ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৩৫-৩৬: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৩২. চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃ কলেজ বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ
১. মি. সোহান ‘ঢ’ ব্যাংকের সহকারী পরিচালক, যেটি দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা ও ঋণ নিয়ন্ত্রণের সাথে জড়িত। অন্যদিকে মি. শোভন ‘অ’ ব্যাংকের সিনিয়র অফিসার, যেটি প্রধানত জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং প্রয়োজনে ঋণদানের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মুনাফা অর্জন নিশ্চিত করে। কার্যাবলি ভিন্ন হলেও সোহানের কর্মরত ব্যাংকের কাছে শোভনের কর্মরত ব্যাংককে দায়বদ্ধ থাকতে হয়।
ক. ব্যাংকিং কী? ১
খ. ‘ব্যাংক ধার করা অর্থের ধারক’- ব্যাখ্যা করো। ২
গ. কার্যাবলির ভিত্তিতে মি. সোহানের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. শোভনের কর্মরত ব্যাংককে সোহানের কর্মরত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
২. সুরমা ব্যাংক লি. একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটি বিগত পাঁচ বছর যাবত অত্যন্ত দক্ষতার সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই ব্যাংকটি লক্ষ্য করলো যে তাদের ঋণদান ক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে। পরবর্তীতে ব্যাংকের ব্যবস্থাপক জানতে পারলেন যে, কেন্দ্রীয় ব্যাংক তাদের ব্যাংক হার পূর্বের তুলনায় বৃদ্ধি করেছে। ফলে সুরমা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হতে অধিকহারে ঋণ গ্রহণ কমিয়ে দেয়। ফলশ্র“তিতে তাদের ঋণদান ক্ষমতাও হ্রাস পায়।
ক. বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? ১
খ. বিধিবদ্ধ রিজার্ভ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে সুরমা ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. সুরমা ব্যাংকটি ঋণ দেয়া হতে বিরত থাকার যথার্থ কারণ বিশ্লেষণ করো। ৪
৩. দেশে মূলধনের সংকট দেখা দেওয়ায় শিল্পায়ন প্রক্রিয়া মারাÍকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থা মোকাবিলায় সরকার তার প্রতিনিধিত্বকারী ‘ঢ’ ব্যাংককে বিষয়টি সমাধানের নির্দেশ দেয়। ‘ঢ’ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের হারে পরিবর্তন এনে এ সংকট হতে উত্তরণের সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. নিকাশঘর কী? ১
খ. খোলাবাজার নীতি বলতে কী বোঝায়? ২
গ. মূলধন সংকট সমাধানে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ‘ঢ’ ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. দেশের মূলধন সংকট সমাধানে ‘ঢ’ ব্যাংক কর্তৃক ব্যবস্থাটি কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৪.
শাপলা ব্যাংক লিমিটেড
স: হি: ৫ ৯ ২ ৬
অই-০৯৮৭৬৫৪৩ তারিখ-০২.১০.১৭
হাসান কে অথবা বাহককে
টাকা বিশ হাজার টাকা মাত্র প্রদান করুন।
টাকা: ২০০০০/-
হানিফ
স্বাক্ষর
ক. বিনিময় বিল কী? ১
খ. উপহার চেক বলতে কী বোঝায়? ২
গ. প্রদর্শিত চিত্রটি কোন ধরনের চেক? ব্যাখ্যা করো। ৩
ঘ. এরূপ চেক পাওয়ার পর গ্রাহক হিসেবে তোমার করণীয়- ব্যাখ্যা করো। ৪
৫. জনাব হানিফ একজন নবীন শিল্পোদ্যোক্তা। তিনি তার সদ্য প্রতিষ্ঠিত কোম্পানির অর্থায়নের উদ্দেশ্যে ১০০ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়েন। ব্যবসায় শুরুর এক বছর পর কারখানার জন্য নতুন বিল্ডিং নির্মাণ করতে তিনি অস্থাবর সম্পত্তি জামানত রেখে একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন।
ক. ভোক্তা ঋণ কী? ১
খ. ‘সব ঋণে জামানত বাধ্যতামূলক নয়’- কেন? ২
গ. জনাব হানিফ শেয়ার ছেড়ে কোন ধরনের তহবিলের সংস্থান করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব হানিফ যে ধরনের ঋণ নিয়েছেন তুমি কি তা সমর্থন করো? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। ৪
৬. চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মি. মাসুদ টাকার অঙ্ক না বসিয়ে তার ছেলেকে একটি চেক প্রদান করেন। অন্যদিকে মি. মামুন প্রদত্ত একটি চেক ব্যাংকে উপস্থাপনের পর স্বাক্ষর না মেলার অজুহাতে ব্যাংক কর্তৃক ফেরত দেয়া হয়।
ক. গওঈজ কী? ১
খ. কোন চেক অধিক নিরাপদ ও কেন? ২
গ. ছেলেকে মি. মাসুদ কোন ধরনের চেক প্রদান করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. মামুন কিভাবে তার চেকের অর্থ উত্তোলন করতে পারেন? বিশ্লেষণ করো। ৪
খ-বিভাগ
৭. জনাব রাশেদ ১৫ বছর মেয়াদি পাঁচ লাখ টাকা মূল্যের একটি বিমাপত্র গ্রহণ করেন। ৪ বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থ্যতার কারণে তার বিমাপত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা কোম্পানিকে লিখিতভাবে জানান।
ক. বিমা চুক্তি কী? ১
খ. ‘জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়’ ব্যাখ্যা করো। ২
গ. রাশেদ সাহেব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. রাশেদ সাহেব বিমাকারীর নিকট হতে কী বিমাদাবি পাওয়ার অধিকারী হবে? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪
৮. মি. রহমান একটা জীবন বিমাপত্র খুলেছিলেন আজ থেকে ৩০ বছর আগে। প্রিমিয়াম দিয়ে চলেছেন। যতদিন ইহলোকে থাকেন ততদিনই তা দিয়ে যেতে হবে। এখন তার সেটা চালাতে পারছেন না। তিনি বিমা কর্মকর্তার সাথে দেখা করলেন। কর্মকর্তা বললেন, কিছু টাকা নিয়ে চলে যান। আপনাকে আর প্রিমিয়াম দিতে হবে না। তিনি মনে কষ্ট পাচ্ছেন।
ক. মৃত্যুহার পঞ্জি কী? ১
খ. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? ২
গ. মি. রহমান কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করেছেন তা ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কর্মকর্তা মি. রহমানকে যে পরামর্শ দিয়েছেন- তার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৯. সবুজ এন্ড কোং-এর গুদামে রক্ষিত ২ লক্ষ টাকা মূল্যের পণ্যের ওপর বিমা করা হয়। অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির ১,৫০,০০০ টাকা পণ্যের ক্ষতি হয়। অবশ্য অগ্নিকাণ্ডের সময় উক্ত পণ্যের বাজার মূল্য ছিল ২ লক্ষ ৬০ হাজার টাকা। বিমা দাবি পূরণের পর উদ্ধারকৃত কিছু পণ্য বিমা কোম্পাানি নিয়ে যায়।
ক. অগ্নি অপচয় কী? ১
খ. নৈতিক ঝুঁকি বলতে কী বোঝ? ২
গ. গড়পড়তা পদ্ধতিতে সবুজ এন্ড কোং বিমাদাবি নির্ণয় করো। ৩
ঘ. উদ্ধারকৃত পণ্য বিমা কোম্পানি নিয়ে যাওয়ার কারণ বিশ্লেষণ করো। ৪
১০. জনাব নিয়াজ ভারত হতে কয়লা আমদানি করেন। আমদানিকৃত এক টন কয়লার দাম বাংলাদেশি টাকায় ২৫,০০০ টাকা। যা ভারতে প্রায় ১৭,০০০ রূপি। অর্থাৎ বাংলাদেশে ১.৫ টাকায় যে কয়লা পাওয়া যায়, ভারতে ১ রূপিতে তা পাওয়া যায়। এভাবেই তিনি বিনিময় হার নির্ধারণ করেন। তবে সম্প্রতি সীমান্ত জটিলতার কারণে ভারতের সাথে বাণিজ্য প্রতিবন্ধকাতর সৃষ্টি হয়।
ক. ভাসমান মুদ্রা কী? ১
খ. রপ্তানি বৃদ্ধিতে রেমিটেন্স কীভাবে সহায়ক? ২
গ. জনাব নিয়াজের কয়লা আমদানিতে ব্যবহৃত বৈদেশিক বিনিময় হার নির্ধারণ পদ্ধতি কোনটি? ব্যাখ্যা করো। ৩
ঘ. বাণিজ্য প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় জনাব নিয়াজের বিনিময় নির্ধারণ পদ্ধতিটির কার্যকারিতা মূল্যায়ন করো। ৪
১১. মি. আহসান চট্টগাম বন্দর থেকে সিঙ্গাপুরে চাল পাঠানোর জন্য একটি জাহাজ ভাড়া করেন। সামুদ্রিক ঝড়ের কবলে চালের ক্ষতির ভয়ে তিনি একটি বিমপাত্র গ্রহণ করেন। জাহাজটি ডুবোচরে আটকে গেলে কয়েক বস্তা চাল সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটি বিপদমুক্ত করা হয়। বিমাকারীর নিকট চালের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করলে বিমাকারী তা প্রত্যাখ্যান করে।
ক. জাহাজ বিমা কী? ১
খ. স্বার্থ ছাড়া বিমাচুক্তি সম্পন্ন হয় না কেন? ২
গ. উদ্দীপকে উলিখিত বিমাপত্রটি কী ধরনের বিমাপত্র? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. আহসান কি ফেলে দেওয়া চলের ক্ষতিপূরণ পাবেন? ব্যাখ্যা করো। ৪
৩৩. জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ : ব্যাংকিং
১. জনাব রাসেল গ্রাম উন্নয়ন ব্যাংকে চাকরি করেন। তাঁর ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত সকল নিয়ম মানে না। তাই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তেমন সহযোগিতাও পায় না। তাঁর বন্ধু জনাব জামান ইউনিক ব্যাংকের ব্যাংকার। ইউনিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক হতে প্রয়োজনীয় আর্থিক, নীতিগত ও প্রশাসনিক সুবিধা পায়।
ক. স্বায়ত্তশাসিত ব্যাংক কী? ১
খ. ব্যাসেল-২ এর স্তম্ভগুলো ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে গ্রাম উন্নয়ন ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের ব্যাংক দুটোর মধ্যে কোন ব্যাংকটি দেশের অর্থনৈতিক অধিকতর ভ‚মিকা পালন করছে বলে তুমি মনে কর? উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
২. সম্প্রতি পদ্মা ও মেঘনা ব্যাংক অতিরিক্ত ঋণদান করে। ফলে বাজারের অর্থের পরিমাণ বেড়ে যায় এবং দেশে মুদ্রাস্ফীতি ঘটে। এ অবস্থায় দেশের প্রধান ব্যাংক বিডি ব্যাংক আকর্ষণীয় সুদের হার বাজারে স্বল্প ও মধ্যমেয়াদি ঋণপত্র বিক্রি করে। অন্যান্য ব্যাংকগুলো এসব ঋণপত্র ক্রয়ের ফলে বাজারের অতিরিক্ত অর্থ বিডি ব্যাংকে জমা হয়। এছাড়াও অতিরিক্ত ঋণদানের কারণে পদ্মা ও মেঘনা ব্যাংকের বিল পুনঃবাট্টাকরণ করতে বিডি ব্যাংক অস্বীকৃতি জানায়।
ক. ঝখজ কী? ১
খ. কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে স্বল্প ও মধ্যমেয়াদি ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে মুদ্রাস্ফীতি হ্রাস বিডি ব্যাংক কোন পদ্ধতি অবলম্বন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘পদ্মা ও মেঘনা ব্যাংকের বিল পুনঃবাট্টাকরণে বিডি ব্যাংকের গৃহীত পদক্ষেপ মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে’- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ৪
৩. ইতিহাস ব্যাংক অতিরিক্ত মুনাফা লাভের আশায় আমনতের সম্পূর্ণ অর্থ ঋণ দেয়। এর ফলে নগদ অর্থ সংকট সৃষ্টি হয় এবং ব্যাংকটি গ্রাহক সেবা দিতে ও সময়মতো আমানতকারীদের দাবি পূরণে ব্যর্থ হয়। এক সময় ব্যাংক ক্ষতির সম্মুখীন হয় এবং সুনামও হারিয়ে ফেলে।
ক. প্রত্যয়পত্র কী? ১
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে? ২
গ. উদ্দীপকে ইতিহাস ব্যাংক কোন নীতি লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে ইতিহাস ব্যাংকের সুনাম পুনরুদ্ধারের এখন কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও। ৪
৪. রুমানা বেগম সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি অবসরকালীন ১০ লক্ষ টাকা দীর্ঘমেয়াদের জন্য ব্যাংকে জমা রাখতে চান। অবশিষ্ট ১০ লক্ষ টাকা তিনি সঞ্চয়ী হিসাবে রেখেছেন। কিন্তু চেকের মাধ্যমে সঞ্চয়ী হিসাব থেকে সাপ্তাহিক অর্থ উত্তোলনে সীমাবদ্ধতা থাকায় তিনি ব্যাংকের কাছে সহজে বহনযোগ্য ও ব্যবহারযোগ্য কিছু দাবি করেন।
ক. নমুনা স্বাক্ষর কার্ড কী? ১
খ. কণঈ ফরম কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ২
গ. দীর্ঘমেয়াদের জন্য কোন হিসাবে অর্থ সংরক্ষণ করলে রুমানা বেগম লাভবান হবেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে রুমানা বেগম ব্যাংকের কাছে কোন জিনসিটি দাবি করেছেন বলে তুমি মনে কর? বর্ণনা দাও। ৪
৫. জনাব কামাল গত মাসের দোকান ভাড়া বাবাদ ৩ জন দোকানদারের নিকট থেকে ১৫,০০০ টাকার ৩টি চেক পেয়েছে। চেকগুলোতে ‘জনাব কামাল অথবা বাহককে’ শব্দগুলো লেখা ছিল। তিনি চেকগুলোর বাম কোণায় দুটো রেখা টেনে দিয়ে জনতা ব্যাংকে জমাদানের জন্য তাঁর ছোট ভাইকে দিলেন। তাঁর ছোট ভাই চেকগুলো ব্যাংকে জমা দিয়ে নগদ অর্থ দাবি করলে ব্যাংক তাঁর দাবি প্রত্যাখ্যান করে।
ক. বিনিময় বিল কী? ১
খ. চেকের অনুমোদন প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. জনাব কামাল দোকানদারের নিকট থেকে কোন ধরনের চেক পেয়েছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব কামাল কর্তৃক চেকের বাম কোণায় রেখা টেনে দেয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৬. জনাব সুমন একজন গাড়ি ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে ১০টি গাড়ি আমদানির সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি তাঁর বর্তমান এবিসি ব্যাংকের কাছে বন্ধক রেখে ২ কোটি টাকা ঋণ নিয়েছেন। এছাড়া স্বনামধন্য ব্যবসায়ী আজিমও ব্যাংককে জনাব সুমনের পরিশোধের নিশ্চয়তা দিয়েছেন।
ক. নির্দিষ্ট প্রত্যয়পত্র কী? ১
খ. ব্যাংক কখন অতিরিক্ত জামানত গ্রহণ করে? ব্যাখ্যা করো। ২
গ. জনাব সুমন গাড়ি বন্ধক রেখে কোন ধরনের ব্যাংক ঋণ নিয়েছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে জনাব আজিম কর্তৃক প্রদত্ত নিশ্চয়তা ঋণ প্রদানে ব্যাংককে কতটুকু প্রভাবিত করবে বলে তুমি মনে কর? উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
৭. নিচের চিত্রটি লক্ষ কর:
বৈদেশিক মুদ্রার চাহিদা ও জোগানের পরিমাণ
ক. সবুজ দফা অগ্রিম প্রত্যয়পত্র কী? ১
খ. বৈদেশিক বিনিময় হার হ্রাস বৃদ্ধি হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. চিত্রে ঊ বিন্দু দ্বারা কী বোঝায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ কতটুকু যৌক্তিক? মতামত দাও। ৪
খ-বিভাগ : বিমা
৮. সাজিদ তাঁর মোটরসাইকেলের জন্য ৫ লক্ষ টাকার বিমা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। সাজিদ বিমা দাবি উপস্থাপন করলে বিমা কোম্পানি দাবিকৃত ক্ষতিপূরণ প্রদান করে। পরবর্তীকালে মোটরসাইলেকটি ৫০,০০০ টাকায় সাজিদ বিক্রয় করতে চাইলে বিমা কোম্পানি তাঁকে বাধা দেয়।
ক. বিশুদ্ধ ঝুঁকি কী? ১
খ. স্বার্থ ছাড়া বিমা চুক্তি সম্পন্ন হয় না কেন? ব্যাখ্যা করো। ২
গ. সাজিদ কোন নীতির আওতায় বিমা কোম্পানির কাছ থেকে অর্থ লাভ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক সাজিদকে বাধা দেয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৯. শরীফ একজন ব্যাংকার। তাঁর অবর্তমানে পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে তিনি বিমা কোম্পানির সঙ্গে নিজের নামে একটি বিমাপত্র গ্রহণ করেছেন। তাঁর অবর্তমানে পরিবার আর্থিক সুবিধা পাবে এ চিন্তা থেকে তিনি এই বিমাচুক্তি করেন। অন্যদিকে, জনাব সারমান ১৫ বছর মেয়াদি জীবন বিমা করেছেন। কিন্তু ৫ বছর পর দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। জনাব সালমানের স্ত্রী দাবি উপস্থাপন করলে বিমা কোম্পানি তা পরিশোধ করে।
ক. সমর্পণ মূল্য কী? ১
খ. দ্বৈত বিমা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. শরীফ নিজের নামে কীরূপ বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের ২য় বিমাচুক্তিটি একই সাথে বিনিয়োগ ও আর্থিক পুরস্কার গ্রহণের সুযোগ দেয়’- তোমার মতামত দাও। ৪
১০. মিলন লিমিটেডের বহনকৃত পণ্যের দুটো জাহাজ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। এতে ১ম জাহাজের পণ্য সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ২য় জাহাজটি ঘূর্ণিঝড়ের ডুবে যাওয়ার উপক্রম হলে জাহাজের ক্যাপন্টেন এ বিপদ কাটিয়ে ওঠার জন্য এক-তৃতীয়াংশ পণ্য সমুদ্রে ফেলে দেয়।
ক. যুগ্ম বিমাপত্র কী? ১
খ. বিমাকৃত সম্পদের বৈধতা নৌ-বিমা চুক্তির কোন ধরনের শর্ত? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের ১ম জাহাজটিতে কোন ধরনের সামুদ্রিক ক্ষতি সংঘটিত হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ২য় জাহাজের ক্যাপটেনের এরূপ কাজ করার যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
১১. সামিয়া তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাসের জন্য বিমা করলেন। বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য উলেখ ছিল ১৮ লক্ষ টাকা। ব্যবসায়িক প্রতিষ্ঠানটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ক্ষতিপূরণ প্রদান করতে গিয়ে বিমা কোম্পানি দেখলো বিষয়বস্তুর প্রকৃত মূল্য ১৫ লক্ষ টাকা।
ক. নৈতিক ঝুঁকি কী? ১
খ. ‘অগ্নিবিমা ক্ষতিপূরণের চুক্তি’ ব্যাখ্যা করো। ২
গ. সামিয়া কোন ধরনের অগ্নিবিমা করেছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের বিমা কোম্পানি থেকে সামিয়ার ক্ষতিপূরণ পাওয়া কি যৌক্তিক? মতামত দাও। ৪
সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৩২-৩৬:
৩৪. ক্যান্টনমেন্ট কলেজ, যশোর বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ : ব্যাংকিং
১. আফিক সদ্য এমবিএ পাস করেছে। এখন সে আÍকর্মসংস্থানের সুযোগ হিসেবে শিল্পোদ্যোক্তা হতে চায়। এজন্য সে তার মূলধনের যোগান নিয়ে চিন্তিত। সে তার বন্ধুর নিকট হতে একটি ব্যাংক সম্পর্কে জানাতে পারে যে, ব্যাংকটি শিল্পের উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোক্তাদের মূলধন সরবরাহ করে থাকে। পরবর্তীতে আফিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসায় শুরু করে।
ক. গারনিশি অর্ডার কী? ১
খ. ব্যাংককে অর্থ ও ঋণের ব্যবসায়ী বলা হয় কেন? ২
গ. আফিক যে ধরনের ব্যাংক হতে ঋণ গ্রহণ করেছে তা ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো ব্যাংক হতে ঋণ গ্রহণ করা আফিকের জন্য যুক্তিসঙ্গত হয়েছে? বিশ্লেষণ করো। ৪
২. রিয়াদ দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের একজন ছাত্র। নোট ও মুদ্রার প্রচলন কীভাবে শুরু হয় তা জানতে খুব আগ্রহী। নোট ও মুদ্রা প্রচলনের দায়িত্ব প্রথম দিকে বাণিজ্যিক ব্যাংকের থাকলেও তা কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত করা হয়। বর্তমানে পৃথিবীর সব দেশেই কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনে একচেটিয়া অধিকার ভোগ করে।
ক. বিধিবদ্ধ রিজার্ভ কী? ১
খ. কেন্দ্রীয় ব্যাংককে সরকারের প্রকল্প সহায়ক বলা হয় কেন? ২
গ. নোট ও মুদ্রা প্রচলন কেন্দ্রীয় ব্যাংকের যে ধরনের কার্যাবলি তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত দায়িত্ব পালনে কেন্দ্রীয় ব্যাংকে একচেটিয়া অধিকার প্রদান করা হয়েছে কেন? বিশ্লেষণ করো। ৪
৩.
ক. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কী? ১
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে? বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকের আলোকে ঋণ সম্প্রসারণ বাণিজ্যিক ব্যাংকের ভ‚মিকা ব্যাখ্যা করো। ৩
ঘ. “বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার” বক্তব্যটি মূল্যায়ন করো। ৪
৪. রিফাত একটি ফার্মে চাকরি করে। সে ভবিষ্যতের নিরাপত্তায় সোনার বাংলা ব্যাংকে হিসাব খুলেছে। ৫ বছর মেয়াদি এ হিসাবে বার বার অর্থ জমা দিতে পারলেও ৫ বছর পূর্বে অর্থ উত্তোলন অসম্ভব। হিসাব খোলার দুই বছর পর পারিবারিক সমস্যার অর্থের প্রয়োজনে দেখা দিলে সে এখন কোন ভাবেই অর্থ জোগাড় করতে পারছে না।
ক. ঋণ হিসাব কী? ১
খ. একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব প্রয়োজন কে? ২
গ. উদ্দীপকে উলিখিত রিফাত যে ধরনের হিসাব খুলেছে-ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে আলোকে রিফাতের জন্য কোন হিসাব খোলা উপযুক্ত বলে তুমি মনে করো? মতামত দাও। ৪
৫.
সুরমা ব্যাংক লিমিটেড
যশোর শাখা, যশোর।
তারিখ: ১৫ অক্টোবর ২০১৭
উউ ঘঙ- ঝই১৫১০২১০ টাকা: ২০০০০০০/-
চাহিবামাত্র ‘মুমতাহ’কে অথবা বাহককে প্রদান করুন।
বিশ লক্ষ টাকা মাত্র।
নাহিদ ব্যাংক লি.
স্বাক্ষর
হিসাবরক্ষক
ক. চেক কী? ১
খ. সরকারি নোট রূপান্তর যোগ্য নয় কেন? ২
গ. উদ্দীপকে উলিখিত দলিলটি যে শ্রেণির ব্যাংক দলিল-তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত দলিলটি মুমতার জন্য কতটুকু তাৎপর্যপূর্ণ? ব্যাখ্যা করো। ৪
৬. মোশাররফ সাহেব তার স্ত্রীকে নিয়ে সিলেট বেড়াতে যান। কয়েক দিন পর তার টাকার প্রয়োজন হলে তিনি তার বন্ধু রাহাতকে ফোন করেন। রাহাত তাকে বলেন, তিনি তার নিজের ব্যাংক হিসাব হতেই টাকা উত্তোলন করতে পারবেন যদি তার হিসাবে কোনো টাকা না থাকে। তারপর মোশাররফ সাহেব ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন।
ক. জামানত কী? ১
খ. ব্যাংক কীভাবে সাধারণ সঞ্চিতি তহবিল গঠন করে। ২
গ. মোশাররফ সাহেব কীভাবে তার ব্যাংক হিসাবে টাকা উত্তোলন করতে পেরেছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যাংক হিসাবে টাকা না থাকার পরও মোশাররফ টাকা উত্তোলনের ফলে তার উপর কী ধরনের প্রভাব পড়বে? বিশ্লেষণ করো। ৪
৭. নাহিদ সাহেব ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ব্যবহার করে নানান ধরনের সুবিধা পাচ্ছেন। তিনি মোবাইল ব্যাংকিং-এর বিভিন্ন সেবা সম্পর্কে তার প্রতিবেশি আলামিন সাহেবকে বলেন। আলামিন সাহেব সব শুনে ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং খুলতে আগ্রহী হন।
ক. ঙহব ঝঃড়ঢ় ঝবৎারাব কী? ১
খ. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে ২টি পার্থক্য লেখো। ২
গ. উদ্দীপকে উলিখিত মোবাইল ব্যাংকিং-এর যে সব সুবিধা সম্পর্কে বলা হয়েছে তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত আল আমিনের ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করা যথাযথ হবে কিনা? মূল্যায়ন করো। ৪
খ-বিভাগ : বিমা
৮. শাকিল যশোরের বেজপাড়ায় তার বাবা-মার সাথে থাকে। তাদের বাসার পাশে ‘যমুনা লাইফ ইন্স্যুরেন্স’ নামের একটি সাইনবোর্ড শাকিল প্রায় লক্ষ্য করে। একদিন সে তার বাবাকে সাইনবোর্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে তার বাবা বলেন, এটি এক ধরনের ব্যবসায় যা মানুষের বিভিন্ন ধরনের ঝুঁকির বিপরীতে আর্থিক সহায়তা প্রদান করে। এ ব্যবসায় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। বর্তমানে ব্যবসায়টি সকলের নিকট গ্রহণযোগ্য ও প্রচলিত।
ক. অবিমাযোগ্য ঝুঁকি কী? ১
খ. বিমাকে ঝুঁকি বণ্টনের ব্যবস্থা বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে উলিখিত ‘যমুনা লাইফ ইন্স্যুরেন্স’ কোন ধরনের কোম্পানি? বর্ণনা করো। ৩
ঘ. ‘যমুনা লাইফ ইন্স্যুরেন্স’ ব্যবসায়টি গ্রহণযোগ্য ও প্রচলিত হওয়ায় যথার্থ কারণ আছে কি? মূল্যায়ন করো। ৪
৯. মি. ঢ ১০ বছর মেয়াদি ২০ লক্ষ টাকা মূল্যের একটি বিমাপত্র গ্রহণ করে। বিমা চুক্তির সময় বিমা কোম্পানি তাকে বলেন উক্ত সময়ের মধ্যে মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি এ বিমা দাবির টাকা পাবেন এবং ১০ বছরের মধ্যে মৃত্যু না হলে তিনি নিজে টাকা পাবেন। এমনকি ৫ বছরের মধ্যে মৃত্যু হলেও তার মনোনীত ব্যক্তিকে ২০ লক্ষ টাকা প্রদান করা হবে।
ক. প্রিমিয়াম কী? ১
খ. বিমা কিভাবে মানসিক উৎকর্ষতা বাড়ায়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত ‘ঢ’ যে চুক্তিটি সম্পাদন করেছেন তা কোন ধরনের চুক্তি? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. ‘ঢ’ যে বিমাপত্র গ্রহণ করেছেন তার যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
১০. জনাব আদিফ ইরান হতে তেল ভর্তি দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আনার জন্য বিমা করেন। চট্টগ্রামে রাজনৈতিক অস্থিরতা থাকায় জাহাজের কাপ্তান চট্টগ্রাম বন্দরে না ভিড়িয়ে মংলা বন্দরে ভিড়ায়। তবে মংলা বন্দরে ভিড়ানোর ২ ঘণ্টা পরই একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়। দাবি পেশ করলে বিমা কোম্পানি আদিফের দাবি প্রত্যাখ্যান করে।
ক. সাধারণ আংশিক খরচাবলি কী? ১
খ. নৌ-বিমার নিরপেক্ষতার শর্তটি ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত মি. আদিফ যে ধরনের নৌ-বিমাপত্র সংগ্রহ করেছিল। বর্ণনা দাও। ৩
ঘ. তুমি কি মনে করো বিমা কোম্পানি বিমা দাবি পূরণের অস্বীকৃতি জানানো যৌক্তিক? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। ৪
- HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- (১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- (PDF ১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর
১১. মি. রাসেল তার ৭০ লক্ষ টাকা মূল্যের গাড়ির জন্য সিকিউরিটি বিমা কোং নিকট ৩০ লক্ষ টাকার বিমা চুক্তি করে। অধিক নিরাপত্তার জন্য আবার তিনি মেঘনা কোম্পানির সাথে ৩৫ লক্ষ টাকার বিমা চুক্তি সম্পাদন করে। হরতালের মধ্যে গাড়ি পুড়ে গেলে ৪০ লক্ষ টাকায় ক্ষতি হয়।
ক. নির্দিষ্ট বিমা পত্র কী? ১
খ. অগ্নিবিমার বিমাযোগ্য স্বার্থ থাকা আবশ্যক কেন? ২
গ. মি. রাসেলকে সিকিউরিটি কোং প্রদেয় ক্ষতির পরিমাণ গড়পড়তা নিয়মে নির্ণয় করো। ৩
ঘ. মি. রাসেল-এর প্রাপ্ত মোট বিমা দাবির পরিমাণ কত হবে? বিশ্লেষণ করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।