওয়াব
গ. কিয়ামত
ঘ. হাশর
৪৩. জোহরা হারাম খাওয়া, মিথ্যা বলা, অসৎ উদ্দেশ্য সাধন করা প্রভৃতি থেকে নিজেকে বিরত রাখে। জোহরাকে কী বলা যাবে?
ক. মানুষ খ. ফেরেশতা গ. মুসলিম ঘ. ওলি
৪৪. সুরত আলীর মাথায় সবসময় টুপি থাকে। সুন্নতি লেবাস পরিধান করে নিয়মিত সালাত আদায় করে। এটা কার চরিত্র?
ক. মুসলিমের
খ. মানুষের
গ. ফেরেশতার
ঘ. নবির
৪৫. “দুনিয়াতে আল্লাহর নাম নেওয়ার মতো যেদিন কেউ থাকবে না সেদিন আল্লাহ বিশ্বজগতের সবকিছু ধ্বংস করে দিবেন।” এটি কী নামে অভিহিত?
ক. কিয়ামত
খ. ইয়াওমুল হাশর
গ. আখেরি দিবস
ঘ. মিযান
৪৬. সবুজ ফসলের মাঠ, সোনালি ধান, গাছপালা, বয়ে যাওয়া নদী, নীল আকাশ, তারা ঝলমল রাত, ঝড়, বৃষ্টি এসবই আল্লাহর সৃষ্টি। এসব নিদর্শনের ভিতর দিয়ে আল্লাহর কী প্রকাশ পায়?
ক. আল্লাহর দয়া
খ. আল্লাহ পালনকারী
গ. আল্লাহ সৃষ্টিকর্তা
ঘ. আল্লাহর গুণের দীপ্তি
৪৭. আল্লাহর আইন ও বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের কী ধরনের কাজ?
ক. ফরজ খ. সুন্নত গ. নফল ঘ. ওয়াজিব
সাধারণ
৪৮. সর্বশ্রেষ্ঠ নবির নাম কী?
ক. হযরত ইউসুফ (আ)
খ. হযরত ঈসা (আ)
গ. হযরত মুহাম্মদ (স)
ঘ. হযরত মুসা (আ)
৪৯. আনুগত্যের জন্য প্রয়োজন
ক. আমল খ. আখলাক গ. ইমান ঘ. ধৈর্য
৫০. কবরে মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করা হবে?
ক. ৪ খ. ২ গ. ৩ ঘ. ৫
৫১. আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কেন?
ক. ভোগবিলাসের জন্য
খ. পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধির জন্য
গ. তাঁর ইবাদতের জন্য
ঘ. আখিরাতের শান্তির জন্য
৫২. জান্নাত লাভের আশায় তুমি কী কাজ করবে?
ক. দরবেশদের অনুসরণ করব
খ. দেশের রাজার কথা মেনে চলব
গ. সমাজের নেতাদের কথা মেনে চলব
ঘ. আল্লাহ ও নবি-রাসুলের কথা মেনে চলব
৫৩. মহান আল্লাহ কীভাবে মানুষকে চিরদিনের জন্য পানির সরবরাহ নিশ্চিত করেছেন?
ক. বৃষ্টির মাধ্যমে
খ. মেঘের মাধ্যমে
গ. মহাসাগরের মাধ্যমে
ঘ. পানিচক্রের মাধ্যমে
৫৪. সকল রাসুলের প্রতি বিশ্বাস করা মুসলিমদের কী?
ক. ইচ্ছাধীন
খ. ইমানের অঙ্গ
গ. সৌজন্য
ঘ. সুন্দর আচরণ
৫৫. আমলনামা সম্পর্কে প্রকৃত ধারণাটি কী?
ক. মানুষের সারাজীবনের কৃতকর্মের হিসাব
খ. আচার-আচরণের সমষ্টি
গ. ভালো কাজের হিসাব
ঘ. মন্দ কাজের হিসাব
৫৬. মুনকার নাকির কবরে কাদের তিনটি প্রশ্ন করেন?
ক. মানুষ খ. ফেরেশতা গ. নবি ঘ. মাটি
৫৭. আমাদের আমলনামা লিপিবদ্ধ করেন কোন ফেরেশতারা?
ক. মুনকার-নাকির
খ. আজরাইল
গ. জিবরাইল
ঘ. কিরামান-কাতিবিন
৫৮. মিযানে পরিমাপ করা হবে
ক. টাকা-পয়সা
খ. আমলনামা
গ. ধনসম্পত্তি
ঘ. জায়গা-জমি
৫৯. কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে
ক. যাকাতের
খ. সালাতের
গ. সাওমের
ঘ. হজের
৬০. ‘নিশ্চয়ই তুমি সব বিষয়ে সর্বশক্তিমান।’এ কথা কে বলেছেন?
ক. মহান আল্লাহ
খ. মহানবি (স)
গ. হযরত আলী (রা)
ঘ. হযরত আবু বকর (রা)
৬১. ‘তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও’ এটি কার কথা?
ক. আল্লাহর
খ. ইসলামে বলা হয়েছে
গ. মহানবি (স)-এর
ঘ. হযরত আবু বকর (রা)-এর
৬২. ‘পবিত্রতা ইমানের অঙ্গ’-বাণীটি কার?
ক. আল্লাহ তায়ালার
খ. হযরত মুহাম্মদ (স)-এর
গ. গুণীজনদের
ঘ. শিক্ষাবিদদের
৬৩. “সব প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারাবিশ্বের পালনকর্তা”, এটি কোন সূরার অর্থ?
ক. সূরা ফীল
খ. সূরা ফাতিহা
গ. সূরা কাওসার
ঘ. সূরা মাউন
৬৪. আল্লাহ কাদের হিদায়েতের জন্য নবি-রাসুল পাঠিয়েছেন?
ক. মানুষ খ. ফেরেশতা গ. পশু ঘ. পাখি
৬৫. আল্লাহ দুনিয়ার অসংখ্য নবি-রাসুল পাঠিয়েছিলেন। তাদের পাঠানোর উদ্দেশ্য কী?
ক. যুদ্ধ করতে
খ. নতুন ধর্ম দিতে
গ. আল্লাহর বাণী পৌঁছাতে
ঘ. নতুন শরিয়ত আনতে
৬৬. নবি-রাসুলের কাজ বা দায়িত্বকে কী বলে?
ক. আকাইদ খ. ইমান গ. আখিরাত ঘ. রিসালাত
৬৭. আল্লাহ তায়ালার আনুগত্যের নাম কী?
ক. ইমান খ. ইসলাম গ. তাকদির ঘ. আখিরাত
৬৮. কোন জীবনের শেষ নেই?
ক. সীমাহীন জীবনের
খ. অনন্তকালের জীবনের
গ. পরকালীন জীবনের
ঘ. ইহকালীন জীবনের
৬৯. নদীনালা, সাগরের পানি কীসে পরিণত হয়?
ক. বৃষ্টিতে
খ. মেঘে
গ. জলোচ্ছ্বাসে
ঘ. জলীয়বাষ্পে
৭০. একজন মুসলিমের চরিত্র কেমন হবে?
ক. মন্দ খ. খারাপ গ. ভালো না ঘ. উত্তম
৭১. কবরে আরাম অথবা আজাব কোন জীবনের অংশ?
ক. দুনিয়ার
খ. আখিরাতের
গ. জান্নাতের
ঘ. জাহান্নামের
৭২. সহজসরল পথে চলার জন্য তুমি কী করবে?
ক. আল্লাহ তায়ালার গুণাবলি সম্পর্কে সার্বিক জ্ঞানার্জন করব
খ. আল্লাহর তায়ালার ক্ষমতা সম্পর্কে চিন্তা করব
গ. আল্লাহ তায়ালার সীমাবদ্ধতা সম্পর্কে খোঁজ নেব
ঘ. আল্লাহ তায়ালার সন্তুষ্টি সাধন করব
৭৩. কীসের ওপর ইমান ব্যতীত মানুষ মুসলমান হতে পারে না?
ক. সালাত
খ. আখিরাত
গ. যাকাত
ঘ. হজ
৭৪. ইমান শব্দের অর্থ কী?
ক. আখলাক
খ. বিশ্বাস স্থাপন
গ. তাওহিদ
ঘ. স্বীকার করা
৭৫. হালিমুন শব্দের অর্থ কী?
ক. সুস্বাদু খাদ্য
খ. ক্ষমাশীল
গ. দয়াকারী
ঘ. অতি সহনশীল
৭৬. ‘রিসালাত’ শব্দের অর্থ কী?
ক. দায়িত্ব পালন করা
খ. বক্তৃতাদান
গ. বার্তাবহন
ঘ. সুপারিশ
৭৭. জান্নাতবাসীগণ কী পাবেন?
ক. শান্তি পাবেন
খ. সুস্বাদু পানীয় পাবেন
গ. যা চাইবেন তা পাবেন
ঘ. দুঃখ-কষ্ট পাবেন
৭৮. ‘ইয়াওমুল হাশর’ অর্থ
ক. সওয়াল জবাব
খ. সমবেত হওয়ার দিন
গ. কিয়ামতের দিন
ঘ. খোলা ময়দান
৭৯. ‘মান রাব্বুকা’ অর্থ কী?
ক. তোমার দীন কী?
খ. তোমার নবি কে?
গ. তোমার রব কে?
ঘ. এ ব্যক্তি কে?
৮০. ‘মান হাযার রাজুল’ অর্থ কী?
ক. তোমার জীবনব্যবস্থা কী
খ. তোমার রব কে?
গ. এ ব্যক্তি কে?
ঘ. তোমার দীন কী
৮১. চিরস্থায়ী শাস্তির স্থান কোনটি?
ক. বনজঙ্গল খ. নদনদী গ. হাটবাজার ঘ. জাহান্নাম
৮২. মানুষ কোনটি বানাতে পারে?
ক. গ্রহ-নক্ষত্র খ. জীবজন্তু গ. চেয়ার-টেবিল ঘ. ফলমূল
৮৩. কোনটি আল্লাহর বিধান?
ক. কুরআন মজিদ
খ. হাদিস
গ. ইজমা
ঘ. জান্নাত
৮৪. নাজাত বলতে কী বোঝায়?
ক. মুক্তি লাভ
খ. শান্তি লাভ
গ. সাওয়াব প্রাপ্তি
ঘ. ইবাদতে মশগুল হওয়া
৮৫. কোনটি মানুষ তৈরি করতে পারে না?
ক. পুকুর খ. বাগান গ. সমুদ্র ঘ. উড়োজাহাজ
৮৬. সওয়াল-জওয়াব কোথায় হবে?
ক. জান্নাতে খ. জাহান্নামে গ. পরকালে ঘ. কবরে
৮৭. ‘আকাইদ’ অর্থ কী?
ক. মানা খ. বিশ্বাস গ. বার্তা ঘ. ভাগ্য
৮৮. মৃত্যুর পরবর্তী জগৎকে কী বলা হয়?
ক. আখিরাত
খ. কবর
গ. হাশর
ঘ. কিয়ামত
৮৯. মানুষ কার প্ররোচনায় অন্যায় করে ফেলে?
ক. ফেরেশতার খ. শয়তানের গ. মন্দ লোকের ঘ. নারীদের
৯০. সবার আগে আমাদের প্রয়োজন কোনটি?
ক. নিজের অস্তিত্ব সম্পর্কে জানা
খ. পৃথিবী অস্তিত্ব সম্পর্কে জানা
গ. ইমান আনা
ঘ. পাপ পরিত্যাগ সম্পর্কে জানা
৯১. কোন ফেরেশতা নবি-রাসুলগণের কাছে ওহি নিয়ে আসতেন?
ক. মিকাইল (আ)
খ. আজরাইল (আ)
গ. জিবরাইল (আ)
ঘ. ইসরাফিল (আ)
৯২. আলো, বাতাস, পানি এসব কার দান?
ক. মানুষের খ. ফেরেশতার গ. আল্লাহর ঘ. প্রকৃতির
৯৩. আমরা ভুল করলে কার কাছে ক্ষমা চাইব?
ক. গুরুজনের কাছে
খ. মাতাপিতার
গ. শিক্ষকের কাছে
ঘ. আল্লাহর
৯৪. ‘খাতামুন্নাবিয়্যীন’ অর্থ কী?
ক. সর্বপ্রথম নবি
খ. সর্বশেষ নবি
গ. মহানবি (স)
ঘ. নবি-রাসুল
৯৫. আখিরাতের প্রথম ধাপ কোনটি?
ক. কিয়ামত খ. হাশর গ. কবর ঘ. জান্নাত
৯৬. কে সর্বজ্ঞানী?
ক. মানুষ খ. জীন গ. ফেরেশতা ঘ. আল্লাহ
৯৭. কারা নিষ্পাপ?
ক. মানুষ
খ. ফেরেশতা
গ. জীন
ঘ. নবি-রাসুলগণ
৯৮. আজাব অর্থ কী?
ক. শাস্তি খ. শান্তি গ. উন্নতি ঘ. কল্যাণ
৯৯. ‘আখিরাত’ অর্থ কী?
ক. পরকাল খ. মৌলিক বিশ্বাস গ. একাত্ববাদ ঘ. অংশীদার
১০০. মৃত্যুর পর কবরে কয়জন ফেরেশতা আসেন?
ক. দুইজন খ. তিনজন গ. চারজন ঘ. পাঁচজন
১০১. চিরস্থায়ী সুখের স্থান কোনটি?
ক. নিজের বাড়ি খ. কবর গ. জাহান্নাম ঘ. জান্নাত
১০২. ‘মা দীনুকা’ অর্থ
ক. তোমার নাম কী?
খ. তোমার দীন কী?
গ. তোমার রব কে?
ঘ. তোমার প্রতিপালকের নাম কী?
১০৩. গাছ বাতাস থেকে কী নেয়?
ক. মিথেন
খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. নাইট্রোজেন
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১০৪. সর্বপ্রথম কার ওপর ইমান আনতে হয়?
ক. আল্লাহর
খ. হযরত মুহাম্মদ (স)-এর
গ. পরকালের
ঘ. কিতাবের
১০৫. রাজ্জাক শব্দের অর্থ কী?
ক. সৃষ্টিকর্তা
খ. পালনকর্তা
গ. রিজিকদাতা
ঘ. রিজিক বণ্টনকারী
১০৬. আমাদের প্রথম নবির নাম কী?
ক. হযরত মুহাম্মদ (স)
খ. হযরত আদম (আ)
গ. হযরত মুসা (আ)
ঘ. হযরত ইবরাহীম (আ)
১০৭. নবি-রাসুলগণ মানুষের জন্য কী স্বরূপ?
ক. পিতা খ. মাতা গ. শিক্ষক ঘ. অভিভাবক
১০৮. যে কিতাবে রাসুলদের জ্ঞান দেওয়া হয় তাকে কী বলে?
ক. ওহি
খ. মানুষের কিতাব
গ. রিসালাত
ঘ. আল্লাহর কিতাব
১০৯. ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
১১০. পানির অপর নাম কী?
ক. মরণ খ. জীবন গ. গর্জন ঘ. তরল
১১১. জীব যেটি ছাড়া বাঁচে না
ক. ভালো খাবার
খ. জামাকাপড়
গ. কার্বন
ঘ. শ্বাস-প্রশ্বাস
১১২. সুখ-দুঃখের মালিক কে?
ক. মানুষ খ. কর্ম গ. আল্লাহ ঘ. তাকদির
১১৩. ‘কুল্লু নাফসিন যা-ইকাতুল মাওত’ অর্থ কী?
ক. প্রত্যেক প্রাণী একদিন ধ্বংস হবে
খ. প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে
গ. প্রত্যেক জাতির জন্য পথ আছে
ঘ. নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান
১১৪. “লিকুল্লি কাওমিন হাদিন” অর্থ কী?
ক. প্রত্যেক জাতির জন্য নবি আছে
খ. প্রত্যেক জাতির জন্য নাজাত আছে
গ. প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক আছে
ঘ. প্রত্যেক জাতির জন্য নেতা আছে
১১৫. পরিবেশ আমাদের কী রক্ষা করে?
ক. ভারসাম্য খ. আসবাব গ. মানসম্মান ঘ. নিরাপত্তা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।