নারী ও পরিবার কল্যাণ মাস্টার্স শেষ পর্ব সাজেশন এবং প্রশ্নোত্তর নিচে দেওয়া হলোঃ
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: সমাজকর্ম
বিষয়: নারী ও পরিবার কল্যাণ
বিষয় কোড: ৩১২১০৯
নারী ও পরিবার কল্যাণ মাস্টার্স শেষ পর্ব সাজেশন –
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. নারী কল্যাণ কী?
উত্তর : নারীর সার্বিক কল্যাণ সাধনকে বুঝায়।
২. জাতিসংঘ কত সালকে বিশ্ব নারী বর্ষ হিসেবে ঘোষণা করে?
উত্তর : জাতিসংঘ ১৯৭৫ সালকে বিশ্ব নারী বর্ষ হিসেবে ঘোষণা করে।
৩. CEDAW-এর পূর্ণরূপ কী?
উত্তর : CEDAW-এর পূর্ণরূপ- Convention on the Elimination of all Forms of Discrimination Against Women.
৪. কত সালে উন্নয়নে নারী ধারণাটির উদ্ভব ঘটে?
উত্তর : ১৯৭০ সালে উন্নয়নে নারী ধারণাটির উদ্ভব ঘটে।
৫. কোন ধর্মে নারীদের মোহরানার অধিকার আছে?
উত্তর : ইসলাম ধর্মে নারীদের মোহরানার অধিকার আছে।
৬. বর্তমান জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
উত্তর : বর্তমান জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি।
৭. “মায়ের পদতলে সন্তানদের বেহেস্ত” কার বাণী?
উত্তর : “মায়ের পদতলে সন্তানদের বেহেস্ত” বাণী হযরত মুহাম্মদ(সঃ)।
৮. বাংলাদেশে নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি?
উত্তর : বাংলাদেশে নারীদের জন্য পৃথক মন্ত্রণালয়- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
৯. বাংলাদেশে প্রথম জাতীয় নারী উন্নয়নে নীতিমালা কবে গৃহীত হয়?
উত্তর : বাংলাদেশে প্রথম জাতীয় নারী উন্নয়নে নীতিমালা গৃহীত হয় ১৯৯৭ সালে।
১০. ভূমিকা কি?
উত্তর : ভূমিকা- সামাজিক মর্যাদার আচরণগত দিক।
আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১১. পরিবার কল্যাণ কী?
উত্তর : পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ সাধন।
১২. আন্তজার্তিক নারী দিবস কোনটি?
উত্তর : আন্তজার্তিক নারী দিবস ৮ মার্চ।
১৩. মর্যাদাকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : মর্যাদাকে ২ ভাগে ভাগ করা যায়।
১৪. ইভটিজিং কী?
উত্তর : মেয়েদের উত্যক্ত করা।
১৫. নারীর ক্ষমতায়ন কাকে বলে?
নারী ও পরিবার কল্যাণ মাস্টার্স শেষ পর্ব সাজেশন –
উত্তর : নারীর নিজস্ব সিধান্ত নেওয়ার ক্ষমতা।
১৬. ইসলামে জ্ঞানার্জনের জন্য প্রয়োজনে কোন দেশে যাবার কথা বলা হয়েছে?
উত্তর : ইসলামে জ্ঞানার্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাবার কথা বলা হয়েছে।
১৭. শিক্ষার অধিকার সম্পর্কে ইসলামের বক্তব্য কি?
উত্তর : শিক্ষার অধিকার সম্পর্কে ইসলামের বক্তব্য প্রত্যেক মুসশলনা নরনারীর জন্য জ্ঞানার্জন করা সম্ভব।
১৮. পৃথিবীতে মানুষের মর্যাদা কী?
উত্তর : পৃথিবীতে মানুষের মর্যাদা সৃষ্টির সেরা জীব।
১৯. বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন কত সালে প্রণীত হয়?
উত্তর : বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন ১৯৭৪ সালে প্রণীত।
২০. মানুষ ও ফেরেস্তার মধ্যে কে উত্তম?
উত্তর : মানুষ ও ফেরেস্তার মধ্যে উত্তম- মানুষ।
২১. নারী সমাজের অধিকার সংক্রান্ত কনভেনশন কবে গ্রহীত হয়?
উত্তর : নারী সমাজের অধিকার সংক্রান্ত কনভেনশন গ্রহীত হয় ১৯৭৫ সালে।
২২. CEDAW সনদে কয়টি পরিচ্ছেদ আছে?
উত্তর : CEDAW সনদে পরিচ্ছেদ আছে ৬টি।
২৩. কতসালে বাল্য বিবাহ নিরোধ আইন প্রণীত হয়?
উত্তর : ১৯২৯ সালে বাল্য বিবাহ নিরোধ আইন প্রণীত হয়।
২৪. লিঙ্গ বৈষম্য কী?
উত্তর : নারী ও পুরুষের সামাজিকভাবে নির্ধারিত পরিচয়।
২৫. নারীর ক্ষমতায়নের দুটি মানদন্ড লিখ।
উত্তর : নারীর ক্ষমতায়নের দুটি মানদন্ড- সিদ্ধান্ত গ্রহণ ও অংশগ্রহণ।
নারী ও পরিবার কল্যাণ মাস্টার্স শেষ পর্ব সাজেশন –
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. নারী উন্নয়ন বলতে কি বুঝ?
২. জেন্ডার ও উন্নয়ন কী?
৩. ইসলাম ধর্মের নারীর অধিকারগুলো কী কী?
৪. কায়রো সম্মেলন কী?
৫. বেইজিং ঘোষণা কী?
৬. বাংলাদেশে নারী কল্যাণের জন্য আইনগত মর্যাদাগুলো লিখ।
৭. বিবাহ বলতে কী বুঝ?
৮. পারিবারিক বিশৃঙ্খলা কী?
৯. পেশাগত ক্ষেত্রে নারীদের সমস্যাসমূহ আলোচনা কর।
১০. জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর লক্ষ্যসমূহ কী?
আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১১. প্রবীণ কল্যাণ কী?
১২. নারী শিক্ষা নিশ্চিতকরণের উপায়সমূহ উল্লেখ কর।
১৩. পরিকল্পনার সংজ্ঞা দাও।
১৪. বাংলাদেশে নারীর কল্যাণের সীমাবদ্ধতাসমূহ কী কী ?
১৫. নারী ক্ষমতায়ন বলতে কী বুঝ?
১৬. বিবাহের প্রকারভেদ লিখ।
১৭. ধর্ম কী?
১৮. নারী উন্নয়নে এনজিওসমূহের কয়েকটি কার্যক্রম দেখাও।
নারী ও পরিবার কল্যাণ মাস্টার্স শেষ পর্ব সাজেশন –
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. নারীর প্রতি সকল বৈষম্য বিলোপসংক্রান্ত কনভেনসন (সিডো) ১৯৭৯ সালের উল্লেখিত ধারা লিখ এবং
বাংলাদেশের নারী অধিকার সংরক্ষণে এর গুরুত্ব আলোচনা কর।
২. নারীর ক্ষমতায়ন বলতে কী বুঝ? বাংলাদেশে নারীর ক্ষমতায়ন পরিস্থিতি আলোচনা কর।
৩. ইসলাম ধর্মে বর্ণিত নারীর অধিকার আধিকার ও মর্যাদাসমূহ আলোচনা কর।
৪. বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের সমস্যা ও সীমাবদ্ধতা আলোচনা কর।
৫. বিবাহ বিচ্ছেদের কারণসমূহ বর্ণনা দাও। পারিবারিক জীবনের বিবাহ বিচ্ছেদের প্রভাব আলোচনা কর।
৬. বাংলাদেশে নারী উন্নয়ন ও পরিবার কল্যাণে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর।
৭. বাংলাদেশে নারী কল্যাণ কর্মসূচিসমূহ কী কী আলোচনা কর ।
৮. নারী ক্ষমতায়ন কী? বাংলাদেশে নারীর অধিকার ও মর্যাদাসমূহ আলোচনা কর।
৯. বাংলাদেশে নারীদের রাজনৈতিক অবস্থা/মর্যাদা বর্ণনা কর।
আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১০. পরিবার কল্যাণ কি? বাংলাদেশে পরিবার কল্যাণের সমস্যা ও সম্ভবনা আলোচনা কর।
১১. নারী উন্নয়নে এনজিওর কর্মসূচি আলোচনা কর।
১২. প্রধান প্রধান ধর্মে বর্ণিত নারীর মর্যাদা সংক্ষেপে আলোচনা কর।
১৩. মর্যাদা কি? ভূমিকা ও মর্যাদার অসংগতির ফলে সৃষ্ট সমস্যাসমূহ আলোচনা কর।
১৪. ব্যক্তি জীবনে পারিবারিক বিশৃঙ্খালার প্রভাব দেখাও।
১৫. বাংলাদেশে নারীদের রাজনৈতিক অবস্থা বর্ণনা কর।
১৬. নারী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবন্ধকতাসমূহ উল্লেখ কর।
১৭. বাংলাদেশে নারী উন্নয়ন ও পরিবার কল্যাণে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর।
সমাজকর্ম বিভাগের নারী ও পরিবার কল্যাণ বিষয় সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।