তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৬ মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর PDF।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ-২৬: মুক্তিযুদ্ধে রাজারবাগ, পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৬ মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর PDF
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ-২৬: মুক্তিযুদ্ধে রাজারবাগ
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৬ মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর PDF
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-১৯: ঢাকাই সমলিন প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২০ হজরত আবু বকর (রা.) প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২১ আমার পণ-মদনমোহন তর্কালঙ্কার প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২২ মানব জয়ের গল্প প্রশ্ন উত্তর
পাঠ-২৬: মুক্তিযুদ্ধে রাজারবাগ
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ শিখি
বীরত্ব – সাহসিকতা
পরিপাটি – সুন্দর করে সাজানো
গ্যালারি – প্রদর্শন স্থান
বেতারযন্ত্র – বিনা তারে খবর পাঠানোর যন্ত্র
পাগলা ঘন্টা – সতর্ক করার ঘন্টা
কামান – গোলা নিক্ষেপ করার অস্ত্র
প্রতিশোধ – বাধা
অসীম – সীমাহীন
গর্ব – গৌরব
বাক্য লিখি
মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল।
জাদুঘর আমি কাল জাদুঘরে যাব।
অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান অনেক।
অস্ত্র পুলিশের হাতে অস্ত্র ছিল।
লড়াই আমরা লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছি।
নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি
ঢাকার রাজারবাগে আছে পুলিশ-জাদুঘর।
পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব-করে সাজানো।
জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত – ও বিভিন্ন জিনিসপত্র।
পুলিশ সদস্যদের কাছে ছিল – অস্ত্র
উত্তর:
ঢাকার রাজারবাগে আছে পুলিশমুক্তিযুদ্ধ জাদুঘর।
পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুবপরিপাটিকরে সাজানো।
জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃতপোষাকও বিভিন্ন জিনিসপত্র।
পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র।
বুঝে নিই
স্মৃতিময় – মনে রাখার মতো বিষয়।
পাঠাগার – যেখানে পড়ার জন্য বই রাখা হয়।
গ্যালারি – শিল্পকর্ম প্রদর্শনের ভবন বা কক্ষ।
আত্মত্যাগ- নিজের সবকিছু ত্যাগ।
উত্তর বলি ও লিখি
প্রশ্ন: রাজারবাগ পুলিশ লাইন কীসের স্মৃতি বহন করে?
উত্তর: রাজারবাগ পুলিশ লাইন ১৯৭১ সালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ সদস্যদের বীরত্বের স্মৃতি বহন করে।
প্রশ্ন: জাদুঘরে ঢুকতেই প্রথমে কী চোখে পড়ে?
উত্তর:জাদুঘরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে বাম পাশেবঙ্গবন্ধু গ্যালারি।
প্রশ্ন: কবে কখনপাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে?
উত্তর: ১৯৭১ সালে ২ শে মার্চ রাতে পাকিস্তনি সেনারা রাজারবাগে আক্রমণ করে।
প্রশ্ন: রবিন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে কী কী দেখলে তা বলি
উত্তর: রবিন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে যা যা দেখলে তা নিচে দেওয়া হলোÑ
১. ভেতর ঢুকতেই রবিন বাম পাশে বঙ্গবন্ধু গ্যালারিতে বঙ্গবন্ধুর ছবি দেখতে পেল।
২. একটি বিক্রয়কেন্দ্র ও পাঠাগার দেখল।
৩. পুলিশের বিভিন্ন হাতিয়ার, ব্যবহৃত পোষাক ও বিভিন্নজিনিসপত্র এবং আগের দিনের বন্দুক দেখল।
৪. এছাড়া একটি বেতার যন্ত্র, একটি পাগলা ঘন্টা ইত্যাদি আরও নানান জিনিসপত্র দেখল।
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৩ তালগাছ-রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৪ সেই সাহসী ছেলে প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৬ মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৭-২৮: নিজের মতো লিখি ও প্রতিযোগিতায় নাম লিখি প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।