আসুন মসজিদ মুখি হই (১) ।। এইচ বি ফিরোজ ।। রাসূল (স.) এর সাহাবিরা রমযানের শেষ দশকে হতেন মসজিদ মুখি। আর বর্তমানে আমাদের সমাজে এই চিত্র পাল্টে আমরা হচ্ছি মার্কেটমুখি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর রাসূল (স.) এর মসজিদমুখি হওয়ার কারন ছিল- রমযানের রহমত,
লোকমান হাকিমের উপদেশ
অর্থাৎ মহল্লার মসজিদে কোন রোযাদার মুসলিম ইতেকাফ করলে সবার তরফ থেকে এ ধরনের সুন্নত আদায় হবে। আর এলাকাবাসীর কেউ যদি ইতেকাফ না করে তাহলে সুন্নত ছেড়ে দেওয়ার কারনে সবার সুন্নত তরকের গোনাহ হবে।
রমযান মাসের রোজার ফজিলত
বিশ রমযান সূর্যাস্তের কিছুক্ষন আগে থেকে উনত্রিশ অথবা ত্রিশ রমযান অর্থাৎ ইদুল ফিতরের চাঁদ দেখার সূর্যাস্ত পর্যন্ত মসজিদে নির্দিষ্ট স্থানে নিয়মিত একাধারে অবস্থান করাকে ‘ইতেকাফ’ বলে। ইতিকাফের প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর প্রাপ্তির মাধ্যমে মহান আল্লাহর একান্ত সান্নিধ্য লাভ।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।