ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৩-২৫: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
২৩. ঢাকা ইমপিরিয়াল কলেজ বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
১. ‘ক’ ব্যাংকের একই নামে অনেক শাখা আছে। অন্যদিকে ‘খ’ ব্যাংক একটি মাত্র অফিস নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। ‘ক’ ব্যাংকের মুনাফা ‘খ’ ব্যাংকের তুলনায় যেমন বেশি তেমনি এর কার্য পরিধিও অনেক ব্যাপক ও বিস্তৃত।
ক. গারনিশি আদেশ কী? ১
খ. ব্যাসেল-২ চুক্তি বলতে কী বোঝ? ২
গ. ‘ক’ ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ ব্যাংকের মধ্যে অর্থনৈতিক উন্নয়নে কোন ব্যাংকটি বেশি ভ‚মিকা রাখবে বলে তুমি মনে করো? আলোচনা করো। ৪
২. বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষার দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে ব্যাংকটি তার সুদের হার ৫% থেকে বৃদ্ধি করে ৭% এ উন্নীত করে। তবুও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় ব্যাংকটি ঋণ প্রদানের ক্ষেত্রে কতকগুলো খাত সুনির্দিষ্ট করে দেয়। এতে ঋণ সরবরাহ স্থিতিশীল হয়।
ক. নিকাশ ঘর কী? ১
খ. কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? ২
গ. বাংলাদেশ ব্যাংক সর্বপ্রথম ঋণ নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ গ্রহণ কার্যক্রম কতটুকু যৌক্তিক? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও। ৪
৩. মি. শাহারিয়ার কুষ্টিয়ায় বসবাস করেন। এখানেই ‘সুরমা’ ব্যাংকে তার একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। হঠাৎ করে তার অর্থ উত্তোলনের প্রয়োজন হয়। কিন্তু তার হিসাবে যথেষ্ট টাকা থাকা সত্তে¡ও ব্যাংক তাৎক্ষণিকভাবে তার উপস্থাপিত চেকের টাকা পরিশোধে অপারগতা জানায়। এজন্য পরবর্তীতে তিনি আর্থিক সামর্থ্য ভালো এমন ব্যাংকে হিসাব খোলার সিদ্ধান্ত নেন।
ক. ঋণ-আমানত সৃষ্টি কী? ১
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে ব্যাংক কেন মি. শাহারিয়ারকে অর্থ পরিশোধে ব্যর্থ হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. পরবর্তীতে হিসাব খোলার জন্য মি. শাহরিয়ার ব্যাংকের কোন নীতিকে প্রাধান্য দিবেন? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। ৪
৪. জনাব সুমনের এবিসি ব্যাংকের তিনটি শাখার হিসাব বিবরণী নিæে তুলে ধরা হলো:
শাখার নাম আমানত (টাকা) উত্তোলন (টাকা) মুনাফা (টাকা)
ধানমন্ডি ২০,০০,০০০ ১৫,০০,০০০ –
গুলশান ১০,০০,০০০ ২,০০,০০০ ১৫,০০০
রামপুরা ১৬,০০,০০০ – ৯০,০০০
জনাব সুমন আগামী মাসে চাকরি হতে অবসর নিবেন এবং অবসরকালীন ভাতা হিসাবে ২০,০০,০০০ টাকা পাবেন। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন কোন ব্যবসায়ের সাথে জড়িত না হয়ে সাধারণ জীবন-যাপন করবেন।
ক. বিশেষ চলতি হিসাব কী? ১
খ. “ব্যাংককে কেন ধার করা অর্থের ধারক বলা হয়”-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের ধানমন্ডি শাখায় জনাব সুমন কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. অবসরকালীন ভাতা জমানোর জন্য জনাব সুমনের কোন শাখার হিসাবটি বেশি উপযোগী? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৪
৫. জনাব আবিদ তার দেনাদার মি. কাশেম বরাবর ২০,০০০ টাকার একটি দলিল তৈরি করতে গিয়ে লিখলেন-অদ্য থেকে ২ মাস পরে আপনার কাছে বিক্রীত পণ্যের মূল্যে বাবদ জনাব তাহেরকে অথবা তার আদেশানুসারে ২০,০০০ টাকা মাত্র প্রদান করুন। তৈরির পর তিনি মি. কাশেমের নিকট দলিলটি পাঠিয়ে তাতে স্বীকৃতিসূচক স্বাক্ষর সংগ্রহ করলেন এবং জনাব তাহেরকে দিলেন। জনাব তাহের যথারীতি পিছনে স্বাক্ষর করে তা জনাব রহিমকে প্রদান করলেন। জনাব রহিম তা তার ব্যাংক হতে বাট্টাকরণ করতে চাইলেন।
ক. বিনিময় বিল কী? ১
খ. চেকের অনুমোদন বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে জনাব তাহের হস্তান্তরযোগ্য দলিলের কোন পক্ষ তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে রহিমের নাম দলিলের উপরিভাগে না থাকার পরও ব্যাংক কী দলিলটি বাট্টাকরণ করবে? যুক্তি দেখাও। ৪
৬. বাণিজ্যিক ব্যাংক অর্থ নিয়ে ব্যবসায় করে। কোনো একটি ব্যাংক বছরে ৫০০ কোটি টাকা মুনাফা অর্জন করে, এ থেকে ১০০ কোটি টাকা আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে একটি তহবিলে জমা রাখে। এ ছাড়া অন্যান্য উৎস থেকে ব্যাংকটির যে সংগৃহীত অর্থ তা থেকে গ্রাহকের অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ প্রদান করে। গ্রাহকের কাছে এ ঋণ স্থাবর সম্পত্তির বিনিময়ে প্রাপ্ত ঋণের চেয়ে অধিক পছন্দনীয়। কারণ এতে সম্পূর্ণ টাকার ওপর প্রাথমিকভাবে কোনো সুদ ধার্য করা হয় না।
ক. লিয়েন কী? ১
খ. ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত মুনাফার একটি অংশ ব্যাংকের কোন ধরনের উৎস হিসেবে বিবেচিত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত ব্যাংক প্রদত্ত কোন ধরনের ঋণকে অধিক পছন্দনীয় বলা হয়েছে? বিশ্লেষণ করো। ৪
৭. আপন তার ব্যাংক প্রদত্ত বিশেষ চুম্বকীয় কার্ড ব্যবহার করে যেকোনো সময় তার হিসাবে জমাকৃত উত্তোলন করতে পারেন। অপরদিকে অহন তার ব্যাংক প্রদত্ত একই প্রকৃতির কার্ড ব্যবহার করে তার হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলেও যাবতীয় কেনাকাটা এবং বিল পরিশোধ করতে পারেন, যা তিনি পরবর্তীতে সুদসহ ব্যাংককে পরিশোধ করেন।
ক. ই-ব্যাংকিং কী? ১
খ. অনলাইন ব্যাংকিং-এর সুবিধা কী? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে আপনের ব্যবহৃত কার্ডের নাম কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত কার্ড দুটির মধ্যে কোনটি উত্তম? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৮. জনাব রাশেদ ৪০ বছর বয়সী একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি। তিনি তার জীবনের জন্য ‘রমনা’ বিমা কোম্পানির সাথে ১২ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে ২,০০,০০০ টাকা বিমাপত্র গ্রহণ করেন। বিমাপত্র গ্রহণকালে তিনি তার রোগের বিষয়টি গোপন রাখেন। চুক্তির ২ মাস পর তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমা কোম্পানির নিকট বিষয়টি অবহিত করেন। বিমা কোম্পানি রোগের তথ্য গোপনের বিষয়টি জানতে পেরে বিমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়।
ক. স্থলাভিষিক্তকরণের নীতিটি কী? ১
খ. শস্য বিমার গুরুত্ব লিখো। ২
গ. জনাব রাশেদ কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বিমা কোম্পানির সিদ্ধান্তটি কী যৌক্তিক হয়েছে বলে তুমি মনে করো? তোমার মতামত দাও। ৪
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৩-২৫
৯. রুমকি আহমেদ ২০১৫ সালে ‘মেঘনা’ লাইফ ইন্স্যুরেন্স এর সাথে মাসিক প্রিমিয়াম প্রদানের বিনিময়ে ১২ বছরের জন্য একটি বিমা চুক্তি সম্পাদন করেন। ১২ বছরের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত সন্তানেরা বিমার অর্থ পাবেন আর বেঁচে থাকলে তিনি অর্থ পাবেন। ৬ বছর পর আর্থিক অসঙ্গতির কারণে তিনি বিমা চুক্তিটি বন্ধ করে দেয়ার জন্য আবেদন করেন এবং প্রদত্ত প্রিমিয়ামের ২৫% ফেরত প্রদানের দাবি করেন।
ক. সাময়িক বিমা কী? ১
খ. “জীবন বিমা চুক্তিকে কেন নিশ্চয়তার চুক্তি বলা হয়”-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে রুমকি আহমেদ কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘মেঘনা’ লাইফ ইন্স্যুরেন্স রুমকি আহমেদকে কি তার দাবিকৃত অর্থ প্রদান করবে? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪
১০. সিয়াম কোম্পানি লি. ৫০ কোটি টাকা মূল্যের একটি জাহাজ, ‘ক’ ও ‘খ’ দুটি বিমা কোম্পানির কাছে বিমা করে। ‘খ’ বিমা কোম্পানিটি আবার ‘গ’ বিমা কোম্পানির কাছে সিয়াম কোম্পানি লি. এর জাহাজের অংশবিশেষ বিমা করে। জাহাজটি অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় এবং মেরামত করতে ১২ কোটি টাকা খরচ হয় যা ‘ক’ ও ‘খ’ বিমা কোম্পানি সিয়াম কোম্পানিকে পরিশোধ করে।
ক. নৌ বিপদ কী? ১
খ. নৌ-বিমার ব্যক্ত ও অব্যক্ত শর্তগুলো উলেখ করো। ২
গ. সিয়াম কোম্পানি লি. কোন ধরনের বিমা চুক্তি সম্পাদন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে ‘খ’ বিমা কোম্পানিটি, ‘গ’ বিমা কোম্পানির কাছে সিয়াম কোম্পানি লি.-এর জাহাজের অংশবিশেষ বিমা করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
১১. জনাব রাসেল একটি ফার্নিচার দোকানের মালিক। তিনি তার দোকানে রক্ষিত ৩ লক্ষ টাকার আসবাবপত্রের জন্য ২ লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন। সম্প্রতি আগুন লেগে উক্ত দোকানের ১.৬ লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে যায়। তিনি বিমা প্রতিষ্ঠানের কাছে দাবি করলে বিমা কোম্পানি উক্ত ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ পরিশোধের দাবিটি প্রত্যাখ্যান করে। রাসেল সাহেব আদালতের সাহায্য নিতে চাইলে আদালত বিমা কোম্পানির পক্ষে অবস্থান নেয়।
ক. অগ্নি অপচয় কী? ১
খ. নির্দিষ্ট বিমাপত্রের সুবিধা কী? ব্যাখ্যা করো। ২
গ. জনাব রাসেল কত টাকা ক্ষতিপূরণ পাবেন বিমা কোম্পানির কাছ থেকে? ৩
ঘ. বিমা কোম্পানি কর্তৃক সম্পূর্ণ অর্থ পরিশোধের দাবিটি প্রত্যাখ্যানের ক্ষেত্রে কোন অগ্নিবিমা পত্রের প্রতিফলন ঘটেছে বলে তুমি মনে করো। আলোচনা করো। ৪
২৪. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৯ ৩
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ
১. রওশন জাহান একজন প্রভাষক। শিক্ষা বোর্ড সংক্রান্ত কাজের সম্মানি প্রাপ্তির লক্ষ্যে বোর্ড তাকে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি ব্যাংক হিসাব খুলতে বলেন। ব্যাংকে হিসাব খুলে তিনি সিদ্ধান্ত নিলেন, সম্মানীর পুরো টাকা উত্তোলন না করে কিছু টাকা জমিয়ে অধিক লাভজনক খাতে বিনিয়োগ করবেন।
ক. ব্যাংক কী? ১
খ. ব্যাংক কীভাবে পরের ধনের পোদ্দারী করে? ২
গ. উদ্দীপকের আলোকে রওশন জাহান কোন ধরনের ব্যাংক হিসাব খুলতে পারেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের রওশন জাহানের জমাকৃত অর্থ কীভাবে মূলধন গঠনে সহায়তা করবে যুক্তিসহ মতামত দাও। ৪
২. বাংলাদেশ সরকার পাতাল রেল প্রকল্পের প্রয়োজনীয় মূলধন গঠনের সংগ্রহের লক্ষ্যে তার প্রতিনিধিত্বকারী ব্যাংককে দায়িত্ব দেয়। ব্যাংকটি বাজারে ১২% হারে বন্ড ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. নিকাশ ঘর কী? ১
খ. ঋণ নিয়ন্ত্রণ কেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ? ২
গ. উদ্দীপকে প্রতিনিধিত্বকারী ব্যাংকটির নাম কী? এ ব্যাংকের অন্যান্য কার্যাবলি ব্যাখ্যা করো। ৩
ঘ. বন্ড ইস্যু মূলধন সংগ্রহ যুক্তিযুক্ত কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৩. মি. মনির মধ্যপ্রাচ্যে থেকে দেশে ফিরে ৫০ লক্ষ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করতে চান। লেনদেন পরিচালনার জন্য ব্যাংকে হিসাব খুললে ব্যাংক তাকে একটি চেক ইস্যু করে। তিনি আরও সহজে বহনযোগ্য ও নিরাপদ কিছু দাবি করেন। ব্যাংক তাকে তার চাহিদামত জিনিসটি সরবরাহ করে।
ক. ব্যাংক হিসাব কী? ১
খ. কোন চেক অধিক নিরাপদ? ২
গ. উদ্দীপকে মি. মনির কোন ধরনের ব্যাংক হিসাব খুললেন? কেন? ৩
ঘ. ব্যাংক মি. মনির যে জিনিসটি দিলেন তা চেকের থেকেও নিরাপদ কেন? যুক্তিসহ বুঝিয়ে দাও। ৪
৪. সাইদুর রহমান একজন সুপার শপ ব্যবসায়ী। তিনি তার আর্থিক লেনদেন বিভিন্ন সময় পদ্মা ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করেন। নতুন আরও কয়েকটি শাখা সম্প্রসারণের লক্ষ্যে তিনি তার ব্যাংকের কাছে ২৫ লক্ষ টাকা ঋণ চান। কিন্তু ব্যাংকটি তাকে অধিক পরিমাণে ঋণ প্রদানে অস্বীকৃতি জানায়।
ক. তারল্য কী? ১
খ. ‘অর্থের গতিশীলতা বিনিময়ের মাধ্যমগুলোর ওপর অনেকাংশে নির্ভরশীল’ ব্যাখ্যা করো। ২
গ. পদ্মা ব্যাংকের ঋণ দানের অস্বীকৃতি কতটা যুক্তিসঙ্গত ছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৩
ঘ. সাইদুর রহমানের কোন ধরনের ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা উচিত? ব্যাখ্যা করো। ৪
৫. রাজশাহীর রানু দাস ব্যবসায়ের প্রয়োজনে ঢাকার চকবাজারের মনু মোলাকে ১ কোটি ৩০ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। মনু মোলা সেটি তার হিসাবে জমা দেন। তবে ১ জানুয়ারি তারিখে ইস্যুকৃত চেকটি ৮ জুলাই তারিখে ব্যাংকে জমা দেন।
ক. প্রত্যয়পত্র কী? ১
খ. লভ্যাংশ ওয়ারেন্ট বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে বর্ণিত চেকটি কোন ধরনের? এ চেকের সুবিধা বর্ণনা করো। ৩
ঘ. মনু মোলা কীভাবে তার প্রাপ্য টাকা আদায় করতে পারবেন? বিশ্লেষণ করো। ৪
৬. জনাব রাশেদ সুরমা ব্যাংকের একজন গ্রাহক। ব্যাংকের যেকোনো শাখা থেকে তিনি উক্ত ব্যাংকের সুবিধা গ্রহণ করতে পারেন। আবার ব্যাংক হিসাবের বিপরীতে কোন সুদ না পেলেও জমাতিরিক্ত ঋণের সুবিধা পায়। বর্তমানে তিনি লেনদেনের সর্বশেষ পরিস্থিতি জানা, নগদ অর্থ জমাদান, অন্যের হিসাবে অর্থ স্থানান্তর, বিল প্রদান ইত্যাদি সুবিধাসহ ব্যাংক হিসাবের ওপর সুদ পেতে চান।
ক. ই-ব্যাংকিং কি? ১
খ. ডেবিট কার্ড বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে জনাব রাশেদ বর্তমানে কোন ব্যাংক হিসাবের আওতায় রয়েছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব রাশেদের ইচ্ছা বাস্তবায়নে কোন ধরনের ব্যাংক হিসাব উপযুক্ত? উদ্দীপকের আলোকে মতামত দাও। ৪
খ-বিভাগ
৭. একটি জাহাজ ২০ এপ্রিল বন্দর ছেড়ে যাবে বলে নৌ-বিমার চুক্তিপত্রে উলেখ ছিল। কিন্তু জাহাজ যাত্রা শুরু করে ২২ এপ্রিল। জাহাজের ক্যাপ্টেন ইচ্ছামতো যাত্রাপথ পরিবর্তন করে। এক সময় সমুদ্রের গভীরে নিমজ্জিত একটি পাহাড়ে ধাক্কা লেগে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণের দাবি পেশ করলে বিমা কোম্পানি তা বাতিল করে দেয়।
ক. দায় বিমা কাকে বলে? ১
খ. পণ্য নিক্ষেপণ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের জাহাজটিকে কোন নৌ বিপদ মোকাবিলা করতে হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে বিমা কোম্পানি কর্তৃক বিমা দাবি বাতিলের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৮. জনাব ঢ এবং জনাব ণ দুইজন সরকারি চাকরিজীবী। জনাব ঢ দুই বছরের জন্য জাতিসংঘ মিশনে সোমালিয়া যান তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দুই বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। যেখানে, তিনি মারা গেলেই কেবল তার সন্তানেরা বিমা দাবি পাবেন। অপরদিকে জনাব ণ বার্ষিক ২৫,০০০ টাকা বিমা কিস্তিতে ১০ বছরের জন্য তিন লক্ষ টাকায় একটি বিমাপত্র গ্রহণ করেন, যেখানে তিনি মারা না গেলেও নির্দিষ্ট সময় শেষে বিমা দাবি পাবেন।
ক. মৃত্যুহার পঞ্জি কাকে বলে? ১
খ. পুনর্বিমা বলতে কী বোঝায়? ২
গ. জনাব ঢ এর গৃহীত বিমাপত্রটি কোন ধরনের বিমাপত্র? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব ঢ এবং জনাব ণ গৃহীত দুটি বিমাপত্রের মধ্যে কোনটি বেশি লাভজনক বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
৯. মি. শিকদার একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। তিনি তার শিল্পের সম্প্রসারণে এমন একটি নতুন প্রকল্প হাতে নিতে চাচ্ছেন যেখানে মোট অঙ্কের বিনিয়োগ প্রয়োজন সেখানে ঝুঁকিও প্রচুর। তার বিনিয়োগযোগ্য মূলধন (সম্পত্তি) হারানোর ভয়ে বিমা কোম্পানির কাছে বিমা করতে গেলে বিমা কোম্পানি বিমা করতে অপারগতা জানায়।
ক. বিশুদ্ধ ঝুঁকি কী? ১
খ. আর্থিক ক্ষতিপূরণের নীতি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে মি. শিকদারের বিনিয়োগযোগ্য মূলধন কী ধরনের ঝুঁকি? বিমা ব্যবসায়ের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে মি. শিকদারের নতুন বিমা প্রতিষ্ঠান বিমা করতে অপারগতা জানানো কি ন্যায়সঙ্গত হয়েছে বলে তুমি মনে করো? যুক্তি দাও। ৪
১০. জনাব আফজাল সমুদ্রে চলাচলকারী তার জাহাজটি সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিকট ধাক্কাজনিত বিপদের জন্য বিমা করেন। ক্ষতির সম্মুখীন হয়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি সমুদ্র পাহাড়ে আটকে যায়। সমুদ্র পাহাড় থেকে নামতে কয়েক দিন বিলম্ব হওয়ায় এতে বাহিত পণ্য পচে নষ্ট হয়ে যায়। জনাব আফজাল বিমা দাবি করলে বিমা কোম্পানি দাবি পরিশোধ করে কিন্তু পণ্যের মালিক বিমা দাবি করলে বিমা কোম্পানি বিমা দাবি প্রত্যাখ্যান করে।
ক. সামুদ্রিক ক্ষতি কী? ১
খ. সমর্পণ মূল্য কী? ২
গ. উদ্দীপকের জনাব আফজালকে বিমা কোম্পানি কি ধরনের ক্ষতি পূরণ করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে পণ্যের মালিকের দাবি বিমা কোম্পানি কর্তৃক প্রত্যাখ্যান করার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। ৪
১১. জসীম সাহেব ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রাইম ব্যাংকের মাধ্যমে কিস্তিসহ ৩৫ লক্ষ টাকায় একটি প্রাইভেট কার কিনে রূপালী ইন্স্যুরেন্সের সাথে বিমা চুক্তি সম্পাদন করেন। পরবর্তীতে গাড়িটি ছিনতাই হলে তিনি মামলা দায়ের করেন এবং বিমা কোম্পানির কাছে বিমার অর্থ দাবি করেন। মামলাটি নিষ্পত্তি হলে বিমা কোম্পানি তাকে ১৮,৫০,০০০ টাকা প্রদান করে।
ক. স্বাস্থ্য বিমা কী? ১
খ. জীবন বিমা কী ক্ষতিপূরণের চুক্তি? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে যে বিমাপত্রটি জসিম সাহেব গ্রহণ করেছিলেন তা কোন ধরনের? বিস্তারিত লেখ। ৩
ঘ. বিমা দাবি বাবদ জসিম সাহেব যে পরিমাণ টাকা পেলেন তা কী যথার্থ? বিশ্লেষণ করো। ৪
২৫. বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, সাভার বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
১. সরকারের আদেশে কিছু দিন পূর্বে ‘ই’ ব্যাংক ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়ে। তিস্তা ও সুরমা ব্যাংকসহ অনেক ব্যাংক এসব নোট সংগ্রহ করে। তিস্তা ব্যাংককে ‘ই’ ব্যাংক এর সকল আদেশ ও নির্দেশিত শর্তাবলি মেনে চলতে হয়। কিন্তু সুরমা ব্যাংক এসব মানতে বাধ্য নয়। সম্প্রতি তিস্তা ও সুরমা ব্যাংক তারল্য সংকটে পড়লে ‘ই’ ব্যাংক তিস্তা ব্যাংককে ঋণ দিয়ে সহায়তা করেছে কিন্তু সুরমা ব্যাংককে তা করেনি।
ক. ব্যাংক কী? ১
খ. ভোক্তা ব্যাংক বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে উলিখিত ‘ই’ ব্যাংক সরকারের পক্ষে কোন ধরনের কাজ করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত তিস্তা ব্যাংককে ‘ই’ ব্যাংকের সহায়তা করা কি সঠিক ছিল? তোমার মতামত ব্যাখ্যা করো। ৪
২. যমুনা ব্যাংকে ৫০,০০০ টাকা জমা দিতে গিয়ে বন্যা জানতে পারল এ অর্থ থেকেই ব্যাংকটি অন্যদের ঋণদান করে। বন্যার জমাকৃত অর্থ থেকে যদি পরবর্তীতে আরও দুই জনকে ঋণ দেয়া হয় তাহলে ব্যাংকের আমানতের পরিমাণ বৃদ্ধি পায়। ব্যাংকের ঝখজ ২০%।
ক. বাণিজ্যিক ব্যাংকের আয় এর প্রধান উৎস কোনটি? ১
খ. বাণিজ্যিক ব্যাংকসমূহ কীভাবে তারল্য বজায় রাখে? ২
গ. বন্যার অর্থের সর্বোচ্চ ব্যবহারে যমুনা ব্যাংক কোন কৌশল অবলম্বন করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বন্যার অর্থ থেকে যমুনা ব্যাংক কত টাকার আমানত সৃষ্টি করতে সমর্থ হবে? ব্যাখ্যা করো। ৪
৩. জালাল সাহেব একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তখন সামান্য সুদ দেয় এমন একটি হিসাব পরিচালনা করতেন। পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় শুরু করার পর তিনি আরেকটি হিসাব খোলেন। এর পর তিনি বিদেশ চলে যান। পাঁচ বছর পর বিদেশ থেকে ফেরত এসে তিনি তার উভয় হিসাব চালু করতে চাইলে ব্যাংক ম্যানেজার তাকে পরবর্তী হিসাবটি চালু করার পরামর্শ দেন।
ক. নমুনা স্বাক্ষর কার্ড কী? ১
খ. কীভাবে ব্যাংকের হিসাব বন্ধ করা হয়? ২
গ. জালাল সাহেব প্রথম কোন হিসাব পরিচালনা করতেন? বর্ণনা করো। ৩
ঘ. ব্যাংক ম্যানেজার কেন পরবর্তী হিসাব চালু করার পরামর্শ দিলেন? মতামত দাও। ৪
৪.
সোনালী ব্যাংক লিমিটেড
…………… শাখা
অ/ঈ ৭২৪৩০২৮
কামরুল কে অথবা বাহককে
টাকা ত্রিশ হাজার টাকা মাত্র প্রদান করুন।
টাকা: ৩০০০০/-
হাসান
স্বাক্ষর
ক. বাসি চেক কী? ১
খ. সরকারি নোট বলতে কী বোঝ? ২
গ. প্রদর্শিত চিত্রটি কোন ধরনের চেক? ব্যাখ্যা করো। ৩
ঘ. এরূপ চেক পাওয়ার পর গ্রাহক হিসেবে তোমার কী করণীয় ব্যাখ্যা করো। ৪
৫.
ক. ভ্রমণকারী প্রত্যয়পত্র কয় ধরনের? ১
খ. ফোরফেটিং বলতে কি বোঝায়? ২
গ. উপরোক্ত চিত্রের ‘ঊ’ বিন্দুতে কী নির্ধারিত হয়-ব্যাখ্যা করো। ৩
ঘ. চিত্রে উলিখিত পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ কতটুকু যৌক্তিক? মতামত দাও। ৪
৬. ব্যাংক তহবিল থেকে রাইয়ানকে ২০,০০,০০০ টাকা ঋণ মঞ্জুর করা হলো। এ টাকা নগদে না দিয়ে আমানত হিসাবে স্থানান্তর করা হয়েছে। উক্ত হিসাব হতে ১০,০০,০০০ টাকা উত্তোলন করা সত্তে¡ও স্থানান্তরের তারিখ থেকে সম্পূর্ণ টাকার ওপর সুদ গণনা করা হয়। অন্যদিকে আরমানকে ব্যাংক ব্যক্তিগত জামানতের বিপক্ষে ঋণ দিয়েছে। নতুন হিসাব খুলতে হয়নি। উত্তোলিত টাকার ওপর সুদ গণনা করা হয়।
ক. পূর্বস্বত্ত¡ কী? ১
খ. ঋণ মঞ্জুর ব্যাংকের তারল্য বিবেচনা কেন প্রয়োজন? ২
গ. উদ্দীপকে বর্ণিত ব্যাংক তহবিল থেকে রাইয়ানের প্রদত্ত ঋণ কী বলে? ব্যাখ্যা করো। ৩
ঘ. আরমানকে প্রদত্ত ব্যাংক ঋণ, ঋণগ্রহীতার সাময়িক প্রয়োজন পূরণে খুবই উপযোগী-তুমি কি এ বক্তব্যের সাথে একমত? মতের স্বপক্ষে যুক্তি দাও। ৪
৭. সামি ৫০,০০০ টাকার মাল বিক্রয় করেছেন। ক্রেতা রাফি ১ মাস পর টাকা দিতে চায়। সামি বললেন, আপনি স্ট্যাম্পযুক্ত একটি কাগজে ১ মাস পর আমাকে টাকা দেবেন এটি লিখে দিন। অন্যদিকে সামি, রাসেল থেকে নিজেই ৭০,০০০ টাকার মাল কিনেছেন। এক মাস পর টাকা দিতে চাইলে রাসেল বললেন, আমি স্ট্যাম্পযুক্ত সাদা কাগজে একটি দলিল তৈরি করে দেই। আপনি তাতে স্বীকৃতি লিখে স্বাক্ষর করবেন। সামি স্বাক্ষর কেন করতে হবে-এ নিয়ে ভাবছেন।
ক. চেক স্ত‚প পরিস্কারকরণ কী? ১
খ. মোবাইল ব্যাংকিং হোম ব্যাংকিং অপেক্ষা উত্তম কেন? ২
গ. রাফি প্রদত্ত দলিলটি কোন ধরনের হস্তান্তরযোগ্য দলিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. রাসেল এর লিখিত দলিলে সামির স্বাক্ষরের আবশ্যকতা বিশ্লেষণ করো। ৪
৮. জাহিদ এন্ড সন্স ৪০,০০,০০০ টাকার সম্পত্তি ২০,০০,০০০ টাকার বিমা করে। পরে ঐ সম্পত্তি চুক্তিতে উলিখিত কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ক্ষতির পূর্বে তার প্রকৃত মূল্য ছিল ২৫,০০,০০০ টাকা। কিন্তু বিমা কোম্পানির নিকট থেকে ২০,০০,০০০ টাকা ক্ষতিপূরণ আদায় করা যাবে। শরিফ জাহিদকে বললেন যদি সম্পত্তির বর্তমান বাজার মূল্য ১৭,০০,০০০ টাকা হয় তাহলে ক্ষতিপূরণ হিসেবে শুধু ১৭,০০,০০০ টাকাই পাওয়া যাবে।
ক. ব্যবসায়িক ঝুঁকি কী? ১
খ. আনুপাতিক হারে অংশগ্রহণ নীতি বলতে কী বোঝ? ২
গ. জাহিদ এন্ড সন্স কোন ধরনের বিমা করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. শরিফ এর বক্তব্য অনুযায়ী বিমা কোম্পানি ১৭,০০,০০০ টাকার বেশি ক্ষতিপূরণ করবে না তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণ করো। ৪
৯. মি. আসাদ একজন ব্যবসায়ী। তার বয়স ৪০ বছর এবং তার স্ত্রীর বয়স ৩৭ বছর। পেশায় তিনি একজন বৈমানিক। মি. আসাদ নিজের ও তার স্ত্রীর নামে ২০ বছর মেয়াদি ৩০ লক্ষ টাকার দুটি পৃথক মেয়াদি বিমাপত্র খুললেন। এ জন্য তাকে প্রিমিয়াম বাবদ প্রতি তিন মাসে দুই জনের যথাক্রমে ১৭,০০০ ও ২০,০০০ টাকা করে প্রদান করতে হয়।
ক. যৌথ জীবন বিমা কী? ১
খ. মেয়াদ পূর্তির পূর্বে পলিসি ফেরত দিলে যে মূল্য প্রদত্ত হয় তাকে কী বলে? ব্যাখ্যা করো। ২
গ. মি. আসাদ কর্তৃক স্ত্রীর নামে বিমা চুক্তি সম্পাদনে বিমার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বয়স কম হওয়ার পরও মিসেস আসাদের পলিসিতে প্রিমিয়ামের হার বেশি হওয়া কতটা যৌক্তিক? মতামত দাও। ৪
১০. নাসিম একজন ব্যবসায়ী। তিনি সমুদ্র পথে জাপান থেকে টেলিভিশন, রেফ্রিজারেটর, মোটর সাইকেলসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি করেন। তিনি সমুদ্রপথে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি হতে রক্ষার জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। বিমা কোম্পানি তাকে সমুদ্র পথে পণ্যের ক্ষতি হলে আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা দেন।
ক. নৌ বিপদকে কয় ভাগে ভাগ করা যায়? ১
খ. উš§ুক্ত বিমাপত্র কেন খোলা হয়? ২
গ. উদ্দীপকে নাসিম কোন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. নাসিম এর উক্ত বিমাপত্র গ্রহণ করার যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
- HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- (১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- (PDF ১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর
১১. মি. চৌধুরী ২.৫০ লক্ষ টাকায় কেনা আসবাবপত্র ৩ লক্ষ টাকায় বিমা করে। বিমাচুক্তিতে উলেখ রয়েছে ক্ষতি হলে বাজার মূল্য বিবেচনা করা হবে না। আগুন লেগে আসবাবপত্রের অর্ধেক অংশ বিনষ্ট হয়।
ক. ঘোষণাযুক্ত বিমাপত্র কী? ১
খ. অগ্নিজনিত ক্ষতির পরোক্ষ কারণগুলো কী কী? ২
গ. মি. চৌধুরী কোন ধরনের অগ্নি বিমাপত্র সংগ্রহ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কোম্পানি কি মি. চৌধুরীকে নগদ টাকা ক্ষতিপূরণ দিবে বলে তুমি মনে করো? ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।