পঞ্চম শ্রেণি | ইসলাম শিক্ষা | অধ্যায় ৪ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির ইসলাম শিক্ষা বিষয়টির ৪র্থ অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
চতুর্থ অধ্যায় – কুরআন মজিদ শিক্ষা
খ শূন্যস্থান পূরণ কর :
১. কুরআন মজিদ আল্লাহর ।
২. জিহব্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ।
৩. ح ع কণ্ঠনালির থেকে উচ্চারিত হয়।
৪. বিরামিহ্নকে বলে।
৫. কুরআন মজিদের ভাষা ।
উত্তর : ১. কালাম; ২. ﻖ ; ৩. মাঝখান; ৪. ওয়াক্ফ; ৫. আরবি।
গ বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল কর :
বাম পাশ ——————————ডান পাশ
কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য——–৪টি
কুরআন মজিদ হলো সর্বশেষ——–ﻩ – ﺀ
দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়——–ﻡ ﺐ ﻭ
জিহব্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়——–ﻖ
কণ্ঠনালির শুরু থেকে উচ্চারিত হয় আসমানি ——–কিতাব
উত্তর :
কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য ৪টি।
কুরআন মজিদ হলো সর্বশেষ আসমানি কিতাব।
দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় ﻡ ﺐ ﻭ
জিহব্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ﻖ
কণ্ঠনালির শুরু থেকে উচ্চারিত হয় ﻩ – ﺀ
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
প্রশ্ন- ১ \ কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য কয়টি?
উত্তর : কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য হলোারটি।
প্রশ্ন- ২ \ মাখরাজ কয়টি?
উত্তর : মাখরাজ ১৭টি।
প্রশ্ন- ৩ \ কণ্ঠনালির হরফ কয়টি?
উত্তর : কণ্ঠনালির হরফ ছয়টি।
প্রশ্ন- ৪ \ ﻈ ﺬ ﺚ কোথা থেকে উচ্চারিত হয়?
উত্তর : জিহব্বার অগ্রভাগ সামনের ওপরের দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে ﻈ ﺬ ﺚ এই তিনটি অক্ষর উচ্চারিত হয়।
প্রশ্ন- ৫ \ দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয়?
উত্তর : দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়।
ﻮ (ওয়াও); ﺐ (বা) এবং ﻢ (মিম)।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
প্রশ্ন \ ১ \ জামিল প্রতিদিন সকালে শুদ্ধ ও সুন্দর করে কুরআন তিলাওয়াত করে। তার এ তিলাওয়াতকে কী বলে?
উত্তর : তার এ তিলাওয়াতকে তাজবিদ সহকারে তিলাওয়াত বলে।
প্রশ্ন \ ২ \ কিয়ামত পর্যন্ত কুরআন মজিদ অবিকৃত থাকবে। এ মহান গ্রন্থকে বিকৃতির হাত থেকে রক্ষা করবেন কে?
উত্তর : এ মহান গ্রন্থকে বিকৃতির হাত থেকে রক্ষা করবেন মহান আল্লাহ তায়ালা।
প্রশ্ন \ ৩ \ মহান আল্লাহ তায়ালা কুরআন মজিদ আমাদের ওপর নাজেল করেছেন কেন?
উত্তর : সঠিকপথ দেখানোর জন্য মহান আল্লাহ তায়ালা আমাদের ওপর কুরআন মজিদ নাজেল করেছেন।
প্রশ্ন \ ৪ \ মহানবি (স)-এর সাহাবিগণ যে উদ্দেশ্যকে সামনে রেখে কুরআন তিলাওয়াত করতেন, তুমিও সেই উদ্দেশ্যকে সামনে রেখে কুরআন তিলাওয়াত কর। এক্ষেত্রে তোমার উদ্দেশ্য কয়টি?
উত্তর : এক্ষেত্রে আমার উদ্দেশ্যারটি।
প্রশ্ন \ ৫ \ শিক্ষক সাকিবকে বললেন, কণ্ঠনালির শেষ অংশ থেকে উচ্চারিত হরফগুলো বল। তখন সে কোন হরফগুলো বলবে?
উত্তর : তখন সে গইন-খ (غ, خ) হরফগুলো বলবে।
প্রশ্ন \ ৬ \ তামিম তাজবিদ সহকারে কুরআন তিলাওয়াত করে। তার মা তাকে জিজ্ঞেস করলেন, জিহব্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কোন হরফটি? এখন সে কোন হরফটির কথা বলবে?
উত্তর : সে ক্বফ (ق) হরফটির কথা বলবে।
প্রশ্ন \ ৭ \ শিক্ষক শ্রেণিতে বললেন, মীম ও নুন এ দুটি হরফ যখন তাশদিদযুক্ত হয়, তখন তার উচ্চারণ নাকের বাঁশির মধ্য দিয়ে গুণগুণ করে উচ্চারিত হয়। এ উচ্চারণকে কী বলে?
উত্তর : এ উচ্চারণকে গুন্নাহ বলে।
প্রশ্ন \ ৮ \ সাদিয়া তার ছোট বোন সুমাইয়াকে প্রশ্ন করল, কুরআন মজিদ তিলাওয়াতের সময় আমরা কিছু বিরামিহ্নের নিয়ম মেনেলি। এিহ্নগুলোকে কী বলে?
উত্তর : এিহ্নগুলোকে ওয়াক্ফ বলে।
প্রশ্ন \ ৯ \ তুমি আসমানিারটি কিতাবের নাম জেনেছ। সর্বশেষ আসমানি কিতাব কোনটি?
উত্তর : সর্বশেষ আসমানি কিতাব কুরআন মজিদ।
প্রশ্ন \ ১০ \ কুরআন মজিদের আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরামিহ্ন ব্যবহার করা হয়েছে। কেন?
উত্তর : শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য কুরআন মজিদের আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরামচিহ্ন ব্যবহার করা হয়েছে।
প্রশ্ন \ ১১ \ কুরআন মজিদে ব্যবহৃত ০ (গোল)িহ্ন দ্বারা কী নির্দেশ করে?
উত্তর : কুরআন মজিদে ব্যবহৃত ০ (গোল)িহ্ন দ্বারা পূর্ণ বিরতি নির্দেশ করে।
প্রশ্ন \ ১২ \ কোনো কোনো আয়াতে কিছুিহ্নিত স্থানে ওয়াক্ফ করা আবশ্যক। ওয়াক্ফ না করলে কোনো কোনো ক্ষেত্রে কী ঘটার সম্ভাবনা থাকে?
উত্তর : ওয়াক্ফ না করলে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃতির সম্ভাবনা থাকে।
প্রশ্ন \ ১৩ \ কমপক্ষে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয় কোথায়?
উত্তর : কমপক্ষে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয় গুন্নাহর স্থলে।
প্রশ্ন \ ১৪ \ গুন্নাহর গুরুত্ব অপরিসীম কোন ক্ষেত্রে?
উত্তর : গুন্নাহর গুরুত্ব অপরিসীম কুরআন মজিদ তিলাওয়াতের ক্ষেত্রে।
প্রশ্ন \ ১৫ \ সূরা ফীল একটি মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা কত?
উত্তর : সূরা ফীল এর আয়াত সংখ্যা ৫।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
সাধারণ :
প্রশ্ন- ১৬ \ “ইন্না শানিয়াকা হুয়াল আবতার”-এর অর্থ কী?
উত্তর : নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ।
প্রশ্ন- ১৭ \ ওয়াক্ফে তাম কাকে বলে?িহ্নটি আঁক?
উত্তর : আয়াতের শেষে যে গোলিহ্ন থাকে তাকে ওয়াক্ফে তাম বলে।িহ্নটি হলো ‘০’।
প্রশ্ন- ১৮ \ কুরআন মজিদের ভাষা কী?
উত্তর : কুরআন মজিদের ভাষা আরবি।
প্রশ্ন- ১৯ \ মাখরাজ কাকে বলে?
উত্তর : আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।
প্রশ্ন- ২০ \ গুন্নাহর হরফ কতটি ও কী কী?
উত্তর : গুন্নাহর হরফ দুইটি। م (মিম), ن (নুন)
প্রশ্ন- ২১ \ কে সর্বপ্রথম ওয়াকফ ব্যবহার করেন?
উত্তর : আবু আবদুল্লাহ মুহম্মদ ইবনে তাইফুর।
প্রশ্ন- ২২ \ গুন্নাহ করা কী?
উত্তর : গুন্নাহ করা ওয়াজিব।
প্রশ্ন- ২৩ \ তাজবিদ কাকে বলে?
উত্তর : শুদ্ধভাবে কুরআন মজিদ তিলাওয়াতের নিয়মকে তাজবিদ বলে।
প্রশ্ন- ২৪ \ গুন্নাহ কাকে বলে?
উত্তর : নাক ব্যবহার করে আরবি হরফ উচ্চারণ করাকে গুন্নাহ বলে।
প্রশ্ন- ২৫ \ ‘ওয়াকফে লাজিম’ কাকে বলে?
উত্তর : কুরআনের আয়াতে যে ওয়াক্ফের জন্য আবশ্যিক বিরতি দিতে হয়, তাকে ওয়াক্ফে লাজিম বলা হয়।
প্রশ্ন- ২৬ \ সূরা কাউসারের আয়াত সংখ্যা কত?
উত্তর : সূরা কাউসারের আয়াত সংখ্যা তিন।
প্রশ্ন- ২৭ \ কণ্ঠনালির হরফ কয়টি ও কী কী?
উত্তর : কণ্ঠনালির হরফ ৬টি। যেমন : ﻩ-ﺀ, ﺡ-ﻉ, ﺥ-ﻍ।
প্রশ্ন- ২৮ \ জিহব্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে কোন হরফ উচ্চারিত হয়?
উত্তর : জিহব্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে – ﺝ – ﺵ – ﻯ উচ্চারিত হয়।
প্রশ্ন- ২৯ \ সূরা মাউনের আয়াত সংখ্যা কত?
উত্তর : সূরা মাউনের আয়াত সংখ্যা ৭টি।
প্রশ্ন- ৩০ \ ওয়াক্ফেরিহ্ন হিসেবে ব্যবহৃত হরফ কতটি?
উত্তর : ওয়াক্ফেরিহ্ন হিসেবে ব্যবহৃত হয় আটটি হরফ।
প্রশ্ন- ৩১ \ আরবি হরফের কতটি মাখরাজ?
উত্তর : আরবি ২৯টি হরফের ১৭টি মাখরাজ।
প্রশ্ন- ৩২ \ কুরআন মজিদ কোথায় সংরক্ষিত ছিল?
উত্তর : কুরআন মজিদ সংরক্ষিত ছিল লাওহে মাহফুজে।
প্রশ্ন- ৩৩ \ কুরআন মজিদ কীসের উৎস?
উত্তর : সকল জ্ঞান-বিজ্ঞানের উৎস।
প্রশ্ন- ৩৪ \ তাজবিদ শব্দের অর্থ কী?
উত্তর : তাজবিদ শব্দের অর্থ হলো সুন্দর করে পড়া বা বিন্যাস করা।
প্রশ্ন- ৩৫ \ মাখরাজ শব্দের অর্থ কী?
উত্তর : মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার জায়গা।
প্রশ্ন- ৩৭ \ সর্বশেষ আসমানি কিতাব কোনটি?
উত্তর : সর্বশেষ আসমানি কিতাব হলো কুরআন মজিদ।
প্রশ্ন- ৩৮ \ কুরআন পরিবর্তন হবে না কেন?
উত্তর : কুরআন মজিদের হেফাজতকারী স্বয়ং আল্লাহ।
প্রশ্ন- ৩৯ \ সাহাবিগণ পৃথিবীর নেতৃত্ব দিতে পেরেছিলেন কেন?
উত্তর : সাহাবিগণ কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছিলেন বলে।
প্রশ্ন- ৪০ \ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত না করলে কী হয়?
উত্তর : শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত না করলে অর্থ পরিবর্তন হয়ে যায়।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।