পঞ্চম শ্রেণি | ইসলাম শিক্ষা | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির ইসলাম শিক্ষা বিষয়টির ১ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
প্রথম অধ্যায় – আকাইদ-বিশ্বাস
অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ ধর্মীয় শিক্ষক শ্রেণিতে বললেন, এ পৃথিবীর একজন মালিক আছেন। এখানে কার কথা বুঝিয়েছেন?
উত্তর : মহান আল্লাহর কথা বুঝিয়েছেন।
প্রশ্ন \ ২ \ তোমার পাশের বাড়ির জামাল সাহেব অনেক অসুস্থ। তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। এমতাবস্থায় জামাল সাহেবের কী প্রয়োজন?
উত্তর : জামাল সাহেবের অক্সিজেনের প্রয়োজন।
প্রশ্ন \ ৩ \ আমাদের মাথার উপরের নীল আকাশ, প্রখর সূর্য নিজে নিজে সৃষ্টি হয় নি। এগুলো কে সৃষ্টি করেছেন?
উত্তর : এগুলো মহান আল্লাহ সৃষ্টি করেছেন।
প্রশ্ন \ ৪ \ মাঠভরা ধান, গাছগাছালি, নদনদী ইত্যাদি কী প্রমাণ করছে?
উত্তর : মহান আল্লাহর অস্তিত্ব প্রমাণ করছে।
প্রশ্ন \ ৫ \ আকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহর অধীন। এটি থেকে কী বোঝা যায়?
উত্তর : এটি থেকে বোঝা যায় আল্লাহ সর্বশক্তিমান।
প্রশ্ন \ ৬ \ “আল্লাহর সৃষ্ট পানির মাধ্যমে সমগ্র সৃষ্টি উপকৃত হয়।” এতে আল্লাহর কোন গুণ প্রকাশ পায়?
উত্তর : এতে আল্লাহর পালনকর্তা গুণ প্রকাশ পায়।
প্রশ্ন \ ৭ \ তোমার খেলনা গাড়িটি তোমার বন্ধু ভেঙে ফেলেছে। এক্ষেত্রে তুমি কী করবে?
উত্তর : এক্ষেত্রে আমি তাকে ক্ষমা করে দেব।
প্রশ্ন \ ৮ \ তুমি একটি অন্যায় কাজ করে ফেলেছ কিন্তু তোমার মাকে বলেছ কাজটি তুমি করনি। অথচ এটি কার কাছে গোপন থাকবে না?
উত্তর : এটি আল্লাহর কাছে গোপন থাকবে না।
প্রশ্ন \ ৯ \ ফয়সালের বন্ধু তার চরম ক্ষতি করলেও ফয়সাল তাকে ক্ষমা করে দেয়। ফয়সালের মধ্যে আল্লাহর কোন গুণটির বহিঃপ্রকাশ ঘটেছে?
উত্তর : ফয়সালের মধ্যে ‘আল্লাহু গফুরুন’ গুণটির বহিঃপ্রকাশ ঘটেছে।
প্রশ্ন \ ১০ \ ‘আল্লাহ দয়ালু’- এ গুণে গুণান্বিত হয়ে আমরা কী করব?
উত্তর : ‘আল্লাহ দয়ালু’- এ গুণে গুণান্বিত হয়ে আমরা সবাইকে দয়া করব।
প্রশ্ন \ ১১ \ তুমি আল্লাহর বিধান পড়ছ। তা কোথায় আছে?
উত্তর : আল্লাহর বিধান কুরআন মজিদে আছে।
প্রশ্ন \ ১২ \ জামিল আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে ও অন্তর দিয়ে বিশ্বাস করে। তাকে কী বলা হবে?
উত্তর : তাকে মুমিন বলা হবে।
প্রশ্ন \ ১৩ \ রাহেলা আল্লাহর কিতাব তিলাওয়াত করেছে। সে কোন কিতাব পড়েছে?
উত্তর : সে আল্লাহর কিতাব কুরআন মজিদ পড়েছে।
প্রশ্ন \ ১৪ \ আমরা একমাত্র কার ইবাদত বন্দেগি করব?
উত্তর : আমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগি করব।
প্রশ্ন \ ১৫ \ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গাছপালা আমাদের অনেক উপকার করে। আমাদের দেহের জন্য কার্বন ডাইঅক্সাইড কী?
উত্তর : আমাদের দেহের জন্য কার্বন ডাইঅক্সাইড বিষ।
প্রশ্ন \ ১৬ \ মানুষ ও গাছপালা পরস্পরের জীবন রক্ষায় কীভাবে সাহায্য করে?
উত্তর : মানুষের জন্য গাছপালা অক্সিজেন সরবরাহ করে, মানুষ গাছপালাকে কার্বন ডাইঅক্সাইড দেয়।
প্রশ্ন \ ১৭ \ পানি যাতে বিশুদ্ধ থাকে সেজন্য আমাদের যতœ নিতে হবে। পানির যতœ না নিলে কী হবে?
উত্তর : পানির যতœ না নিলে আমরা রোগব্যাধিতে অসুস্থ হয়ে পড়ব।
প্রশ্ন \ ১৮ \ মহান আল্লাহ কীভাবে মানুষ, জীবজন্তু, পশুপাখিকে চিরদিনের জন্য পানির সরবরাহ নিশ্চিত করেছেন?
উত্তর : মহান আল্লাহ পানিচক্রের মাধ্যমে মানুষ, জীবজন্তু, পশুপাখিকে চিরদিনের জন্য পানির সরবরাহ নিশ্চিত করেছেন ।
প্রশ্ন \ ১৯ \ মহান আল্লাহর অশেষ নিয়ামতের প্রতিদান হিসেবে আমাদের কী করা উচিত?
উত্তর : মহান আল্লাহর অশেষ নিয়ামতের প্রতিদান হিসেবে আমাদের মহান আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
প্রশ্ন \ ২০ \ হঠাৎ তুমি একটি মারাত্মক পাপের কাজ করে ফেলেছ। এখন তোমার করণীয় কী?
উত্তর : এখন আমার করণীয় হলো আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া।
সাধারণ
প্রশ্ন \ ২১ \ ইমানের ফল কী?
উত্তর : ইমানের ফল হলো- মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা।
প্রশ্ন- ২২ \ আখিরাত কাকে বলে?
উত্তর : মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে।
প্রশ্ন- ২৩ \ মুমিন কাকে বলে?
উত্তর : যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে মুমিন বলে।
প্রশ্ন- ২৪ \ সালামের অর্থ কী?
উত্তর : আপনার ওপর শান্তি বর্ষিত হোক।
প্রশ্ন- ২৫ \ হালিম শব্দের অর্থ কী?
উত্তর : হালিম শব্দের অর্থ অতি সহনশীল।
প্রশ্ন- ২৬ \ কবরের প্রথম প্রশ্ন কী?
উত্তর : কবরের প্রথম প্রশ্ন হলো মান রাব্বুকা অর্থাৎ তোমার রব কে?
প্রশ্ন- ২৭ \ ইসলাম বলতে কী বোঝ?
উত্তর : আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম।
প্রশ্ন- ২৮ \ কোন কোন ফেরেশতা আমাদের পাপ-পুণ্যের হিসাব লিপিবদ্ধ করেন?
উত্তর : কিরামান কাতিবিন ফেরেশতা আমাদের পাপ-পূণ্যের হিসাব লিপিবদ্ধ করেন।
প্রশ্ন- ২৯ \ আল আসমাউল হুসনা শব্দের অর্থ কী?
উত্তর : আল আসমাউল হুসনা শব্দের অর্থ সুন্দর নামসমূহ।
প্রশ্ন- ৩০ \ আমলনামা কী?
উত্তর : আমাদের চলাফেরা, আচার-আচরণ, ভালোমন্দ, পাপ-পূন্য সবকিছুই আল্লাহর হুকুমে একদল ফেরেশতা লিখে রাখেন, একে বলা হয় আমলনামা।
প্রশ্ন- ৩১ \ কবরে দুইজন ফেরেশতা কয়টি প্রশ্ন করবে?
উত্তর : কবরে দুইজন ফেরেশতা তিনটি প্রশ্ন করবে।
প্রশ্ন- ৩২ \ আল্লাহু সামিউমবাসির কথাটির অর্থ কী?
উত্তর : আল্লাহু সামিউমবাসির কথাটির অর্থ হলো আল্লাহ সব শোনেন, সব দেখেন।
প্রশ্ন- ৩৩ \ আমরা কীভাবে আল্লাহর শোকর আদায় করব?
উত্তর : আমরা আনুগত্যের মাধ্যমে আল্লাহর শোকর আদায় করব।
প্রশ্ন- ৩৪ \ আখিরাতের প্রথম ধাপ কোনটি?
উত্তর : আখিরাতের প্রথম ধাপ কবর।
প্রশ্ন- ৩৫ \ আল্লাহ তায়ালার আনুগত্যের নাম কী?
উত্তর : আল্লাহ তায়ালার আনুগত্যের নাম ইসলাম।
প্রশ্ন- ৩৬ \ রিসালাত শব্দের অর্থ কী?
উত্তর : রিসালাত অর্থ বার্তাবহন।
প্রশ্ন- ৩৭ \ কবরে মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করা হবে?
উত্তর : কবরে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হবে।
প্রশ্ন- ৩৮ \ ওহি প্রেরণের কারণ কী?
উত্তর : মানুষকে সুখ, শান্তি ও কল্যাণের পথ প্রদর্শন ওহি প্রেরণের কারণ।
প্রশ্ন- ৩৯ \ মিযান শব্দের অর্থ কী?
উত্তর : মিযান অর্থ পরিমাপযন্ত্র।
প্রশ্ন- ৪০ \ আখিরাতকে অস্বীকার করলে মানুষ মর্যাদার কোন স্তরে চলে যায়?
উত্তর : আখিরাতকে অস্বীকার করলে মানুষ পশুর চেয়েও নিম্নস্তরে চলে যায়।
প্রশ্ন- ৪১ \ মুসলিম চরিত্রে কী থাকবে?
উত্তর : মুসলিম চরিত্রে থাকবে আল্লাহর ভয়।
প্রশ্ন- ৪২ \ হাশর কাকে বলে?
উত্তর : বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তায়ালা সবাইকে পাপ-পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করে তাঁর সামনে হাজির করবেন। একে বলা হয় হাশর।
প্রশ্ন- ৪৩ \ মৃত্যুর পর মানুষকে কীসের সম্মুখীন হতে হবে?
উত্তর : মৃত্যুর পর প্রত্যেক মানুষকে কবরে সওয়াল-জওয়াবের সম্মুখীন হতে হবে।
প্রশ্ন- ৪৪ \ ইসলামের স্তম্ভ কয়টি?
উত্তর : ইসলামের স্তম্ভ ৫টি।
প্রশ্ন- ৪৫ \ দৃশ্য ও অদৃশ্য বস্তু কে সৃষ্টি করেছেন?
উত্তর : দৃশ্য ও অদৃশ্য সকল বস্তুই সৃষ্টি করেছেন মহান আল্লাহ।
প্রশ্ন- ৪৬ \ আল্লাহ কীভাবে পানির ব্যবস্থা করেন?
উত্তর : আল্লাহ তায়ালা পানিচক্রের মাধ্যমে আমাদের পানির ব্যবস্থা করেন।
প্রশ্ন- ৪৭ \ ‘আসমাউল হুসনা’ কাকে বলে?
উত্তর : আল্লাহ তায়ালার অনেকগুলো সুন্দর নাম আছে, এগুলোকে একত্রে ‘আসমাউল হুসনা’ বলে।
প্রশ্ন- ৪৮ \ আল্লাহু গাফুরুন অর্থ কী?
উত্তর : আল্লাহু গাফুরুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল।
প্রশ্ন- ৪৯ \ ‘ইন্নালাহা সামিউন আলিম’ অর্থ কী?
উত্তর : ‘ইন্নালাহা সামিউন আলিম’ অর্থ নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন।
প্রশ্ন- ৫০ \ খাতামুন্নাবিয়্যীন অর্থ কী?
উত্তর : ‘খাতামুন্নাবিয়্যীন’ অর্থ সর্বশেষ নবি।
প্রশ্ন- ৫১ \ চিরশান্তির স্থান কোনটি?
উত্তর : চিরশান্তির স্থান হলো জান্নাত।
প্রশ্ন- ৫২ \ কারা জাহান্নামি?
উত্তর : যারা ইমান আনেনি, আল্লাহর নির্দেশ অমান্য করেছে এবং শয়তানের অনুসারী তারা জাহান্নামি।
প্রশ্ন- ৫৩ \ নবি-রাসুলগণের জীবনের লক্ষ্য কী ছিল?
উত্তর : নবি-রাসুলগণের জীবনের লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সাধন করা।
প্রশ্ন- ৫৪ \ কার কোনো শরিক নেই?
উত্তর : আল্লাহর কোনো শরিক নেই।
প্রশ্ন- ৫৫ \ আল্লাহর গুণাবলি সম্পর্কে জ্ঞান না থাকলে কী হয়?
উত্তর : আল্লাহর গুণাবলি সম্পর্কে জ্ঞান না থাকলে ইসলামের সহজসরল পথে চলা কিছুতেই সম্ভব নয়।
প্রশ্ন- ৫৬ \ কোন জ্ঞান অর্জন করা ফরজ?
উত্তর : আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা ফরজ।
প্রশ্ন- ৫৭ \ আল্লাহর বিধান কোথায় আছে?
উত্তর : আল্লাহর বিধান কুরআন মজিদে আছে।
প্রশ্ন- ৫৮ \ ইমানের ফল কী?
উত্তর : ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা।
প্রশ্ন- ৫৯ \ আল্লাহর আনুগত্যের জন্য কীসের প্রয়োজন?
উত্তর : আল্লাহর আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন।
প্রশ্ন- ৬০ \ আমাদের চারদিকে কী রয়েছে?
উত্তর : আমাদের চারদিকে ছড়িয়ে রয়েছে আল্লাহর অসংখ্য সৃষ্টি ও তাঁর অস্তিত্বের নিদর্শন।
প্রশ্ন- ৬১ \ আল্লাহর নিদর্শন কী সাক্ষ্য দিচ্ছে?
উত্তর : আল্লাহর নির্দশন সাক্ষ্য দিচ্ছে যে, এসব কিছুই একই স্রষ্টার সৃষ্টি।
প্রশ্ন- ৬২ \ আখিরাত সম্পর্কে কারা মানুষদেরকে জ্ঞান শিখিয়েছেন।
উত্তর : আখিরাত সম্পর্কে নবি-রাসুলগণ মানুষদেরকে জ্ঞান শিখিয়েছেন।
প্রশ্ন- ৬৩ \ তাখাল্লাকু বিআখলাকিল্লাহ অর্থ কী?
উত্তর : তাখাল্লাকু বিআখলাকিল্লাহ অর্থ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও।
প্রশ্ন- ৬৪ \ আল্লাহর গুণ সম্পর্কে জানা থাকলে কী সুবিধা হয়?
উত্তর : আল্লাহর গুণ সম্পর্কে জানা থাকলে তাঁর আদেশমতো চলা সহজ হয়।
প্রশ্ন- ৬৫ \ আমরা কীভাবে আল্লাহর নিয়ামত ভোগ করব?
উত্তর : আমরা আল্লাহর আদেশমতো তাঁর সব নিয়ামত ভোগ করব।
প্রশ্ন- ৬৬ \ আমরা কার আনুগত্য করব?
উত্তর : আমরা একমাত্র আল্লাহর আনুগত্য করব।
প্রশ্ন- ৬৭ \ আমরা কার শোকর আদায় করব?
উত্তর : আমরা আল্লাহর শোকর আদায় করব।
প্রশ্ন- ৬৮ \ আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন অর্থ কী?
উত্তর : সব প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারা বিশ্বের পালনকর্তা।
প্রশ্ন- ৬৯ \ ওয়াল্লাহু আলিমুন হালিম অর্থ কী?
উত্তর : আল্লাহ সর্বজ্ঞানী, অতিসহনশীল।
প্রশ্ন- ৭০ \ ‘ইন্নাল্লাহা সামিউন আলিম’ কোন সূরার কত নং আয়াত?
উত্তর : সূরা বাকারার ১৮১নং আয়াত।
প্রশ্ন- ৭১ \ মানুষ অন্যায় করে কেন?
উত্তর : মানুষ শয়তানের প্ররোচনায় অন্যায় করে।
প্রশ্ন- ৭২ \ কিরামান কাতিবিন কারা?
উত্তর : আল্লাহর হুকুমে একদল ফেরেশতা সবকিছু লিখে রাখেন। তাদেরকে কিরামান কাতিবিন বলে।
প্রশ্ন- ৭৩ \ আমাদের সৃষ্টিকর্তা কে?
উত্তর : আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহপাক।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।